ভাষাচর্চা
ষষ্ঠ শ্রেণি বাংলা ব্যাকরণ
ষষ্ঠ শ্রেণির বাংলা ভাষাচর্চা (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali Bhasachorcha 3rd Lesson Question Answer wbbse
ষষ্ঠ শ্রেণির বাংলা ভাষাচর্চা (তৃতীয় অধ্যায়) হাতে কলমে প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali Bhasachorcha 3rd Lesson Question Answer wbbse
1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
3. ষষ্ঠ শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
4. ষষ্ঠ শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
5. ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
6. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্ন Click Here
ষষ্ঠ শ্রেণির বাংলা ভাষাচর্চা (তৃতীয় অধ্যায়) হাতে কলমে প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali Bhasachorcha 3rd Lesson Question Answer wbbse
তৃতীয় অধ্যায়
শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ
‘হাতে কলমে’ প্রশ্নের উত্তর ভাষাচর্চা (তৃতীয় অধ্যায়) ষষ্ঠ শ্রেণি বাংলা | wbbse Bhasachorcha (3rd Lesson) Question Answer Class 6 Bengali wbbse
১. নীচের শব্দগুলিকে পদে রূপান্তরিত করে অর্থপূর্ণ বাক্য বানাও :
১.১ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন বিদ্যালয় রবীন্দ্রজয়ন্তী পালিত হয়।
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়।
১.২ আমি বাবা রোজ মাছ খাবার দেওয়া।
উত্তরঃ আমার বাবা রোজ মাছেদের খাবার দেন।
১.৩ বাড়ি লোক মাঠ চাষবাস করা।
উত্তরঃ বাড়ির লোক মাঠে চাষবাস করে।
১.৪ উনি তুমি নাম জানো চায়।
উত্তরঃ উনি তোমার নাম জানতে চান।
১.৫ দিদিমণি ক্লাস নেওয়া পর একটা গান শোনা।
উত্তরঃ দিদিমণি ক্লাস নেওয়ার পরে একটা গান শোনান।
২. নীচের বাক্যগুলি থেকে ‘অ’-বিভক্তিযুক্ত ও অন্যান্য বিভক্তিযুক্ত পদ নির্দেশ করো :
২.১ অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে যাই।
উত্তরঃ
‘অ’ বিভক্তি যুক্ত পদ— অনেক, রাত, পর্যন্ত, বই, যাই।
অন্যান্য বিভক্তিযুক্ত পদ— পড়ে (‘এ’ বিভক্তি), ঘুমোতে (‘তে’ বিভক্তি)।
২.২ নদীগুলি সমুদ্রের কাছে এসে বেগ কম করে।
উত্তরঃ
‘অ’ বিভক্তিযুক্ত পদ— বেগ, কম।
অন্যান্য বিভক্তিযুক্ত পদ— নদীগুলি (‘গুলি’ বিভক্তি), সমুদ্রের (‘এর’ বিভক্তি), কাছে, এসে (‘এ’ বিভক্তি)।
