ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা মক্ টেস্ট | Bhasa Biggyan Mock Test HS Bengali [WBCHSE]

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় Bhasa Biggyan Mock Test. তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী MCQ Test. যে কোনো পরীক্ষায় সময় ধরে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা সব সময় এগিয়ে থাকে। নিজের অগ্রগতি জানার জন্য অবশ্যই মক্ টেস্ট দেওয়া প্রয়োজন। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য এই Quiz Blog এর আয়োজন করা হলো । প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে করার চেষ্টা করা হয়েছে, তারপরেও যদি কোন ভুল থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাফল্যই আমাদের সাফল্য। ধন্যবাদ।

Q ➤ ১. ‘পারোল’-এর প্রবক্তা হলেন— (ক) পর্টার (খ) নোয়াম চমস্কি (গ) সোস্যুর (ঘ) ব্লুমফিল্ড


Q ➤ ২. ‘শৈলী’ শব্দের অপর নাম– (ক) অভিনবত্ব (খ) রীতি (গ) নির্মাণ (ঘ) রূপভেদ


Q ➤ ৩. ভারতের অভিধান রচনার সূত্রপাত– (ক) স্যার থমাস এলিয়টের লাতিন-ইংরেজি অভিধান থেকে (খ) যাস্কের ‘নিরুক্ত’ থেকে (গ) অক্সফোর্ড ইংরেজি অভিধান থেকে (ঘ) গারল্যান্ডের অভিধান থেকে


Q ➤ ৪. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল– (ক) অষ্টাদশ শতাব্দীর প্রথমদিকে (খ) ঊনবিংশ শতাব্দীতে (গ) বিংশ শতাব্দীর প্রথম দিকে (ঘ) সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে


Q ➤ ৫. বিশেষ থেকে সাধারণের দিকে ভাষাবিজ্ঞানের যে গতি তার পদ্ধতিটি হলো– (ক) বিশ্লেষণ (খ) নথিভুক্তকরণ (গ) অবরোহমূলক (ঘ) আরোহমূলক


Q ➤ ৬. বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হলো– (ক) যাচাই (খ) তথ্য সংগ্রহ (গ) বিচার-বিশ্লেষ (ঘ) অনুমান


Q ➤ ৭. ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখার সংখ্যা– (ক) তিন (খ) চার (গ) পাঁচ (ঘ) ছয়


Q ➤ ৮. স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন– (ক) ১৭৬৮ খ্রি. (খ) ১৭৭৬ খ্রি. (গ) ১৭৮৬ খ্রি. (ঘ) ১৮৭৬ খ্রি.


Q ➤ ৯. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয়– (ক) তিনটি (খ) চারটি (গ) ছয়টি (ঘ) সাতটি


Q ➤ ১০. ‘মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা’- মতটির প্রবক্তা— (ক) উয়িলিয়াম জোন্স (খ) নোয়াম চমস্কি (গ) উয়িলিয়াম কেরি (ঘ) ক্যামু’র ওয়েসলি


Q ➤ ১১. LAD – এর সম্পূর্ণ রূপটি কী ? (ক) Aanguage Alert Device (খ) Language Addition Device (গ) Language Acquisition Device (ঘ) Language Aquant Device


Q ➤ ১২. ভাষার বিভিন্ন পারস্পরিক উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিস্তারের নাম— (ক) বহুরূপতা (খ) লাঙ্ (গ) পারোল (ঘ) প্রমুখন


Q ➤ ১৩. লাঙ্(Langue)- এর নামকরণ করেন– (ক) ফেদিনাঁ দ্য সোস্যুর (খ) উইলিয়াম কেরি (গ) নোয়াম চমস্কি (ঘ) যাস্ক


Q ➤ ১৪. প্রমুখন, বহুস্বরতা প্রভৃতি প্রকরণগুলি যে ভাষাবিজ্ঞানে ব্যবহৃত হয়, তা হলো– (ক) মনোভাষাবিজ্ঞান (খ) স্নায়ু ভাষাবিজ্ঞান (গ) শৈলীবিজ্ঞান (ঘ) সমাজভাষাবিজ্ঞান


Q ➤ ১৫. পাণিনির পূর্ববর্তী কোন্ ব্যক্তি বৈদিক শব্দাবলীর অভিধান রচনা করেন ? (ক) অমর সিংহ (খ) যাস্ক (গ) পতঞ্জলি (ঘ) ভর্তৃহরি


Q ➤ ১৬. ‘শিশুরা ভাষাশিক্ষার জন্য Pre-programmed থাকে।’– এই মতটির প্রবক্তা কে ? (ক) ব্রাউন (খ) ফিশার (গ) ডেলব্রুক (ঘ) চমস্কি


Q ➤ ১৭. ‘Style is the man himself’ – উক্তিটি করেছেন— (ক) চমস্কি (খ) ব্লুমফিল্ড (গ) সোস্যুর (ঘ) বুঁফো


Q ➤ ১৮. কোড-বদল ভাষাবিজ্ঞানের কোন্ শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয়– (ক) শৈলীবিজ্ঞান (খ) অভিধান বিজ্ঞান (খ) মনোভাষাবিজ্ঞান (ঘ) নৃভাষাবিজ্ঞান


Q ➤ ১৯. ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে তিনি হলেন– (ক) যাস্ক (খ) পাণিনি (গ) পতঞ্জলি (ঘ) উইলিয়াম জোন্স


Q ➤ ২০. ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয়– (ক) লিখিত ভাষা (খ) মুখের ভাষা (গ) ধ্বনি (ঘ) সাহিত্য


This Post Has One Comment

Leave a Reply