ভাত গল্পের MCQ, SAQ & বড় প্রশ্ন ও উত্তর | HS Bengali Question Answer [WBCHSE]

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভাত
ম হা শ্বে তা দে বী

• সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : (প্রতিটি প্রশ্নের মান- ১)

১. বড়াে বাড়ির কোন্ ছেলে বিলেতে থাকে ?
(ক) বড়ো ছেলে (খ) মেজো ছেলে
(গ) সেজো ছেলে (ঘ) ছােটো ছেলে

উত্তরঃ (গ) সেজো ছেলে।

২.’ভাত’ গল্পের বড়াে বাড়ির ছেলেরা সকাল ক-টার আগে ঘুম থেকে ওঠে না ?
(ক) আর্টটা (খ) নটা (গ) দশটা
(ঘ) এগারােটা

উত্তরঃ (ঘ) এগারােটা

৩.‘ভাত’ গল্পে বড়ােপিসিমাদের কতগুলি দেবত্র বাড়ি ছিল ?
(ক) পনেরোটা (খ) আঠারােটা (গ) বারােটা
(ঘ) ষোলােটা

উত্তরঃ (খ) আঠারােটা।

৪. হােমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন —
(ক) মেজো ছেলে (খ) মেজো বউয়ের বাবা
(গ) বড়াে ছেলের শশুর (ঘ) ছােটো বউয়ের বাবা

উত্তরঃ (ঘ) ছােটো বউয়ের বাবা।

৫. ‘ভাত’ গল্পে যজ্ঞের জন্য কোথা থেকে বালি আনার প্রয়ােজন হয়ে পড়েছিল ?
(ক) নদী (খ) সমুদ্র (গ) শ্মশান (ঘ) কবরখানা

উত্তরঃ (গ) শ্মশান।

৬. নীচের কোনটি মহাশ্বেতা দেবীর লেখা নয় ?
(ক) অরণ্যের অধিকার (খ) হাজার চুরাশির মা
(গ) সিধু-কানুর ডাকে (ঘ) টানাপােড়েন

উত্তরঃ (ঘ) টানাপােড়েন।

৭. ‘ভাত’ গল্পটি প্রকাশিত হয়েছিল কোন্ পত্রিকায় ?
(ক) কল্লোল (খ) আনন্দবাজার
(গ) ম্যানিফেস্টো (ঘ) আজকাল

উত্তরঃ (গ) ম্যানিফেস্টো।

৮. ‘উনি হলেন দেবতার সেবিকা।’ — উনি বলতে যার কথা বলা হয়েছে —
(ক) বড়ােবউ (খ) বড়ােপিসিমা
(গ) চন্নুনীর মা (ঘ) মহাশ্বেতা দেবী

উত্তরঃ (খ) বড়ােপিসিমা।

৯.“উনি আমার পতিদেবতা।” – বক্তা হলেন —
(ক) বড়ােবউ (খ) বড়ােপিসিমা
(গ) চন্নুনীর মা (ঘ) এদের কেউ নয়

উত্তরঃ (খ) বড়ােপিসিমা।

১০.“বাদা থেকে চাল আসছে।” – ‘বাদা’ শব্দের অর্থ হল —
(ক) পাত্র (খ) রেশন (গ) দোকান
(ঘ) নিম্নভূমি

উত্তরঃ (ঘ) নিম্নভূমি।

১১.কোন্ গাছের কাঠ তান্ত্রিকের যজ্ঞে লাগেনি ?
(ক) অশ্বথ (খ) বট (গ) আম (ঘ) তেঁতুল

উত্তরঃ (গ) আম।

১২. ‘ভাত’ গল্পে লােকটার চেহারা ছিল —
(ক) দেহাতি (খ) বুনাে-বুনাে (গ) খুব লম্বা
(ঘ) ভদ্র

উত্তরঃ (খ) বুনাে-বুনাে।

১৩.“উনি হলেন দেবতার সেবিকা।” – বড়ােপিসিমাকে দেবতার সেবিকা বলার কারণ —
(ক) তিনি প্রতিদিনই দেবতার পুজো করতেন
(খ) বাড়ির গৃহদেবতা শিবের অত্যন্ত ভক্ত ছিলেন
(গ) মনে করা হয় শিবঠাকুরের সঙ্গে ওর বিয়ে হয়েছিল
(ঘ) তিনি একজন সেবিকার মতাে দেবতাকে দেখাশােনা করতেন

