দশম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, (জীবনের প্রবাহমানতা) মক্ টেস্ট | Class 10 Life Science MCQ Test Ch-2 WBBSE
📌আরও পড়ুনঃ
👉দশম শ্রেণি জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের মক্ টেস্ট Click Here
মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নপত্রে MCQতে মোট কত নম্বর থাকে তার নম্বর বিভাজন—
নং | প্রশ্নের ধরণ | নম্বর | মোট |
বিভাগ – ক | |||
---|---|---|---|
১. | সঠিক উত্তর নির্বাচন : | ১×১৫=১৫ | ১৫ |
বিভাগ – খ | |||
২.১ | শূন্যস্থান : | ১×৫=৫ | ৫ |
২.২ | সত্য মিথ্যা : | ১×৫=৫ | ৫ |
২.৩ | ম্যাচিং : | ১×৫=৫ | ৫ |
২.৪ | ১টি শব্দে বা বাক্যে : | ১×৬=৬ | ৬ |
মোট—৩৬ |
জীবনের প্রবাহমানতা (অধ্যায়-২) থেকে যে ধরণের মক্ টেস্ট আছে, সেগুলি নীচে দেওয়া হল (প্রতিটি প্রশ্নের মান-১)—
• বহুবিকল্পভিত্তিক মক্ টেস্ট,
• শূন্যস্থান পূরণ করো : মক্ টেস্ট,
• নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : মক্ টেস্ট,
• দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : মক্ টেস্ট,
• বিসদৃশ শব্দটি বেছে লেখো : মক্ টেস্ট,
• এককথায় উত্তর দাও : মক্ টেস্ট।
Q ➤ ১. মানবদেহে অটোজোমের সংখ্যা হল – (a) 40 টি (b) 42 টি (c) 44 টি (d) 45 টি
Q ➤ ২. ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশ গুলিকে বলে – (a) ক্রোমোনিমা (b) ক্রোমোমিয়ার (c) ক্রোমাটিড (d) সেন্ট্রোমিয়ার
Q ➤ ৩. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয় ? (a) প্রফেজ (b) মেটাফেজ (c) অ্যানাফেজ (d) টেলোফেজ
Q ➤ ৪. ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে – (a) মেটাসেন্ট্রিক (b) সাবমেটাসেন্ট্রিক (c) অ্যাক্রোসেন্ট্রিক (d) টেলোসেন্ট্রিক
Q ➤ ৫. একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়- (a) অ্যামাইটোসিসে (b) মাইটোসিসে (c) মিয়োসিসে (d) অপুংজনিতে
Q ➤ ৬. মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হল – (a) 44টি (b) 2টি (c) 46টি (d) 10টি
Q ➤ ৭. হ্যাপ্লয়েড ক্রোমোজোম (n) কোথায় দেখা যায় ? – (a) দেহকোশ (b) জননকোশ / গ্যামেট (c) জাইগোট (d) সস্য নিউক্লিয়াস
Q ➤ ৮. কোন প্রকার কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বলে ? – (a) মাইটোসিস (b) মিয়োসিস (c) অ্যামাইটোসিস (d) সাইটোকাইনেসিস
Q ➤ ৯. কোন বিজ্ঞানী DNA-এর দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করেন ? – (a) ব্রিজেস (b) মরগ্যান (c) ব্রিজেস ও মরগ্যান (d) ওয়াটসন ও ক্রিক
Q ➤ ১০. উদ্ভিদের দেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে তা হল – (a) রেণু মাতৃকোশ (b) অগ্রমুকুলের কোশ (c) পরিণত পাতার কোশ (d) মূলের কোশে
Q ➤ ১১. কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার হয় ? – (a) সিস্টার ক্রোমাটিড (b) নন সিস্টার ক্রোমাটিড (c) উভয় ক্রোমাটিড (d) এর কোনোটিই ঠিক নয়
Q ➤ ১২. জনুক্রম দেখা যায় কোন জীবে ? – (a) অ্যামিবা (b) কেঁচো (c) তাল গাছ (d) ফার্ন গাছ
