দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর, (জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়) মক্ টেস্ট | Class 10 Life Science MCQ Test Ch-1 WBBSE
📌আরও পড়ুনঃ
👉দশম শ্রেণি জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের মক্ টেস্ট Click Here
মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নপত্রে MCQতে মোট কত নম্বর থাকে তার নম্বর বিভাজন—
নং | প্রশ্নের ধরণ | নম্বর | মোট |
বিভাগ – ক | |||
---|---|---|---|
১. | সঠিক উত্তর নির্বাচন : | ১×১৫=১৫ | ১৫ |
বিভাগ – খ | |||
২.১ | শূন্যস্থান : | ১×৫=৫ | ৫ |
২.২ | সত্য মিথ্যা : | ১×৫=৫ | ৫ |
২.৩ | ম্যাচিং : | ১×৫=৫ | ৫ |
২.৪ | ১টি শব্দে বা বাক্যে : | ১×৬=৬ | ৬ |
মোট—৩৬ |
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) থেকে যে ধরণের মক্ টেস্ট আছে, সেগুলি নীচে দেওয়া হল (প্রতিটি প্রশ্নের মান-১)—
• বহুবিকল্পভিত্তিক মক্ টেস্ট,
• শূন্যস্থান পূরণ করো : মক্ টেস্ট,
• নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : মক্ টেস্ট,
• দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : মক্ টেস্ট,
• বিসদৃশ শব্দটি বেছে লেখো : মক্ টেস্ট,
• এককথায় উত্তর দাও : মক্ টেস্ট।
Q ➤ ১. উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে ? (a) কাণ্ড (b) মূল (c) পাতা (d) আকর্ষ
Q ➤ ২. উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে – (a) উদ্দীপনা (b) সংবেদনশীলতা (c) উত্তেজিতা (d) সহনশীলতা
Q ➤ ৩. সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী প্রকারের চলন ? (a) ফোটোট্রপিক (b) ফোটোন্যাস্টিক (c) থার্মোন্যাস্টিক (d) নিকটিন্যাস্টিক
Q ➤ ৪. নীচের কোনটি মাছের জোড় পাখনা ? (a) পৃষ্ঠ পাখনা (b) পায়ু পাখনা (c) বক্ষ পাখনা (d) পুচ্ছ পাখনা
Q ➤ ৫. মাছকে জলে ডুবাতে ও ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ ? (a) পেশি (b) পাখনা (c) পটকা (d) লঘুমস্তিস্ক
Q ➤ ৬. পায়রার ডানায় বড়ো পালকের (রেমিজেস) সংখ্যা কটি ? (a) 23 টি (b) 12 টি (c) 10 টি (d) 22 টি
Q ➤ ৭. প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল – (a) ক্ষণপদ (b) সিলিয়া (c) ফ্লাজেলা (d) কর্ষিকা
Q ➤ ৮. জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে – (a) চলন (b) সঞ্চালন (c) গমন (d) চলন ও গমন।
Q ➤ ৯. সিলিয়ারি গতি দেখা যায় – (a) প্যারামিসিয়ামে (b) অ্যামিবায় (c) ইউগ্লিনাতে (d) কেঁচোতে
Q ➤ ১০. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন্ প্রাণীটিতে ? – (a) ব্যাং (b) সাপ (c) কেঁচো (d) মাছ
Q ➤ ১১. বল ও সকেট সন্ধির উদাহরণ হল– (a) হাঁটু সন্ধি (b) কনুই সন্ধি (c) ঊরু সন্ধি (d) করোটির অস্থি সন্ধি
