বাঙালির ক্রীড়াসংস্কৃতি এম সি কিউ টেস্ট | Bangalir Krirasonskriti Online MCQ Mock Test.

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় Online MCQ Mock Test. তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী Quiz. যে কোনো পরীক্ষায় সময় ধরে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা সব সময় এগিয়ে থাকে। নিজের অগ্রগতি জানার জন্য অবশ্যই মক টেস্ট দেওয়া প্রয়োজন। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য এই Quiz Blog এর আয়োজন করা হলো। প্রতিটি প্রশ্নের মান -১ নম্বর। প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে করার চেষ্টা করা হয়েছে, তারপরেও যদি কোন ভুল থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাফল্যই আমাদের সাফল্য।ধন্যবাদ।

Q ➤ ১. মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়—


Q ➤ ২. ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম—


Q ➤ ৩. ভারতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়—


Q ➤ ৪. ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব—


Q ➤ ৫. মোহনবাগান প্রথম আই.এফ.এ শিশু জেতে—


Q ➤ ৬. বাঙালির প্রথম ফুটবল ক্লার—


Q ➤ ৭. প্রথম যে ভারতীয় ইংলিশ চ্যানেল পার করেন—


Q ➤ ৮. প্রথম বাঙালি মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন—


Q ➤ ৯. ধ্যাঁনচাদের লেখা বইটির নাম—


Q ➤ ১০. ব্রতচারীর স্রষ্টা—


Q ➤ ১১. গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা—


Q ➤ ১২. বাংলাদেশের ম্যাজিকের জনক—


Q ➤ ১৩. ‘ক্রিকেট খেলা’ বইটি লিখেছেন—


Q ➤ ১৪. ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব—


Q ➤ ১৫. বাঙালির প্রথম সার্কাসের নাম—


Q ➤ ১৬. রামায়ণের কাহিনি অনুসারে দাবা খেলার স্রষ্টা—


Q ➤ ১৭. বাংলার কবাডি খেলার প্রসারে স্মরণীয় ব্যক্তিত্ব—


Q ➤ ১৮. অচিন্ত্য সাহা যে খেলার সঙ্গে যুক্ত—


Q ➤ ১৯. গোবর গুহর আসল নাম—


Q ➤ ২০. যুবভারতী ক্রীড়াঙ্গনের বর্তমান নাম—


Q ➤ ২১. রবীন্দ্রনাথকে কুস্তি শেখাতেন—


Q ➤ ২২. লাগান সিনেমাটি তৈরি হয়েছে—


Q ➤ ২৩. সহস্রাব্দের সেরা ফুটবলার—


Q ➤ ২৪. ব্যাডমিন্টন খেলার অপর নাম—


Q ➤ ২৫. জাদুকর পি.সি.সরকারের প্রকৃত নাম—


Q ➤ ২৬. এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী অ্যাথলেটিক—


Q ➤ ২৭. টেবিল টেনিসের দ্রোণাচার্য নামে পরিচিত—


Q ➤ ২৮. টেবিল টেনিসের শহর—


Q ➤ ২৯. দিব্যেন্দু বড়ুয়া ও সূর্য শেখর গাঙ্গুলী যে খেলার সঙ্গে যুক্ত—


Q ➤ ৩০. যে বাঙালি প্রথম ফুটবলে পা ছোঁয়ান—


Q ➤ ৩১. ভারতে যে মহিলা বাঘের সঙ্গে খেলা দেখাতেন—


Q ➤ ৩২. কবাডি খেলাকে পশ্চিমবঙ্গে বলা হয়—


Q ➤ ৩৩. ‘দ্য ফিনিক্স’ পুরস্কার দেওয়া হয়—


Q ➤ ৩৪. যে স্থানে কুস্তি খেলা হয় তাকে বলে—


Q ➤ ৩৫. ভারতীয় ফুটবলের রাজধানী কোন্ শহর ?


Q ➤ ৩৬. পশ্চিমবঙ্গ থেকে সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার হন—


Q ➤ ৩৭. পশ্চিমবঙ্গে কবাডি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে—


Q ➤ ৩৮. ভারতে তথা বাংলায় প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে—


Q ➤ ৩৯. টেবিল টেনিস খেলার অপর নাম—


Q ➤ ৪০. ‘গ্রান্ডমাস্টার’ কথাটি যে খেলার সঙ্গে যুক্ত—


Leave a Reply