দশম শ্রেণির জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, (বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ) মক্ টেস্ট | Class 10 Life Science MCQ Test Ch-3 WBBSE
📌আরও পড়ুনঃ
👉দশম শ্রেণি জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের মক্ টেস্ট Click Here
মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নপত্রে MCQতে মোট কত নম্বর থাকে তার নম্বর বিভাজন—
নং | প্রশ্নের ধরণ | নম্বর | মোট |
বিভাগ – ক | |||
---|---|---|---|
১. | সঠিক উত্তর নির্বাচন : | ১×১৫=১৫ | ১৫ |
বিভাগ – খ | |||
২.১ | শূন্যস্থান : | ১×৫=৫ | ৫ |
২.২ | সত্য মিথ্যা : | ১×৫=৫ | ৫ |
২.৩ | ম্যাচিং : | ১×৫=৫ | ৫ |
২.৪ | ১টি শব্দে বা বাক্যে : | ১×৬=৬ | ৬ |
মোট—৩৬ |
বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ (অধ্যায়-৩) থেকে যে ধরণের মক্ টেস্ট আছে, সেগুলি নীচে দেওয়া হল (প্রতিটি প্রশ্নের মান-১)—
• বহুবিকল্পভিত্তিক মক্ টেস্ট,
• শূন্যস্থান পূরণ করো : মক্ টেস্ট,
• নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : মক্ টেস্ট,
• দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : মক্ টেস্ট,
• বিসদৃশ শব্দটি বেছে লেখো : মক্ টেস্ট,
• এককথায় উত্তর দাও : মক্ টেস্ট।
Q ➤ ১. বংশগতির জনক কে ছিলেন ? (a) ল্যামার্ক (b) ডারউইন (c) মরগ্যান (d) মেণ্ডেল
Q ➤ ২. একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে ? (a) প্রকট (b) প্রচ্ছন্ন (c) অ্যালিল (d) সংকর
Q ➤ ৩. দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ণ ঘটালে তার অপত্যের কি ফল পাওয়া যাবে ? (a) দুটি কালো দুটি সাদা (b) তিনটি কালো একটি সাদা (c) তিনটি সাদা একটি কালো (d) চারটিই কালো
Q ➤ ৪. এক সংকর জননে দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপ অনুপাত কী ছিল ? (a) 1 : 2 : 1 (b) 3 : 1 (c) 1 : 3 (d) 2 : 1 : 1
Q ➤ ৫. যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের কোনোটি প্রকাশিত হয় না বরং একটি মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে- (a) সংকর (b) প্রকটতা (c) অসম্পূর্ণ প্রকটতা (d) কোনোটিই নয়
Q ➤ ৬. একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে (tt) মটর গাছের সংকরায়ন ঘটালে কি রকমের জিনোটাইপ যুক্ত মটরগাছ জন্মাবে ? (a) TT (b) tt (c) Tt (d) TTt
Q ➤ ৭. মেণ্ডেল মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিলেন ? (a) দশ জোড়া (b) সাত জোড়া (c) এক জোড়া (d) পাঁচ জোড়া
Q ➤ ৮. রোলিং জিভ কতগুলি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ? (a) একটি জিন দ্বারা (b) একসারি জিন দ্বারা (c) বহুজিন দ্বারা (d) একাধিক জিন দ্বারা
Q ➤ ৯. একটি বিশুদ্ধ কালো গিনিপিগের (BB) সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের (bb) পরনিষেক ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে (F2) কটি কালো এবং কটি সাদা গিনিপিগ সৃষ্টি হবে ? (a) একটি কালো একটি সাদা (b) দুটি কালো দুটি সাদা (c) তিনটি কালো একটি সাদা (d) তিনটি সাদা একটি কালো
Q ➤ ১০. সন্ধ্যামালতি ফুলের দুটি গোলাপি (RW) ফুলের সংকরায়ন ঘটালে তার অপত্যের কী ফল হবে ? (a) তিনটি লাল, একটি সাদা (b) তিনটি সাদা, একটি লাল (c) একটি লাল, দুটি গোলাপি, একটি সাদা (d) সবগুলোই গোলাপি