Q ➤ ১২. হাতের বাইসেপস পেশি হল – (a) ফ্লেক্সর পেশি (b) এক্সটেনসর পেশি (c) অ্যাবডাক্টর পেশি (d) অ্যাডাক্টর পেশি
Q ➤ ১৩. কোনটি রোটেটর পেশি ? (a) পাইরিফরমিস পেশি (b) ফ্রেক্সর পেশি (c) ডেলটয়েড পেশি (d) মায়োটোম পেশি
Q ➤ ১৪. উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হল– (a) কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা (b) কাণ্ডের বৃদ্ধি ঘটানো (c) মূলের বৃদ্ধি ঘটানো (d) ফলের বিকাশ ঘটানো
Q ➤ ১৫. ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন ? (a) ইথিলিন (b) ফ্লোরিজেন (c) কাইনিন (d) অক্সিন
Q ➤ ১৬. উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল ? (a) মূল (b) পাতা (c) কাণ্ড (d) ফল
Q ➤ ১৭. উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন ? (a) কাইনিন (b) অক্সিন (c) জিব্বেরেলিন (d) ইথিলিন
Q ➤ ১৮. মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন্ হরমোন ? (a) LTH (b) STH (c) ACTH (d) GTH
Q ➤ ১৯. তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন হরমোন ? (a) অ্যাড্রিনালিন (b) নন-অ্যাড্রিনালিন (c) ইনসুলিন (d) থাইরক্সিন
Q ➤ ২০. স্ত্রীলোকদের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন ? (a) STH (b) থাইরক্সিন (c) ইস্ট্রোজেন (d) প্রোজেস্টেরন
Q ➤ ২১. উদ্ভিদের জরা রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন্ হরমোন ? (a) সাইটোকাইনিন (b) জিব্বেরেলিন (c) কৃত্রিম অক্সিন (d) কৃত্রিম জিব্বেরেলিন
Q ➤ ২২. পত্রমোচন বিলম্বিত করে কোন্ হরমোন ? (a) অক্সিন (b) জিব্বেরেলিন (c) কাইনিন (d) ইথিলিন
Q ➤ ২৩. গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে ? (a) STH (b) TSH (c) থাইরক্সিন (d) অ্যাড্রিনালিন
Q ➤ ২৪. নীচের কোনটি নিউরোট্রান্সমিটার নয় ? (a) অ্যাড্রিনালিন (b) নন-অ্যাড্রিনালিন (c) অ্যাসিটাইলকোলিন (d) STH
Q ➤ ২৫. একটি স্টেরয়েডধর্মী হরমোন হল– (a) থাইরক্সিন (b) ইনসুলিন (c) টেস্টোস্টেরন (d) অ্যাড্যিনালিন
Q ➤ ২৬. কোন গ্রন্থিকে মাস্টার গ্র্যান্ড বা প্রভুগ্রন্থি বলে ? (a) অগ্ন্যাশয় (b) থাইরয়েড (c) পিটুইটারি (d) পিনিয়াল বডি
Q ➤ ২৭. নিম্নলিখিত কোন হরমোন কম নিঃসৃত হলে ডায়বেটিস ইনসিপিডাস রোগ হয় ? (a) ACTH (b) STH (c) ADH (d) GTH
Q ➤ ২৮. যে নিউরোন দিয়ে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায় তাকে কী বলে ? (a)সংজ্ঞাবহ নিউরোন (b) আজ্ঞাবহ নিউরোন (c) সহযোগী নিউরোন (d) কোনোটিই ঠিক নয়
Q ➤ ২৯. স্নায়ুকোশের কোন অংশকে নিউরোসাইটন বলে ? (a)অ্যাক্সনকে (b) ডেনড্রনকে (c) কোশদেহকে (d) সমগ্র স্নায়ুকোশকে
Q ➤ ৩০. একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল– (a) অপটিক (b) অকিউলোমোটর (c) ভেগাস (d) অলফ্যাক্টরি
