চন্দ্রগুপ্ত- দ্বিজেন্দ্রলাল রায়
অষ্টম শ্রেণি
শব্দার্থ ও টীকা
১. নদতট- নদীর তীর
২. জাহাজ-শ্রেণি- জাহাজের সারি
৩. কাল- সময়
৪ শিবির- ছাউনি, তাঁবু
৫. সম্মুখে- সামনে
৬. সেকেন্দার- সেকেন্দার অর্থাৎ আলেকজান্ডার হলেন গ্রিসের অন্তর্গত ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র। পিতার মৃত্যুর পর ২০ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। এরপর তিনি দিবিজয়ে বের হন। তিনি ভারতে এসে পুরুরাজের কাছে প্রথম বাধা পান জয় লাভ করলেও তার শৌর্য ও
সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে রাজ্য ফিরিয়ে দেন। দেশে ফেরার সময় পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়।
৭. সেলুকস- সেকেন্দার সাহার সেনাপতি
৮. হেলেন- গ্রিক সেনাপতি সেলুকসের কন্যা
৯. অস্তগামী- অস্ত যাচ্ছে এমন
১০. চাহিয়া- চেয়ে
১১. হস্ত- হাত
১২. পার্শ্বে- পাশে
১৩. দণ্ডায়মানা- দাঁড়িয়ে আছে এমন (মহিলা)
১৪.সূর্যরশ্মি- সূর্যের আলাে
১৫. বিচিত্র- বৈচিত্র্যপূর্ণ
১৬. প্রচণ্ড- প্রখর, ভয়ানক
১৭. গাঢ়- ঘন, জমাটবদ্ধ
১৮. শুভ্র- সাদা
১৯. চন্দ্রমা- চাঁদ
২০. স্নিধ- মনােরম
২১. জ্যোৎস্না- চাদের আলাে
২২. তামসী- অন্ধকারময়ী
২৩. অগণ্য- অগণিত, অসংখ্য
২৪. উজ্জ্বল- আলােকিত
২৫. জ্যোতিঃপুঞ্জে- আকাশে দীপ্তিমান গ্রহ- নক্ষত্রতে
২৬. বিস্মিত- অবাক
২৭. আতঙ্কে- ভয়ে
২৮. প্রাবৃটে- বর্ষাকালে
২৯. ঘন-কৃয়- ঘন কালাে
৩০. গুরুগম্ভীর- ওজনসম্পন্ন
৩১. গর্জন- উচ্চ বা গম্ভীর শব্দ
৩২. প্রকাণ্ড- বিরাট
৩৩. নির্বাক- নীরব, বাশূন্য, মৌন
৩৪. অভ্রভেদী- আকাশ ভেদ করে এমন
৩৫. তুষার-মৌলি- যার চূড়া বরফে ঢাকা
৩৬. হিমাদ্রি- হিমালয় পর্বত
৩৭. ফেনিল- ফেনাযুক্ত
৩৮. উচ্ছ্বাস- প্রবল ভাবাবেগ, (এখানে) জলস্ফীতি
৩৯. উদ্দাম- উন্মত্ত
৪০. স্বেচ্ছাচার- নিজের ইচ্ছামতাে কাজ করা
৪১. তপ্ত- গরম
৪২. বালুরাশি- অনেক পরিমাণ বালি
৪৩. তালীবন- তালগাছের বন
৪৪. গর্বভরে- অহংকারের সঙ্গে
৪৫. স্নেহছায়া- আদরের আশ্রয়, নাটকে ‘স্নেহছায়া’ হিসেবে থাকলেও ঠিক শব্দটি হল ‘স্নেহচ্ছায়া।
৪৬. মদমত্ত- অহংকারে উন্মত্ত
৪৭. মাতঙ্গ- হাতি
৪৮. জঙ্গমপর্বতসম- গতিশীল পাহাড়ের মতাে
৪৯. মুগ্ধ- মােহিত