২.৩ প্রশ্নপত্র কঠিন বলে কারো আর কলম চলছে না।
উত্তরঃ
‘অ’ বিভক্তিযুক্ত পদ— প্রশ্নপত্র, কঠিন, কারো, আর, কলম, না।
অন্যান্য বিভক্তিযুক্ত পদ— বলে (‘এ’ বিভক্তি), চলছে (‘এ’ বিভক্তি)।
২.৪ হানিফ মিয়া কাস্তে হাতে ধান কাটতে গেল।
উত্তরঃ
‘অ’ বিভক্তিযুক্ত পদ— হানিফ, মিয়া, ধান, গেল।
অন্যান্য বিভক্তিযুক্ত পদ— কাস্তে (‘এ’ বিভক্তি), হাতে (‘এ’ বিভক্তি), কাটতে (‘তে’ বিভক্তি)।
২.৫ কলকাতায় দাদার বাড়িতে যাবে বলে মছলন্দপুর থেকে ট্রেন ধরল।
উত্তরঃ
‘অ’ বিভক্তি যুক্ত পদ— মছলন্দপুর, ট্রেন, ধরল।
অন্যান্য বিভক্তি যুক্ত পদ— কলকাতায় (‘য়’ বিভক্তি), দাদার (‘র’ বিভক্তি), বাড়িতে (‘তে’ বিভক্তি), যাবে (‘এ’ বিভক্তি), বলে (‘এ’ বিভক্তি)।
৩. নীচের এক একটি শব্দে বিভিন্ন শব্দবিভক্তি যুক্ত করে নতুন শব্দরূপ বানাও : আমি, আপনি, তুই, সে, উনি, তুমি, ও, তিনি
উত্তরঃ
» আমি— আমি+র = আমার, আমি + কে = আমাকে, আমি + য়= আমায়
» আপনি— আপনি + র = আপনার, আপনি+ রে = আপনারে, আপনি + কে = আপনাকে
» তুই— তুই + +র = তোর, তুই + কে = তোকে, তুই ত = তোতে + তে =
» সে— সে + র= তার, সে কে তাকে, সে + য় = তায়
» উনি— উনি + + কে = ওনাকে, উনি +র = ওনার, উনি + রে = ওনারে
» তুমি— তুমি + রে = তোমারে, তুমি + য় = তোমায়, তুমি + কে = তোমাকে
» তিনি— তিনি + র= তাঁর, তিনি + কে = তাঁকে, তিনি + রে = তাঁরে।
৪. নীচের শব্দবিভক্তিগুলির প্রতিটির আগে তিনটি করে উপযুক্ত শব্দ জুড়ে পদ বানাও : গুলো, দের, এরা, দিগ, গণ, রা, গুলি
উত্তরঃ
» গুলো— হরিণগুলো, গাছগুলো, ছেলেগুলো।
» দের— বাবুদের, বন্ধুদের, পাখিদের।
» এরা— মানুষেরা, ছেলেরা, মেয়েরা।
» দিগ— বালিকাদিগ, আমাদিগ, তোমাদিগ।
» গণ— জনগণ, ব্রাহ্মণগণ, পন্ডিতগণ।
» রা— দেবতারা, পাখিরা, তোরা।
» গুলি— সন্দেশগুলি, গাছগুলি, মেয়েগুলি।
৫. নীচের শব্দগুলি থেকে শব্দ ও শব্দবিভক্তি আলাদা করো : সন্তানদিগেরা, পাখিগুলি, প্রাণকে, আপনাদেরকে, শিশুগুলির, কলতলাতে, সন্ধ্যাবেলায়, ভূতেদের, নৃত্যটি, মানুষদের, ভয়কে
উত্তরঃ
» সন্তানদিগেরা— সন্তান(শব্দ) – দিগ, এরা (শব্দবিভক্তি)
» পাখিগুলি— পাখি(শব্দ), গুলি (শব্দবিভক্তি)
» প্রাণকে— প্রাণ(শব্দ), কে (শব্দবিভক্তি)
» আপনাদেরকে— আপনি(শব্দ), দের, কে (শব্দবিভক্তি)
» শিশুগুলির— শিশু (শব্দ), গুলি, র (শব্দবিভক্তি)
» কলতলাতে— কলতলা (শব্দ), তে (শব্দবিভক্তি)
