MCQ Test ইতিহাস তৃতীয় অধ্যায় দশম শ্রেণি | Class 10 History MCQ MOCK Test Ch-3 wbbse
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের Comming soon
রচনাধর্মী / ব্যাখাধর্মী (বড়) প্রশ্নোত্তর মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় Comming soon
MCQ Test ইতিহাস প্রথম অধ্যায় দশম শ্রেণি | Madhyamik History MCQ MOCK Test Ch-1 Click Here
MCQ Test ইতিহাস দ্বিতীয় অধ্যায় দশম শ্রেণি | Madhyamik History MCQ MOCK Test Ch-2 Click Here
বহুবিকল্পধর্মী প্রশ্নের MCQ মক্ টেস্ট দশম শ্রেণি | প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাসের মক্ টেস্ট | Madhyamik History MCQ Mock Test Ch-2
• সঠিক উত্তরটি নির্বাচন করো : (প্রশ্নের মান-১)
Q ➤ ১. ‘হুল’ নামে পরিচিত– (ক) সাঁওতাল বিদ্রোহ (খ) নীল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) কোল বিদ্রোহ
Q ➤ ২. বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে ? (ক) সন্ন্যাসী ও ফকির (খ) বারাসত (গ) ফরাজি (ঘ) পাগলপন্থী
Q ➤ ৩. প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়– (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
Q ➤ ৪. ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল– (ক) ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করা (খ) ইসলাম ধর্মের সংস্কার সাধন (গ) সমাজসংস্কার সাধন (ঘ) কৃষক আন্দোলন গড়ে তোলা
Q ➤ ৫. কে নিজেকে ‘ধরতি আবা’ বলে ঘোষণা করেন ? (ক) বীরসা (খ) সিধু (গ) কানু (ঘ) ভৈরব
Q ➤ ৬. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ভাগ করা হয়– (ক) দুটি স্তরে (খ) তিনটি স্তরে (গ) চারটি স্তরে (ঘ) পাঁচটি স্তরে
Q ➤ ৭. নীল বিদ্রোহের সূচনা হয়– (ক) চৌগাছা গ্রামে (খ) রংপুরে (গ) দিনাজপুরে (ঘ) শ্রীরামপুরে
Q ➤ ৮. ‘দিকু’ শব্দের অর্থ হল– (ক) অপরিচিত (খ) দেশি (গ) বহিরাগত (ঘ) একই অঞ্চলের মানুষ
Q ➤ ৯. হান্টার কোন বিদ্রোহীদের ‘লাল প্রজাতন্ত্রী বলেছেন ? (ক) সাঁওতাল (খ) ওয়াহাবি (গ) ফরাজি (ঘ) মুন্ডা
Q ➤ ১০. উলগুলান’ নামে পরিচিত– (ক) সাঁওতাল বিদ্রোহ (খ) চূয়াড় বিদ্রোহ (গ) ভিল বিদ্রোহ (ঘ) মুন্ডা বিদ্রোহ
Q ➤ ১১. সুই মুন্ডা নেতৃত্ব দেন– (ক) মুন্ডা বিদ্রোহের (খ) কোল বিদ্রোহের (গ) সাঁওতাল বিদ্রোহের (ঘ) নীল বিদ্রোহের
Q ➤ ১২. ‘খুৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল– (ক) মুন্ডা সমাজে (খ) সাঁওতাল সমাজে (গ) কোল সমাজে (ঘ) ভিল সমাজে
Q ➤ ১৩. মেদিনীপুরে চূয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন– (ক) রানি শিরোমণি (খ) রানি লক্ষ্মীবাঈ (গ) রাজমাতা ঝিন্দন (ঘ) রানি দুর্গাবতী
Q ➤ ১৪. কোন্ বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল ? (ক) কোল বিদ্রোহে (খ) সাঁওতাল বিদ্রোহে (গ) মুন্ডা বিদ্রোহে (ঘ) চূয়াড় বিদ্রোহে
Q ➤ ১৫. বাঁশের কেল্লা তৈরি করেন– (ক) তিতুমীর (খ) দুদুমিঞা (গ) বীরসা মুন্ডা (ঘ) সিধু-কানু
Q ➤ ১৬. পাবনার কৃষকবিদ্রোহ ঘটে– (ক) ১৭৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
Q ➤ ১৭. নীল বিদ্রোহের নেতৃত্ব দেন– (ক) রফিক মণ্ডল (খ) বুড়ি মা (গ) দুদুমিঞা (ঘ) সূর্য সেন