উত্তরঃ (ঘ) তিনি একজন সেবিকার মতাে দেবতাকে দেখাশােনা করতেন।

১৪. ‘সেই ডেকে আনলে।’ – এখানে বাসিনী ডেকে এনেছে –
(ক) বাড়ির বুড়ােকর্তাকে
(খ) বুনােবুনাে চেহারার একটা লােককে
(গ) বড়ােপিসিমাকে
(ঘ) বাড়ির বড়াে বউকে

উত্তরঃ (খ) বুনােবুনাে চেহারার একটা লােককে।

১৫.“বড়াে বউ চুপ করে যায়।” – তার এই চুপ করে যাওয়ার কারণ —
(ক) বড়ােপিসিমার ঠেস দেওয়া কথাবার্তা
(খ) বড়ােপিসিমা চুপ করতে বলেছিলেন বলে
(গ) আর কোনাে কথা খুঁজে পায় না বলে
(ঘ) বড়ােপিসিমার কথায় খুব রাগ হয়ে যায় বলে

উত্তরঃ (ক) বড়ােপিসিমার ঠেস দেওয়া কথাবার্তা।

১৬.“যজ্ঞি-হােম হচ্ছে।” – যজ্ঞি-হােমের জন্য আনা হয়েছিল —
(ক) বেল, বেলকাঠ, ধুনাে, বাতাসা
(খ) আম, বেল, জাম, ক্যাওড়া গাছের কাঠ
(গ) বেল, বট, অশ্বথ, আম গাছের কাঠ
(ঘ) বেল, ক্যাওড়া, অশ্বথ, বট, তেঁতুল কাঠ

উত্তরঃ (ঘ) বেল, ক্যাওড়া, অশ্বথ, বট, তেঁতুল কাঠ।

১৭.“চোখ ঠিকরে বেরিয়ে আসে তার।” – বাদার লােকটির এমন অবস্থার কারণ —
(ক) সে প্রচুর কাঠ কাটার যন্ত্রণায় ছটফট করছিল
(খ) সে বাবুদের বাড়িতে নানা রকমের চালের ভাত রান্না হতে দেখেছিল
(গ) সে বাবুদের বাড়ির বড় কর্তার ওপর রেগে গিয়েছিল
(ঘ) বড়ােপিসিমা তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল

উত্তরঃ (খ) সে বাবুদের বাড়িতে নানা রকমের চালের ভাত রান্না হতে দেখেছিল।

১৮. ‘কনকপানি’ চালের ভাত খান —
(ক) বড়ােবাবু (খ) মেজোবাবু (গ) ছােটোবাবু
(ঘ) পিসিমা

উত্তরঃ (ক) বড়ােবাবু

১৯.বড়াে বাড়িতে মেজো আর ছােটো ছেলের জন্য বারােমাস কোন্ চাল রান্না হয় ?
(ক) ঝিঙেশাল (খ) রামশাল (গ) পদ্মজালি
(ঘ) কনকপানি

উত্তরঃ (গ) পদ্মজালি।

২০ “সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি।” – কারণ —
(ক) তারা ঘরজামাই থাকে
(খ) তারা এগারােটার আগে ঘুম থেকে ওঠে না
(গ) তারা অসুস্থ
(ঘ) তারা বাড়ির কাজে ব্যস্ত

উত্তরঃ (খ) তারা এগারােটার আগে ঘুম থেকে ওঠে না।

২১. “রেঁধে-বেড়ে শাশুড়িকে খাওয়ানাে তার কাজ।” – যার কাজ সে হল —
(ক) বড়ােবউ (খ) মেজোবউ (গ) বাসিনী
(ঘ) ছােটোবউ

উত্তরঃ (খ) মেজোবউ।

২২. রামশাল চালের ভাত কীসের সঙ্গে খাওয়া হত ?
(ক) ডাল-তরকারি (খ) সবজি (গ) মাছ
(ঘ) মাংস

উত্তরঃ (গ) মাছ।

২৩. নিরামিষ তরকারির সঙ্গে যে চালের ভাত খাওয়া হত, তা হল —
(ক) কনকপানি (খ) পদ্মজালি
(গ) রামশাল (ঘ) ঝিঙেশাল