Q ➤ ৩১. আমাদের হাসি-কান্না, ক্ষুধা-তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন্ অংশ ? (a) থ্যালামাস (b) হাইপোথ্যালামাস (c) গুরুমস্তিষ্ক (d) লঘুমস্তিষ্ক
Q ➤ ৩২. দূরের বস্তু দেখার সময় লেন্স– (a) মোটা হয় (b) পুরু হয় (c) পাতলা হয় (d) কোনোটিই ঠিক নয়
Q ➤ ৩৩. মানুষের দৃষ্টি হল– (a) একনেত্র (b) দ্বিনেত্র (c) উভয় (d) কোনোটিই নয়
Q ➤ ৩৪. ব্যাং এর দৃষ্টি হল– (a) একনেত্র (b) দ্বিনেত্র (c) উভয় (d) কোনোটিই নয়
Q ➤ ৩৫. অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন্ বিজ্ঞানী ? (a) স্যার নিউটন (b) আইভ্যান প্যাভলভ (c) ড.খোরানা (d) জগদীশ চন্দ্র বোস
Q ➤ ৩৬. ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ? (a) লঘুমস্তিষ্ক (b) গুরুমস্তিষ্ক (c) থ্যালামাস (d) হাইপোথ্যালামাস
Q ➤ ৩৭. লোভনীয় খাদ্যের দর্শনে লালা ক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে– (a) গুরুমস্তিষ্ক (b) লঘুমস্তিষ্ক (c) সুষুম্নাশীর্ষক (d) সুষুম্নাকাণ্ড
Q ➤ ৩৮. নিউরোসিলের মধ্যে যে তরল থাকে তাকে বলে – (a) হিমোলিম্ফ (b) লসিকা (c) সেরিব্রোস্পাইনাল তরল (d) নিউরোহিউমর
Q ➤ ৩৯. চক্ষুর বাইরের দিকের স্বচ্ছ স্তরটি হল – (a) স্ক্লেরা (b) কোরয়েড (c) রেটিনা (d) কর্নিয়া
Q ➤ ৪০. একটি লোকাল হরমোন হল– (a) থাইরক্সিন (b) অ্যাড্রিনালিন (c) টেস্টোস্টেরন (d) ইনসুলিন
Q ➤ ৪১. ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ ? (a) আরশোলা (b) মাছ (c) ইউগ্লিনা (d) প্যারামিসিয়াম
Q ➤ ৪২. মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোকসুবেদী – (a) কোরয়েড (b) ক্লেরা (c) কর্নিয়া (d) রেটিনা
Q ➤ ৪৩. উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয় ? (a) আলোর দিকে (b) অভিকর্ষের অনুকুলে (c) অভিকর্ষের প্রতিকুলে (d) জলের প্রতিকূলে
Q ➤ শূন্যস্থান পূরণ করো : ১. ভলভক্স এর আলোর দিকে গমন চলনের ____________ উদাহরণ।
Q ➤ ২. _____________ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন
Q ➤ ৩. বনচাঁড়ালের পাতার ত্রিফলকের পার্শ্ব পত্ৰক দুটির পর্যায়ক্রমে ওঠানামা হল এক প্রকার __________ চলন ।
Q ➤ ৪. সূর্যের আলোর প্রভাবে ট্রপিক চলন হল __________ ।
Q ➤ ৫. ________ পেশার সংকোচনে গোড়ালি মাটি থেকে ওপরে উঠে আসে।
Q ➤ ৬. মাছের _________ ও শ্রোণিপাখনা হল জোড় পাখনা ।
Q ➤ ৭. মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশির নাম ___________।
Q ➤ ৮. গমনে সক্ষম উদ্ভিদ হল __________।
Q ➤ ৯. সল জেল পরিবর্তনের সাহায্যে _________ প্রাণীর গমন ঘটে।
Q ➤ ১০. রোটেশন সাহায্যকারী পেশি হল ___________ ।
Q ➤ ১১. অ্যামিবার গমন পদ্ধতি হল _______।
Q ➤ ১২. পাখির উড্ডয়ন দু-প্রকার ______ ও ________।
Q ➤ ১৩. ক্ষণপদ ___________ গমন অঙ্গ।
