Bibhab Natoker Mock Test HS Bengali WBCHSE | বিভাব নাটকের মক্ টেস্ট দ্বাদশ শ্রেণি বাংলা

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 

প্রিয় ছাত্র-ছাত্রী, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের জন্য MCQ মক্ টেস্ট। নিজেকে যাচাই করার জন্য অত্যন্ত উপযোগী এই মক্ টেস্ট। Quiz Test প্র্যাকটিস করলে তুমি অনেকের থেকে এক কদম এগিয়ে থাকবে। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য Quiz Blog এর আয়োজন করা হলো। প্রতিটি প্রশ্নের মান -১, প্র্যাকটিস্ করার শেষে অবশ্যই একটা কমেন্ট করবে। কারণ তোমার একটা কমেন্ট ব্লগ চালিয়ে যাওয়ার অণুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।
 

Q ➤ ১. সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিলেন ? (ক) তেরো (খ) সতেরো (গ) তেইশ (ঘ) নয়


Q ➤ ২. শম্ভু মিত্র, অমর গাঙ্গুলী কোন নাট্য দলের সদস্য ছিলেন ? (ক) নান্দিকার (খ) নান্দিমুখ (গ) পঞ্চম বৈদিক (ঘ) বহুরূপী


Q ➤ ৩. ‘বিভাব’ নাটকের যথার্থ নাম হওয়া উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হলো— (ক) হাসির সন্ধানে তিনটি চরিত্র (খ) অভাব নাটক (গ) তামাশা নাটক (ঘ) অভাবিত নাটক


Q ➤ ৪. সরকারের পেয়াদা কীসের লক্ষে নাট্যদলের কাছে আসে— (ক) নিমন্ত্রনপত্র নিতে (খ) অনুমতি পত্র নিতে (গ) খাজনা আদায় করতে (ঘ) সংবর্ধনা জানাতে


Q ➤ ৫. “তাই ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।” – এই প্যাঁচ হলো— (ক) জনমত গঠন (খ) নিজস্ব নাট্যমঞ্চ তেরি (গ) ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ (ঘ) নাটক অভিনয় বন্ধ রাখা


Q ➤ ৬. “এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম” – এই সাহেব ছিলেন— (ক) আইনস্টাইন (খ) আইজেনস্টাইন (গ) শেক্সপিয়ার (ঘ) বানাড’ শ


Q ➤ ৭. শম্ভু মিত্র ‘বিভাব’ নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল— (ক) উড়িয়া তামাশা (খ) অসমীয়া তামাশা (গ) রাজস্থানি তামাশা (ঘ) মারাঠি তামাশা


Q ➤ ৮. ‘এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল।’ -এই জাপানি থিয়েটার ছিল— (ক) নোবুকি (খ) কিয়োগেন (গ) কাবুকি (ঘ) বানরাকু


Q ➤ ৯. “আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত” -একথা কে বলে গিয়েছেন— (ক) রবীন্দ্রনাথ (খ) দ্বিজেন্দ্রলাল (গ) বল্লভ ভাই (ঘ) জহরলাল নেহরু


Q ➤ ১০. “বিভাব” নাটকে ‘বৌদি’ হলেন— (ক) শোভা সেন (খ) তৃপ্তি মিত্র (গ) চিত্রা সেন (ঘ) শাঁওলী মিত্র


Q ➤ ১১. “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ।” – ‘বৌদি ‘ তৃপ্তি মিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলেছেন, সেটি হল— (ক) সিনেমা (খ) আড্ডা (গ) খেলা ধুলা (ঘ) প্রেম


Q ➤ ১২. “বিভাব” নাটকে অমর গাঙ্গুলী কোথায় ‘লভ সিন’ দেখার কথা বলেছেন ? (ক) বায়োস্কোপ (খ) বাস্তব জীবনে (গ) থিয়েটার (ঘ) লোক কোথায়


Q ➤ ১৩. “বিভাব” নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্যে নায়িকা ফিরছিল— (ক) অফিস থেকে (খ) গ্রাম থেকে (গ) বন্ধুর বাড়ি থেকে (ঘ) কলেজ থেকে


Q ➤ ১৪. “বিভাব” নাটকে প্রেমের দৃশ্য নেপথ্যে কী বেজেছিল— (ক) পিয়ানো (খ) বেহালা (গ) হারমোনিয়াম (ঘ) বাঁশি


Q ➤ ১৫. ‘বিভাব’ নাটকে প্রেমের দৃশ্যে যে গানটি গাওয়া হয়েছিল, সেটি হল— (ক) সখি ভালোবাসা কারে কয় (খ) আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ (গ) তুমি কোন কাননের ফুল (ঘ) মালতি লতা দোলে


Q ➤ ১৬. “মালতি লতা দোলে ” গানটি গাওয়া হয়েছিল যেভাবে— (ক) ফিল্মি কায়দায় (খ) শাস্ত্রীয় ভঙ্গিতে (গ) কীর্তন আঙ্গিকে (ঘ) ঠুংরি ধরনের


Q ➤ ১৭. রবীন্দ্রনাথের গানের অনুমোদন যারা দেয় বলে ‘বিভাব’ নাটকে উল্লেখ আছে— (ক) রাজ্য সরকার (খ) বিশ্বভারতী (গ) সাহিত্য অ্যাকাডেমি (ঘ) সঙ্গীত নাটক অ্যাকাডেমি


Q ➤ ১৮. শম্ভু মিত্রের মতে, কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়— (ক) ৩২ ইঞ্চি (খ) ৩৩ ইঞ্চি (গ) ৪২ ইঞ্চি (ঘ) ৪৮ ইঞ্চি


Q ➤ ১৯. ‘পথিক’ নাটকটি কার লেখা ? (ক) বিজন ভট্টাচার্য (খ) উৎপল দত্ত (গ) শম্ভু মিত্র (ঘ) তুলসী লাহিড়ী


Q ➤ ২০. ‘সামনের কয়েক জন হাতটা উঁচু করে থাকে।’ – হাতে কী ছিল— (ক) ভাতের থালা (খ) পতাকা ও ফেস্টুন (গ) প্রচার পত্র (ঘ) ফুল


Q ➤ ২১. শোভা যাত্রার লোকেরা যার জন্য দাবি জানিয়েছিল— (ক) চাল ও কাপড় (খ) সঠিক মজুরী (গ) শিক্ষার সুযোগ (ঘ) আইন শৃঙ্খলার উন্নতি


Q ➤ ২২. ‘The night is calling me’ – সংলাপটি কার লেখা ? (ক) বানার্ড’ শ (খ) শেক্সপিয়ার (গ) শেলি (ঘ) বায়রন


Q ➤ ২৩. হটাৎ পেছন থেকে শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়— (ক) অন্ন চাই, গৃহ চাই (খ) চাল চাই, কাপড় চাই (গ) ফ্যান চাই, ভাত চাই (ঘ) এর কোনোটিই নয়


Q ➤ ২৪. ‘বিভাব’ নাটকটির অনুপ্ররণা হলো— (ক) জাপানি কাবুকি থিয়েটার (খ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক (গ) রবীন্দ্রনাথের নাটক (ঘ) দীনবন্ধু মিত্রের নাটক


Q ➤ ২৫. ‘বিভাব’ নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হলো— (ক) দুই (খ) তিন (গ) পাঁচ (ঘ) সাত


This Post Has One Comment

Leave a Reply