Q ➤ ১৩. দুটি ভিন্নধর্মী জনন কোশের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে বলে – (a) অঙ্গজ জনন (b) অযৌন জনন (c) যৌন জনন (d) অপুংজনি
Q ➤ ১৪. জোড় কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চেঁছে দেওয়া হয় ? – (a) জাইলেম (b) ফ্লোয়েম (c) ক্যাম্বিয়াম (d) মজ্জা
Q ➤ ১৫. দেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলে – (a) রেণু উৎপাদন (b) পুনরুৎপাদন (c) দ্বিবিভাজন (d) খণ্ডীভবন
Q ➤ ১৬. কোন্ উদ্ভিদে স্বপরাগযোগ লক্ষ করা যায় ? – (a) পেঁপে (b) লাউ (c) শিম (d) তাল
Q ➤ ১৭. মানুষের বিকাশকে কটি দশায় ভাগ করা যায় ? – (a) 4 টি (b) 5 টি (c) 6 টি (d) 7 টি
Q ➤ ১৮. কোন্ সময়কালকে বয়ঃসন্ধি বলা হয় ? – (a) 12-20 বছর (b) 7-14 বছর (c) 20-30 বছর (d) 30–60 বছর
Q ➤ ১৯. সদ্যোজাত শিশুর ওজন হয় সাধারণত – (a) 2.5 – 3 kg (b) 1.5 – 2 kg (c) 3 – 3.5 kg (d) 1 – 2 kg
Q ➤ ২০. মানবদেহে অটোজোমের সংখ্যা হল – (a) 40টি (b) 42টি (c) 44টি (d) 45টি
Q ➤ ২১. কোন প্রকার জননে মাইটোসিস এবং মিয়োসিস দুই প্রকার কোশ বিভাজনই দেখা যায় ? – (a) অযৌন জনন (b) যৌন জনন (c) অঙ্গজ জনন (d) কোনোটিই নয়
Q ➤ ২২. কোন্ উদ্ভিদ ভূ-নিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে ? – (a) মেন্থ (b) পাথরকুচি (c) বিগগানিয়া (d) ওল
Q ➤ ২৩. কোন্ উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে ? – (a) পাতাশ্যাওলা (b) শিমূল (c) পলাশ (d) আম
Q ➤ ২৪. কোন্ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয় ? – (a) প্রফেজ (b) মেটাফেজ (c) অ্যানাফেজ (d) টেলোফেজ
Q ➤ ২৫. দুটি গ্যামেটের মিলনকে বলে – (a) সংশ্লেষ (b) নিষেক (c) অপুংজনি (d) অযৌন জনন
Q ➤ (শূন্যস্থান পূরণ করো:) ১. ________ কোশ বিভাজন পদ্ধতিতে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে।
Q ➤ ২. মানুষের দেহকোশে প্রায় ________ লম্বা DNA থাকে।
Q ➤ ৩. ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে জিনের ________ বলে ।
Q ➤ ৪. _________ ক্রোমোজোমে রৈখিকভাবে অবস্থান করে।
Q ➤ ৫. ________ গ্যামেটকে বলে হোমোগ্যামেট।
Q ➤ ৬. ________ গ্যামেটকে হেটেরোগ্যামেট বলে।
Q ➤ ৭. একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে ________ ক্রোমাটিড বলে।
Q ➤ ৮. কোশ বিভাজনের সময় ________ সঙ্গে নিউক্লিওলাস সংযুক্ত থাকে।
Q ➤ ৯. ________ অংশে ক্রসিংওভার ঘটে।
Q ➤ ১০. ________ কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বলে।
Q ➤ ১১. ________ কোশ বিভাজনে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়।
Q ➤ ১২. _______ প্রোটিন সংশ্লেষণ ঘটে।
Q ➤ ১৩. ________ হল কোশবিভাজনের দীর্ঘস্থায়ী দশা।
Q ➤ ১৪. ________ দশায় ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় তলে সজ্জিত থাকে।
Q ➤ ১৫. ________ কোশচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা।
Q ➤ ১৬. গ্যামেট গঠনের পদ্ধতিকে ________ বলে।
