মাধ্যমিক ভূগোল MCQ Test বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) | Class 10 Geography MCQ MOCK Test Ch-1 wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক ভূগোল MCQ Test বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায) | Class 10 Geography MCQ MOCK Test Ch-1 wbbse

দশম শ্রেণি বাংলা পাঠ্যবই সমাধান | Madhyamik Bengali Textbook Solution Wbbse Click Here

দশম শ্রেণি ইতিহাস পাঠ্যবই সমাধান | Madhyamik History Textbook Solution Wbbse Click Here

বহুবিকল্পধর্মী প্রশ্নের MCQ মক্ টেস্ট দশম শ্রেণি | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোলের মক্ টেস্ট | Madhyamik Geography MCQ Mock Test Ch-1 wbbse

Q ➤ ১. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল— (a) ভেনেজুয়েলার অ্যাঞ্জেল (b) আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা (c) ভারতের যোগ জলপ্রপাত (d) আফ্রিকার ভিক্টোরিয়া


Q ➤ ২. পৃথিবীর দীর্ঘতম নদী– (a) মিসিসিপি মিসৌরি (b) নীলনদ (c) ইয়াংসিকিয়াং (d) গঙ্গা


Q ➤ ৩. ইংরেজি ‘I’ আকৃতির নদী উপত্যকাকে বলে— (a) গিরিখাত (b) ক্যানিয়ন (c) পিরামিড চুড়া (d) হিমদ্রোণি


Q ➤ ৪. পলিশঙ্কু গঠিত হয় নদীর – (a) পার্বত্য গতিতে (b) বদ্বীপ গতিতে (c) উচ্চ ও মধ্য গতির সংযোগস্থলে (d) হিমবাহের উপত্যকা প্রবাহে


Q ➤ ৫. শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা যে নামে পরিচিত– (a) গিরিখাত (b) ক্যানিয়ন (c) ‘U’-আকৃতির উপত্যকা (d) ক্রেভাস


Q ➤ ৬. পার্বত্য প্রবাহে নদীর দুই পাশে যেসব সমান বা অসমান ধাপের মতে অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয়, তাকে বলে– (a) নদীমঞ্চ (b) স্বাভাবিক বাঁধ (c) খরস্রোত (d) কর্তিত পার


Q ➤ ৭. অতিগভীর V আকৃতির উপত্যকাকে বলে— (a) গিরিখাত (b) ক্যানিয়ন (c) কর্তিত স্পার (d) প্লাঞ্জ পুল


Q ➤ ৮. মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে– (a) নদীর (b) বায়ুর (c) হিমবাহের (d) সমুদ্রতরঙ্গের


Q ➤ ৯. পলল শঙ্কু দেখা যায়– (a) পর্বতের উচ্চভাগে (b) পর্বতের পাদদেশে (c) বদ্বীপ অঞ্চলে (d) নদীর মধ্যপ্রবাহে


Q ➤ ১০. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত– (a) যোগ (b) নায়াগ্রা (c) স্ট্যানলি বা বোয়ামা (d) শিবসমুদ্রম


Q ➤ ১১. পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত হল মেকং নদীর– (a) বোয়ামা (b) নায়াগ্রা (c) খোন (d) ভিক্টোরিয়া


Q ➤ ১২. কোন্ প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে মন্থকূপ সৃষ্টি হয় ? (a) নদী (b) বায়ু (c) হিমবাহ (d) সমুদ্রতরঙ্গ


Q ➤ ১৩. ভারতের বৃহত্তম নদীমধ্যস্থ দ্বীপ বা চর– (a) পূর্বাশা দ্বীপ (b) পান দ্বীপ (c) মাজুলি দ্বীপ (d) কামচাটকা দ্বীপ


Q ➤ ১৪. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল– (a) মাজুলি (b) নয়াচর (c) ইলহা-দ্য-মারাজো (d) কোনোটিই নয়


Q ➤ ১৫. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ অবস্থিত– (a) আমাজন নদীতে (b) গঙ্গানদীতে (c) ব্রম্মপুত্র নদে (d) সিন্ধু নদে