উত্তরঃ (ঘ) ঝিঙেশাল।

২৪. খুবই অদ্ভুত কথা” – ‘অদ্ভুত কথা’ টি কী ?
(ক) উচ্ছব কয়েকদিন খায়নি
(খ) বড়ােপিসিমার বিয়ে হয়নি
(গ) তার সবাইকে হারিয়েও উচ্ছব ভাত খেতে চেয়েছে
(ঘ) উচ্ছবকে বড়াে বউয়ের পছন্দ হয়নি

উত্তরঃ (খ) বড়ােপিসিমার বিয়ে হয়নি।

২৫. বড়াে বাড়িতে মাছের সঙ্গে যে চালের ভাত রান্না হয়, তা হল —
(ক) ঝিঙেশাল (খ) কনকপানি (গ) রামশাল
(ঘ) পদ্মজালি

উত্তরঃ (গ) রামশাল।

২৬.‘ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি ?” — কার কথাপ্রসঙ্গে এই উক্তি ?
(ক) বুড়ােকর্তা (খ) উচ্ছব (গ) বুড়ো ছেলে
(ঘ) মেজো ছেলে

উত্তরঃ (খ) উচ্ছব।

২৭.বুড়ােকর্তার ক্যানসার হয়েছিল—
(ক) লিভারে (খ) ফুসফুসে
(গ) প্রােস্টেট গ্ল্যান্ডে (ঘ) গলায়

উত্তরঃ (ক) লিভারে।

২৮.“… ভাত খাবে কাজ করবে।” — উক্তিটির বক্তা —
(ক) বামুন ঠাকুর (খ) বড়পিসিমা
(গ) বড়ােবউ (ঘ) বাসিনী

উত্তরঃ (ক) বামুন ঠাকুর।

২৯. ‘অমন বড়ােলােক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি।’ – কারণ –
(ক) বুড়ােকর্তাকে দেখাশােনার জন্য
(খ) মেয়ের বিয়েতে অনিচ্ছার জন্য
(গ) সংসার সামলানাের জন্য
(ঘ) দেবতার সেবা করার জন্য

উত্তরঃ (গ) সংসার সামলানাের জন্য।

৩০. “দূরদর্শী লােক ছিলেন।” — কে ?
(ক) বুড়ােকর্তা (খ) বড়ােপিসিমা (গ) হরিচরণ (ঘ) মহানাম

উত্তরঃ (ক) বুড়ােকর্তা।

৩১ . “..বুড়াে কর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল।” – কারণ —
(ক) বুড়ােকর্তার বয়স হয়ে গিয়েছিল
(খ) বুড়ােকর্তার শরীর ভেঙে পড়েছিল
(গ) বুড়ােকর্তার বউ মারা গিয়েছিল
(ঘ) বুড়োেকর্তার অবস্থা পড়ে গিয়েছিল

উত্তরঃ (গ) বুড়ােকর্তার বউ মারা গিয়েছিল।

৩২. “….আমাদের বাসিনীর কে হয়। সেই ডেকে আনলে।” – বাসিনী উৎসবকে ডেকে এনেছিল কেন ?
(ক) ঝড়জলে লােকটির দেশ ভেসে গেছে
(খ) লােকটি খুব পরিশ্রমী ও সৎ
(গ) লােকটির খাওয়া জুটছে না
(ঘ) লােকটি বাসিনীর গ্রামের লােক

উত্তরঃ (ক) ঝড়জলে লােকটির দেশ ভেসে গেছে।

৩৩. “ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি ?” – উক্তিটির বক্তা —
(ক) বড়পিসিমা (খ) বাসিনী
(গ) বড়াে বউ (ঘ) মেজো বউ

উত্তরঃ (ক) বড়পিসিমা।

৩৪. ‘… তাই বড়াে বউ জানতাে না।’ – কী জানত না ?
(ক) পিসিমার বিয়ে হয়নি
(খ) উৎসব কাজ করতে এসেছে
(গ) লিভারে যে ক্যানসার হয়
(ঘ) বাড়িতে হােমযজ্ঞ হচ্ছে।

উত্তরঃ (গ) লিভারে যে ক্যানসার হয়।

৩৫. মেজো বউ রান্না করছিল —
(ক) পুকুরপাড়ে (খ) মাঠের ধারে
(গ) উনানপাড়ে (ঘ) রাস্তার ধারে

