ভাষাচর্চা নির্মিতি (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | Bhasachorcha Nirmiti 1st Lesson Question Answer Class 6 Bengali wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সাহিত্য মেলা
সপ্তম শ্রেণি বাংলা

ষষ্ঠ শ্রেণির বাংলা ভাষাচর্চা নির্মিতি (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali Bhasachorcha Nirmiti 1st Lesson Question Answer wbbse

ষষ্ঠ শ্রেণির বাংলা ভাষাচর্চা নির্মিতি (প্রথম অধ্যায়) হাতে কলমে প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali Bhasachorcha Nirmiti 1st Lesson Question Answer wbbse

1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

3. ষষ্ঠ শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

4. ষষ্ঠ শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

5. ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

6. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্ন Click Here

ষষ্ঠ শ্রেণির বাংলা ভাষাচর্চা নির্মিতি (প্রথম অধ্যায়) হাতে কলমে প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali Bhasachorcha Nirmiti (1st Lesson) Question Answer wbbse

ভাষা চর্চা নির্মিতি
প্রথম অধ্যায়
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

‘হাতে কলমে’ প্রশ্নের উত্তর ভাষাচর্চা নির্মিতি (প্রথম অধ্যায়) ষষ্ঠ শ্রেণি বাংলা | wbbse Bhasachorcha Nirmiti (1st Lesson) Question Answer Class 6 Bengali wbbse

১. নীচে লেখা শব্দগুলির অর্থ অনুযায়ী বাক্যরচনা করো :

১.১ গিরিশ (মহাদেব)— কৈলাস শিখরে গিরিশ ধ্যানে মগ্ন থাকেন সবসময়।

১.১ গিরীশ (হিমালয়)— গিরীশ বা হিমালয় হলেন পার্বতীর পিতা।

১.২ শব (মৃতদেহ)— রাস্তায় পড়ে থাকা শব কুকুরে খুবলে খেলো।

১.২ সব (সমস্ত)— রাত হলে সব মানুষ ঘুমিয়ে পড়ে।

১.৩ শর (বাণ)— রামের শর নিক্ষেপে রাক্ষস মারা গেল।

১.৩ স্বর (কণ্ঠধ্বনি)— গম্ভীর স্বরে মাস্টার মশাই আমকে ডাকলেন।

১.৪ বাণ (তির/শর)— অর্জুন মাছের চোখ লক্ষ করে বাণ নিক্ষেপ করলেন।

১.৪ বান (বন্যা)— দামোদরের প্রবল বানে ছারখার হল পার্শ্ববর্তী গ্রামাঞ্চল।

১.৫ নীর (জল)— সমুদ্রের অশান্ত নীরে নৌকা ডুবল।

১.৫ নীড় (পাখির বাসা)— ছানাদের নিয়ে মা-পাখি তার নীড়ে বসে আছে ।

১.৬ উপাদান (উপকরণ)— একটি বাড়ি বানাতে কী কী উপাদান লাগে ?

১.৬ উপাধান (বালিশ)— কুকুরটি চুপ করে উপাধানটির ওপর গিয়ে বসল।

১.৭ মতি (মনের ইচ্ছা)— তোমার পড়াশোনায় মতি ফেরানো খুব চাপের।

১.৭ মোতি (মুক্তা)— মোতির মালা আমার খুব পছন্দ।

১.৮ শশাঙ্ক (চন্দ্র)— পূর্ণিমা রাত্রিতে আকাশে পূর্ণ শশাঙ্ক দেখা যায়।

১.৮ সশঙ্ক (ভয়ার্ত)— রেলের টিটিকে দেখে সশঙ্কভাবে তিনি উঠে দাঁড়ালেন।

১.৯ স্তবক (গুচ্ছ)— পুষ্পস্তবক নিয়ে অতিথিদের অভিবাদন জানানো হল।

১.৯ স্তাবক (তোষামোদকারী)— রাজার পাশে দাঁড়িয়ে তার স্তাবকবৃন্দ।

১.১০ সাক্ষর (অক্ষরজ্ঞান সম্পন্ন)— সাক্ষর না হলে একটি জাতির উন্নতি সম্ভব নয়।

১.১০. স্বাক্ষর (দস্তখত)— আবেদন পত্রে প্রধান শিক্ষকের স্বাক্ষর আছে।

২. নীচে লেখা শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্যরচনা করো :

২.১ পরিচ্ছদ (পোশাক)— অনুষ্ঠান বাড়িতে সকলে সুন্দর পরিচ্ছদ পড়ে যায়।

২.১ পরিচ্ছেদ (বইয়ের অধ্যায়)— বইটির প্রথম পরিচ্ছেদটি খুব সুন্দর।

২.২ চুড়ি (হাতের গয়না)— সোনার চুড়িগুলো কোথায় রেখেছ ?

২.২ চুরি (অপহরণ)— আমার এত সুন্দর কলম চুরি হয়ে গেল।

২.৩ দ্বৈত (দু-রকমের)— তাঁর চরিত্রে দ্বৈতসত্তা বর্তমান।

২.৩ দৈত্য (দানব)— দৈত্যদের হাত থেকে রাজ্যকে রক্ষা করলেন রাজপুত্র।

২.৪ দীপ্ত (আলোকিত)— প্রদীপের শিখার আলোয় তার সুন্দর মুখখানি দীপ্ত হয়ে উঠল।

২.৪ দৃপ্ত (তেজি)— বিনয়-বাদল দৃপ্তকণ্ঠে যুদ্ধের জন্য দেশবাসীকে ডাক দিলেন।

২.৫ যজ্ঞ (দেবতার উদ্দেশ্যে নিবেদিত পূজা অনুষ্ঠান)— যজ্ঞের শেষে পূর্ণাহুতি দিতে তাকে ডাকা হল।

২.৫ যোগ্য (উপযুক্ত)— বিমল এই কাজের যোগ্য দাবিদার।

২.৬ শান্ত (চুপচাপ)— ছেলেটি ছোটো বেলা থেকেই খুব শান্ত।

২.৬ সান্ত (যার শেষ আছে)— মানুষের ক্ষমতা সান্ত হলেও, ঈশ্বরের ক্ষমতা কিন্তু অনন্ত।

২.৭ ষড়যন্ত্র (গুপ্ত চক্রান্ত)— আমার বিরুদ্ধে গোপনে কী ষড়যন্ত্র করা হচ্ছে ?

২.৭ স্বরযন্ত্র (যে যন্ত্রের সাহায্যে আওয়াজ বের হয়)— স্বরযন্ত্রের সাহায্যেই আমরা একে অপরের সঙ্গে কথা বলে থাকি।

২.৮ হাড় (অস্থি)— ক্যালশিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে পড়ে।

২.৮ হার (পরাজয়)— ফুটবল ম্যাচের এই হার দর্শকরা মেনে নিতে পারেনি।

২.৯ শিকার (মৃগয়া)— রাজা কৃষ্ণচন্দ্র হরিণ শিকার করতে পছন্দ করতেন।

২.৯ স্বীকার (মেনে নেওয়া)— সত্যি কথাটা প্রথমে স্বীকার করে নেওয়াই ভালো।

২.১০ গুড় (আখ, তাল, খেজুর ইত্যাদির রস থেকে তৈরি সুমিষ্ট খাদ্য)— গুড়ের নাড়ু কার ভালো লাগে না।

২.১০ গূঢ় (জটিল, গোপন)— এই বিষয়টির গূঢ় রহস্য খুঁজে বার করতে হবে।

Leave a Reply