Class 10 First Unit Test Physical Science wbbse Set-4 | দশম শ্রেণি ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Class 10 First Unit Test Physical Science wbbse Set-4 | দশম শ্রেণি ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-৪

FIRST SUMMATIVE EVALUATION
PHY SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE

1. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-১ Click Here

2. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-২ Click Here

3. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৩ Click Here

4. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান – প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৪ Click Here

আরও দেখুনঃ দশম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র Click Here

FIRST SUMMATIVE EVALUATION
PHY SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE

Set-4

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি   বিষয়- ভৌত বিজ্ঞান
সময় -1 ঘণ্টা 30 মিনিট         পূর্ণমান-40

বিভাগ-ক

1. সঠিক উত্তরটি বেছে খাতায় লেখো: 1×5=5

1.1 কোনটি গ্রীন হাউস গ্যাস নয়-
(a) O₂ (b) CO₂ (c) CFC (d) CH

উত্তরঃ (a) O₂

1.2 চার্লস সূত্রে ধ্রুবক রাশি দুটি হল-
(a) ভর ও উষ্ণতা
(b) চাপ ও উষ্ণতা
(c) ভর ও চাপ
(d) ভর ও আয়তন

উত্তরঃ (c) ভর ও চাপ

1.3 সবচেয়ে হালকা হ্যালোজেন মৌলটি হল-
(a) F₂ (b) Cl₂ (c) Br₂ (d) l₂

উত্তরঃ (a) F₂

1.4 কোনটি সমযোজী অণু ?
(a) KCI (b) NaCl (c) CaCl₂ n(d) HCI

উত্তরঃ (d) HCI

1.5 অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ (r) ও ফোকাস দৈর্ঘ্যের (f) মধ্যে সম্পর্কটি হল-
(a) f=2r (b) r= `fracf{2}` (c) f= `fracr{2}` (d) f=`fracr{4}`

উত্তরঃ (c) f= `fracr{2}`

বিভাগ-খ

2. নির্দেশমতো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : 1×12=12

2.1 পেট্রোল ও কয়লার মধ্যে কোনটির তাপনমূল্য বেশী ?

উত্তরঃ পেট্রোল।

2.2 শূন্যস্থান পূরণ করো:

ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ _______ পায়।

উত্তরঃ হ্রাস

2.3 S.1 পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক কী ?

উত্তরঃ 8.314 JK⁻¹ mol

2.4 কোন্ কোন্ শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে ?

উত্তরঃ নিম্ন চাপ ও উচ্চ চাপ।

অথবা,

সত্য বা মিথ্যা লেখো :
নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় একই আয়তনের সব গ্যাসে ভিন্ন ভিন্ন সংখ্যক অণু থাকে।

উত্তরঃ মিথ্যা।

2.5 হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে ?

উত্তরঃ 17 নং শ্রেণী

2.6 অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

উত্তরঃ গাড়ির হেডলাইটে।

অথবা,

কাচ থেকে বায়ুতে আলোর প্রতিসরনের ক্ষেত্রে আলোকরশ্মি কোন দিকে বেঁকে যায়?

উত্তরঃ অভিলম্ব থেকে দূরে সরে যায়।

2.7 আয়নীয় যৌগগুলি সাধারণ উষ্ণতায় কোন অবস্থায় বর্তমান থাকে ?

উত্তরঃ কঠিন।

2.8 শূন্যস্থান পূরণ করো:
আয়নীয় যৌগগুলি ________ দ্রাবকে দ্রবীভূত হয়।

উত্তরঃ ধ্রুবীয়।

2.9 বামপক্ষ ও ডানপক্ষ মেলাও:

বামপক্ষ ডানপক্ষ
2.9.1 সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল (a) ফ্লান্সিয়াম
2.9.2 তেজস্ক্রিয় ক্ষার ধাতু (b) হাইড্রোজেন
2.9.3 তড়িৎ ধনাত্মক অধাতু (c) ফ্লুরিন

উত্তরঃ
2.91 – (c)
2.9.2 – (a)
2.9.3 – (b)

2.10 ক্যামেরায় কোন্ ধরনের লেন্স ব্যবহার করা হয় ?

উত্তরঃ উত্তল লেন্স।

বিভাগ-গ

3. সংক্ষিপ্ত উত্তর দাও: 2×7=14

3.1 বায়োমাস কাকে বলে ? একটি গ্যাসীয় বায়োমাসের উদাহরণ দাও।

3.2 বয়েলের সূত্রটি বিবৃত করো।

অথবা,

আদর্শ গ্যাস সমীকরণটি লেখো।

3.3 নিম্নলিখিত অণুগুলির কোনটি আয়নীয় ও কোনটি সমযোজী ?
(a) Na₂O (b) CO₂ (c) N₂ (d) CaS

3.4 NH₃ অণুর লুইস ডট গঠন দেখও।

3.5 অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ।

3.6 A ও B মৌলের পারমাবিক ক্রমাঙ্ক যথাক্রমে 12 ও 17। পরমাণু দুটি পরস্পর যুক্ত হলে কী জাতীয় যৌগ গঠিত হবে ? কারণসহ বলো।

3.7 অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।

অথবা,

আলোর বিচ্ছুরণ কাকে বলে ?

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3×3=9

4.1 স্থির উষ্ণতায় 4 বায়ুমণ্ডলীয় চাপে কোনো গ্যাসের আয়তন 500 ঘনসেমি হলে কত চাপে গ্যাসটির আয়তন 125 ঘনসেমি হবে ?

অথবা,

2 বায়ুমণ্ডলীয় চাপে ও 127°C উষ্ণতায় 6 মোল CO₂ গ্যাসের আয়তন কত হবে ? [R = 0·082 Lit·atm. mole⁻¹K⁻¹]

4.2 প্রিজমে আলোকরশ্মির প্রতিসরনের ক্ষেত্রে দেখাও যে মোট চ্যুতি 8= i₁+ i₂ – A [i₁, i₂ হল আপতন ও প্রতিসরণ কোণ, A = প্রিজমের প্রতিসারক কোণ]

4.3 আয়নীয় ও সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটি করে সমযোজী ও আয়নীয় যৌগের উদাহরণ দাও।

Leave a Reply