৫০. মন্থর- ধীর
৫১. মহাভুজঙ্গম- বিশাল সাপ
৫২. অলস- কুঁড়ে
৫৩. বক্র রেখা- আঁকাবাঁকা রেখা
৫৪. মহাশৃঙ্গ- বিরাট পর্বতশৃঙ্গ
৫৫. কুরঙ্গম- হরিণ
৫৬. নির্জন- জনহীন, জনশূন্য
৫৭. শূন্য-প্রেক্ষণে- শূন্যদৃষ্টিতে
৫৮. সৌম্য- প্রশান্ত ও সুন্দর, প্রিয়দর্শন
৫৯. গৌর- ফরসা
৬০. দীর্ঘ-কান্তি- সুন্দর লম্বা দেহের অধিকারী
৬১. বজ্র- বাজ, অশনি
৬২. চক্ষে- চোখে
৬৩. দীপ্তি- আলােক, কিরণ
৬৪. বক্ষে- বুকে,
৬৫. বাত্যা- ঝড়, প্রবল বাতাস
৬৬. শৌর্য- বীরত্ব।
৬৭. আচরণ- ব্যবহার
৬৮. প্রত্যাশা- আকাঙ্ক্ষা
৬৯. নির্ভীক- যার ভয় নেই, সাহসী
৭০. নিষ্কম্পস্বরে- গলার স্বর না কাঁপিয়ে
৭১. চমকিত- চমকে ওঠা
৭২. তৎক্ষণাৎ- সঙ্গে সঙ্গে, অবিলম্বে
৭৩. প্রত্যর্পণ- ফিরিয়ে দেওয়া
৭৪. মহানুভব- মহান অনুভবের অধিকারী, উদার মন যার
৭৫. মহৎ- উদার
৭৬. উল্লাস- আনন্দ
৭৭. সাম্রাজ্য- সম্রাটের অধীনে থাকা অনেক ক্ষুদ্ররাজ্য নিয়ে গঠিত বিশাল রাজ্য
৭৮. শৌখিন- বিলাসী, যা শখ মেটায় তৃপ্ত করে
৭৯. দিগবিজয়- সকল দিক জয় করা
৮০. কীর্তি- যশ, সুখ্যাতি
৮১. অসম্পূর্ণ- যা শেষ হয়নি
৮২. সম্রাট- বহু রাষ্ট্র ও জনপদের অধিকারী, সার্বভৌম রাজা, রাজাধিরাজ
৮৩. মাসিডন- একটি গ্রিক রাজ্য, সেকেন্দর সাহা এর অধিপতি ছিলেন
৮৪. জনপদ- লােকালয়
৮৫. তৃণসম- ঘাসের সমান
৮৬. পদতলে- পায়ের তলায়
৮৭. দলিত- পিষ্ট
৮৮. ঝঞ্ঝা- ঝড়
৮৯. ধূমরাশি- (এখানে) ধুলাের রাশি
৯০. বীরপদভরে- (এখানে) বীর সৈন্যদের পায়ের চাপে
৯১. কম্পিত- কাঁপতে থাকা অবস্থা
৯২. দুর্বার- যাকে বাধা দেওয়া কঠিন
৯৩. করাল- ভয়ংকর
৯৪. দুর্ভিক্ষ- আকাল, খাদ্যাভাব
৯৫. রুধিরাক্ত- রক্তাক্ত
৯৬. বিজয়-শকট- বিজয় রথ
৯৭. অবাধে- বিনাবাধায়
৯৮. নিয়তি- অদৃষ্ট
৯৯. চন্দ্রগুপ্ত- মগধের রাজা এবং মৌর্যবংশের প্রতিষ্ঠাতা। ইনি নন্দবংশকে ধ্বংস করে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এঁর পুত্র হলেন বিন্দুসার এবং পৌত্র ছিলেন সম্রাট অশোক।
১০০. আন্টিগোনস- গ্রিক যােদ্ধা ও সেকেন্দর সাহার সেনাধ্যক্ষ।
১০১. গুপ্তচর- গােপনে খবর দেওয়া-নেওয়া করে যে
১০২. শুক- শুকনাে
১০৩. তালপত্র- তালপাতা
১০৪. রাজাধিরাজ- মহারাজ
১০৫. উত্তম- ভালাে
