বাড়ির কাছে আরশিনগর MCQ Test একাদশ শ্রেণি | Barir Kache Arshinagar Online MCQ Test Class 11 WBCHSE

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বাড়ির কাছে আরশিনগর MCQ Test

Class 11 Bengali Exam Preparation Online Mock Test. আজকের বিষয় একাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্ন পত্রে ‘অথবা’ সহ মোট ২২টি প্রশ্ন থাকে। 18 টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

👉Online Mock Test কেন দেবেন ?

• Exam দেওয়ার জন্য আপনি কতটা তৈরি হয়েছেন সেটা জানতে পারবেন।

• পরীক্ষার প্যাটার্নের সাথে আপনার পরিচিতি ঘটে।

• পড়াশোনার ঘাটতির বিষয়ে আপনার দুর্বলতাকে চিহ্নিত করে।

• Online Mock Test দেওয়াটা বেশ মজার এবং তার সাথে পড়া শেখার আগ্রহ বাড়িয়ে তোলে।

• নিয়মিতভাবে Mock Test দিলে আপনার আত্মবিশ্বাস তৈরি করতে এবং পরীক্ষা উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।

👉Prosnodekho.com -এর Mock Test কেন দেবেন ?

• পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসরণ করে প্রশ্ন তৈরি করা হয়।

• প্রতিদিন যখন ইচ্ছে Online Mock Test দিতে পারবেন।

• পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন প্রশ্নের Mock Test পাওয়া যায়।

• আপনার পরীক্ষার প্রস্তুতির কৌশলের অংশ হিসাবে মক্ টেস্টগুলি অত্যন্ত অপরিহার্য।

Online MCQ Mock Test
একাদশ শ্রেণি বাংলা
বাড়ির কাছে আরশিনগর

Q ➤ ১. লালন ও পড়শির মাঝে কতখানি ফাঁক ? (ক) কোটি মাইল (খ) লক্ষ যোজন (গ) লক্ষ মিটার (ঘ) হাজার যোজন


Q ➤ ২. ‘পড়শী’ কোথায় বাস করে ? (ক) রূপনগরে (খ) মায়াপুরীতে (গ) যক্ষপুরীতে (ঘ) আরশিনগরে


Q ➤ ৩. ‘পড়শী’ ছুঁলে কী হবে ? (ক) যম-যাতনা দূরে যাবে (খ) ব্যথা বেদনা দূর হবে (গ) আরোগ্য লাভ হবে (ঘ) জ্ঞানচক্ষু খুলবে


Q ➤ ৪. পড়শি কোথায়, কীভাবে বাস করে ? (ক) সে জলে থাকে (খ) সে মহাকাশে থাকে (গ) সে সর্বত্র বিরাজমান (ঘ) সে শূন্যেও থাকে আবার জলেও থাকে


Q ➤ ৫. পড়শি দেখতে কেমন ? (ক) তার হাত, পা, কাঁধ, মাথা নাই (খ) তার হাত, পা, চোখ নাই (গ) তার মাথা আছে চোখ নাই (ঘ) তার হাত, পা, কাঁধ, মাথা আছে


Q ➤ ৬. ‘গ্রাম বেড়িয়ে অগাধ পানি।’- এখানে ‘বেড়িয়ে’ শব্দের অর্থ হলো— (ক) পার হয়ে (খ) ঘুরে ঘুরে (গ) বেষ্টন করে (ঘ) মধ্যে খানে


Q ➤ ৭. ‘আমি একদিনও না দেখিলাম তারে’— কাকে ? (ক) মনের মানুষকে (খ) পড়শিকে (গ) পড়শির আরশীনগরকে (ঘ) আরশীনগরের পড়শিকে


Q ➤ ৮. ‘ও তার হস্ত-পদ স্কন্ধ-মাথা নাই রে !’- বলতে বোঝায়— (ক) ঈশ্বর নিরাকার (খ) ঈশ্বর সবাকার (গ) নিরাকার মানুষ (ঘ) কোনোটাই নয় ।


Q ➤ ৯. ‘সে আর লালন একখানে রয়’– সে কে ? (ক) কবির বন্ধু (খ) কবির কেউ নন (গ) সে ভগবান (ঘ) মনের মানুষ


Q ➤ ১০. ‘আমার বাড়ির কাছে আরশীনগর’ ‘আরশীনগর’ শব্দের ভাব-অর্থ হলো— (ক) দেবভূমি (খ) শহর (গ) ছবির মতো নগর (ঘ) পরিষ্কার নগর