Q ➤ ১৬. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল– (a) মিসিসিপি নদীর বদ্বীপ (b) গঙ্গা-ব্রক্ষ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ (c) কাবেরী নদীর বদ্বীপ (d) হোয়াংহো নদীর বদ্বীপ


Q ➤ ১৭. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার হল– (a) নদী (b) সমুদ্র (c) হিমবাহ (d) হ্রদ


Q ➤ ১৮. পৃথিবীর ধীরতম হিমবাহ– (a) অ্যান্টার্কটিকার মেসার্ভ (b) আলাস্কার হুভার্ড (c) অ্যান্টার্কটিকার ল্যামবার্ট (d) আলাস্কার মালাসপিনা


Q ➤ ১৯. হিমশৈলের কত ভাগ সমুদ্রজলের উপরে থাকে ? (a) `frac1{4}` ভাগ (b) `frac1{7}` ভাগ (c) `frac7{10}` ভাগ (d) `frac1{9}` ভাগ


Q ➤ ২০. ম্যাটারহর্ন শৃঙ্গ একটি– (a) অ্যারেট (b) হিমদ্রোণি (c) ক্র্যাগ (d) পিরামিড চূড়া


Q ➤ ২১. বড়ো হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ফরাসি ভাষায়– (a) ড্রামলিন (b) সার্ক (c) কার (d) হর্ন


Q ➤ ২২. সাটল্যান্ডের এডিনবরা ক্যাসল একটি– (a) ক্র্যাগ (b) রসেমতানে (c) টিলা (d) হোয়েলব্যাক


Q ➤ ২৩. ঢাল পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায়, তাকে বলে– (a) ক্রেভাস (b) সিরাক (c) বার্গস্রুন্ড (d) করি


Q ➤ ২৪. বায়ুর অবনমন ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তকে বলে– (a) ওয়াদি (b) রান (c) ধান্দ (d) মরীচিকা


Q ➤ ২৫. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে– (a) সিফ (b) হামাদা (c) বার্খান (d) রান


Q ➤ ২৬. শিলাময় মরুভুমিকে বলে– (a) ধান্দ (b) রেগ (c) হামাদা (d) ওয়াদি


Q ➤ ২৭. পৃথিবীর বৃহত্তম মরুভূমি– (a) সাহারা (b) আটাকামা (c) থর (d) গোবি


Q ➤ ২৮. থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলে– (a) মেসা (b) ধ্রিয়ান (c) লোয়েস (d) বিউট


Q ➤ ২৯. পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি অবস্থিত– (a) ইয়াংসিকিয়াং অববাহিকায় (b) টাইগ্রিস অববাহিকায় (c) সিকিয়াং অববাহিকায় (d) হোয়াংহো অববাহিকায়


Q ➤ ৩০. মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম– (a) জিউগেন (b) ইনসেলবার্জ (c) গৌর (d) মরুখাত


Q ➤ ৩১. মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে– (a) গৌর (b) ইনসেলবার্জ (c) ইয়ারদাঙ (d) মোনাডনক


Q ➤ ৩২. প্লায়াকে রাজস্থানের থর মরুভূমিতে বলে– (a) বোলসন (b) শটস্ (c) ধান্দ (d) বাজাদা


Q ➤ ১. পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ ক্ষয়। (শুদ্ধ / অশুদ্ধ)—


Q ➤ ২. হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয়।


Q ➤ ৩. মিসিসিপি নদীর বদ্বীপ অনেকটা পাখির পায়ের মতো দেখতে।


Q ➤ ৪. সরস্বতী নদীতে গঠিত গারসোপ্পা ভারতের উচ্চতম জলপ্রপাত।


Q ➤ ৫. চিনের হোয়াংহো অববাহিকায়, ফ্রান্সের রাইন অববাহিকায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি-মিসৌরি অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়।


Q ➤ ৬. নদীর উচ্চগতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হল মন্থকূপ।


Q ➤ ৭. অবঘর্ষ এবং ঘর্ষণে নদীখাতে গর্তের সৃষ্টি হয়।


Q ➤ ৮. সমুদ্রতল হল ক্ষয়ের শেষ সীমা।


Q ➤ ৯. গোদাবরীকে ভারতের আদর্শ নদী বলা হয়।


Q ➤ ১০. কলোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়।


Q ➤ ১১. গিরিখাত এবং ক্যানিয়নে নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বেশি হয়।