১০৬. ব্যূহ- যুদ্ধের জন্য কৌশল সহকারে সৈন্যদের সাজানাে
১০৭. প্রণালী- কৌশল বা পদ্ধতি
১০৮. সামরিক- যুদ্ধ সম্বন্ধীয়
১০৯. মাসাধিকাল- একমাস ধরে
১১০. পরিত্যাগ- ছেড়ে দেওয়া
১১১. অভিপ্রায়ে- উদ্দেশ্যে
১১২. মগধ- প্রাচীন ভারতবর্ষের একটি রাজ্য। মহাভারতে এই রাজ্যের উল্লেখ আছে।
১১৩. মহাপদ্ম- মগধের রাজা,ইনি নন্দবংশের প্রতিষ্ঠাতা। ‘চন্দ্রগুপ্ত’ নাট্যাংশ অনুযায়ী ইনি চন্দ্রগুপ্তের পিতা।
১১৪. বৈমাত্র- সৎমার গর্ভজাত
১১৫. নির্বাসিত- নিজের দেশ থেকে বহিষ্কৃত
১১৬. প্রতিশােধ- বদলা।
১১৭. ভূপতি- রাজা
১১৮. বিজয়বার্তা- জয়ের সংবাদ
১১৯. বিক্ৰম- পরাক্রম
১২০. আর্যকুলরবি- ক্ষত্রিয়শ্রেষ্ঠ
১২১. ভূকুটি- ভুরু কোঁচকানাে
১২২. লুক্কায়িত- লুকানাে
১২৩. মহাবীৰ্য- মহাতেজ, প্রচণ্ড শক্তি
১২৪. সংঘাতে- সংঘর্ষে
১২৫. বিচলিত- অস্থির
১২৬. হৃত- যা হারিয়ে গেছে
১২৭. পুনরুদ্ধার- ফিরে পাওয়া
১২৮. পানে- দিকে
১২৯. প্রথা- নিয়ম, রীতি
১৩০. বিশ্বাসঘাতক- বিশ্বাস ভঙ্গ করে যে
১৩১. পদবি- যে নামের মধ্য দিয়ে বংশের পরিচয় দেওয়া হয়, (এখানে) সেনাবাহিনীর পদমর্যাদা
১৩২. সেনাপতি- সৈন্যদলের সবচেয়ে উঁচু পদে অবস্থান করে যিনি সেনাদলকে পরিচালনা করেন
১৩৩. তরবারি- তলােয়ার
১৩৪. ক্ষিপ্রতর- দ্রুততর,আরও তাড়াতাড়ি
১৩৫. শির- মাথা
১৩৬. ক্ষেপণ- নিক্ষেপ
১৩৭. ক্ষিপ্রহস্তে- দ্রুত হাতে
১৩৮. নিবারণ- নিষেধ, বারণ, দূরীকরণ (এখানে) আটকানাে, প্রতিহত করা
১৩৯. নিরস্ত- বিরত, নিবৃত্ত
১৪০. অবনত- নীচের দিকে ঝুঁকে রয়েছে এমন, আনত
১৪১. ঔদ্ধত্য- উদ্ধত আচরণ, দেমাক, অবিনয়
১৪২. সৈন্যাধ্যক্ষ- সৈন্যদের প্রধান
১৪৩. স্পর্ধা- দর্প, বড়াই, অহংকারপূর্ণ দুঃসাহস
১৪৪. অগােচর- জানার বাইরে, দৃষ্টির আড়ালে
১৪৫. স্মরণ রেখাে- মনে রেখাে
১৪৬. চক্ষু রক্তবর্ণ- চোখ রাঙানাে
১৪৭. ভীরু- ভীতু
১৪৮. নিরাশ্রয়- যার আশ্রয় নেই
১৪৯. কাপুরুষ- ভীতু, সাহসহীন পুরুষ,ভয়ে কর্তব্য ভুলে যায় বা আত্মসম্মান বিসর্জন দেয় এমন মানুষ
১৫০. ত্রস্ত- ভীত
১৫১. বধ- হত্যা
১৫২. সােল্লাসে- উল্লাস বা আনন্দের সঙ্গে ১৫৩. চমৎকার- অপূর্ব
১৫৪. ভবিষ্যদ্বাণী- ভবিষ্যতে কী ঘটবে আগে থেকে সেই কথা বলা
১৫৫. দুর্জয়- যাকে জয় করা কঠিন
বহু বিকল্প MCQ প্রশ্নোত্তর।