Q ➤ ১৪. অস্থিসন্ধিগুলি ________ বন্ধনি দ্বারা আবদ্ধ থাকে।
Q ➤ ১৫. ________ নামক প্রাণী গমনে অক্ষম।
Q ➤ ১৬. হরমোনকে ________ সমম্বায়ক বলে।
Q ➤ ১৭. উদ্ভিদ হরমোন ________ কলা থেকে উৎপন্ন হয়।
Q ➤ ১৮. ডাবের জল ___________ হরমোন থাকে।
Q ➤ ১৯. প্রানী হরমোন _________ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ।
Q ➤ ২০. __________ একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন।
Q ➤ ২১. ________ হরমোন DNA রেপ্লিকেশন ত্বরান্বিত করে।
Q ➤ ২২. ___________ হরমোন ক্লোরোফিল বিনষ্টিকরণ বিলম্বিত করে।
Q ➤ ২৩. _________ একটি গ্যাসীয় হরেমান।
Q ➤ ২৪. _________ এটি স্টেরয়েড হরমোন।
Q ➤ ২৫. _________ একটি গ্লাইকোপ্রোটিন হরমোন।
Q ➤ ২৬. ________ অন্তঃক্ষরা গ্রন্থি না হয়েও অন্তঃক্ষরা তন্ত্রের কার্য নিয়ন্ত্রন করে।
Q ➤ ২৭. বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় _________ হরমোন।
Q ➤ ২৮. প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন _________ ।
Q ➤ ২৯. _________ হল অ্যান্টি জিব্বেরেলিন হরমোন।
Q ➤ ৩০. ________ ঘনত্বে অক্সিন কাণ্ডের বৃদ্ধি ঘটায়।
Q ➤ ৩১. থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের __________ রোগ হয়।
Q ➤ ৩২. _________ একটি প্রোটিন হরমোন।
Q ➤ ৩৩. ________ একটি অ্যামাইনো হরমোন।
Q ➤ ৩৪. _________ একটি অ্যান্টিডায়াবেটিক হরমোন।
Q ➤ ৩৫. __________ স্নায়ুকলার ধারক কোশ হিসেবে কাজ করে।
Q ➤ ৩৬. _________ হল স্নায়ুকোশের বৃহৎ বহির্বাহী প্রবর্ধক।
Q ➤ ৩৭. অ্যাক্সনের মায়োলিন সিদ্ ও নিউরোলেমার মধ্যে নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার কোশকে বলে ________ কোশ।
Q ➤ ৩৮. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ___________ ও ___________ স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত।
Q ➤ ৩৯. গুরুমস্তিষ্কের অর্ধগোলক দুটি ___________ নামক স্নায়ুযোজক দিয়ে যুক্ত থাকে।
Q ➤ ৪০. ___________ হল মেনিনজেসের বাইরের স্তর।
Q ➤ ৪১. মস্তিষ্কের ফাঁপা স্থানকে ___________ বলে।
Q ➤ ৪২. __________ -এর দ্বিনেত্রি দৃষ্টি দেখা যায়।
Q ➤ ৪৩. উদ্ভিদের নাইট্রোজেনবিহীন হরমোন হল ________ ।
Q ➤ ৪৪. চক্ষুর বাইরের দিকে স্বচ্ছ স্তরটি হল __________ ।
Q ➤ নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : ১. বনচাঁড়াল উদ্ভিদ ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ নামে পরিচিত।
Q ➤ ২. বনচাঁড়ালের নিদ্রাচলন দেখা যায়।
Q ➤ ৩. কুমড়ো গাছের কাণ্ডের রোমে সারকুলেশন দেখা যায়।
Q ➤ ৪. লজ্জাবতী উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়।
Q ➤ ৫. Resonent Recorder জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন।
