MCQ Test মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা| Class 10 History Itihasher Dharona MCQ MOCK Test
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের Comming soon
রচনাধর্মী / ব্যাখাধর্মী (বড়) প্রশ্নোত্তর মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় Comming soon
MCQ Test ইতিহাস দ্বিতীয় অধ্যায় দশম শ্রেণি | Madhyamik History MCQ MOCK Test Ch-2 Click Here
MCQ Test ইতিহাস তৃতীয় অধ্যায় দশম শ্রেণি | Madhyamik History MCQ MOCK Test Ch-3 Click Here
বহুবিকল্পধর্মী প্রশ্নের MCQ মক্ টেস্ট দশম শ্রেণি | ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) মাধ্যমিক ইতিহাসের মক্ টেস্ট | Itihaser Dharona Madhyamik History MCQ Mock Test
Q ➤ ১. ইতিহাস হল – (A) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান (B) ভবিষ্যৎ বিশ্লেষণ (C) কোনোটিই নয় (D) অতীতের বাস্তবতার অনুসন্ধান
Q ➤ ২. ইতিহাস চর্চাকারী ব্যক্তি যে নামে পরিচিত, তা হল – (A) প্রত্নতাত্ত্বিক (B) ভূ-তত্ত্ববিদ (C) ঐতিহাসিক (D) নৃ-তাত্ত্বিক
Q ➤ ৩. ইতিহাসের জনক নামে পরিচিত হলেন – (A) হেরোডোটাস (B) জোশেফাস (C) থুকিডিডিস (D) ট্যাসিটাস ফ্ল্যাবিয়াস
Q ➤ ৪. ‘হিস্টোরিয়া’ ( Historia ) নামক শব্দ থেকে ‘হিস্ট্রি’ (History) কথার উদ্ভব, শব্দটি হল— (A) ইংরেজি শব্দ (B) গ্রিক শব্দ (C) স্পেনীয় শব্দ (D) জার্মান শব্দ
Q ➤ ৫. পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন – (A) লিওপোল্ড র্যাঙ্কে (B) মার্ক ব্লখ (C) জুরগেন কোকা (D) লুসিয়েন ফেভর
Q ➤ ৬. ঐতিহাসিক তথ্য বলতে বোঝায়- (A) অতীত ঘটনা (B) ঐতিহাসিক গল্প-কথা (C) সমসাময়িক ঘটনা (D) অতীতের নথিবদ্ধ তথ্য
Q ➤ ৭. ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ নির্ভরকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান হল – (A) তথ্যের ব্যবহারকারী (B) পাঠকদের মানসিকতা (C) উপাদানের প্রাচুর্য (D) উপাদানের দুষ্প্রাপ্যতা
Q ➤ ৮. “ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন” — এই মন্তব্যটি কার ? (A) থুকিডিডিস (B) লর্ড অ্যাকটন (C) এডমন্ড বার্ক (D) ই. এইচ. কার
Q ➤ ৯. “তথ্য অনুসন্ধানের আগে ঐতিহাসিককে অনুধাবন করুন” – এই মন্তব্যটি কার ? (A) ডব্লু, হান্টার (B) জে. বি. বিউরি (C) জি. এম. ট্রেভেলিয়ান (D) লর্ড অ্যাকটন
Q ➤ ১০. “যে ইতিহাস আমরা পড়ি তা তথ্যের উপর প্রতিষ্ঠিত হলেও তা সঠিকভাবে তথ্যভিত্তিক নয়, বরণ এক সারি স্বীকৃত অভিমত”— এ-কথা কে বলেছেন ? (A) লিওপোল্ড র্যাঙ্কে (B) ই. এইচ. কার (C) লর্ড অ্যাকটন (D) জি. ব্যারাক্ল
Q ➤ ১১. ‘অ্যানালস’ পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল ? (A) ফ্রান্সে (B) ইংল্যান্ডে (C) রাশিয়াতে (D) জার্মানিতে