১.মাসিডনের বিজয় বাহিনীর পদভরে কম্পিত হয়েছে
ক) সমগ্র এশিয়া
খ) অর্ধেক এশিয়া
গ) এশিয়া সিরিয়াল
ঘ) কোনোটিই নয়
উঃ খ) অর্ধেক এশিয়া
২.“রাজার প্রতি রাজার আচরণ”—কথাটির বক্তা-
ক) রাজা পুরু
খ) সেনাপতি সেলুকস
গ) আন্টিগােনস
ঘ) সম্রাট চন্দ্রগুপ্ত
উঃ ক) রাজা পুরু
৩. “সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন”-
ক) গ্রিক সৈন্য চাই
খ) রাশিয়ান সৈন্য চাই
গ) ভারতীয় সৈন্য চাই
ঘ) চৈনিক সৈন্য চাই
উঃ ক) গ্রিক সৈন্য চাই
৪. “আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করাে”—উদ্দিষ্ট ব্যক্তি হলেন-
ক) চন্দ্রগুপ্ত
খ) সেলুকস
গ) পুরু
ঘ) আন্টিগােনস
উঃ গ) পুরু
৫. “কিন্তু বাধা পেলাম প্রথম সেই তীরে।”
ক) সিন্ধু
খ) শতদ্রু
গ) বিপাশা
ঘ) ইরাবতী
উঃ খ) শতদ্রু
৬. ‘চন্দ্রগুপ্ত’ নাটকের ঘটনাটি ঘটেছে—
ক) সকাল বেলায়
খ) দুপুর বেলায়
গ) সন্ধ্যা বেলায়
ঘ) রাত্রি বেলায়
উঃ গ) সন্ধ্যা বেলায়
৭. “সত্য সম্রাট।”—বক্তা যে সত্য বলেছে, তা হল-
ক) দিগবিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই
খ) চন্দ্রগুপ্ত একজন গুপ্তচর
গ) আন্টিগােনস একজন বিশ্বাসঘাতক
ঘ) ভারতবর্ষ এক বিচিত্র দেশ
উঃ ঘ) ভারতবর্ষ এক বিচিত্র দেশ
৮. শতদ্রু নদীর তীরে সেকেন্দারকে কে প্রথম বাধা দিয়েছিলেন?
ক) চন্দ্রগুপ্ত
খ) সেলুকস
গ) মহাপদ্ম
ঘ) পুরু
উঃ ঘ) পুরু
৯. ‘চন্দ্রগুপ্ত’ নাটকটি কার লেখা?
ক) গিরিশচন্দ্র ঘােষ
খ) ক্ষীরােদপ্রসাদ বিদ্যাবিনােদ
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ঘ) শম্ভু মিত্র
উঃ গ) দ্বিজেন্দ্রলাল রায়
১০. “চমকিত হলাম!”—কার কথায় বক্তা চমকিত হলেন?
ক) চন্দ্রগুপ্তের
খ) সেলুকসের
গ) পুরুর
ঘ) আন্টিগােনসের
উঃ গ) পুরুর
১১. “জগতে একটা কীর্তি রেখে যেতে চাই”—এ কথা বলেছিলেন—
ক) চন্দ্রগুপ্ত
খ) সেলুকস
গ) সেকেন্দার
ঘ) পুরু
উঃ গ) সেকেন্দার
১২. ‘চন্দ্রগুপ্ত’ নাটকে গ্রিক সম্রাট ছিলেন-
ক) চন্দ্রগুপ্ত
খ) সেলুকস
গ) সেকেন্দার
ঘ) পুরু
উঃ গ) সেকেন্দার
১৩. “তবে এ দিগবিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট?”—বক্তা হলেন—
ক) সেলুকস
খ) সেকেন্দার
গ) আন্টিগােনস
ঘ) চন্দ্রগুপ্ত
উঃ ক) সেলুকস
১৪. হেলেন কার কন্যা?