Q ➤ ৬. টপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
Q ➤ ৭. ভলভক্স শুষ্ক স্থান থেকে জলের দিকে গমন কেমোট্যাকটিক চলন।
Q ➤ ৮. কাণ্ডে প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায়।
Q ➤ ৯. ইউগ্লিনা সিলিয়ার সাহায্যে গমন করে।
Q ➤ ১০. মাছের বক্ষ পাখনা জোড় পাখনা।
Q ➤ ১১. যে পেশি অস্থি সন্ধিতে দুটো অস্থিকে দূরে নিয়ে যায় তাকে এক্সটেনসর পেশি বলে।
Q ➤ ১২. ডানা দুটিকে প্রসারিত করে বাতাসে ভেসে থাকাকে গ্লাইডিং বলে।
Q ➤ ১৩. অক্সিন ক্ষারীয় হরমোন।
Q ➤ ১৪. IAA একটি কৃত্রিম হরমোন।
Q ➤ ১৫. অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে।
Q ➤ ১৬. জিব্বেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়।
Q ➤ ১৭. সাইটোকাইনিনের অপর নাম ফাইটোকাইনিন।
Q ➤ ১৮. কাইনিন ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে।
Q ➤ ১৯. অক্সেইন শব্দের অর্থ বৃদ্ধি হওয়া।
Q ➤ ২০. ACTH এর কম ক্ষরণে কুশিং রোগ হয়।
Q ➤ ২১. ইনসুলিন অ্যান্টিকিটোজেনিক হরমোন।
Q ➤ ২২. এপিনেফ্রিন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়।
Q ➤ ২৩. থাইরক্সিনের প্রভাবে BMR বৃদ্ধি পায়।
Q ➤ ২৪. নিউরোফাইব্রিল স্নায়ুকোশের সংকোচনে সহায়তা করে।
Q ➤ ২৫. অ্যাক্সোপ্লাজমে নিজল দানা থাকে।
Q ➤ ২৬. ডেনড্রনের শাখাকে ডেনড্রাইট বলে।
Q ➤ অপটিক স্নায়ু মিশ্র স্নায়ু।
Q ➤ ২৭. সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া।
Q ➤ ২৮. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে মেনিনজেস বলে।
Q ➤ ২৯. মানুষের মস্তিষ্কের পাঁচটি ভেন্ট্রিকল থাকে।
Q ➤ ৩০. মানুষের প্রতিটি চোখে প্রায় 65 লক্ষ কোন কোশ থাকে।
Q ➤ ৩১. স্নায়ুতন্ত্রের একক হল নেফ্রন।
Q ➤ ৩২. অ্যাসিটাইল কোলিন একটি নিউরোট্রান্সমিটার।
Q ➤ ৩৩. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পাতাগুলি মুড়ে যায়।
Q ➤ দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : ১. টিউলিপ ফুল : থার্মোন্যাস্টি :: পদ্ম ফুল : ________ ।
Q ➤ ২. অ্যামিবা : সিউডোপপাডিয়া :: ইউগ্লিনা : ________ ।
Q ➤ ৩. সল ও জেল মতবাদ : অ্যামিবয়েড গমন :: মেটাক্রোনাল ছন্দ ________।
Q ➤ ৪. ফিমার : পায়ের অস্থি :: রেডিয়াস : ________ ।
Q ➤ ৫. প্রাকৃতিক হরমোন : অক্সিন : : প্রকল্পিত হরমোন : ________ ।
Q ➤ ৬. বামনত্ব : STH :: গয়টার : ________ ।
Q ➤ ৭. অগ্রস্থ প্রকটতা : অক্সিন :: কাক্ষিক মুকুলের বৃদ্ধি : ________ ।
Q ➤ ৮. ভ্রূণমুকুলাবরণী : অক্সিন :: ডাবের জল : ________ ।
Q ➤ ৯. জিব্বেরেলিন : অ্যাসিটাইল CoA :: ইথিলিন : ________ ।
Q ➤ ১০. প্রোটিন হরমোন : ইনসুলিন :: স্টেরয়েড হরমোন : ________ ।
Q ➤ ১১. মিশ্র গ্রন্থি : শুক্রাশয় :: বহিক্ষরা গ্রন্থি : ________ ।
