মাধ্যমিক ভূগোল MCQ Test বায়ু মণ্ডল (দ্বিতীয় অধ্যায়) | Class 10 Geography MCQ MOCK Test Ch-2 wbbse
দশম শ্রেণি বাংলা পাঠ্যবই সমাধান | Madhyamik Bengali Textbook Solution Wbbse Click Here
দশম শ্রেণি ইতিহাস পাঠ্যবই সমাধান | Madhyamik History Textbook Solution Wbbse Click Here
বহুবিকল্পধর্মী প্রশ্নের MCQ মক্ টেস্ট দশম শ্রেণি | বায়ু মণ্ডল (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ভূগোলের মক্ টেস্ট | Madhyamik Geography MCQ Mock Test Ch-2 wbbse
Q ➤ ১. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ– (a) 20.94 শতাংশ (b) 20.27 শতাংশ (c) 20.86 শতাংশ (d) 20.9৪ শতাংশ
Q ➤ ২. বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম– (a) অক্সিজেন (b) নাইট্রোজেন (c) কার্বন ডাইঅক্সাইড (d) ওজোন
Q ➤ ৩. বায়ুমণ্ডলে ওজোন গ্যাস _________ স্তরে ঘনীভূত অবস্থায় থাকে– (a) স্ট্র্যাটোস্ফিয়ার (b) মেসোস্ফিয়ার (c) ট্রপোস্ফিয়ার (d) আয়নোস্ফিয়ার
Q ➤ ৪. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে– (a) ট্রপোপজ (b) স্ট্রাটোপজ (c) মেসোপজ (d) আয়নোপজ
Q ➤ ৫. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত ? (a) 1000 কিমি (b) 5000 কিমি (c) 10000 কিমি (d) 100000 কিমি
Q ➤ ৬. মেসোস্কিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা– (a) বাড়ে (b) কমে (c) একই থাকে (d) কোনোটিই নয়
Q ➤ ৭. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলে হোমোস্ফিয়ার ? (a) 60 কিলোমিটার (b) 90 কিলোমিটার (c) 120 কিলোমিটার (d) 110 কিলোমিটার
Q ➤ ৮. বায়ুমণ্ডলে কী আছে বলে আকাশ নীল দেখায় ? (a) ওজোন (b) অক্সিজেন (c) নাইট্রোজেন (d) ধূলিকণা
Q ➤ ৯. বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল– (a) আয়নোস্ফিয়ার (b) ট্রপোস্ফিয়ার (c) স্ট্র্যাটোস্ফিয়ার (d) মেসোস্ফিয়ার
Q ➤ ১০. সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে– (a) ওজোন (b) আর্গন (c) জেনন (d) ক্রিপ্টন
Q ➤ ১১. বায়ুমণ্ডলে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল– (a) 6.3 ডিগ্রি সে (b) 4.6 ডিগ্রি সে (c) 6.6 ডিগ্রি সে (d) 6.5 ডিগ্রি সে
Q ➤ ১২. স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায়– (a) স্ট্র্যাটোস্ফিয়ারে (b) থার্মোস্ফিয়ারে (c) ট্রপোস্ফিয়ারে (d) মেসোস্ফিয়ারে
Q ➤ ১৩. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ– (a) 20.19 শতাংশ (b) 79.09 শতাংশ (c) 78.08 শতাংশ (d) 20.50 শতাংশ
Q ➤ ১৪. গ্রিনহাউস গ্যাস হল– (a) অক্সিজেন (b) নাইট্রোজেন (c) কার্বন ডাইঅক্সাইড (d) ওজোন
Q ➤ ১৫. হোমোস্ফিয়ারের অন্য নাম– (a) বিষমমণ্ডল (b) ক্ষুদ্ধমণ্ডল (c) সমমণ্ডল (d) স্তদ্ধমণ্ডল
Q ➤ ১৬. ক্ষুদ্ধমণ্ডল বলা হল– (a) মেসোস্ফিয়ার (b) ট্রপোস্ফিয়ার (c) স্ট্রাটোস্ফিয়ার (d) ম্যাগনেটোস্ফিয়ার
Q ➤ ১৭. আবহাওয়া ও জলবায়ুর নানা ঘটনা ঘটে– (a) মেসোস্ফিয়ারে (b) আয়নোস্ফিয়ারে (c) স্ট্রাটোস্ফিয়ারে (d) ট্রপোস্ফিয়ারে
Q ➤ ১৮. বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, তার নাম– (a) ট্রপোস্ফিয়ার (b) স্ট্যাটোস্ফিয়ার (c) মেসোস্ফিয়ার (d) আয়োনোস্ফিয়ার
Q ➤ ১৯. অতিবেগুনি রশ্মি শোষিত হয়– (a) মেসোস্ফিয়ারে (b) ট্রপোস্ফিয়ারে (c) স্ট্র্যাটোস্ফিয়ারে (d) আয়নোস্ফিয়ারে