Q ➤ ১২. অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল— (A) আঞ্চলিক ইতিহাস (B) লোকসংস্কৃতি (C) সামাজিক ইতিহাস (D) সামরিক ইতিহাস
Q ➤ ১৩. ‘দ্য অ্যানালস’ পত্রিকাটি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন— (A) কীথ টমাস (B) লুসিয়েন ফেভর (C) যদুনাথ সরকার (D) মার্ক অ্যান্টনি
Q ➤ ১৪. রণজিৎ গুহ হলেন— (A) সাম্রাজ্যবাদী ঐতিহাসিক (B) জাতীয়তাবাদী ঐতিহাসিক (C) নিম্নবর্গীয় ঐতিহাসিক (D) মার্কসবাদী ঐতিহাসিক
Q ➤ ১৫. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটি হল – (A) অর্থশাস্ত্র (B) রাজতরঙ্গিনী (C) রামচরিতমানস (D) বাবরনামা
Q ➤ ১৬. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার প্রবক্তা হলেন – (A) সি. এম. যোশী (B) রণজিৎ গুহ (C) এ . এল . রাউজ (D) দাদাভাই নৌরজী
Q ➤ ১৭. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় – (A) ১৯৪০ – এর দশকে (B) ১৯৬০ – এর দশকে (C) ১৯৫০ – এর দশকে (D) ১৯৯০ – এর দশকে
Q ➤ ১৮. নতুন সামাজিক ইতিহাসচর্চার মুখপত্র হল – (A) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি (B) সোশ্যাল হিস্ট্রি (C) সোসাইটি ফর হিস্ট্রি (D) দ্য ক্লিওপেট্রা
Q ➤ ১৯. ইউরোপে ক্রীড়া ইতিহাসের– (A) ১৯২০ – র দশকে (B) ১৯৬০ – র দশকে (C) ১৯৭০ – র দশকে (D) ১৯৩০ – র দশকে
Q ➤ ২০. ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল – (A) জার্মানিতে (B) ওয়েস্ট ইন্ডিজে (C) অস্ট্রেলিয়াতে (D) ইংল্যান্ডে
Q ➤ ২১. ক্রিকেটের নিয়ম প্রথম রচিত হয় – (A) ১৭৫০ খ্রিস্টাব্দে (B) ১৭৪৪ খ্রিস্টাব্দে (C) ১৭১৫ খ্রিস্টাব্দে (D) ১৭২১ খ্রিস্টাব্দে
Q ➤ ২২. ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় – (A) ১৭১৫ (B) ১৭২১ (C) ১৭২০ (D) ১৭২২
Q ➤ ২৩. ভারতের পারসি ক্রিকেট গিয়েছিল – (A) ১৮৫০ খ্রিস্টাব্দে (B) ১৮৬৬ খ্রিস্টাব্দে (C) ১৭৭০ খ্রিস্টাব্দে (D) ১৭৯২ খ্রিস্টাব্দে
Q ➤ ২৪. ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয় – (A) ১৭৫০ (B) ১৭৭০ (C) ১৭৬০ (D) ১৭৯২
Q ➤ ২৫. আধুনিক হকি খেলার সূচনা হয় – (A) ফ্রান্সে (B) ভারতে (C) পাকিস্তানে (D) ইংল্যান্ডে
Q ➤ ২৬. ভারতে প্রথম হকি ক্লাব ( ১৮৮৫-১৮৮৬ খ্রিস্টাব্দে ) প্রতিষ্ঠিত হয় – (A) কলকাতায় (B) মাদ্রাজ-এ (C) গোয়া-তে (D) বোম্বাই-এ
Q ➤ ২৭. ভারত অলিম্পিক গেমস-এ প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেই – (A) ১৯২০ খ্রিস্টাব্দে (B) ১৯২৮ খ্রিস্টাব্দে (C) ১৯৩২ খ্রিস্টাব্দে (D) ১৯৩০ খ্রিস্টাব্দে
Q ➤ ২৮. ১৯১১ খ্রিস্টাব্দে আই. এফ. দলের অধিনায়ক ছিলেন – (A) গোষ্ঠ পাল (B) চুনি গোস্বামী (C) শৈলেন মান্না (D) শিবদাস ভাদুড়ী
Q ➤ ২৯. ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন— (A) দলিপ সিংজি (B) রণজিৎ সিংহ (C) সি. কে. নাইডু (D) রণজিৎ সিংজি
