আয় আরো বেঁধে বেঁধে থাকি প্রশ্ন উত্তর SAQ Suggestion-2022 – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

       M.P Suggestion-2022

      আয় আরো বেঁধে বেঁধে থাকি 

                  শঙ্খ ঘোষ

কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও।

১.“ ছড়ানো রয়েছে কাছে দূরে ! ” — কী ছড়ানো রয়েছে ?

উত্তরঃ যুদ্ধ দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষ সর্বস্ব হারিয়েছে , সেইসব বিপন্ন মানুষের চারপাশে কাছে – দূরে শিশুদের শব ছড়ানো রয়েছে ।

 

২.“ আমাদের পথ নেই আর ” —তাহলে আমাদের করণীয় কী ? (২০১৭)

উত্তরঃ বিপন্ন মানুষকে নিজেদের রক্ষা করার জন্য পরস্পরের হাতে হাত রেখে সহযোগিতার মনোভাব দেখিয়ে সংঘবদ্ধ হয়ে থাকতে হবে ।

৩.’আমাদের কথা কে-বা জানে।’- আমাদের কথা কেউ জানে না কেন ? (Board Test Paper 2022)

উঃ পৃথিবীর আপামর নিরীহ জনতা এত সাধারন যে, তাদের দুর্দশাময় জীবনের খবর কেউ রাখে না, প্রচারের আলোয় তারা পড়ে না। তারা চির বঞ্চিত সর্বহারা, তাই তাদের কথা কেউ জানে না।

৪.’আমাদের ডান পাশে ধ্বস।’- ধ্বস শব্দটির আক্ষরিক অর্থ কী ? (Board Test Paper 2022)

উঃ ‘ধ্বস’ কথাটির আক্ষরিক অর্থ খসে পড়া। পাঠ্য কবিতায় সাধারণ মানুষের চলার প্রতি পদে পদে বিপদের সম্ভাবনা ফুটিয়ে তুলতে শব্দটি ব্যবহৃত হয়েছে।

৫.’আমাদের চোখ মুখ ঢাকা।’- চোখ মুখ ঢাকার কারণ কী ? (Board Test Paper 2022)

উঃ দুর্বল, বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার আয়নায় প্রতিফলিত হয় না, প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ নিরব। আসল অবস্থা বুঝেও তারা বোবা। তাই তাদের চোখ মুখ ঢাকা।

৬.’তবু তো কজন আছে বাকি’- কজন বলতে কাদের কথা বলা হয়েছে ? (Board Test Paper 2022)

উঃ আলোচ্য কবিতানুসারে এই রাজনৈতিক, সামাজিক অবক্ষয়ের যুগেও কিছু মানুষ এখনো মানবতায় বিশ্বাস হারায়নি। ‘কজন’ বলতে সেই শুভবুদ্ধিসম্পন্ন মানুষ গুলোর কথাই বলা হয়েছে।

৭.’ছড়ানো রয়েছে কাছে দূরে।’- কী ছড়ানো রয়েছে ? (Board Test Paper 2022)

উঃ শঙ্খ ঘোষের ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় নিষ্পাপ মানব শিশুর শব বা মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে।

৮.’আমাদের শিশুদের শব / ছড়ানো রয়েছে কাছে দূরে’- একথা বলার অর্থ কী ?

উঃ আজকের পৃথিবীতে যুদ্ধ দাঙ্গা ও হিংসার উন্মত্ততায় শিশুদেরও রেহায় নেই। যুদ্ধে বলি হতে হয় অসংখ্য নিষ্পাপ শিশুদের।

৯.আমাদের শিশুদের শব ছড়িয়ে থাকার মধ্যে দিয়ে কোন বিষয়টি ধরা পড়েছে ?

উঃ যুদ্ধবিধ্বস্ত বর্তমান বিশ্বে আমাদের চারপাশ বিপদসংকুল। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে শিশুদেরও কোনো নিরাপত্তা নেই। আমরা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষা দিতে অক্ষম।

১০.’আমাদের পথ নেই আর’- পথ নেই কেন ?

উঃ আজকের পৃথিবীতে শাসকের আগ্রাসন, সাম্রাজ্যবাদ, মৌলবাদ, সমাজ-রাজনৈতিক অবক্ষয় এবং যুদ্ধবাজদের নির্যাতনে আমাদের চলার পথ রুদ্ধ।

১১.’আমাদের পথ নেই আর’- তাহলে আমাদের করণীয় কী ?

উঃ সর্বহারা মানুষের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি সংঘবদ্ধ হয়ে থাকার কথা কবি বলেছেন।

১২.’আমাদের ইতিহাস নেই’- এ কথা বলা হয়েছে কেন ?

উঃ ইতিহাস কেবল ক্ষমতাবানদের কথা বলে। সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে স্থান পায় না অর্থাৎ তারা উপেক্ষিত। তাই পাঠ্য কবিতায় বলা হয়েছে ‘আমাদের ইতিহাস নেই’।

১৩.’আমাদের ইতিহাস নেই’- ইতিহাস না থাকায় আমাদের স্বরূপ কী ?

উঃ আপামর জনগণের কোনো ইতিহাস নেই। যে ইতিহাস আছে, তা শোষণ, অত্যাচার, অবহেলা, উপেক্ষা, বঞ্চনার। এটাই অসহায় ও সর্বহারা মানুষের স্বরূপ।

১৪.’আমরা ফিরেছি দোরে দোরে’- এ কথা বলা হয়েছে কেন ?

উঃ সামাজিক অস্থিরতা জনসাধারণের জীবন-জীবিকাকে অনিশ্চিত করে তুলেছে। চরম সংকট কালে খাদ্য,বস্ত্র,বাসস্থানের আর্জি নিয়ে তারা দোরে দোরে ফিরেছে। ফিরেছে একটু শান্তির আশ্রয়ের খোঁজে।

১৫.’আমরা ভিখারি বারো মাস’- ‘আমরা’ কারা ?

উঃ ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় ‘আমরা’ বলতে কবি পৃথিবীর সমস্ত নিরন্ন খেটে খাওয়া ও নিরাপত্তাহীন অসহায় মানুষকেই বুঝিয়েছেন।

 

👉 আরো দেখো….

👉 জ্ঞানচক্ষু ছোট প্রশ্ন উত্তর সাজেশন-২০২২

👉পথের দাবী ছোট প্রশ্নোত্তর সাজেশান-২০২২

👉 আফ্রিকা ছোট প্রশ্নোত্তর সাজেশন-২০২২

This Post Has 2 Comments

Leave a Reply