Q ➤ ২০. ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতায় উষ্ণতা কত করে হ্রাস পায় ? (a) 4.6°C (b) 6.4°C (c) 5.2°C (d) 8.4°C
Q ➤ ২১. প্রতি 1,000 ফুট উচ্চতা বৃদ্ধির ফলে বায়ুচাপ কী হারে কমে ? (a) 43 মিলিবার (b) 28 মিলিবার (c) 34 মিলিবার (d) 40 মিলিবার
Q ➤ ২২. ফেরেলের সূত্র প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ? (a) 1849 (b) 1859 (c) 1869 (d) 1959
Q ➤ ২৩. স্থলবায়ু কোন সময় প্রবাহিত হয় ? (a) রাত্রিবেলায় (b) অপরাহ্নে (c) ভোরবেলায় (d) দুপুরবেলায়
Q ➤ ২৪. মেীসুমি বায়ু কোন শ্রেণির বায়ুপ্রবাহ ? (a) নিয়ত বায়ু (b) স্থানীয় বায়ু (c) সাময়িক বায়ু (d) আকস্মিক বায়ু
Q ➤ ২৫. টর্নেডো কোন শ্রেণির বায়ুপ্রবাহ ? (a) নিয়ত বায়ু (b) স্থানীয় বায়ু (c) সাময়িক বায়ু (d) আকস্মিক বায়ু
Q ➤ ২৬. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় ? (a) অ্যানিমোমিটার (b) রেনগজ (d) বাতপতাকা
Q ➤ ২৭. পর্বতের কোন্ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় ? (a) মৃদু ঢালে (b) প্রতিবাত ঢালে (c) অনুবাত ঢালে (d) কোনোটিই নয়
Q ➤ ২৮. ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হল– (a) মিলিবার (b) শতকরা (d) ডিগ্রি সেলসিয়াস
Q ➤ ২৯. বায়ুচাপ মাপার যন্ত্র হল– (a) হাইগ্রোমিটার (b) ব্যারোমিটার (c) অল্টিমিটার (d) থার্মোমিটার
Q ➤ ৩০. প্রতি বর্গসেমি স্থানে প্রমাণ ‘সমুদ্রপৃষ্ঠীয় বায়ুর চাপ’ কত ? (a) 6 কিগ্রা (b) 4 কিগ্রা (c) 2 কিগ্রা (d) 1 কিগ্রা
Q ➤ ৩১. পৃথিবীব্যাপী স্থায়ী চাপ বলয়ের সংখ্যা– (a) 4 টি (b) 3টি (c) 5টি (d) 7টি
Q ➤ ৩২. বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হল– (a) অ্যানিমোমিটার (b) থার্মোমিটার (c) অল্টিমিটার (d) হাইগ্রোমিটার
Q ➤ ৩৩. বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক কী ? (a) মিলিবার (b) ডিগ্রি সেন্টিগ্রেড (c) অক্টাস (d) নট
Q ➤ ৩৪. বাণিজ্য বায়ু’ বলা হয় কোন নিয়তবায়ুকে ? (b) পশ্চিমা বায়ু (c) মেরু বায়ু (d) সব কটি
Q ➤ ৩৫. আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়– (a) গ্রাম হিসেবে (b) কিলোগ্রাম হিসেবে (c) শতকরা হিসেবে (d) দশমাংশ হিসেবে
Q ➤ ৩৬. অ্যালবেডোর পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের সাহায্যে ? (a) অ্যানিমোমিটার (b) হাইগ্রোমিটার (c) অ্যালবিডোমিটার (d) বাতপতাকা
Q ➤ ৩৭. মেঘাচ্ছন্নতা পরিমাপ করার একক হল– (a) নট (b) অক্টাস (C) সেমি (d) গ্রাম
Q ➤ ৩৮. সীমান্ত বৃষ্টি হয় কোন্ ধরনের ঘূর্ণবাতে ? (a) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে (b) ক্রান্তীয় ঘূর্ণবাতে (c) প্রতীপ ঘূর্ণবাতে (d) সব ক-টি
Q ➤ ৩৯. বায়ুর শক্তির মাত্রা নির্ণয় করা হয় কোন্ স্কেলের সাহায্যে ? (a) রিখটার স্কেল (b) বিউফোর্ট স্কেল (c) মার্কালি স্কেল (d) কোনটিই নয়
Q ➤ ৪০. 40° দক্ষিণ অক্ষরেখায় সাহসী পশ্চিমা বায়ু কী নামে পরিচিত ? (a) গর্জনশীল চল্লিশা (b) ভয়ংকর পঞ্চাশ (c) তীক্ষ্ণ চিৎকারকারী ষাট (d) সবকটি
Q ➤ ১. বায়ুমণ্ডল একটি মিশ্র গ্যাসীয় পদার্থ। (শুদ্ধ / অশুদ্ধ)
Q ➤ ২. শিশির ও কুয়াশা অধঃক্ষেপণের ভিন্ন ভিন্ন রূপ।
Q ➤ ৩. সমুদ্রপৃষ্ঠে বায়ুর ঘনত্ব প্রতি ঘনমিটারে 1,200 গ্রাম।
Q ➤ ৪. চরম আর্দ্রতার একক হল গ্রাম / ঘনমিটার।
Q ➤ ৫. স্পেকট্রোফোটোমিটার যন্ত্রের সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্ব নির্ণয় করা হয়।