Q ➤ ১৭. ক্রসিং ওভারের স্থানে ‘X’ আকৃতির যে অংশ তৈরি হয় তাকে বলে _______ ।
Q ➤ ১৮. ক্রোমোজোমীয় চলন দেখা যায় _________ ।
Q ➤ ১৯. ক্রসিং ওভার ঘটে মিয়োসিসের উপদশায় ________ ।
Q ➤ ২০. ইন্টারফেজ দশায় কোশকে ________ কোশও বলে।
Q ➤ ২১. কোশচক্রের _______ DNA দ্বিত্বকরণ ঘটে।
Q ➤ ২২. অযৌন জননের একক ________ ।
Q ➤ ২৩. অযৌন জননে ________ উৎপন্ন হয় না।
Q ➤ ২৪. জেনোগ্যামি ________ পরাগযোগের অন্তর্গত।
Q ➤ ২৫. ফুল হল উদ্ভিদের _______ অঙ্গ।
Q ➤ ২৬. _______ জুস্পোরের সাহায্যে বংশবিস্তার করে।
Q ➤ ২৭. উদ্ভিদের যে অংশ পালন মাধ্যমে প্রতিপালন করা হয়, তাকে _______ বলে।
Q ➤ ২৮. স্টক অপেক্ষা _______ উন্নত।
Q ➤ ২৯. প্রতিটি পুংকেশর পুংদণ্ড ও _______ নিয়ে গঠিত।
Q ➤ ৩০. ________ জনুক্রম দেখা যায়।
Q ➤ ৩১. সহকারী কোশ ও ডিম্বাণু নিয়ে ________ গঠিত হয়।
Q ➤ ৩২. একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে,তাকে _________ বলে।
Q ➤ ৩৩. যখন ফুলের গর্ভকেশর পুংকেশরের পূর্বে পরিণতি লাভ করে তাকে _________ বলে।
Q ➤ ৩৪. শালুক ____________ ফুল।
Q ➤ ৩৫. ফুলের ডিম্বাশয় _______ প্রকৃতির।
Q ➤ ৩৬. সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে ________ টি-পুংগ্যামেট সৃষ্টি হয়।
Q ➤ ৩৭. পুনরুৎপাদন পদ্ধতিতে জীবদেহের সামান্য দেহাংশ থেকে সম্পূর্ণ নতুন জীব সৃষ্টিকে _______ বলে।
Q ➤ ৩৮. মানব বিকাশের মোট দশার সংখ্যা _____ ।
Q ➤ ৩৯. জন্মের সময় শিশুর স্বাভাবিক ওজন _________kg হওয়া প্রয়োজন।
Q ➤ ৪০. সূর্যালোক হল বৃদ্ধির একটি _____শর্ত।
Q ➤ ৪১. 3-11 বছর বয়সকালকে ______বলে।
Q ➤ ৪২. পুং দেহে _________হরমোন যৌনাঙ্গে বৃদ্ধি ঘটায়।
Q ➤ ৪৩. মানুষের বৃদ্ধি শুরু হয় _____ থেকে।
Q ➤ ৪৪. মানুষের বৃদ্ধির 20-60 বছর সময়কালকে _________ বলে।
Q ➤ ৪৫. উদ্ভিদের মূলের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হল____________ ।
Q ➤ ৪৬. মানুষের ভ্রূণের মরুলার পরবর্তী দশা __________।
Q ➤ ৪৭. রেণু ________ জননের একক।
Q ➤ নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : ১. মাইটোসিস কোশবিভাজন প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং।
Q ➤ ২. ক্রোমোজোম শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ওয়ালডেয়ার।
Q ➤ ৩. হিস্টোন প্রোটিন চার প্রকার।
Q ➤ ৪. মানুষের একবার কোশ বিভাজনে সময় লাগে 14 ঘন্টা।
Q ➤ ৫. বিজ্ঞানী বোভারি বলেন ক্রোমোজোমই বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক।
Q ➤ ৬. একটি কোশচক্রের জন্য যে সময় লাগে তাকে জনুকাল বলে।
Q ➤ ৭. আমাদের দেহ কোশে অটোজোম সংখ্যা 44টি।
Q ➤ ৮. DNA হল একটি বৃহৎ জৈব অণুতে।
Q ➤ ৯. মানুষের শুক্রাণুতে অটোজোম সংখ্যা 23 টি।
Q ➤ ১০. DNA জীবজগতের সবচেয়ে স্থায়ী অণু।
Q ➤ ১১. m-RNA কোশে সবচেয়ে বেশি থাকে।
Q ➤ ১২. মিয়োসিস-II কে হেটেরোটাইপিক বিভাজন বলে।
Q ➤ ১৩. কোশচক্রে তিনটি চেক পয়েন্ট থাকে।
Q ➤ ১৪. কোশ বিভাজন দশার দীর্ঘস্থায়ী দশা হল টেলোফেজ।