উত্তরঃ (গ) উনানপাড়ে।

৩৬. ‘বড়াে বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়’ —
(ক) বামুন-চাকর-ঝিদের জন্যে
(খ) মেজো আর ছােটোর জন্য
(গ) বড়ােবাবুর জন্য
(ঘ) নিরামিষ ডাল-তরকারির সঙ্গে খাবার জন্য

উত্তরঃ (গ) বড়ােবাবুর জন্য।

৩৭. ‘কালাে বিড়ালের লোম আনতে গেছে’ –
(ক) ভজন চাকর (খ) বড়ােপিসিমা
(গ) উচ্ছব (ঘ) বড়াে বউ

উত্তরঃ (ক) ভজন চাকর।

৩৮. উচ্ছবকে বড়ােবাড়িতে কে নিয়ে এসেছিল ?
(ক) ভজন চাকর (খ) বাসিনী
(গ) তান্ত্রিক (ঘ) ছােটোবউয়ের বাবা

উত্তরঃ (খ) বাসিনী।

৩৯. বাসিনীর মনিববাড়ির বড়ােকর্তার বয়স হয়েছিল —
(ক) বিরাশি বছর (খ) আশি বছর
(গ) চুরাশি বছর (ঘ) তিরাশি বছর

উত্তরঃ (ক) বিরাশি বছর।

৪০. ‘বড়াে বউ কোনাে কথা বলে না।’ – কারণ—
(ক) বড়ােপিসিমার সব কথাই সত্যি
(খ) বড়ােপিসিমার সব কথাই বানানাে
(গ) বড়ােপিসিমার সব কথাই মিথ্যে
(ঘ) বড়ােপিসিমার সব কথাই হুল-ফোটানাে

উত্তরঃ (ক) বড়ােপিসিমার সব কথাই সত্যি।

৪১. বামুন, চাকর-ঝিদের জন্য কোন্ চাল রান্না করা হয় ?
(ক) রামশাল (খ) কনকপানি
(গ) পদ্মজালি (ঘ) মােটা-সাপটা

উত্তরঃ (ঘ) মােটা-সাপটা।

৪২.’বড়ােবউ ভাবতে চেষ্টা করে’ – কী ভাবতে চেষ্টা করে ?
(ক) তখন আর মাছ আসবে না
(খ) কত কাজ বাকি আছে
(গ) তখনও চাঁদ সূর্য উঠবে কি না
(ঘ) তখনও সসাগরা পৃথিবীতে থাকবে কি না

উত্তরঃ (গ) তখনও চাঁদ সূর্য উঠবে কি না

৪৩. ‘লােকটার চাহনি বড়াে বাড়ির বউয়ের প্রথম থেকেই ভালাে লাগেনি’, কারণ—
(ক) চাহনি কীরকম যেন হিংস্র
(খ) চাহনি ক্রোধে ক্ষোভে কেমন যেন রক্তাভ
(গ) চাহনি কীরকম যেন উগ্র
(ঘ) চাহনি কীরকম যেন প্রতিহিংসাপরায়ণ।

উত্তরঃ (গ) চাহনি কীরকম যেন উগ্র।

৪৪. লােকটা সম্পর্কে বামুন ঠাকুর কী বলল ?
(ক) ভাত খাবে কাজ করবে
(খ) দিনমজুরি হিসেবে কাজ করবে
(গ) মাসকাবারি মজুরির ভিত্তিতে কাজ করবে।
(ঘ) সময়-অবসরে এসে কাজ করবে

উত্তরঃ (ক) ভাত খাবে কাজ করবে।

৪৫. বড়াে পিসির বিয়ের ব্যাপারে খুবই অদ্ভুত কথা, কারণ—
(ক) তার নাকি কয়েক বার বিয়ে হয়েছে
(খ) তাঁর বিয়ে হয়নি
(গ) তিনি বিধবা হয়ে বাপের সংসার সামলেছেন
(ঘ) তিনি বর ছেড়ে এসে বাপের ঘরে থেকেছেন।

উত্তরঃ (খ) তাঁর বিয়ে হয়নি।

৪৬. অমন বড়ােলােক হয়েও বড়াে পিসির বিয়ে দেয়নি তাঁর বাপ, কারণ—
(ক) বড়াে পিসি ছােটো থেকে বড্ড রুঢ় ছিল বলে।
(খ) বড়াে পিসি বিয়ে করতে রাজি হয়নি বলে
(গ) বড় পিসির পছন্দ মতন বর জোটেনি বলে
(ঘ) বিপত্নীক বুড়াে বাপের সংসার ঠেলবার জন্যে।