Q ➤ ১১. কোনটি অটোজোম বাহিত বংশগত রোগ ? (a) হিমোফিলিয়া (b) থ্যালাসেমিয়া (c) অ্যানিমিয়া (d) বর্ণান্ধতা
Q ➤ ১২. কোন রোগটি সেক্স ক্রোমোজোম বাহিত ? (a) থায়লাসেমিয়া (b) বর্ণান্ধতা (c) ক্যান্সার (d) TB
Q ➤ ১৩. কোন রোগে মাতা বাহক হলে তার 50% পুত্র সন্তান রোগাক্রান্ত হয় ? (a) রাতকানা (b) থ্যালাসেমিয়া (c) হিমোফিলিয়া (d) সবকটি
Q ➤ ১৪. গ্রেগর জোহান মেণ্ডেল কোথাকার আধিবাসী ছিলেন ? (a) ইংল্যাণ্ড (b) অস্ট্রেলিয়া অস্ট্রিয়া (c) অস্ট্রিয়া (d) জার্মান
Q ➤ ১৫. লিঙ্গ নির্ধারনে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ ? (a) পিতার ভূমিকা (b) মাতার ভূমিকা (c) পিতা ও মাতা উভয়ের (d) মাতার ভূমিকা 75% ও পিতার ভূমিকা 25%
Q ➤ ১৬. টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির কি জানতে পারি ? (a) ফিনোটাইপ (b) জিনোটাইপ (c) ফিনোটাইপ ও জিনোটাইপ (d) কোনোটিই নয়
Q ➤ ১৭. পিতার লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কী কী ? (a) XX (b) XY (c) XXY (d) YYX
Q ➤ ১৮. কোনটি প্রকরনের উদাহরণ– (a) কালো চোখ (b) মসৃন চুল (c) রোলিং জিভ (d) লম্বা মানুষ
Q ➤ ১৯. F1 জনুর সংকর জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যে সম্পন্ন অ্যালিলগুলি একত্রিত হলেও কখনও মিশ্রিত হয় না বরং গ্যামেট গঠনকালে বিশুদ্ধ অ্যালিলগুলি পরস্পর পৃথক হয়ে যায়। – সূত্রটি কি নামে পরিচিত ? (a) প্রাকৃতিক নির্বাচনের সূত্র (b) পৃথকভবনের সূত্র (c) স্বাধীন বন্টনের সূত্র (d) প্রকটতার সূত্র
Q ➤ ২০. স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি ? (a) XY (b) XX (c) YY (d) XXYY
Q ➤ ২১. দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে সংকর কালো গিনিপিগ কতগুলি হবে ? (a) 25% (b) 50% (c) 75% (d) 100%
Q ➤ ২২. সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে জিন দুটি অবস্থান করে তাদের পরস্পরকে কি বলে ? (a) অ্যালিল (b) অ্যালিলোমর্ফ (c) সংকর (d) লোকাস
Q ➤ ২৩. মেণ্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত ? (a) এক সংকর জনন (b) দ্বি সংকর জনন (c) ত্রি সংকর জনন (d) সম্পূর্ণ প্রকটতা
Q ➤ ২৪. হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়া যার অনুরূপ সেটি হল- (a) ত্বকের বর্ণ (b) রাতকানা (c) মায়োপিয়া (d) বর্ণান্ধতা
Q ➤ ২৫. মেণ্ডেল তার দ্বি সংকর জননের পরীক্ষা থেকে যে সির্ধান্তে উপনীত হন- (a) স্বাধীন বিন্যাস সূত্র (b) প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র (c) পৃথকভবনের সূত্র (d) সবকটি
Q ➤ ২৬. একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র হবে- (a) 100% (b) 75% (c) 50% (d) 25%
Q ➤ ২৭. কোন রোগটি বংশগত নয় ? (a) হিমোফিলিয়া (b) বর্ণান্ধতা (c) থ্যালাসেমিয়া (d) অ্যানিমিয়া
Q ➤ ২৮. দ্বি সংকর জননে F2 জনুতে জিনোটাইপের সংখ্যা হল- (a) 6 (b) 9 (c) 3 (d) 1
Q ➤ ২৯. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে পরাগযোগ ঘটালে F1 জনুতে কত শতাংশ সংকর লম্বা গাছ জন্মাবে ? (a) 100% (b) 50% (c) 25% (d) 75%
Q ➤ ৩০. কোনটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ- (a) হিমোফিলিয়া (b) ম্যালেরিয়া (c) গয়টার (d) টাইফয়েড
Q ➤ ৩১. নীচের কোন জেনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। (a) BbRr (b) BBRr (c) BbRR (d) bbrr
