Class 10 First Unit Test Physical Science wbbse Set-3 | দশম শ্রেণি ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Class 10 First Unit Test Physical Science wbbse Set-3 | দশম শ্রেণি ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-৩

FIRST SUMMATIVE EVALUATION
PHY SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE

1. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-১ Click Here

2. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-২ Click Here

3. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৩ Click Here

4. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান – প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৪ Click Here

আরও দেখুনঃ দশম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র Click Here

FIRST SUMMATIVE EVALUATION
PHY SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE

Set-3

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি    বিষয়- ভৌত বিজ্ঞান
সময় -1 ঘণ্টা 30 মিনিট    পূর্ণমান-40

বিভাগ-ক

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (যেটি ঠিক সেটি লেখো): 1×7=7

1.1 নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়-
(a) মিথেন (b) জলীয়বাষ্প (c) CO₂ (d) অক্সিজেন

উত্তরঃ (d) অক্সিজেন।

1.2 জলের মোলার ভর– (a) 16g (b) 18g (c) 20g (d) 22g

উত্তরঃ (b) 18g

1.3 দর্পণের বক্রতাব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি-
(a) f=2r (b) f= `fracr{2}` (c) f= `fracr{3}` (d) f=3`fracr{2}`

উত্তরঃ (b) f= `fracr{2}`

1.4 আলোর প্রতিসরণে আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না- (a) 30 ডিগ্রি (b) 0 ডিগ্রি (c) 45 ডিগ্রি (d) 60 ডিগ্রি

উত্তরঃ (b) 0 ডিগ্রী

1.5 আলোর রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য-
(a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায়
(c) অপরিবর্তিত থাকে
(d) বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে তা আপতন কোণের উপর নির্ভরশীল

উত্তরঃ (b) হ্রাস পায়

1.6 সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটি হল- (a) 0 (b) Cl (c) F (d) Ne

উত্তরঃ (c) F

1.7 কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে-
(a) H₂O (b) NH₃ (c) CO₂ (d) CH₄

উত্তরঃ (c) CO₂

বিভাগ-খ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 1×9=9

2.1 একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

উত্তরঃ মিথেন।

2.2 কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি ?

উত্তরঃ অ্যানথ্রাসাইট কয়লা।

অথবা,

LPG এর মূল উপাদান কী ?

উত্তরঃ বিউটেন।

2.3 চার্লসের সূত্রে ধ্রুবক কী ?

উত্তরঃ গ্যাসের চাপ ও ভর

2.4 শূন্যস্থান পূরণ করো :

বায়োগ্যাস উৎপন্ন করতে __________ ব্যাকটেরিয়া সাহায্য লাগে।

উত্তরঃ মিথানোজেনিক ব্যাকটেরিয়া।

2.5 কখন বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মত আচরণ করে ?

উত্তরঃ কম চাপ ও উচ্চ উষ্ণতায়

2.6 কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?

উত্তরঃ লাল আলো

2.7 ফায়ার আইস কাকে বলে?

উত্তরঃ মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কারণ এটি সাদা বরফের মতো দেখতে হয় কিন্তু এটি একটি শক্তিশালী জ্বালানি।

2.8 মেরুজ্যোতি কোন্ বায়ুস্তরে দেখা যায় ?

উত্তরঃ আয়নোস্ফিয়ার।

2.9 সত্য মিথ্যা নির্ণয় করো :
দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে উত্তল লেন্স ব্যবহার করতে বলা হয়।

উত্তরঃ সত্য

বিভাগ-গ

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 2×6=12

3.1 বিশ্ব উষ্ণায়ন কী ?

অথবা,

স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী ?

3.2 চার্লসের সূত্রটি বিবৃত করো।

অথবা,

চাপ অপরিবর্তিত থাকলে 27° সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের যা আয়তন কত তাপমাত্রায় আয়তন তার দ্বিগুণ হবে ?

3.3 মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন ?

অথবা,

হ্রস্বদৃষ্টি কী ? কোন্ ধরনের লেন্স ব্যবহার করে এর প্রতিকার করা যায় ?

3.4 হাইড্রোজেনকে গ্রুপ VII ও গ্রুপ 1 কে রাখার পক্ষে একটি করে যুক্তি দাও।

3.5 NH₃ অণুর লুইস ডট গঠন দেখাও।

3.6 আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের নিচের দুটি ধর্মের তুলনা করো:
গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা

বিভাগ- ঘ

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 3×4=12

4.1 আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের ধর্মের বিচ্যুতির দুটি কারণ লেখো।

অথবা,

গ্যাসের গতীয় তত্ত্বের তিনটি স্বীকার্য লেখো।

4.2 আয়তকার কাঁচের স্লাবের মধ্যে দিয়ে কোন রশ্মি গেলে প্রমাণ কর যে, আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল।

অথবা,

প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয় করো।

4.3 আলোর বিক্ষেপণ কাকে বলে ? দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন ?

অথবা,

অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।

4.4 পর্যায় সারণিতে পর্যায় ও শ্রেণী বরাবর মৌলগুলির জারণ ও বিজারণ ধর্মের কীরূপ পরিবর্তন হয় তা ব্যাখ্যা করো।

অথবা,

মেন্ডেলিফের পর্যায় সারণির দুটি ত্রুটি উল্লেখ করো। দুষ্ট মৌল কাকে বলে ও কেন ?

Leave a Reply