উত্তরঃ (ঘ) বিপত্নীক বুড়াে বাপের সংসার ঠেলবার জন্যে।

৪৭. বড়ো পিসির বিয়ের ব্যাপারে বাড়ির লােকেরা কী বলে ?
(ক) বিয়ের ব্যাপারে বড়াে পিসির ছিল অসম্মতি।
(খ) বিয়ের ব্যাপারে বড়াে পিসি বর পছন্দ করে উঠতেই পারেনি।
(গ) বড় পিসির বিয়ে হয়েছিল ঠাকুরের সঙ্গে।
(ঘ) বড়াে পিসি বিয়ের ছাদনাতলা থেকে সেই যে পালিয়ে এসেছিল আর ওমুখাে হয়নি।

উত্তরঃ (গ) বড় পিসির বিয়ে হয়েছিল ঠাকুরের সঙ্গে।

৪৮. ‘বড়াে বউ প্রায় দৌড়ে চলে যায়, কারণ—
(ক) আজ হােম-যজ্ঞির বাড়িতে কত আয়ােজন করতে হবে।
(খ) আজ হােম-যজ্ঞির বাড়িতে কত কাজ।
(গ) আজ হােম-যজ্ঞির বাড়িতে বসবার ফুরসত কী আছে ?
(ঘ) আজ হােম-যজ্ঞির বাড়িতে গপ্পো করার সময় নেই।

উত্তরঃ (খ) আজ হােম-যজ্ঞির বাড়িতে কত কাজ।

৪৯. আজ এই হােম-যজ্ঞি হচ্ছে, কারণ—
(ক) ডাক্তাররা বলে দিয়েছে।
(খ) গণৎকার হাত দেখে বলেছে।
(গ) তান্ত্রিক সাধু রােগনিরাময়ের জন্য উদ্যোগী হয়েছে।
(ঘ) বাড়ির লােক শেষ চেষ্টা হিসেবে হােম-যজ্ঞি করতে চেয়েছে।

উত্তরঃ (ক) ডাক্তাররা বলে দিয়েছে।

৫০. আজ খাওয়াদাওয়া ঝপ করে সারতে হবে, কারণ –
(ক) সবাই তান্ত্রিকের হােম-যজ্ঞি দেখবে।
(খ) সকলে হােম-যজ্ঞিতে অংশ নেবে।
(গ) সকলে হােম-যজ্ঞির সময় বাড়ির বাইরে থাকবে।
(ঘ) হােম-যজ্ঞির আগে সবাইকে খেয়ে নিতে হবে।

উত্তরঃ (ঘ) হােম-যজ্ঞির আগে সবাইকে খেয়ে নিতে হবে।

৫১. ‘চাল এনে পাহাড় করেছে’, কারণ –
(ক) এরা খুব বড়ােলােক।
(খ) এরা চাল জমিয়ে কালােবাজারি করতে চায়।
(গ) বাদায় এদের অনেক জমি, তাই।
(ঘ) এদের আড়তদারি ব্যাবসা আছে।

উত্তরঃ (গ) বাদায় এদের অনেক জমি, তাই।

৫২. কপালটা মন্দ উচ্ছবের; কারণ –
(ক) রানা খিচুড়ি দেওয়া দিনগুলিতে সে অসুস্থ ছিল।
(খ) রান্না খিচুড়ি যতদিন দেওয়া হচ্ছিল সে ততদিন খেতে পারেনি।
(গ) রান্না খিচুড়ি দেওয়া দিনগুলিতে তার খাওয়া নিষিদ্ধ ছিল।
(ঘ) রান্না খিচুড়ি দেওয়া দিনগুলিতে তাকে খেতে দেওয়া হয়নি।

উত্তরঃ (খ) রান্না খিচুড়ি যতদিন দেওয়া হচ্ছিল সে ততদিন খেতে পারেনি।

৫৩. মুখবন্ধ টিনের কৌটোর মধ্যে উচ্ছবের কী ছিল ?
(ক) নিভুঁই উচ্ছব নাইয়ার জমি চেয়ে দরখাস্তের নকল।
(খ) উচ্ছব নাইয়ার শ্রমের সঞ্চিত টাকা।
(গ) উচ্ছবের প্রতিদিন খাওয়ার ওষুধপাতি।
(ঘ) উচ্ছবের ছােটো খােকার ফুড।