Q ➤ ৩২. সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো–(a) bbRR, bbrr (b) BBRR, bbrr (c) bbRR, bbRr (d) BbRr, BbRR
Q ➤ ৩৩. একটি সংকর দীর্ঘ (Tt) ও একটি বিশুদ্ধ খর্ব (tt) মটরগাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায়, তার থেকে উৎপন্ন মটরগাছগুলির প্রকৃতি নির্ণয় করো- (a) 100% দীর্ঘ (b) 50% দীর্ঘ, 50% খর্ব (c) 100% খর্ব (d) 75% দীর্ঘ, 25% খর্ব
Q ➤ ৩৪. বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নীচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো- (a) গয়টার (b) ম্যালেরিয়া (c) থ্যালাসেমিয়া (d) যক্ষ্মা
Q ➤ ৩৫. নীচের কোন দুটিকে মেণ্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো– (a) কাণ্ডের দৈর্ঘ্য-লম্বা, বীজের আকার- গোল (b) ফুলের অবস্থান- শীর্ষ, ফুলের বর্ণ- সাদা (c) বীজপত্রের বর্ণ- সবুজ, বীজের আকার- কুঞ্চিত (d) কাণ্ডের দৈর্ঘ্য- খর্ব, বীজের আকার- কুঞ্চিত
Q ➤ ৩৬. কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো– (a) bbRR, bbrr (b) BBRR, bbrr (c) bbRR, bbRr (d) BbRr, BBRr
Q ➤ ৩৭. নীচের যে দুটিকে মেণ্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো- (a) ফুলের বর্ণ- বেগুনি, ফুলের অবস্থান- কাক্ষিক (b) কাণ্ডের দৈর্ঘ্য- খর্ব, পরিণত বীজের আকার- কুঞ্চিত (c) পরিণত বীজের আকার- গোল, বীজের বর্ণ- হলুদ (d) ফুলের অবস্থান- কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য
Q ➤ ৩৮. নীচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো- (a) কাণ্ডের দৈর্ঘ্য-বেঁটে (b) বীজের আকার- কুঞ্চিত (c) বীজপত্রের বর্ণ- হলুদ (d) ফুলের বর্ণ- সাদা
Q ➤ ৩৯. RRYY জিনোটাইপ যুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারন করো– (a) এক ধরনের (b) চার ধরনের (c) দুই ধরনের (d) তিন ধরনের
Q ➤ ৪০. হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল– (a) 75% (b) 50% (c) 100% (d) 0%
Q ➤ ৪১. মেন্ডেল মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিলেন ? – (a) সাত জোড়া (b) দশ জোড়া (c) এক জোড়া (d) পাঁচ জোড়া
Q ➤ ৪২. একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের টেস্ট ক্রস ঘটালে কালো ও সাদার অনুপাত কী হবে ? – (a) 1:1 (b) 1:2:1 (c) 3 : 1 (d) 1:3
Q ➤ ৪৩. নীচের কোন্ রোগটি সেক্স ক্রোমোজোম বাহিত ? – (a) থ্যালাসেমিয়া (b) বর্ণান্ধতা (c) T.B (d) ক্যানসার
Q ➤ ৪৪. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কী হবে ? – (a) Tt (b) TT (c) tt (d) Tt
Q ➤ ৪৫. মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ ? – (a) লম্বা (b) বেঁটে (c) সংকর লম্বা (d) সংকর বেঁটে
Q ➤ ৪৬. অপত্যে যখন প্রকট ও প্রচ্ছন্ন কোনো গুণই প্রকাশ পায় না এবং অন্তর্বর্তী গুণ প্রকাশিত হয় তখন তাকে কী বলে ? – (a) প্রকটতা (b) প্রচ্ছন্ন (c) অসম্পূর্ণ প্রকটতা (d) কোনোটিই ঠিক নয়
Q ➤ ৪৭. স্ত্রীলোকের লিঙ্গনির্ধারক ক্রোমোজোম কোনটি ? – (a) XY (b) XX (c) YY (d) XY
Q ➤ ৪৮. Tt জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা হয় ? – (a) বিশুদ্ধ লম্বা (b) সংকর লম্বা (c) মিশ্র লম্বা (d) কোনোটিই ঠিক নয়
Q ➤ ৪৯. স্ত্রীলোকের লিঙ্গনির্ধারক ক্রোমোজোম কোনটি ? – (a) XY (b) XX (c) yy (d) xy