Q ➤ ১৫. মানুষের 21 ও 22 তম ক্রোমোজোম SAT ক্রোমোজোম।
Q ➤ ১৬. ক্যানসার কোশের G০ দশা থাকে।
Q ➤ ১৭. ইন্টারফেজের ক্ষণস্থায়ী দশা G1 দশা।
Q ➤ ১৮. G2 দশায় কোশীয় অঙ্গাণুর সংখ্যা দ্বিগুন হয়।
Q ➤ ১৯. অযৌন জননে দুটি জনিতৃ জীবের প্রয়োজন।
Q ➤ ২০. যৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না।
Q ➤ ২১. স্পাইরোগাইরা সূত্রাকার ছত্রাক।
Q ➤ ২২. সন্ধ্যামালতী ফুলে ইতর পরাগযোগ ঘটে।
Q ➤ ২৩. জোড়কলম অযৌন জনন পদ্ধতি।
Q ➤ ২৪. যৌন দ্বিরূপতা দেখা যায় আরশোলাতে।
Q ➤ ২৫. যৌন, অযৌন ও অঙ্গজ এই তিন পদ্ধতিতেই জননে সক্ষম প্রাণী হল হাইড্রা।
Q ➤ ২৬. পাখির সাহায্যে পরাগযোগ হয় যে ফুলে, তাকে সাইকোফিলি বলে।
Q ➤ ২৭. উভলিঙ্গ ফুলের স্বপরাগযোগকে জেনোগ্যামি বলে।
Q ➤ ২৮. নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির।
Q ➤ ২৯. ওবেলিয়ায় সুস্পষ্ট জনুক্রম দেখা যায়।
Q ➤ ৩০. আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে।
Q ➤ ৩১. বৃদ্ধির উপর বিকাশ নির্ভরশীল।
Q ➤ ৩২. উদ্ভিদের বৃদ্ধি নির্দিষ্ট বয়স অবধি ঘটে।
Q ➤ ৩৩. মানুষের সম্পূর্ণ জীবনচক্রকে পাঁচটি দশায় ভাগ করাযায়।
Q ➤ ৩৪. বার্ধক্য দশায় দৈহিক বৃদ্ধি হার মন্থর হয়।
Q ➤ ৩৫. থাইমাসকে বার্ধক্যের জৈব ঘড়ি বলে।
Q ➤ ৩৬. শৈশবে বৃদ্ধি দ্রুত পর্যায়ে ঘটে।
Q ➤ ৩৭. পরিণত দশাকে ঝড়ঝঞ্জার কাল বলা হয়।
Q ➤ ৩৮. পরিস্ফরনের উপর বৃদ্ধি নির্ভরশীল।
Q ➤ ৩৯. দুটি গ্যামেটের মিলনকে পরাগযোগ বলে।
Q ➤ দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : ১. হিস্টোন ক্ষারীয় প্রোটিন : অহিস্টোন : __________ ।
Q ➤ ২. মিয়োসিস : ফার্মার :: মাইটোসিস : __________।
Q ➤ ৩. মাইটোসিস : দুটি অপত্য কোশ :: মিয়োসিস : ___________।
Q ➤ ৪. দীর্ঘস্থায়ী : প্রোফেজ :: স্বল্পস্থায়ী দশা : _________ ।
Q ➤ ৫. উদ্ভিদ মাইটোসিস অ্যানাস্ট্রাল :: প্রাণী মাইটোসিস : _________।
Q ➤ ৬. রাইবোজোম : প্রোটিন কারখানা :: মাইটোকন্ড্রিয়া : _________ ।
Q ➤ ৭. সাইটোপ্লাজমের বিভাজন : সাইটোকাইনেসিস : নিউক্লিয়াসের বিভাজন : _________ ।
Q ➤ ৮. পুনরুৎপাদন : মাইটোসিস :: গ্যামেট উৎপাদন : __________।
Q ➤ ৯. বোকে দশা : লেপ্টোটিন উপদশা :: কায়াজমা দশা : ________ ।
Q ➤ ১০. সাইটোকাইনেসিস : Whiteman :: ক্যারিওকাইনেসিস : ________ ।
Q ➤ ১১. সমসংস্থ ক্লোমোজোম : সিস্টার ক্রোমাটিড :: ভিন্ন সমসংস্থ ক্রোমোজোম : ________।
Q ➤ ১২. চলরেণু : জুস্পোর :: অচলরেণু : ________।
Q ➤ ১৩. স্বপরাগী ফুল : রঙ্গন :: ইতরপরাগী ফুল : ________ ।
Q ➤ ১৪. পতঙ্গপরাগী : আম :: পক্ষীপরাগী : ________ ।
Q ➤ ১৫. অ্যানিমোফিলি : বায়ুপরাগী :: হাইড্রোফিলি : ________ ।
Q ➤ ১৬. পটল : মূলজ মুকুল :: পাথরকুচি : ________ ।
Q ➤ ১৭. জাইগোট : 2n :: সস্য নিউক্লিয়াস : ________ ।
Q ➤ ১৮. কচুরীপানা : অফসেট :: চন্দ্রমল্লিকা : ________ ।
Q ➤ (এক কথায় উত্তর দাও 🙂 ১. কোন প্রক্রিয়ায় জনিতৃ কোশ থেকে অপত্য কোশ সৃষ্টি হয় ?