Q ➤ ১২. পুং গোনাড : শুক্রাশয় :: স্ত্রী গোনাড : ________ ।
Q ➤ ১৩. বৃক্ক নিঃসৃত হরমোন : এরিথ্রোপোয়েটিন :: হৃৎপিণ্ড নিঃসৃত হরমোন : ________ ।
Q ➤ ১৪. ক্ষুদ্রতম অন্তঃক্ষরাগ্রন্থি : পিটুইটারি :: বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি : ________ ।
Q ➤ ১৫. অ্যাড্রিনাল মেডালা : অ্যাড্রিনালিন :: অ্যাড্রিনাল কর্টেক্স : ________ ।
Q ➤ ১৬. ADH : ভেসোপ্রেসিন :: অক্সিটোসিন : ________ ।
Q ➤ ১৭. পিটুইটারির ওজন : 500 mg :: থাইরয়েডের ওজন : ________ ।
Q ➤ ১৮. সেরিব্রামের ভাঁজ : গাইরাস :: সেরিব্রামের খাঁজ : _________ ।
Q ➤ ১৯. সেরিব্রাম : করপাস ক্যালোসাম :: সেরিবেলাম : _________ ।
Q ➤ ২০. রড কোশ : মৃদু আলো :: কোন কোশ : _________।
Q ➤ ২১. মায়োপিয়া : অবতল লেন্স :: হাইপারমেট্রোপিয়া : ________।
Q ➤ ২২. দূরবন্ধ দৃষ্টি : হাইপারমেট্রোপিয়া :: নিকট বন্ধ দৃষ্টি : ________।
Q ➤ ২৩. গ্রাহক প্রবর্ধক : ডেনড্রন :: প্রেরক প্রবর্ধক : ________।
Q ➤ ২৪. প্রতিসারক মাধ্যম : লেন্স :: প্রতিবিম্ব গঠন ________ ।
Q ➤ ২৫. সরল প্রতিবর্ত : সুষুম্নাকাণ্ড :: জটিল প্রতিবর্ত : ________।
Q ➤ ২৬. রড কোশ : 110-125 মিলিয়ন :: কোন কোশ _________ ।
Q ➤ ২৭. স্নায়ুতন্তু : এন্ডোনিউরিয়াম :: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র : ________ ।
Q ➤ ২৮. বৃহত্তম অক্ষিগাোলক : ঘোড়ার :: ক্ষুদ্রতম অক্ষিগোলক : ________ ।
Q ➤ ২৯. স্তন্যপায়ীদের করোটিয় স্নায়ু : 12 জোড়া :: মাছের করোটিয় স্নায়ু : ________।
Q ➤ বিসদৃশ শব্দটি বেছে লেখো : ১. কেমোন্যাস্টিক, কলসপত্রী, সন্ধ্যামালতি, সূর্যশিশির।
Q ➤ ২. পদ্ম, সূর্যমুখী, ফোটোন্যাস্টিক, টিউলিপ।
Q ➤ ৩. হিউমেরাস, টিবিয়া, আলনা, কারপাল।
Q ➤ ৪. এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাক্টর, ফ্লেক্সন ।
Q ➤ ৫. পাইরিফরমিস পেশি, অ্যাডাকটর ম্যাগনাস, ল্যাটিসিমাস ডরসি, লংগাস ।
Q ➤ ৬. লঘু মস্তিষ্ক, অর্ধবৃত্তাকার নালি, ভেস্টিবিউল, গুরু মস্তিষ্ক।
Q ➤ ৭. ভুট্টার সস্য, ডাবের জল, অঙ্কুরিত চারাগাছ, টম্যাটোর রস।
Q ➤ ৮. IAA, IBA, IPA, NAA
Q ➤ ৯. ট্রপিক চলন, ফুলফোটা, অগ্রন্থ প্রকটতা, মুকুললাম।
Q ➤ ১০. গ্লুকাগন, অ্যাড্রেনালিন, ইনসুলিন, লন ইনসুলিন, সোমাটোস্টেটিন।
Q ➤ ১১. GH, ADH, ইনসুলিন, FSHT
Q ➤ ১২. ক্রেটিনিজম, মিক্সিডিমা, গয়টার, বামনত্ব ।
Q ➤ ১৩. ভেগাস, অপটিক, ফেসিয়াল, ট্রাইজেমিনাল।
Q ➤ ১৪. মায়োপিয়া, ক্যাটারাক্ট, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া।
Q ➤ ১৫. নিজল দানা, র্যানভিয়ারের পর্ব, সোয়ান কোশ, অ্যাক্সোপ্লাজম।
Q ➤ এক কথায় উত্তর দাও : ১. পরিবেশের যে সব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে ?