» সন্ধ্যাবেলায়— সন্ধ্যাবেলা (শব্দ), য় (শব্দবিভক্তি)
» ভূতেদের— ভূতে (শব্দ), এ, দের (শব্দবিভক্তি)
» নৃত্যটি— নৃত্য (শব্দ), টি (শব্দবিভক্তি)
» মানুষদের— মানুষ (শব্দ), দের (শব্দবিভক্তি)
» ভয়কে— ভয় (শব্দ), কে (শব্দবিভক্তি)
৬. নীচের অনুসর্গগুলির আগে উপযুক্ত অর্থপূর্ণ শব্দ বসাও :
পানে, কাছে, বাবদ, দিয়ে, দিকে, মধ্যে, জন্যে, ভিতরে, সঙ্গে, পাশে, ব্যতীত, ন্যায়, সমীপে অভিমুখে, দ্বারা, কর্তৃক, বিনা, তরে, মাঝে, ছাড়া, সাথে, আগে, সুদ্ধ, বই, বদলে, বাবদ, বনাম, বরাবর
উত্তরঃ
» পানে— আকাশ পানে,
» কাছে— বাড়ির কাছে,
» বাবদ— খরচ বাবদ,
» দিয়ে— রাস্তা দিয়ে,
» দিকে— আকাশের দিকে,
» মধ্যে— বাড়ির মধ্যে,
» জন্যে— তোমার জন্যে,
» ভিতরে— মাঠের ভিতরে,
» সঙ্গে— মায়ের সঙ্গে,
» পাশে— স্কুলের পাশে,
» ব্যতীত— জ্ঞান ব্যতীত,
» ন্যায়— প্রতিদিনের ন্যায়,
» সমীপে— সমুদ্র সমীপে,
» অভিমুখে— গৃহ অভিমুখে,
» দ্বারা— বন্ধুদের দ্বারা,
» কর্তৃক— সভা কর্তৃক,
» বিনা— পয়সা বিনা,
» তরে— সকলের তরে,
» মাঝে— মনের মাঝে,
» ছাড়া— তুমি ছাড়া,
» সাথে— আমার সাথে,
» আগে— সবার আগে,
» সুদ্ধ— বই সুদ্ধ,
» বদলে— টাকার বদলে,
» দরুন— শীতের দরুন,
» বনাম— কলকাতা বনাম,
» বরাবর— নাক বরাবর।
৭. উপযুক্ত অনুসর্গ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
৭.১ দৌড়ে সবার _______ প্রথম হলো।
উত্তরঃ মধ্যে
৭.২ জুতো _______ খালিপায়ে যাবে কী করে ?
উত্তরঃ ছাড়া
৭.৩ বইগুলো _______ মোট তিনশো টাকা দিতে হলো।
উত্তরঃ বাবদ
৭.৪ সবাই সবার _______ যেতে চায়।
উত্তরঃ আগে
৭.৫ প্রতিবছরের _______ এবারেও মেলা বসেছে।
উত্তরঃ ন্যায়
৭.৬ বাড়ি ফেরার সময় সকলের _______ ভালো মিষ্টি এনো।
উত্তরঃ জন্য
৭.৭ আহা ছেলেমানুষ ______ তো নয়!
উত্তরঃ বই
৭.৮ শিক্ষক _______ ছাত্রদের ক্রিকেট খেলা আছে।
উত্তরঃ বনাম
৮. নীচের বাক্যগুলি থেকে বিভিন্ন শব্দের উপসর্গগুলিকে আলাদা করো :
৮.১ তিনি অনাহারে অনড় থাকায় স্বাস্থ্যের অত্যন্ত অবনতি হলো।
উত্তরঃ অনাহারে (অনা), অনড় (অ), অত্যন্ত (অতি), অবনতি (অব)
৮.২ কুকাজ করে বিপদে পড়ায় এখন সম্মান নিয়ে টানাটানি চলছে।
উত্তরঃ কুকাজ (কু), বিপদ(বি), সম্মান (সম্)
৮.৩ সুস্বাদু মাংস খেয়ে খোশমেজাজে বাড়িতেই অবস্থান করছেন।
উত্তরঃ সুস্বাদু (সু), খোশমেজাজে (খোশ), অবস্থান (অব)
৮.৪ বদহজম হলে হরেকরকম ওষুধ আছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেয়ো।