Q ➤ ২. DNA-এর পুরো নাম কী ?
Q ➤ ৩. কোশ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে কী সৃষ্টি হয় ?
Q ➤ ৪. RNA কোথায় জিনরূপে কাজ করে ?
Q ➤ ৫. জিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
Q ➤ ৬. 46টি ক্রোমোজোমের মধ্যে অটোজোম ক-টি ?
Q ➤ ৭. স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয় ?
Q ➤ ৮. মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কেমন ?
Q ➤ ৯. হিস্টোন DNA-র সঙ্গে যুক্ত হয়ে কী গঠন করে ?
Q ➤ ১০. ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে ?
Q ➤ ১১. ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোশবিভাজন দেখা যায় ?
Q ➤ ১২. কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে ?
Q ➤ ১৩. একটি প্রাণীর উদাহরণ দাও যেখানে বিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন হয়।
Q ➤ ১৪. কোরকের সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয় কোন প্রাণীতে ?
Q ➤ ১৫. কোন উদ্ভিদে জনুক্রম দেখা যায় ?
Q ➤ ১৬. পুংকেশরের কোথায় পরাগরেণু সৃষ্টি হয় ?
Q ➤ ১৭. ডিম্বাণু কোথায় থাকে ?
Q ➤ ১৮. কোন গাছে বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে ?
Q ➤ ১৯. একটি পতঙ্গপরাগী ফুলের উদাহরণ দাও।
Q ➤ ২০. পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশের বিনিময়কে কী বলে ?
Q ➤ ২১. ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা কোন কোশ বিভাজনের কাজ ?
Q ➤ ২২. অযৌন জননের একক কী ?
Q ➤ ২৩. S দশায় কী সংশ্লেষণ ঘটে ?
Q ➤ ২৪. কোথায় RNA জিনরূপে কাজ করে ?
Q ➤ ২৫. মানুষের কোন সময়কে মুখ্য বৃদ্ধিকাল বলে ?
Q ➤ ২৬. ভ্রূণ মাতৃজঠরে কতদিন ধরে পরিণত হয় ?
Q ➤ ২৭. কোন প্রকার কোশ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না ?
Q ➤ ২৮. S-দশায় কী সংশ্লেষণ ঘটে ?
Q ➤ ২৯. মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ?
Q ➤ ৩০. ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে ?
Q ➤ ৩১. কোন অঙ্গাণু থেকে প্রাণীকোশ বিভাজনকালে বেমতন্তু গঠিত হয় ?
Q ➤ ৩২. ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কী কী অ্যামাইনো অ্যাসিড থাকে ?
Q ➤ ৩৩. কাইনেটোকোর কোথায় থাকে ?
Q ➤ ৩৪. ক্রোমোজোমের পুঁতির দানার মতো অংশগুলিকে কী বলে ?
Q ➤ ৩৫. কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে ?
Q ➤ ৩৬. দুটি গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোশকে কী বলে ?
Q ➤ ৩৭. কোন প্রানীতে জনুক্রম দেখা যায় ?
Q ➤ ৩৮. কোন গাছের পাতায় অস্থানিক মুকুল সৃষ্টি হয় ?
Q ➤ ৩৯. মূলসহ যে গাছটিতে অন্য গাছের শাখা জোড়া লাগানো থাকে তাকে কী বলে ?