Q ➤ ১২. নিম্নগতিতে নদীর দুই পাশে স্বাভাবিক বাঁধ তৈরি হয়।


Q ➤ ১৩. পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি মরুভূমির প্রসারণের কোনো কারণই নয়।


Q ➤ ১৪. Great Green wall হল সাহারা মরুভূমির দক্ষিণপ্রান্তে 7,000km দীর্ঘ ও 15km প্রশস্ত একটি গাছের প্রাচীর।


Q ➤ ১৫. মধ্যগতিতে জলস্রোতের বেগ কমে যাওয়ায় মিয়েন্ডারের সৃষ্টি হয়।


Q ➤ ১. দুই নদী অববাহিকাকে যে ________ পৃথক করে তাকে বলে জলবিভাজিকা।


Q ➤ ২. নদীপ্রবাহ পরিমাপের একক হল ________ ।


Q ➤ ৩. পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় ________ ।


Q ➤ ৪. পার্বত্যপ্রবাহে নদীর গতিপথে সৃষ্টি হয়_________।


Q ➤ ৫. পার্বত্য অংশে নদী যেটুকু অংশ অধিকার করে আছে তাকে বলে _________।


Q ➤ ৬. পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত ________ প্রক্রিয়ায় ঘটে।


Q ➤ ৭. ভারতের ________অঞ্চলে গিরিখাত দেখা যায়।


Q ➤ ৮. জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ________ বলে ।


Q ➤ ৯. পৃথিবীর দীর্ঘতম নদী ________।


Q ➤ ১০. পৃথিবীর বৃহত্তম নদী ________ ।


Q ➤ ১১. ________ নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে ।


Q ➤ ১২. নিউমুর, ঘোড়ামারা দ্বীপগুলির নিমজ্জনের প্রধান কারণ_________ ।


Q ➤ ১৩. পুনর্যৌবন লাভের ফলে নিকবিন্দুতে সৃষ্ট একটি জলপ্রপাত হল_______।


Q ➤ ১৪. উত্তরাখণ্ড রাজ্যে বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা উপত্যকা একটি _______এর উদাহরণ।


Q ➤ ১৫. রাজস্থানের থর মরুভূমির _______ হ্রদ একটি প্লায়া হ্রদ।


Q ➤ ১৬. মরুভূমির শুস্ক নদীখাতকে _______ বলে।


Q ➤ ১. নদীর উৎস অঞ্চলের অববাহিকাকে কী বলে ?


Q ➤ ২. হালকা ও অতিসূক্ষ্ম তুষারকণাকে কী বলে ?


Q ➤ ৩. নেভে জমাটবদ্ধ হয়ে বরফের মাঝামাঝি অবস্থার সৃষ্টি হলে তাকে কী বলে ?


Q ➤ ৪. বদ্বীপের ‘ডেল্টা’ নামকরণ কে করেন ?


Q ➤ ৫. পৃথিবীর দীর্ঘতম নদী খাঁড়ি কোনটি ?


Q ➤ ৬. ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?


Q ➤ ৭. শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে ?


Q ➤ ৮. পিরামিড চূড়া সুইস আল্পসে কী নামে পরিচিত ?


Q ➤ ৯. ভার্ব কী ?


Q ➤ ১০. কোন্ দেশকে ‘ফিয়র্ডের দেশ’ বলে?


Q ➤ ১১. আউটওয়াশ প্লেনে সৃষ্ট গর্তগুলিকে কী বলে ?


Q ➤ ১২. প্রথম কে, কত খ্রিস্টাব্দে ‘ইনসেলবার্জ নামকরণ করেন ?


Q ➤ ১৩. বায়ুর অপসারণের ফলে সৃষ্ট গর্তকে থর মঙ্গোলিয়ায় কী বলে ?


Q ➤ ১৪. একটি শীতল মরুভূমির নাম করো।


Q ➤ ১৫. সাহারা মরুভূমির সবচেয়ে বড়ো ইয়ারদাঙ কোথায় দেখা যায় ?


Leave a Reply