Q ➤ ১১. বাউল শব্দটি কোথা থেকে এসেছে ? (ক) বাংলা বাতুল (খ) হিন্দি বাহুল (গ) সংস্কৃত বাতুল (ঘ) অসমীয়া বাতুল


Q ➤ ১২. বাড়ির কাছে আরশিনগর কবিতাটির লেখক— (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) মাইকেল মুধুসুদন দও (গ) লালন ফকির (ঘ) কাজী নজরুল ইসলাম


Q ➤ ১৩. বাড়ির কাছে আরশিনগর কবিতাটি আসলে একটি— (ক) বাউল গান (খ) মারফতি গান (গ) কবিগান (ঘ) গজল


Q ➤ ১৪. বাড়ির কাছে আরশিনগর কবিতাটির মূল উৎস কি ? (ক) বাউল গীতিকা সংকলন (খ) লোকসাহিত্য (গ) লালন-গীতিকা (ঘ) পল্লীগীতি


Q ➤ ১৫. ‘আমি একদিনও না দেখিলাম তারে’- এখানে আমি কে ? (ক) কবি স্বয়ং (খ) পড়শি (গ) উভয়ই (ঘ) ওপরের কেউ না


Q ➤ ১৬. ‘আমি একদিনও না দেখিলাম তারে’- কবি এখানে কাকে দেখতে চেয়েছেন ? (ক) কবির মনের মানুষকে (খ) কবির বন্ধুকে (গ) কবির জীবন সঙ্গিনীকে (ঘ) কবির গুরুকে


Q ➤ ১৭. ‘আমার বাড়ির কাছে আরশিনগর’- কবি এখানে বাড়ি বলতে কী বুঝিয়েছেন ? (ক) দালান (খ) নিজের দেহ (গ) নিজের মন (ঘ) কবির পাড়া


Q ➤ ১৮. আরশিনগর বলতে কবি কী বুঝিয়েছেন ? (ক) কবির গ্রাম (খ) কবির দেহ (গ) কবির মন (ঘ) কবির পাড়া


Q ➤ ১৯. ‘আরশিনগর’ কবিতায় আরশি নগরে কে বাস করত ? (ক) কবীর মনের মানুষ (খ) কবির বন্ধু (গ) কবির জীবন সঙ্গিনী (ঘ) কবির পড়শি


Q ➤ ২০. কবি যাকে পড়শী বলেছেন সে আসলে হলেন— (ক) কবীর পরমাত্মা বা মনের মানুষ (খ) কবির বন্ধু (গ) কবির জীবন সঙ্গিনী (ঘ) কবির পিতা-মাতা


Q ➤ ২১. আরশিনগর গ্রামকে কী ঘিরে রয়েছে ? (ক) জলঙ্গ (খ) অগাধ পানি (গ) কুয়াশা (ঘ) শূন্যতা


Q ➤ ২২. ‘গ্রাম বেড়িয়ে অগাধ পানি’- এই অগাধ পানি বলতে কী বোঝানো হয়েছে ? (ক) বিরাট জলরাশি (খ) মানুষের দুঃখ কষ্ট (গ) মানুষের যাবতীয় বিষয়বাসনা (ঘ) বন্যার জল


Q ➤ ২৩. ‘আমি বাঞ্ছা করি দেখবো তারি’ কাকে দেখার ইচ্ছা প্রকাশ করা হয়েছে ? (ক) কবীর পড়শিকে (খ) কবির বন্ধুকে (গ) কবির জীবন সঙ্গিনীকে (ঘ) কবির গুরুকে


Q ➤ ২৪. ‘আরশি’ শব্দটির আক্ষরিক অর্থ কী ? (ক) গ্রাম (খ) আয়না (গ) পরমপুরুষ (ঘ) আকাশ


Q ➤ ২৫. “ও তার নাই কিনারা”— এই কিনারা না থাকা যার ইঙ্গিত দেয়, তা হল— (ক) সীমাহীন বিষয়বাসনা (খ) নদীর অথই জলরাশি (গ) মানবজীবনের অনিশ্চয়তা (ঘ) রাষ্ট্রীয় ও সামাজিক অত্যাচারের তীব্রতা।


Q ➤ ২৬. “নাই তরণী পারে”—‘তরণী’র অন্তর্নিহিত অর্থ হল— (ক) অগাধ জলরাশি পেরোনোর জলযান (খ) ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের ব্যবস্থা (গ) পরপারে যাওয়ার অবলম্বন (ঘ) আরাধ্যের কাছে পৌঁছোনোর বাধা অতিক্রমণের উপকরণ


Leave a Reply