Q ➤ ৩০. ভারতে ফুটবল খেলা প্রবর্তন – (A) ইংরেজরা (B) ফরাসিরা (C) ওলন্দাজরা (D) পোর্তুগিজরা
Q ➤ ৩১. ভারতে প্রথম প্রদর্শিত চলচ্চিত্র – (A) জামাইষষ্ঠী (B) মেলোডি অব লাভ (C) সাড়ে চুয়াত্তর (D) পথের পাঁচালী
Q ➤ ৩২. ভারী পোশাক ব্যবহার করা হয়- (A) উষ্ণ আবহাওয়ায় (B) নাতিশীতোয় আবহাওয়ায় (C) শীতপ্রধান এলাকায় (D) মরুভূমি এলাকায়
Q ➤ ৩৩. বাঙালির জাতীয় পোশাক— (A) পাজামা – পাঞ্জাবি (B) শেরওয়ানি (C) ধুতি – পাঞ্জাবি (D) শার্ট – প্যান্ট
Q ➤ ৩৪. পোশাক সংক্রান্ত ‘ সুম্পটুয়ারি লজ ‘ কঠোরভাবে মেনে চলা হতো – (A) ইংল্যান্ডে (B) ফ্রান্সে (C) চিনে (D) স্পেনে
Q ➤ ৩৫. ফ্রান্সে নী রিচ ( knee breeches ) ব্যবহার করার অধিকারী ছিল – (A) অভিজাতরা (B) কৃষকরা (C) শ্রমিকরা (D) সাঁ – কুলোত্রা
Q ➤ ৩৬. ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে লাল টুপি ছিল – (A) সাম্যের প্রতীক (B) বিপ্লবের প্রতীক (C) স্বাধীনতার প্রতীক (D) মৈত্রীর প্রতীক
Q ➤ ৩৭. ষোড়শ শতকে ফ্রান্স ও ইটালি থেকে আমদানিকৃত সামগ্রী দ্বারা নির্মিত ভেলভেট টুপি খুব জনপ্রিয় ছিল— (A) জার্মানিতে (B) অস্ট্রিয়াতে (C) প্রাশিয়ায় (D) ইংল্যান্ডে
Q ➤ ৩৮. ইংল্যান্ডে নারীর ভোটাধিকারের পাশাপাশি পোশাক সংক্রান্ত আন্দোলনের সূচনা হয় – (A) ১৮২০ – এর দশকে (B) ১৮৩০ – এর দশকে (C) ১৮৪০ – এর দশকে (D) ১৮৫০ – এর দশকে
Q ➤ ৩৯. নারীদের পোশাক – পরিচ্ছদ সংক্রান্ত সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অ্যামিলিয়া ব্লুমার ছিলেন— (A) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক (B) ইংল্যান্ডের নাগরিক (C) ফ্রান্সের নাগরিক (D) রাশিয়ার নাগরিক
Q ➤ ৪০. নারীদের পসার পরিচ্ছেদে ব্যপকবসংক্রমর ক্ষেত্রে গুরুত্ব লাভ করে – (A) ট্রাউজারের ব্যবহার (B) প্রথম বিশ্বযুদ্ধের পর (C) ক্রিমিয়ার যুদ্ধের পর (D) রুশ – জাপান যুদ্ধের পর
Q ➤ ৪১. প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে নারীদের পোশাক-পরিচ্ছদের – (A) সপ্তদশ শতকে (B) উনিশ শতকে (C) বিশ শতকে (D) উনিশ শতকে
Q ➤ ৪২. ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় – (A) অষ্টাদশ শতকে (B) উনিশ শতকে (C) বিশ শতকে (D) সপ্তদশ শতকে
Q ➤ ৪৩. উনিশ শতকে বাঙালি ‘বাবু’রা ধুতির সঙ্গে যে পোশাক পরিধান শুরু করে , তা হল – (A) কোট (B) বুট জুতো (C) টুপি (D) উপরের সবকটি
Q ➤ ৪৪. বিশ শতকের গোড়ায় বাঙালি বাবুদের পাশ্চাত্য পোশাকরীতির ছবি চিত্রে ফুটিয়ে তোলেন – (A) রবীন্দ্রনাথ ঠাকুর (B) গগনেন্দ্রনাথ ঠাকুর (C) রবি বর্মা (D) অবনীন্দ্রনাথ ঠাকুর
Q ➤ ৪৫. ভারতে রেলপথ চালু হয়– (A) ১৮৫০ খ্রিস্টাব্দে (B) ১৮৫২ খ্রিস্টাব্দে (C) ১৮৭২ খ্রিস্টাব্দে (D) ১৮৫৩ খ্রিস্টাব্দে