Q ➤ ১৮. ইংরেজদের বিরুদ্ধে সিংভূম সীমান্তে প্রতিরোধ গড়ে তোলে– (ক) কোল জাতি (খ) ভিল জাতি (গ) মুন্ডা জাতি (ঘ) সাঁওতাল জাতি
Q ➤ ১৯. সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল– (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
Q ➤ ২০. বুধু ভগত ও জোয়া ভগত কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ? (ক) কোল বিদ্রোহ (খ) সাঁওতাল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) নীল বিদ্রোহ
Q ➤ ২১. নীল কমিশন গঠিত হয়েছিল– (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে
Q ➤ ২২. বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন– (ক) দুদুমিঞা (খ) সৈয়দ আহমেদ (গ) তিতুমীর (ঘ) দিনুমিঞা
Q ➤ ১. “উলগুলান’ শব্দের অর্থ কী ? (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
Q ➤ ২. তিতুমীরের প্রকৃত নাম কী ছিল ?
Q ➤ ৩. কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ছিলেন ?
Q ➤ ৪. কে প্রথম বাংলায় নীলচাষ শুরু করেছিলেন ?
Q ➤ ৫. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
Q ➤ ৬. সাঁওতাল বিদ্রোহে আর কোন্ কোন্ উপজাতিরা যোগদান করেছিল ?
Q ➤ ৭. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয় ?
Q ➤ ৮. রানি শিরোমণি কে ছিলেন ?
Q ➤ ৯. কারা আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেয় ?
Q ➤ ১০. হাজি শরিয়উল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ?
Q ➤ ১১. চূয়াড় বিদ্রোহ’ কোথায় হয় ?
Q ➤ ১২. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
Q ➤ ১৩. বীরসাইট’ কাদের বলা হয় ?
Q ➤ ১৪. ওয়াহাবি’ শব্দটির অর্থ কী ?
Q ➤ ১৫. ভারতে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন ?
Q ➤ ১৬. বাংলায় ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দেন ?
Q ➤ ১৭. মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
Q ➤ ১৮. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বনবিভাগ গঠন করে ?
Q ➤ ১৯. ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ কী ?
Q ➤ ২০. ‘দিকু’ কাদের বলা হয় ?
Q ➤ ২১. ফরাজি’ শব্দটির অর্থ কী ?
Q ➤ ২২. ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন ?
Q ➤ ২৩. ‘লাল প্রজাতন্ত্রী’ কাদের বলা হয় ?
Q ➤ ২৪. নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
Q ➤ ২৫. নীল কমিশন কবে গঠিত হয় ?
Q ➤ ১. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় ভাগনাডিহি গ্রামে। (সত্য / মিথ্যা)
Q ➤ ২. পাগলপন্থী আন্দোলনের সূচনা করেন টিপু সুলতান।
Q ➤ ৩. দেবী সিং-এর অত্যাচারের বিরুদ্ধে রংপুরে বিদ্রোহ শুরু হয়।
Q ➤ ৪. ব্রিটিশ সরকার বনভূমির সংরক্ষণের জন্য অরণ্য আইন পাশ করে।
Q ➤ ৫. কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি প্রথা চালু করে।
Q ➤ ৬. বীরসা অনুগামীরা ‘বীরসাইট’ নামে পরিচিত।
Q ➤ ৭. খুৎকাঠি’ প্রথা জমির যৌথ মালিকানা স্বীকার করে না।
Q ➤ ৮. তিতুমীর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন।
Q ➤ ৯. ১৭৬৩ খ্রিস্টাব্দে ঢাকা শহরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়।
Q ➤ ১০. হাজি শরিয়উল্লাহ ফরাজি আন্দোলনের সূচনা করেন।
Q ➤ ১১. বাংলার নানাসাহেব বলা হয় রামরতন মল্লিককে।