Q ➤ ৬. দিনের আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তাপীয় ফল বেশি হয়।
Q ➤ ৭. বায়ুপ্রবাহের পরিমাপের একক মিলিবার।
Q ➤ ৮. সাইক্লোন একপ্রকার সাময়িক বায়ু।
Q ➤ ৯. পরিচলন বৃষ্টিপাত সর্বাধিক হয় নিরক্ষীয় অঞ্চলে।
Q ➤ ১০. বায়ু উষ্ণ হলে ঘনত্ব কমে, তাই চাপও কমে।
Q ➤ ১১. ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ ও প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে।
Q ➤ ১২. উদ্ভিদশূন্য অঞ্চলের উষ্ণুতা চরম প্রকৃতির হয়।
Q ➤ ১৩. মৌসুমি বায়ু একপ্রকার ঋতুভিত্তিক সাময়িক বায়ু।
Q ➤ ১৪. প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হলে আকাশ মেঘাচ্ছন্ন থাকে।
Q ➤ ১৫. ‘মৌসিন’ ও ‘মনসিম’ উভয় শব্দের অর্থ ঋতু।
Q ➤ ১._______ স্তরকে শান্তমণ্ডল বলে।
Q ➤ ২. ক্ষুব্ধমণ্ডল __________ স্তরকে বলে।
Q ➤ ৩. আর্গন একপ্রকার __________গ্যাস।
Q ➤ ৪. প্রধানত __________ গ্যাস ওজোনস্তর ধ্বংসের জন্য দায়ী।
Q ➤ ৫. __________অঞ্চলে সূর্যরশ্মির তাপীয় ফল বেশি।
Q ➤ ৬. বায়ুর ঘনত্ব বাড়লে চাপ __________।
Q ➤ ৭. __________যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতার প্রসর মাপা হয়।
Q ➤ ৮. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ____________ ।
Q ➤ ৯. লু একপ্রকার ___________ বায়ু।
Q ➤ ১০. চিন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় __________ নামে পরিচিত।
Q ➤ ১১. _______ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে।
Q ➤ ১২. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা __________শতাংশ হয়।
Q ➤ ১৩. ঘূর্ণবাতের নিম্নচাপবিশিষ্ট কেন্দ্রকে ঘূর্ণবাতের _______ বলে।
Q ➤ ১৪. 50° দক্ষিণ অক্ষরেখায় পশ্চিমা বায়ুকে বলা হয় _______।
Q ➤ ১৫. বৃষ্টিচ্ছায় অঞল পর্বতের _________ ঢালে অবস্থান করে।
Q ➤ ১৬. ________ কে ‘তুষারভক্ষক বায়ু’ বলে
Q ➤ ১৭. ‘Doctor of wind’ বলে __________ বায়ুকে।
Q ➤ ১৮. 1939 খ্রিস্টাব্দে জার্মান আবহবিদ _______ জেট বায়ুপ্রবাহের নামকরণ করেন।
Q ➤ ১৯. 60° দক্ষিণ অক্ষরেখায় পশ্চিমা বায়ুকে বলা হয় _______।
Q ➤ ২০. সমচাপরেখাগুলি যত ঘনসন্নিবিষ্ট হয়, বায়ুচাপের পার্থক্য তত _______হয়।
Q ➤ ১. বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কী ?
Q ➤ ২. বায়ুমণ্ডলের কোন্ গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
Q ➤ ৩. ট্রপোস্ফিয়ার স্তরটির নামকরণ কে করেন ?
Q ➤ ৪. বায়ুমণ্ডলের কোন্ স্তরে চৌম্বকক্ষেত্র রয়েছে ?
Q ➤ ৫. ITCZ-এর পুরো নাম কী ?
Q ➤ ৬. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা যায় ?
Q ➤ ৭. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয় ?
Q ➤ ৮. CFC-এর পুরো নাম কী ?
Q ➤ ৯. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয় ?
Q ➤ ১০. পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কী ?
Q ➤ ১১. পাঞ্জাব ও রাজস্থানের ধুলিঝড় কী নামে পরিচিত ?
Q ➤ ১২. বায়ুপ্রবাহের জন্য দায়ী কোন্ বল ?
Q ➤ ১৩. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বিধ্বংসী ঝড় কী নামে পরিচিত ?
Q ➤ ১৪. বিমানে বায়ুর চাপ মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে ?
Q ➤ ১৫. ফন্ কোথায় প্রবাহিত হয় ?
Q ➤ ১৬. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কী ?