Q ➤ ৪৬. কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয়– (A) ১৮৫১ (B) ১৮৮০ (C) ১৮৭৮ (D) ১৯০২
Q ➤ ৪৭. পিচ দেওয়া রাস্তা নির্মাণ করেন— (A) ডেনিস পেপিন (B) জর্জ স্টিফেনসন (C) জন ম্যাকাডেম (D) ম্যাথু স্টিভেনস্
Q ➤ ৪৮. ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় – (A) ১৮৩০ খ্রিস্টাব্দে (B) ১৮৩৬ খ্রিস্টাব্দে (C) ১৮৩৮ খ্রিস্টাব্দে (D) ১৮৩৫ খ্রিস্টাব্দে
Q ➤ ৪৯. টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায় – (A) ১৯১৪ খ্রিস্টাব্দে (B) ২০১৫ খ্রিস্টাব্দে (C) ২০১৩ খ্রিস্টাব্দে (D) ২০১৬ খ্রিস্টাব্দে
Q ➤ ৫০. ইউরোপে যানবাহনের ব্যবহার শুরু হয়– (A) ষোড়শ শতকে (B) অষ্টাদশ শতকে (C) সপ্তদশ শতকে (D) উনিশ শতকে
Q ➤ ৫১. বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয় – (A) ১৬৮৮ খ্রিস্টাব্দে (B) ১৭০০ খ্রিস্টাব্দে (C) ১৬৯০ খ্রিস্টাব্দে (D) ১৭৫০ খ্রিস্টাব্দে
Q ➤ ৫২. হাওড়া থেকে হুগলি রেল চালু হয় – (A) ১৮৫৩ খ্রিস্টাব্দে (B) ১৮৫৫ খ্রিস্টাব্দে (C) ১৮৫৪ খ্রিস্টাব্দে (D) ১৮৫৬ খ্রিস্টাব্দে
Q ➤ ৫৩. পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সৃষ্টিকারী সুয়েজ খাল খননের প্রক্রিয়া শুরু হয় – (A) ১৮৫৭ খ্রিস্টাব্দে (B) ১৮৫৯ খ্রিস্টাব্দে (C) ১৮৫৮ খ্রিস্টাব্দে (D) ১৮৬০ খ্রিস্টাব্দে
Q ➤ ৫৪. হাজার দুয়ারি বা নবাব প্যালেস (১৮৩৭ ক্লি.) স্থাপত্যটি যেখানে অবস্থিত – (A) দিল্লিতে (B) মুর্শিদাবাদে (C) বিষ্ণুপুরে (D) অযোধ্যায়
Q ➤ ৫৫. এদের মধ্যে কোনটি ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন ? (A) কলকাতা মেডিকেল কলেজ (B) আড়াই দিন কা ঝোপড়া (C) নিবেদিতা ভবন (D) বিদ্যাসাগর ভবন
Q ➤ ৫৬. হাইকোর্টের বাড়িটি তৈরি হয়েছিল— (A) গথিক শিল্পরীতি অনুসারে (B) ডোরিক শিল্পরীতি অনুসারে (C) টেরাকোটা শিল্পরীতি অনুসারে (D) চোল শিল্পরীতি অনুসারে
Q ➤ ৫৭. কলকাতার প্রথম টাকশালটি তৈরি হয় – (A) পার্ক স্ট্রিটে (B) হেস্টিংস স্ট্রিটে (C) ক্লাইভ রো-তে (D) স্ট্যান্ড রোডে
Q ➤ ৫৮. কলকাতার বর্তমান টাকশালটি – (A) আলিপুরে (B) সল্টলেক সিটিতে (C) রাজারহাটে (D) দমদমে
Q ➤ ৫৯. স্থানীয় ইতিহাসের আলোচ্য বিষয়গুলি হল – (A) স্থানীয় ব্যক্তি বা সম্প্রদায় (B) স্থানীয় স্থাপত্য (C) স্থানীয় বিষয় (D) এগুলির সবকটি
Q ➤ 1.অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে ওঠে ? (সংক্ষিপ্ত প্রশ্ন)
Q ➤ 2.অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে কবে ?
Q ➤ 3.ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক কাকে বলে ?
Q ➤ 4.নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে ?
Q ➤ 5.‘বাংলার সামাজিক ইতিহাস’-এর লেখক কে ?
Q ➤ 6.নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় কবে ?