Q ➤ ৫০. মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত ? – (a) সংকর জনন (b) দ্বিসংকর জনন (c) ত্রিসংকর জনন (d) সম্পূর্ণ প্রকটতা
Q ➤ ৫১. মেন্ডেলের প্রথম সূত্রটি হল – (a) প্রকটতার সূত্র (b) স্বাধীন সঞ্চারনের সূত্র (c) পৃথকভবনের সূত্র (d) কোনোটিই সঠিক নয়
Q ➤ ৫২. পুরুষের সেক্স ক্রোমোজোম কোনটি ? – (a) XX (b) YY (c) XY (d) কোনোটিই সঠিক নয়
Q ➤ ৫৩. মেন্ডেলের 7 জোড়া বিপরীত ধৰ্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল ? – (a) বেঁটে গাছ (b) সাদা ফুল (c) হলুদ ফল (d) বেগুনি ফুল
Q ➤ শূন্যস্থান পূরণ করো : ১. মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল __________ ও __________।
Q ➤ ২. মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন একজোড়া জিন __________ সৃষ্টি করে।
Q ➤ ৩. বিশুদ্ধ জীব সবসময়ই _________ হয়।
Q ➤ ৪. ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে বলে _________ ।
Q ➤ ৫. ফ্যাক্টর কথাটি প্রথম ব্যবহার করেন ___________ ।
Q ➤ ৬. ক্রোমোজোমের উপর জিনগুলি _________ সজ্জাক্রমে অবস্থান করে।
Q ➤ ৭. উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণকে ___________ বলে।
Q ➤ ৮. থ্যালাসা শব্দের অর্থ __________ ।
Q ➤ ৯. জীবের বাহ্যিক বৈশিষ্ট্যগুলিকে _______ বলে।
Q ➤ ১০. পুরুষদের লিঙ্গকে _________ বলে।
Q ➤ ১১. মহিলাদের লিঙ্গকে _________ বলে।
Q ➤ ১২. বংশগতি ও ________ একে অপরের পরিপূরক
Q ➤ ১৩. সবুজ বর্ণান্ধতাকে __________ বলে।
Q ➤ ১৪. _______ রোগে রক্ত তঞ্চন ব্যাহত হয়।
Q ➤ ১৫. হিমোফিলিয়া রোগের জিন _______ ।
Q ➤ ১৬. জিহ্বার রোলারের জন্য দায়ী জিন _______ ক্রোমোজোমে অবস্থিত।
Q ➤ ১৭. মানষের ‘Y’ ক্রোমোজোমে ________ জিন বর্তমান।
Q ➤ ১৮. কোনো প্রজাতির মোট জিনের সমষ্টিকে _______ বলে।
Q ➤ ১৯. _______ থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলে।
Q ➤ ২০. α (আলফা) থ্যালাসেমিয়ার জিন ______ ক্রোমোজোমে অবস্থিত।
Q ➤ ২১. মটর ফুল সম্পূর্ণ ও ___________ ।
Q ➤ ২২. হেটেরোজাইগাস জীবে _______ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত অবস্থায় থাকে।
Q ➤ ২৩. ________ বংশগতির জনক।
Q ➤ ২৪. মটর গাছের ________ জোড়া বিপরীতধর্মী।
Q ➤ নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : ১. মেন্ডেল তার গবেষণার কাজে গিনিপিগ ব্যবহার করেন।
Q ➤ ২. বংশগতি ও বিভেদন একে অপরের পরিপূরক।
Q ➤ ৩. সংলগ্ন কানের লতি প্রকট চরিত্র।
Q ➤ ৪. নীল মনিযুক্ত চোখ প্রকট চরিত্র।
Q ➤ ৫. জিনের যেস্থানে ক্রোমোজোম অবস্থান করে, তাকে লোকাস বলে।
Q ➤ ৬. Tt X tt হল টেস্ট ক্রস।
Q ➤ ৭. সন্তানের লিঙ্গ নির্ধারণে মাতাই প্রধান ভূমিকা নেয়।
Q ➤ ৮. রক্তের ফ্যাক্টর IX-এর অভাবে হিমোফিলিয়া-A দেখা যায়।
Q ➤ ৯. মানুষের লিঙ্গ নির্ধারণে X এবং Y ক্রোমোজোম প্রধান ভূমিকা পালন করে।
Q ➤ ১০. AA BB CC জীব থেকে দুপ্রকার গ্যামেট উৎপন্ন হবে।
Q ➤ ১১. হুইপল ও ব্রাডফোর্ড প্রথম থ্যালাসেমিয়া নামকরণ করেন।
Q ➤ ১২. ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার প্রথম হিমোফিলিয়া-A রোগটি দেখা যায়।
Q ➤ ১৩. রাতকানা একটি বংশগত রোগ।
Q ➤ ১৪. DNA ও RNA এর সুনির্দিষ্ট বিন্যাসকে জেনেটিক কোড বলে।
Q ➤ ১৫. মানুষের ক্ষুদ্রতম জিনটি হল ZFY.