উত্তরঃ (ক) নিভুঁই উচ্ছব নাইয়ার জমি চেয়ে দরখাস্তের নকল।

৫৪. বাসিনীর বােন আর ভাজ কলকাতা যাচ্ছিল, কারণ—
(ক) ওরা কলকাতায় বাস করবে
(খ) ওরা কলকাতায় লেখাপড়া করবে
(গ) ওরা কলকাতায় হাতের কাজ শিখবে
(ঘ) ওরা কলকাতায় কিছুকাল ঠিকে কাজ করবে।

উত্তরঃ (ঘ) ওরা কলকাতায় কিছুকাল ঠিকে কাজ করবে।

৫৫. গ্রামের সবাই বাসিনীর মনিব বাড়ির কী গল্প শুনেছে ?
(ক) বাড়িতে হেলাফেলা ভাত।
(খ) বাড়িতে চাকর-চাকরানির মেলা।
(গ) বাড়িতে অঢেল টাকাপয়সা।
(ঘ) বাড়িতে আসা-যাওয়ার ব্যাপারে খুব কড়াকড়ি।

উত্তরঃ (ক) বাড়িতে হেলাফেলা ভাত।

৫৬. কী দেখে উচ্ছব মাথায় হাত দিয়েছিল ?
(ক) মাঠে পাকা ধান নষ্ট হতে দেখে
(খ) মাঠে ফসল হল না দেখে
(গ) কার্তিক মাসেই ধান খড় হয়ে গেছে দেখে
(ঘ) মাঠের ধানে শিষ হয় না দেখে।

উত্তরঃ (গ) কার্তিক মাসেই ধান খড় হয়ে গেছে দেখে।

৫৭. “অঃ উচ্ছব, মনিবের ধান যায় তাে তুই কাঁদিস কেন ?
(ক) মনিবের ধান না হলে আমাদের পেট চলবে কী করে সেজন্য
(খ) মনিবের আয় না থাকলে আমাদের কাজ-কাম থাকবে কেন, সেজন্য
(গ) মনিবের ঘরে ফসল না উঠলে আমরা ভিখিরি হব সেজন্য
(ঘ) লক্ষ্মী না আসতে সেধেভাসান যাচ্ছে কাঁদব না এতটুকু।

উত্তরঃ (ঘ) লক্ষ্মী না আসতে সেধেভাসান যাচ্ছে কাঁদব না এতটুকু।

৫৮. ক্ষুধার্ত উচ্ছব তাড়াতাড়ি হাত চালায়, কারণ—
(ক) হােমের কাঠ তাড়াতাড়ি দরকার।
(খ) কাঠ না হলে হােম-যজ্ঞি শুরুই হবে না।
(গ) কাঠ কাটলে হােম হবে, হােম হলে তবে ভাত।
(ঘ) হােমের কাঠ জোগান দিতে না পারলে ভাত পাবে না।

উত্তরঃ (গ) কাঠ কাটলে হােম হবে, হােম হলে তবে ভাত।

৫৯. উচ্ছব চান করবে না, কারণ—
(ক) তার বেশ বেলা করে চান করা অভ্যেস।
(খ) মাথায় জল দিলে পেট মানতে চায় না মােটে।
(গ) যে-কোনাে জায়গার জল তার সহ্য হয় না।
(ঘ) চান করলে শরীরটা কেবল খাই খাই করে।

উত্তরঃ (খ) মাথায় জল দিলে পেট মানতে চায় না মােটে।

৬০. বাসিনী থমকে দাঁড়ায়, কারণ –
(ক) উচ্ছবকে ভাতের ডেকচি নিয়ে ছুটে পালাতে দেখে।
(খ) উচ্ছবকে ভাত গােগ্রাসে গিলতে দেখে
(গ) উচ্ছবকে দাঁত বের করে কামটের মতাে হিংস্র ভঙ্গি করতে দেখে
(ঘ) উচ্ছবকে ডেকচিটি গায়েব করার মতলব আঁটতে দেখে।

উত্তরঃ (গ) উচ্ছবকে দাঁত বের করে কামটের মতাে হিংস্র ভঙ্গি করতে দেখে।

৬১. মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায়, কারণ—
(ক) পিতলের ডেকচি চুরি করার অপরাধে।
(খ) বাবুর বাড়ি চুরি করার মতলব আঁটার অপরাধে।
(গ) ভাতের জন্য খুনখারাবির অপরাধে।
(ঘ) বউ-ছেলেমেয়েকে খেতে না দেওয়ার অপরাধে।