Q ➤ 7.কোন সময় থেকে ভারতে নিম্নবর্গীয় ইতিহাসচর্চা শুরু ?
Q ➤ 8.কোচবিহার কাপ ফুটবলের সূচনা করেন–
Q ➤ 9.গোবর গুহ কোন্ খেলায় পারদর্শী ছিলেন ?
Q ➤ 10.মোহানবাগান কত সালে আই.এফ.এ শিল্ড জেতে ?
Q ➤ 11.বোরিয়া মজুমদার কোন খেলার ইতিহাসচর্চা করেন ?
Q ➤ 12.কত খ্রিস্টাব্দে মোহানবাগান ক্লাব স্থাপিত হয় ?
Q ➤ 13.ICC কবে প্রতিষ্ঠিত হয় ?
Q ➤ 14.রসগোল্লার আবিষ্কারক কে ?
Q ➤ 15.বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল–
Q ➤ 16.পাকপ্রণালী গ্রন্থের লেখক কে ?
Q ➤ 17.বাংলায় থিয়েটার হল(Hall) কবে প্রতিষ্ঠিত হয় ?
Q ➤ 18.‘ন্যাশনাল থিয়েটার’ কবে স্থাপিত হয় ?
Q ➤ 19.বিশ্বে সিনেমা বা চলচ্চিত্রের পথ চলা শুরু হয় কত সালে?
Q ➤ 20.ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?
Q ➤ 21.চলচ্চিত্রের পরিকল্পনাকে প্রথম বাস্তবায়িত করেন ?
Q ➤ 22.ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?
Q ➤ 23.বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কী ?
Q ➤ 24.দ্বিভাষিক ‘দেবদাস’ চলচ্চিত্রটির পরিচালক কে ?
Q ➤ 25.হিন্দিভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?
Q ➤ 26.‘পথের পাঁচালী’চলচ্চিত্রটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রদর্শিত হয় ?
Q ➤ 27.‘পথের পাঁচালী’ চলচ্চিত্রটির পরিচালক কে ?
Q ➤ 28.ভরতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্য রীতি ?
Q ➤ 29.‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটির পরিচালক কে ?
Q ➤ 30.আকালের সন্ধানে চলচ্চিত্রটি পরিচালনা করেন–
Q ➤ 31.‘রাজতরঙ্গিণী’ কী ধরনের গ্রন্থ ?
Q ➤ 32.‘রাজতরঙ্গিণী’ গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা ?
Q ➤ 33.‘কোচবিহারের ইতিহাস’ কে রচনা করেন ?
Q ➤ 34.প্রথম স্বীকৃত ভারতীয় ফোটোগ্রাফারের নাম কী–
Q ➤ 35.ভারতে প্রথম সামরিক বাহিনী গঠিত হয়েছিল কত সালে ?
Q ➤ 36.‘ইকোফেমিনিজম’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?
Q ➤ 37.গ্রিন ইম্পিরিয়ালিজম’ গ্রন্থের লেখক কে ?
Q ➤ 38.‘দ্য সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটি লিখেছেন কে ?
Q ➤ 39.প্রথম কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?
Q ➤ 40.‘এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থের লেখক কে ?
Q ➤ 41.‘সত্তর বছর’ গ্রন্থের লেখক কে ?
Q ➤ 42.ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন ?
Q ➤ 43.‘জীবনস্মৃতি’কার লেখা ?
Q ➤ 44.জীবনের ঝরাপাতা রচনা করেন ?
Q ➤ 45.জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় ?
Q ➤ 46.ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দিতে অনুবাদ করেছিলেন ?
Q ➤ 47.মেয়েকে লেখা পিতার পত্রতে কতগুলি পত্র আছে ?
Q ➤ 48.মেয়েকে লেখা পিতার পত্র গ্রন্থটি কার লেখা ?
Q ➤ 49.ভারতীয়দের উপর নীলকর সাহেব এর অত্যাচারের কাহিনী পাওয়া যায় কোন পত্রিকায় ?
Q ➤ 50.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রটির নাম কি ?
Q ➤ 51.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি ?
Q ➤ 52.সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের আত্নজীবনীর নাম কি ?
Q ➤ 53.‘স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না’– কার উক্তি ?
Q ➤ 54.বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা ?
Q ➤ 55.‘র’-কোন দেশের ইন্টেলিজেন্ট বিভাগ ?
