মাধ্যমিক ভূগোল MCQ Test বারিমণ্ডল (তৃতীয় অধ্যায়) | Class 10 Geography MCQ MOCK Test Ch-3 wbbse
দশম শ্রেণি বাংলা পাঠ্যবই সমাধান | Madhyamik Bengali Textbook Solution Wbbse Click Here
দশম শ্রেণি ইতিহাস পাঠ্যবই সমাধান | Madhyamik History Textbook Solution Wbbse Click Here
বহুবিকল্পধর্মী প্রশ্নের MCQ মক্ টেস্ট দশম শ্রেণি | বারিমণ্ডল (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ভূগোলের মক্ টেস্ট | Madhyamik Geography MCQ Mock Test Chapter-3
Q ➤ ১. বায়ুমণ্ডল ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্রজলের উল্লম্বদিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতনকে বলে– (a) সমুদ্রতরঙ্গ (b) সমুদ্রস্রোত (C) সামুদ্রিক কার্য (d) সামুদ্রিক ভূমিরূপ
Q ➤ ২. সামুদ্রিক জলরাশির প্রায় নিয়মিতভাবে একস্থান থেকে অন্যস্থানে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে বলে– (a) সমুদ্রতরঙ্গ (b) সমুদ্রস্রোত (c) সামুদ্রিক কার্য (d) সামুদ্রিক ভূমিরূপ
Q ➤ ৩. সমুদ্রের বুকে জলে নিমজ্জিত যে বিশাল বিশাল চড়ার সৃষ্টি হয়, সেগুলিকে বলে– (a) ভগ্নচড়া (b) বালুচর (c) কোরাল রিফ (d) মগ্নচড়া
Q ➤ ৪. নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রস্রোত হল– (a) শীতল স্রোত(b) নাতিশীতোষ্ণ স্রোত (c) পৃষ্ঠস্রোত (d) অন্তঃস্রোত
Q ➤ ৫. গ্র্যান্ড ব্যাংক একটি– (a) মগ্নচড়া (b) নদীচড়া (c) সমুদ্রদ্বীপ (d) চড়া
Q ➤ ৬. মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে যে বায়ুর প্রভাবে– (a) আয়ন বায়ু (b) পশ্চিমা বায়ু (c) মেরু বায়ু (d) মৌসুমি বায়ু
Q ➤ ৭. পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব– (a) 4.84 লক্ষ কিমি (b) 4.74 লক্ষ কিমি (c) 3.84 লক্ষ কিমি (d) 4.47 লক্ষ কিমি
Q ➤ ৮. জোয়ারভাটা সৃষ্টির প্রধান কারণ– (a) উষ্ণুতার তারতম্য (b) পৃথিবীর আবর্তন (c) মেরুরেখার হেলে অবস্থান (d) চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণ
Q ➤ ৯. চাঁদের প্রত্যক্ষ আকর্ষণে কোনো স্থানে যে জোয়ার হয়, তাকে বলে– (a) মুখ্য চান্দ্র জোয়ার (b) গৌণ চান্দ্র জোয়ার (c) প্রত্যক্ষ চান্দ্র জোয়ার (d) প্রত্যক্ষ সূর্য জোয়ার
Q ➤ ১০. একই স্থানে দিনে ক-বার জোয়ার ও ক-বার ভাটা হয় ? (a) একবার জোয়ার ও একবার ভাটা (b) দু-বার জোয়ার ও দু-বার ভাটা (c) তিনবার জোয়ার ও তিনবার ভাটা (d) কোনোটিই নয়
Q ➤ ১১. চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে– (a) 27 দিনে (b) 27`frac1{2}` দিনে (c) 26 দিনে (d) 27`frac1{3}` দিনে
Q ➤ ১২. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান– (a) 24 ঘণ্টা (b) 24 ঘন্টা 52 মিনিট (c) 12 ঘণ্টা 26মিনিট (d) 6 ঘণ্টা 13 মিনিট
Q ➤ ১৩. কোনো স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয়– (a) 24 ঘণ্টা (b) 24 ঘন্টা 52 মিনিট (c) 6 ঘণ্টা 13 মিনিট (d) 12 ঘণ্টা 26 মিনিট
Q ➤ ১৪. ভরা জোয়ার বা তেজ কোটাল ঘটে– (a) অমাবস্যা তিথিতে (b) পূর্ণিমা তিথিতে (c) দুই তিথিতেই (d) কোনোটিই নয়
Q ➤ ১৫. মরা কোটাল বা মরা জোয়ার ঘটে– (a) অমাবস্যা তিথিতে (b) পূর্ণিমা তিথিতে (c) অষ্টমী তিথিতে (d) কোনোটিই নয়
Q ➤ ১৬. চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে– (a) অ্যাপোগি (b) পেরিগি (c) সিজিগি (d) সব ক-টি
Q ➤ ১৭. পশ্চিমবঙ্গের কোন্ নদীতে বান ডাকে ? (a) হুগলি (b) দামোদর (c) জলঙ্গী (d) কাবেরী
Q ➤ ১৮. হুগলি নদীতে যাঁড়াষাঁড়ির বান দেখা যায়– (a) শরৎকালে (b) বর্ষাকালে (c) গ্রীষ্মকালে (d) শীতকালে