Q ➤ ২. প্রোটোপ্লাজমের আবর্তনগতি বা সারকুলেশন কোথায় দেখা যায় ?
Q ➤ ৩. গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কী ?
Q ➤ ৪. প্রকরণ চলন কোথায় দেখা যায় ?
Q ➤ ৫. উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তাকে কী চলন বলে ?
Q ➤ ৬. উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কী বলে ?
Q ➤ ৭. তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্নতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কী প্রকারের চলন ?
Q ➤ ৮. ক্ষণপদের সাহায্যে গমন হয় কোন প্রাণীর ?
Q ➤ ৯. মানবদেহের কোন কোশে ক্ষণপদ দেখা যায় ?
Q ➤ ১০. অ্যামিবার গমনকে কী বলে ?
Q ➤ ১১. একটি মুখ্য জলজ প্রাণীর উদাহরণ দাও ।
Q ➤ ১২. একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও।
Q ➤ ১৩. একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও।
Q ➤ ১৪. যে প্রক্রিয়ায় কোনো অঙ্গাকে দেহাক্ষের নিকটবর্তি হতে সাহায্য করে তাকে কী বলে ?
Q ➤ ১৫. একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও।
Q ➤ ১৬. মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি ?
Q ➤ ১৭. একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও।
Q ➤ ১৮. কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?
Q ➤ ১৯. পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?
Q ➤ ২০. জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কী কী ?
Q ➤ ২১. জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো।
Q ➤ ২২. উদ্ভিদের অগ্রথ প্রকটতা ঘটায় কোন হরমোন ?
Q ➤ ২৩. হরমোনের পরিণতি কী ?
Q ➤ ২৪. একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও।
Q ➤ ২৫. আয়োডিন কোন হরমোনের উপাদান ?
Q ➤ ২৬. প্রাণী হরমোনের উৎস কী ?
Q ➤ ২৭. একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কী ?
Q ➤ ২৮. GH-এর পুরো নাম কী ?
Q ➤ ২৯. GTH এর পুরো নাম কী ?
Q ➤ ৩০. LH হয় পুরো নাম কী ?
Q ➤ ৩১. LTH হয় পুরো নাম কী ?
Q ➤ ৩২. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় ?
Q ➤ ৩৩. GH এর কম ক্ষরণে কী রোগ হয় ?
Q ➤ ৩৪. GH এর অধিক ক্ষরণে কী রোগ হয় ?
Q ➤ ৩৫. অ্যাক্রোমেগালি রোগ কী কারণে হয় ?
Q ➤ ৩৬. কারক কাকে বলে ?
Q ➤ ৩৭. স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্ধকের নাম কী ?
Q ➤ ৩৮. অ্যাক্সনের শেষ প্রান্তের সূক্ষ্ম শাখাগুলিকে কী বলে ?
Q ➤ ৩৯. একটি ইফারেন্ট স্নায়ুর (আজ্ঞাবহ স্নায়ু) উদাহরণ দাও ।
Q ➤ ৪০. নিউরোন কত প্রকারের ?
Q ➤ ৪১. স্নায়ুতন্ত্রের একক কী ?
Q ➤ ৪২. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কী কী ?
Q ➤ ৪৩. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকারের ?
Q ➤ ৪৪. গুরুমস্তিষ্কের কটি গোলার্ধ এবং কী কী ?
Q ➤ ৪৫. সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের সূঁচালো অংশকে কী বলে ?
Q ➤ ৪৬. চক্ষুর কোন্ স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ?
Q ➤ ৪৭. লেন্স এর কাজ কী ?
Q ➤ ৪৮. ভিট্রিয়াস হিউমর কোথায় থাকে ?
Q ➤ ৪৯. স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদান কোনটি ?
Q ➤ ৫০. লঘুমস্তিষ্কের গোলকদ্বয়ের সংযোজক কোনটি ?