Q ➤ 56.ভারতের অগ্নিযুগের অগ্নিকন্যা কাকে বলা হয় ?
Q ➤ 57.ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় ?
Q ➤ 58.ইতিহাসের জনক বলা হয় কাকে ?
Q ➤ 59.‘দ্য অ্যানাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Q ➤ 60.কে ইতিহাসকে বিজ্ঞানের একটি শাখা বলে মনে করেন ?
Q ➤ 61.হিস্ট্রি ফ্রম বিলো’ গ্রন্থের লেখক কে ?
Q ➤ 62.‘হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া’ গ্রন্থের লেখক কে ?
Q ➤ 63.খেলাধুলার ইতিহাসচর্চা কোন্ সময় থেকে শুরু হয় ?
Q ➤ 64. ১৯১১ সালের ঐতিহাসিক তাৎপর্য কি ?
Q ➤ 65. ১৯১১ খ্রিস্টাব্দে IFA শিন্ডে। মোহনবাগান ক্লাব কোন্ দলকে পরাজিত করে ?
Q ➤ 66.গোবর গুহের প্রকৃত নাম কী ?
Q ➤ 67.কত খ্রিস্টাব্দে ইষ্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় ?
Q ➤ 68.ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ কবে স্থাপিত হয় ?
Q ➤ 69. ICC-র পুরো কথা কী ?
Q ➤ 70.‘টয়েন্টি-টু ইয়ার্ডস টু ফ্রিডম’ গ্রন্থের লেখক কে ?
Q ➤ 71.‘হিন্দু থিয়েটার-এর প্রতিষ্ঠাতা কে ?
Q ➤ 72.ভারতে নির্বাক চলচ্চিত্রের প্রদর্শন হয় কবে ?
Q ➤ 73.বিশ্ব সিনেমার জনক কাকে বলা হয় ?
Q ➤ 74.ফ্রেসকো কি ?
Q ➤ 75.বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাহ্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয় ?
Q ➤ 76.পথের পাঁচালী’ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন ?
Q ➤ 77.মেঘে ঢাকা তারা’র পরিচালক কে ?
Q ➤ 78.সত্যজিৎ রায় কবে অস্কার প্রাপ্ত হন ?
Q ➤ 79 ‘প্রবন্ধ চিন্তামনী’ থেকে ভারতের কোথাকার ইতিহাস জানা যায় ?
Q ➤ 80.পাবনা জেলার ইতিহাস’ কে রচনা করেন ?
Q ➤ 81.ইনটারনেট ব্যবস্থা কবে চালু হয় ?
Q ➤ 82.ইনটারনেটের জনক কে ?
Q ➤ 83.ভারতের কোন্ বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার’ বলা হয় ?
Q ➤ 84.ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটি কে রচনা করেন ?
Q ➤ 85.‘ডিড উইমেন হ্যাভ এ রেনেসাঁ?’ গ্রন্থের লেখক কে ?
Q ➤ 86.উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থের লেখক কে ?
Q ➤ 87.হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি -গ্রন্থের লেখক কে ?
Q ➤ 88.‘হিস্ট্রি ফ্রম বিলো-গ্রন্থের লেখক কে ?
Q ➤ 89.‘ইকোফেমিনিজম’শব্দের অর্থ কী ?
Q ➤ 90.ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয় ?
Q ➤ 91.ভারতের নৃত্যশিল্পকে কে পাশ্চাত্যে বিশেষ জনপ্রিয় করে তোলেন ?
Q ➤ 92.বিহু কোন্ রাজ্যের নৃত্য শিল্প ?
Q ➤ 93.ভাংড়া কোথাকার নৃত্য শিল্প ?
Q ➤ 94.গড়বা কোন রাজ্যের নৃত্য শিল্প ?
Q ➤ 95.পুরুলিয়ার একটি জনপ্রিয় নৃত্যের নাম কর ?
Q ➤ 96.ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?
Q ➤ 97.জীবনের জলসাঘর’ গ্রন্থটির লেখক কে ?
Q ➤ 98.সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় ?
Q ➤ 99.‘অ্যান অটোবায়োগ্রাফি’কার লেখা ?
Q ➤ 100.ভারতের কোন্ শহরকে ‘সংস্কৃতির শহর’বলা হয় ?
Q ➤ 101.India wins freedom’ গ্রন্থের লেখক কে ?