Q ➤ ১৯. পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণের আনুপাতিক হিসাব হল– (a) 4 : 9 (b) 9 : 4 (c) 5 : 11 (d) 11 : 5
Q ➤ ২০. কতদিন অন্তর ভরা কোটাল ঘটে ? (a) 10 (b) 15 (c) 20 (d) 25
Q ➤ ২১. 24 ঘন্টায় পৃথিবীর একবার আবর্তনে চাদ প্রায় পথ এগিয়ে যায়– (a) 10° (b) 12° (c) 11° (d) 13°
Q ➤ ২২. জোয়ারের স্রোত প্রবাহিত হয়– (a) পূর্ব থেকে পশ্চিমে (b) পশ্চিম থেকে পূর্বে (c) উত্তর থেকে দক্ষিণে (d) দক্ষিণ থেকে উত্তরে
Q ➤ ১. শীতল বা উষ্ণ স্রোত এর মিলন স্থলে কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়।
Q ➤ ২. গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মাছ চাষের জন্য বিখ্যাত।
Q ➤ ৩. লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খারার সৃষ্টি হয়।
Q ➤ ৪. সাগর মহাসাগর এর মধ্যবর্তী অংশ জোয়ারের জল তিন চার ফুটের বেশী উচু হয় না।
Q ➤ ৫. চাঁদ এবং সূর্যের অবস্থানের উপর জোয়ার ভাটার তীব্রতা নির্ভর করে।
Q ➤ ৬. সূর্যের আকর্ষণে যে জোয়ার হয়ে থাকে সৌর জোয়ার বলে।
Q ➤ ৭. সমুদ্রস্রোত সৃষ্টিতে বায়ুপ্রবাহের ভূমিকা মুখ্য নয়।
Q ➤ ৮. সর্পিল সমুদ্রস্রোত একম্যান স্পাইরাল নামে পরিচিত।
Q ➤ ৯. মহাকর্ষীয় শক্তি এবং পৃথিবীর আবর্তনজনিত বল সমুদ্রস্রোত সৃষ্টির জন্য দায়ী।
Q ➤ ১০. পৃথিবীর ওপর সূর্য অপেক্ষা চন্দ্রের আকর্ষণজনিত শক্তি বেশি।
Q ➤ ১১. পৃথিবীর ওপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ কার্যকরী হয়।
Q ➤ ১২. মুখ্য ও গৌণ জোয়ারের সমকোণ অঞ্চলে ভাটার সৃষ্টি হয়।
Q ➤ ১৩. জোয়ারভাটার প্রবল শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়।
Q ➤ ১৪. জোয়ারের প্রভাবে শীতপ্রধান অঞ্চলের বন্দরগুলি বরফমুক্ত থাকে।
Q ➤ ১৫. পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর একই দিকে ক্রিয়াশীল হয়।
Q ➤ ১৬. শুক্ল ও কৃয়পক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান করে।
Q ➤ ১. অমাবস্যার দিন পৃথিবী ও সূর্যের মাঝে চন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে তাকে _______ অবস্থান বলে।
Q ➤ ২. পূর্ণিমার দিন পৃথিবীর দুই দিকে চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তাকে_______অবস্থান বলে।
Q ➤ ৩. নিজ কক্ষপথে চাঁদ পরিক্রমণকালে পৃথিবীর সবচেয়ে কাছে থাকলে তখন তাকে_______বলে।
Q ➤ ৪. নিজ কক্ষপথে চাঁদ পরিক্রমণকালে পৃথিবীর সবচেয়ে দূরে থাকলে তখন তাকে _______বলে।
Q ➤ ৫. জোয়ারের জল নদীপথে প্রবল বেগে দেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে_______বলে।
Q ➤ ৬. সমুদ্রতরঙ্গের ফলে সমুদ্রজলের কোনোরকম _______ঘটে না।
Q ➤ ৭. মৌসুমি স্রোত দেখা যায়_______ মহাসাগরে।
Q ➤ ৮. বেশি লবণাক্ত ভারী জল _______ রূপে প্রবাহিত হয়।
Q ➤ ৯. অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের চেয়ে _______হয়।
Q ➤ ১০. চান্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ার _______ তীব্র হয়।
Q ➤ ১১. যাঁড়াষাড়ির বানের জল _______ মিটার উচু হয়।
Q ➤ ১২. সমুদ্রস্রোতের গতি ঘণ্টায় গড়ে _______ কিমি পর্যন্ত হয়।
Q ➤ ১৩. পূর্ণিমার দিন _______ জোয়ার হয়।
Q ➤ ১৪. আবর্তন গতিজনিত কেন্দ্রবিমুখী শক্তির প্রভাবে _______ জোয়ারের সৃষ্টি হয়।
Q ➤ ১৫. চন্দ্রের পেরিগি অবস্থানে জোয়ারকে বলা হয় _______ জোয়ার।
Q ➤ ১৬. চন্দ্রের অ্যাপোগি অবস্থানে জোয়ারকে বলা হয় _______ জোয়ার।
Q ➤ ১৭. উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোত এর মিলন স্থলে _______ সৃষ্টি হয়।