ক) আন্টিগােনস
খ) সেলুকস
গ) সেকেন্দার
ঘ) চন্দ্রগুপ্ত
উঃ খ) সেলুকস
১৫. ‘চন্দ্রগুপ্ত’ নাটকটির ঘটনাস্থল হল _________ নদতট।
ক) সরস্বতী
খ) শতদ্রু
গ) অজয়
ঘ) সিন্ধু
উঃ ঘ) সিন্ধু
১৬. ‘আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই’- বক্তা এসেছেন-
ক) দেশ ভ্রমণ করতে
খ) যুদ্ধবিদ্যা রপ্ত করতে
গ) সৌখিন দ্বিগবিজয়ে
ঘ) ভারত ভ্রমণে
উঃ গ) সৌখিন দ্বিগবিজয়ে
১৭. মহৎ কিছু দেখলেই একটা-
ক) শ্রদ্ধা আসে
খ) উল্লাস আসে
গ) মহানুভবতা আসে
ঘ) ক্রোধ আসে
উঃ খ) উল্লাস আসে
১৮. ভারতবাসী কী কথা বলতে এখনও শেখেনি ?
ক) সত্য
খ) মিথ্যা
গ) বানানো
ঘ) মস্করা
উঃ খ) মিথ্যা
১৯. “নিরস্ত হও”—উক্তিটি কার?
(ক) সেলুকস
(খ) সেকেন্দার
(গ) আন্টিগােনস
(ঘ) চন্দ্রগুপ্ত
উঃ (খ) সেকেন্দার।
২০. চন্দ্রগুপ্ত ছিলেন-
(ক) মগধের রাজপুত্র
(খ) সেলুকসের প্রিয় শিষ্য
(গ)মহাপদ্মনন্দের ভাই
(ঘ) গ্রিক সেনাপতি
উঃ (ক) মগধের রাজপুত্র।
২১. চন্দ্রগুপ্তের পিতার নাম ছিল-
(ক) ধননন্দ
(খ) মহাপদ্ম
(গ) বিক্রমাদিত্য
(ঘ) সমুদ্রগুপ্ত
(খ) মহাপদ্ম
২২. চন্দ্রগুপ্ত কীসের ওপর লিখছিলেন?
(ক) ভূর্জপত্র
(খ) শুকনাে তালপাতা
(গ) পুথি
(ঘ) পদ্মপাতা
উঃ (খ) শুকনাে তালপাতা।
২৩. “বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক”—এ কথা বলেছেন-
(ক) সেলুকস
(খ) আন্টিগােনস
(গ) চন্দ্রগুপ্ত
(ঘ) সেকেন্দার
উঃ (ক) সেলুকস।
২৪. চন্দ্রগুপ্তের বৈমাত্রেয় ভাইয়ের নাম কী?
(ক) নন্দ
(খ) পদ্ম
(গ) গুপ্ত
(ঘ) সূর্য
উঃ (ক) নন্দ।
২৫. “সম্রাট আমায় বন্ধ না করে বন্দি করতে পারবেন না |”—উদ্ধৃত উক্তিটির বক্তা কে?
(ক) চন্দ্রগুপ্ত
(খ) সেলুকস
(গ) পুরু
(ঘ) আন্টিগােনস
উঃ (ক) চন্দ্রগুপ্ত।
২৬. চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছে-
(ক) নন্দ
(খ) মহাপদ্মনন্দ
(গ) বিক্রমাদিত্য
(ঘ) বিন্দুসার
উঃ (ক) নন্দ।
👉আরো দেখো….