উত্তরঃ (ক) পিতলের ডেকচি চুরি করার অপরাধে।

৬২. আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের, কারণ—
(ক) তার গাড়িভাড়ার পয়সা নেই।
(খ) মেহনত করার মতাে তার শরীরে আর বল নেই।
(গ) খুঁজতে যাওয়ার মতাে সাহসী সঙ্গী নেই।
(ঘ) সে থানায় কয়েদ হওয়ার জন্য বেরােতে পারছে না।

উত্তরঃ (ঘ) সে থানায় কয়েদ হওয়ার জন্য বেরােতে পারছে

৬৩. লােকটার চাহনি প্রথম থেকেই বড়ােবাড়ির কার ভালাে লাগছিল না ?
(ক) বড় বউয়ের। (গ) বড়াে পিসির।
(খ) মেজো বউয়ের। (ঘ) ছােটো বউয়ের।

উত্তরঃ (ক) বড় বউয়ের।

৬৪. লােকটার চাহনি কেমন ছিল?
(ক) নরম। (গ) উগ্র। (খ) নম্র। (ঘ) প্রখর।

উত্তরঃ (গ) উগ্র।

৬৫. বড়ােবাড়ির সংসারে সবকিছু চলে কার নিয়মে ?
(ক) বড়াে বউয়ের। (খ) বড়াে কর্তার।
(গ) বড়ো পিসির। (ঘ) বড়াে ছেলের।

উত্তরঃ (গ) বড়ো পিসির।

৬৬. বাসিনী বড়ােবাড়ির কে ?
(ক) বউ (খ) গিন্নি (গ) মেয়ে (ঘ) চাকরানি।

উত্তরঃ (ঘ) চাকরানি।

৬৭. বড়ােবাড়ির বুড়াে কর্তার বয়স কত?
(ক) একাশি (খ) বিরাশি (গ) তিরাশি
(ঘ) চুরাশি।

উত্তরঃ (খ) বিরাশি।

৬৮. বড়ােবাড়ির দেবত্র বাড়ি ক-খানা ?
(ক) ষোলাে (খ) আঠারাে (গ) সতেরাে।
(ঘ) উনিশ।

উত্তরঃ (খ) আঠারাে।

৬৯. কার কাছে শ্বশুর আর ঠাকুরদেবতা সমান ?
(ক) ছােটো বউয়ের। (গ) সেজো বউয়ের।
(খ) মেজো বউয়ের। (ঘ) বড়াে বউয়ের।

উত্তরঃ (ঘ) বড়াে বউয়ের।

৭০. বড়ােবাড়ির হােম-যজ্ঞি করতে কে এসেছে?
(ক) ব্রাত্মণ পুরােহিত। (খ) তান্ত্রিক।
(গ) বেদজ্ঞ পণ্ডিত। (ঘ) শাস্ত্রজ্ঞ শিরােমণি।

উত্তরঃ (খ) তান্ত্রিক।

৭১. ‘লোককে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন’ – তান্ত্রিক শ্বশুরের রোগটিকে কীসে ধরে রাখবে ?
(ক) হাত-আরশিতে।
(গ) বেশ্যাঘরের মাটিতে।
(খ) বিড়ালের লােমে।
(ঘ) মন্ত্রের নাগপাশে।

উত্তরঃ (খ) বিড়ালের লােমে।

৭২. কোন্ চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে রান্না হয় ?
(ক) পদ্মজালি। (গ) কনকপানি।
(খ) মােটা সাপটা। (ঘ) ঝিঙেশাল।

উত্তরঃ (ঘ) ঝিঙেশাল।

৭৩. বড়ােবাড়িতে ভাত হয় মােট ক-ভাগে ?
(ক) চার (গ) ছয় (খ) পাঁচ (ঘ) সাত

উত্তরঃ (খ) পাঁচ।

৭৪. ‘বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠেছিল’ – কোন নদীর জল ?
(ক) বিদ্যাধরী’র (খ) মাতলা’র
(গ) ইছামতী’র (ঘ) রায়মঙ্গলের।