Q ➤ ১৬. জিনগুলি যখন খুবই কাছাকাছি থাকে, তাকে বলে রূপান্তর।
Q ➤ ১৭. টেস্টক্রসের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী মেডেল।
Q ➤ ১৮. X ক্রোমোজোম আক্রোসেন্ট্রিক।
Q ➤ ১৯.‘X’ ক্রোমোজোম সাবমেটাসেণ্ট্রিক।
Q ➤ ২০. দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত 1:1:1:1
Q ➤ ২১. একসংকর টেস্ট ক্রসের অনুপাত 1:2:1
Q ➤ ২২. XX হল পুরুষদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
Q ➤ দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : ১. সেক্স ক্রোমোজোম : অ্যালোজোম :: __________ : হেটেরোজোম।
Q ➤ ২. হিমোফিলিয়া : ব্লিডার্স রোগ :: ক্রিসমাস রোগ : __________।
Q ➤ ৩. দ্য ভ্রিস : _______ :: সেরম্যাক : কোরেন্স।
Q ➤ ৪. রক্তাল্পতা : ________ :: থ্যালাসেমিয়া : α-থ্যালাসেমিয়া।
Q ➤ ৫. পৃথকীভবনসূত্র : _________ :: স্বাধীনবিন্যাস সূত্র : প্রকটতার সূত্র।
Q ➤ ৬. প্রোটানোপিয়া : _______ :: ট্রাইটানোপিয়া : ডিউটেরানোপিয়া।
Q ➤ ১. কোন বিজ্ঞানীকে বংশগতির জনক বলা হয় ?
Q ➤ ২. লোকাস কাকে বলে ?
Q ➤ ৩. মেন্ডেল মটরফুলকে কীভাবে স্ত্রী ফুলে পরিণত করেছিলেন ?
Q ➤ ৪. কী ধরনের গিনিপিগ নিয়ে একসংকর জনন ঘটালে অপত্য জনুতে ফল 3 : 1 হবে ?
Q ➤ ৫. মেন্ডেল একসংকর পরীক্ষা থেকে কী সূত্রে উপনীত হয়েছিলেন ?
Q ➤ ৬. লিঙ্গ নির্ধারণে কোন্ ক্রোমোজোমের ভূমিকা আছে ?
Q ➤ ৭. হিমোফিলিয়া রোগে কোন প্রকার ক্রোমোজোম গটিত রোগ ?
Q ➤ ৮. হিমোফিলিয়া আক্রান্ত রোগী কতদিন বাঁচে ?
Q ➤ ৯. বর্ণান্ধতা রোগে রোগী সাধারণত কোন্ বর্ণ চিনতে পারে না ?
Q ➤ ১০. ‘TT’ সংকেত দ্বারা একটি মটর গাছের ক্ষেত্রে কী বোঝানো হয়েছে।
Q ➤ ১১. জেনেটিক কোড কে আবিষ্কার করেন ?
Q ➤ ১২. মানুষের Y ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য কী ?
Q ➤ ১৩. সংকরায়ণ পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কী বলে ?
Q ➤ ১৪. রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গিয়েছিলো ?
Q ➤ ১৫. মেন্ডেলের সূত্রগুলি কী নামে পরিচিত ?
Q ➤ ১৬. Tt-র ফিনোটাইপ কী হবে ?
Q ➤ ১৭. মেন্ডেলের নিৰ্বিাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল ?
Q ➤ ১৮. পুরুষদের সেক্স ক্রোমোজোম কী প্রকারের ?