উত্তরঃ বদহজম (বদ), হরেক (হর), পরামর্শ (পরা), অনুযায়ী (অনু)
৮.৫ অত্যাচার করে, উৎপীড়ন করে নির্দোষ লোকগুলিকে বিপদে ফেলছ।
উত্তরঃ অত্যাচার (অতি), উৎপীড়ন (উৎ), নির্দোষ (নির), বিপদে (বি)।
৯. তিনটি করে উপসর্গযুক্ত শব্দ ব্যবহার করে আলাদা আলাদা পাঁচটি বাক্য বানাও।
উত্তরঃ
(১) উপসর্গ— অ, আ, পাতি।
বাক্য— অকেজো লোকগুলি আড়চোখে পাতিপুকুরের দিকে তাকিয়ে আছে।
(২) উপসর্গ—
বাক্য— খোশমেজাজে কারখানায় কাজ করে রতন ফিহপ্তা মোটা টাকা ইনকাম করে।
(৩) উপসর্গ—
বাক্য— অবেলায় লোকগুলি ভরপেট খাবার খাওয়ার পর পাতকুয়োর জল খায়।
(৪) উপসর্গ—
বাক্য— দুর্ভিক্ষের দিনে নিত্যপ্রয়োজনীয় জিনিস দুর্মূল্য হওয়ায় গরীব মানুষের কাছে তা দুষ্প্রাপ্য।
(৫) উপসর্গ—
বাক্য— অজপাড়াগাঁয়ে আচমকা মোটরগাড়ির দেখে সজোরে দৌড় দিল অতীন।
১০. নীচের শব্দগুলির আগে তিনটি করে উপসর্গ বসিয়ে আলাদা আলাদা শব্দ তৈরি করো : নতি, চার, দেশ, পদ, কাশ
» নতি : উপসর্গ— প্র, অ, প
নতুন শব্দ— প্রণতি, অবনতি, পরিণতি।
» চার : উপসর্গ— অ, প্র, আ
নতুন শব্দ— অনাচার, প্রচার, আচার।
» দেশ : উপসর্গ— বি, আ, প্র
নতুন শব্দ— বিদেশ, আদেশ, প্রদেশ।
» পদ : উপসর্গ— প্র, বি, আ
নতুন শব্দ— প্রতিপদ, বিপদ, আপদ।
» কাশ : উপসর্গ— অ, বি, আ
নতুন শব্দ— অবকাশ, বিকাশ, আকাশ।
১১. বাংলা, সংস্কৃত ও বিদেশি উপসর্গযুক্ত মোট তিনটি করে শব্দ জুড়ে আলাদা আলাদা পাঁচটি অর্থপূর্ণ বাক্য বানাও।
উত্তরঃ
(১) অনিক অবেলায় প্রসাদ বিতরণে নারাজ।
বাংলা উপসর্গযুক্ত শব্দ— অবেলায়
সংস্কৃত উপসর্গযুক্ত শব্দ— প্রসাদ
বিদেশি উপসর্গযুক্ত শব্দ— নারাজ।
(২) অজপাড়াগাঁয়ে এসে পরাজয় স্বীকার করলে বদনাম হবে ওদের।
বাংলা উপসর্গযুক্ত শব্দ— অজপাড়াগাঁয়ে
সংস্কৃত উপসর্গযুক্ত শব্দ— পরাজয়
বিদেশি উপসর্গযুক্ত শব্দ— বদনাম
(৩) হরদিন হরদিন অনাহারে অনাহারে থাকা মানুষের পরামর্শ দিয়ে পেট ভরেনা।
বাংলা উপসর্গযুক্ত শব্দ— হরদিন
সংস্কৃত উপসর্গযুক্ত শব্দ— পরামর্শ
বিদেশি উপসর্গযুক্ত শব্দ— অনাহারে
(৪) আচমকা প্রলাপ বকতে শুরু করলেন বদরাগি লোকটি।
বাংলা উপসর্গযুক্ত শব্দ— আচমকা
সংস্কৃত উপসর্গযুক্ত শব্দ— প্রলাপ
বিদেশি উপসর্গযুক্ত শব্দ— বদরাগি
(৫) ভরসন্ধেয় আমজনতা বুদ্ধজীবীদের পরামর্শ শোনে।
বাংলা উপসর্গযুক্ত শব্দ— ভরসন্ধেয়
সংস্কৃত উপসর্গযুক্ত শব্দ— পরামর্শ
বিদেশি উপসর্গযুক্ত শব্দ— আমজনতা