FIRST SUMMATIVE EVALUATION
LIFE SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE
1. দশম শ্রেণির জীবন বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-১ Click Here
2. দশম শ্রেণির জীবন বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-২ Click Here
3. দশম শ্রেণির জীবন বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৩ Click Here
4. দশম শ্রেণির জীবন বিজ্ঞান – প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৪ Click Here
আরও দেখুনঃ দশম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র Click Here
FIRST SUMMATIVE EVALUATION
LIFE SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE
Set- 2
Syllabus
(1) জীবজগতে নিয়ন্ত্রণ ও সমম্বয়
(2) জীবনের প্রবাহমানতাঃ কোশ বিভাজন এবং কোশচক্র
প্রাথমিক পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- দশম বিষয়- জীবনবিজ্ঞান
সময়- ১ ঘন্টা ২০ মিনিট পূর্ণমান-৪০
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো : 1×6=6
1.1 ফটোট্রপিক ও জিওট্রপিক চলন কোন প্রাকৃতিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়
তা লেখো।
(a) জিব্বেরেলিন
(b) সাইটোকাইনিন
(c) অক্সিন
(d) অক্সিন ও জিব্বেরেলিন উভয়ই।
1.2 অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না—
(a) ইনসুলিন
(b) থাইরক্সিন
(c) পেপসিন
(d) অ্যাড্রিনালিন
1.3 প্যারামিসিয়ামে গমন অঙ্গ কি ?
(a) ফ্ল্যাজেলা (b) সিলিয়া (c) ক্ষরপদ
(d) সিটা
1.4 নিচের কোন জোরাটি সঠিক-
(a) সাইকেল চালানো- সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
(b) শিশুর জন্মের পর স্বতস্ফুর্ত স্তন্যপাই- জন্মগত প্রতিবর্ত ক্রিয়া।
(c) হাঁটুর কাকুর অনুগত প্রতিবর্ত ক্রিয়া।
(d) আলোর উপস্থিতিতে চোখের কৃষ্ণন- জন্মগত প্রতিবর্ত ক্রিয়া ।
1.5 বল ও সকেট সন্ধির উদাহরণ হল-
(a) উরু সন্ধি (b) হাঁটু সন্ধি (c) গোড়ালি সন্ধি (d) কব্জি সন্ধি
1.6 মানবদেহে ভারসাম্য নিয়ন্ত্রনকারী অংশটি হল—
(a) গুরুমস্তিস্ক (b) লঘুমস্তিষ্ক (c) পনস্
(d) প্রাণী।
2. শূন্যস্থান পূরণ কর: 1×4=4
1. __________ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।
2. থার্মোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো _____________।
3. ACTH _________ গ্রন্থি থেকে ক্ষরিত হয় ।
3. সত্য মিথ্যা নিরুপন করো : 1×4=4
(i) একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন হল ইনসুলিন।
(ii) ট্রপিক চলন নিয়ন্ত্রন করে সাইটোকাইনিন।
(iii) হাইপারমেট্রোপিয়া দৃষ্টির ব্যক্তিকে ডাক্তার বাবু উত্তল লেন্স যুক্ত চশমা পরার
পরামর্শ দেন।
(iv) রেটিনার রড কোশ উজ্জল আলো ও বর্ণ শোষনে সক্ষম।
4. নীচের প্রশ্নগুলি দুটি-তিনটি বাক্যে উত্তর দাও। (যে কোনো আটটি) 8×2=16
(i) ফোটোট্যাক্টিক চলন কাকে বলে ? থার্মোন্যাস্টিক চলনের একটি উদাহরণ দাও।
(ii) পার্থেনোকার্পি বলতে কী বোঝ ? ইহা কোন হরমোনের প্রভাবে হয়।
(iii) ডায়াবেটিস ইনসিপিডাস কাকে বলে ? লোহিত রক্ত কনিকার ক্রমপরিণতিতে
কোন হরমোন সাহয্যে করে ?
(iv) হরমোন ও স্নায়ুতন্ত্র এর দুটি পার্থক্য লেখ।
(v) কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখ ।
(vi) জিব্বেরেলিন কীভাবে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে ?
(vii) উপযোজন কাকে বলে ? একনেত্র দৃষ্টির একটি উদাহরণ দাও।
(viii) পাখির কোন পেশির মাধ্যমে তার ডানা উপরে উঠে ও কোন পেশির মাধ্যমে ডানা নীচে নামে।
(ix) কব্জা সন্ধি এবং বল ও সকেট সন্ধির একটি করে উদাহরণ দাও।
(x) চিন্তা, স্মৃতি, বুদ্ধি এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রন করে মস্তিকের কোন অংশ থেকে ?
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5
(i) অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থিগুলি কী কী এবং তাদের থেকে কোন হরমোন নিঃসৃত
হয় ? ইনসুলিন হরমোনের কাজ লেখো। 3+2-5
(ii) অ্যাড্রেনালিন কে সংকট কালীন হরমোন বলে কেন ? উদ্ভিদ হরমোনের ফিডব্যাক বান্ট্রোল ব্যাখ্যা করো। 2+3=5
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1 = 5
(i) একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো। 3+2-5
(a) ডেনড্রন
(b) র্যানিভিয়ারের পর্ব
(c) মায়েলেন সিদ্
(d) প্রাপ্ত বুরুশ।
(ii) ইউক্যারিওটিক ক্রেমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো। 3+2=5
(a) ক্রোমাটিড
(b) সেন্ট্রেমিয়ার
(c) নিউক্লিওলার অরগানাইজার
(d) টেলোমিয়ার।