উত্তরঃ (খ) মাতলা’র।

৭৫. ‘তার মধ্যে ছিল নিভুঁই উচ্ছবের জমি চেয়ে দরখাস্তের নকল ছিল’ – দরখাস্তের নকল কীসে ছিল ?
(ক) কৌটোয় (খ) সিন্দুকে
(গ) বাক্সে (ঘ) আলমারিতে।

উত্তরঃ (ক) কৌটোয়।

৭৬. ‘হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে, সে এটা কতা বটে। – বুদ্ধিমান সাজতে চায় ?
(ক) সতীশবাবু (গ) চন্নুনীর মা
(গ) উচ্ছব (ঘ) বড়াে পিসি।

উত্তরঃ (গ) উচ্ছব।

৭৭. ‘বড় খিদে নেগেচে মা গাে!’ – মা কে?
(ক) বাড়ির গিন্নি (খ) বড়াে পিসি
(গ) বাড়ির বড়াে বউ (ঘ) বুড়াে কর্তার খাস ঝি।

উত্তরঃ (খ) বড়াে পিসি।

৭৮. ‘গরীবের গতর এরা শস্তা দেকে’— কে বলেছে ?
(ক) রাঁধুনি ঠাকুর। (খ) বুড়াে কর্তার খাস ঝি।
(গ) বাসিনী। (ঘ) বাড়ির দরােয়ান।

উত্তরঃ (গ) বাসিনী।

৭৯. কার মতিচ্ছন্ন’র কথা বলেছিলেন সতীশবাবু ?
(ক) উচ্ছবের (গ) চনুনীর মায়ের
(খ) সাধনবাবুর (ঘ) বাসিনীর।

উত্তরঃ (ক) উচ্ছবের।

৮০. পেটে ভাত নেই বলে উচ্ছবও কী হয়ে আছে ?
(ক) পাগল (খ) প্রেত (গ) ক্ষুব্ধ (ঘ) আধমরা।

উত্তরঃ (খ) প্রেত।

৮১. উচ্ছব ক-ভাগে কাঠ রেখে আসে দালানে ?
(ক) দুই (গ) চার (খ) তিন (ঘ) পাঁচ।

উত্তরঃ (ঘ) পাঁচ।

৮২. ‘ডাক্তারকে কল দিন’— এ কথা কে বলল ?
(ক) বড় বউ। (গ) বড়াে পিসি।
(গ) নার্স। (ঘ) বুড়াে কর্তার খাস ঝি।

উত্তরঃ (গ) নার্স।

৮৩. চাতালে শুয়ে-থাকা উচ্ছবের ঘুম ভাঙে কখন ?
(ক) সকালে (খ) সাঁঝবেলায়
(গ) দুপুরে (ঘ) রাত্রিতে।

উত্তরঃ (খ) সাঁঝবেলায়।

৮৪. উচ্ছব বাড়িতে ঢুকে বড়াে পিসির কী শােনে ?
(ক) খেদ (গ) কান্না (খ) আক্ষেপ
(ঘ) বিলাপ।

উত্তরঃ (ঘ) বিলাপ।

৮৫. বড়ো পিসি কাকে জিজ্ঞেস করে ‘কেত্তন বলা হয়েছে কি না ?’
(ক) বড়াে খোকা (গ) ছােটো খােকা
(খ) মেজো খােকা। (ঘ) বাড়ির ম্যানেজার।

উত্তরঃ (ক) বড়াে খোকা।

৮৬. উচ্ছবের মাথা থেকে কী সরে যায় ?
(ক) ভাবনা (গ) মেঘ (খ) বদচিন্তা
(ঘ) দুর্ভাবনা।

উত্তরঃ (গ) মেঘ।

৮৭. বড়াে বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়—
(ক) বামুন চাকর ঝি-দের জন্য।
(খ) মেজো আর ছােটোর জন্য।
(গ) বড়ােবাবুর জন্য।
(ঘ) নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্য।

উত্তরঃ (গ) বড়ােবাবুর জন্য।

৮৮. ‘বচর বেঁচে থাকার কথা গো দাদা’ – বড় পিসিমার কথা অনুসারে বুড়কর্তার কত বছর বেঁচে থাকার কথা ?
(ক) বিরাশি বছর (খ) চুরাশি বছর
(গ) নব্বই বছর (ঘ) আটানব্বই বছর।

উত্তরঃ (ঘ) আটানব্বই বছর।

This Post Has One Comment

Leave a Reply