Q ➤ ১৮. উষ্ণ _________ স্রোত এর প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে।
Q ➤ ১৯. দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত শীতল স্রোত এর নাম _________ স্রোত।
Q ➤ ২০. ‘কাডাল’ শব্দের অর্থ ___________।
Q ➤ ২১. জোয়ারের জল অত্যাধিক উঁচু হয়ে নদীতে প্রবেশ করলে তাকে _________ বলে।
Q ➤ ২২. যে তরঙ্গ সমুদ্র উপকূল কে ক্ষতি করে তাকে ___________ তরঙ্গ বলে।
Q ➤ ১. ভারত মহাসাগরে সমুদ্রস্রোত কোন বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
Q ➤ ২. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কী?
Q ➤ ৩. হিমশৈল কী ?
Q ➤ ৪. কোন্ তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক ?
Q ➤ ৫. গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কী জন্য বিখ্যাত ?
Q ➤ ৬. কোন্ তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর মধ্যে প্রতিযোগ অবস্থান থাকে ?
Q ➤ ৭. কোনও স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?
Q ➤ ৮. কোন্ তিথিতে মরা কোটাল হয় ?
Q ➤ ৯. উন্ন স্রোত কোন্ দিক থেকে কোন্ দিকে প্রবাহিত হয় ?
Q ➤ ১০. শীতল স্রোত কোন্ দিক থেকে কোন্ দিকে যায় ?
Q ➤ ১১. কোন্ গোলার্ধে জলভাগের আয়তন বেশি ?
Q ➤ ১২. পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কী ?
Q ➤ ১৩. কোন্ বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় ?
Q ➤ ১৪. কোন্ মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় ?
Q ➤ ১৫. পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী?
Q ➤ ১৬. স্রোতহীন ও ভাসমান উদ্ভিদযুক্ত সমুদ্র অঞ্চলকে কী বলে ?
Q ➤ ১৭. কোন্ দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোতের সৃষ্টি করে ?
Q ➤ ১৮. আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম লেখো।
Q ➤ ১৯. পৃথিবীতে জলভাগের পরিমাণ বেশি বলে পৃথিবীকে কী নামে ভাবা হয় ?
Q ➤ ২০. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ?
Q ➤ ২১. জোয়ারভাটার প্রধান কারণ কী ?
Q ➤ ২২. চাঁদের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে কী বলে ?
Q ➤ ২৩. সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ার কী নামে পরিচিত ?
Q ➤ ২৪. পৃথিবীর একই স্থানে দিনে কতবার জোয়ার হয় ?
Q ➤ ২৫. কোন্ কোন্ সাগরে জোয়ারভাটা হয় না ?
Q ➤ ২৬. চাঁদ একদিনে তার কক্ষপথে কত ডিগ্রি অতিক্রম করে ?
Q ➤ ২৭. চাঁদ, সূর্য, পৃথিবী এক সরলরেখায় থাকলে তাকে কী বলে ?
Q ➤ ২৮. কোন্ শক্তির প্রভাবে গৌণ জোয়ার হয় ?
Q ➤ ২৯. পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত হয় ?
Q ➤ ৩০. চাঁদ এবং সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতার প্রকৃত অনুপাত কত ?
Q ➤ ৩১. চাঁদের কক্ষপথটি কেমন দেখতে ?
Q ➤ ৩২. হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়?
Q ➤ ৩৩. কাকে Thermal Regulatory বলে ?
Q ➤ ৩৪. কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে ?
Q ➤ ৩৫. কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকে ?
Q ➤ ৩৬. পৃথিবীর একটি স্থানে দিনে কত বার জোয়ার-ভাটা হয় ?
Q ➤ ৩৭. ভরা কোটাল কোন দিনে হয় ?
Q ➤ ৩৮. দুই মুখ্য বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?
Q ➤ ৩৯. চিল্কা কী জাতীয় হ্রদ ?
Q ➤ ৪০. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী?
Q ➤ ৪১. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কী ?
Q ➤ ৪২. পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত হ্রদ কোনটি ?