দশম শ্রেণির জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর, (অভিব্যক্তি ও অভিযোজন) মক্ টেস্ট | Class 10 Life Science MCQ Test Ch-4 WBBSE
📌আরও পড়ুনঃ
👉দশম শ্রেণি জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের মক্ টেস্ট Click Here
মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নপত্রে MCQতে মোট কত নম্বর থাকে তার নম্বর বিভাজন—
নং | প্রশ্নের ধরণ | নম্বর | মোট |
বিভাগ – ক | |||
---|---|---|---|
১. | সঠিক উত্তর নির্বাচন : | ১×১৫=১৫ | ১৫ |
বিভাগ – খ | |||
২.১ | শূন্যস্থান : | ১×৫=৫ | ৫ |
২.২ | সত্য মিথ্যা : | ১×৫=৫ | ৫ |
২.৩ | ম্যাচিং : | ১×৫=৫ | ৫ |
২.৪ | ১টি শব্দে বা বাক্যে : | ১×৬=৬ | ৬ |
মোট—৩৬ |
অভিব্যক্তি ও অভিযোজন (অধ্যায়-৪) থেকে যে ধরণের মক্ টেস্ট আছে, সেগুলি নীচে দেওয়া হল (প্রতিটি প্রশ্নের মান-১)—
• বহুবিকল্পভিত্তিক মক্ টেস্ট,
• শূন্যস্থান পূরণ করো : মক্ টেস্ট,
• নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : মক্ টেস্ট,
• দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : মক্ টেস্ট,
• বিসদৃশ শব্দটি বেছে লেখো : মক্ টেস্ট,
• এককথায় উত্তর দাও : মক্ টেস্ট।
Q ➤ ১. ‘রাসায়নিক বিবর্তনবাদের’ স্রষ্টা হলেন– (a) ওপারিন (b) হ্যাসলে (c) হ্যালডেন (d) হ্যালডেন এবং ওপারিন
Q ➤ ২. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা ছিলেন– (a) হ্যালডেন b. ওপারিন (c) ফক্স (d) হ্যাসলে
Q ➤ ৩. বিবর্তন সংক্রান্ত ‘প্রাকৃতিক নির্বাচনবাদ’ -এর প্রবক্তা হল– (a) ল্যার্মাক (b) হেকেল (c) হুগো দ্য ভ্রিস (d) ডারউইন
Q ➤ ৪. আধুনিক ঘোড়া হল– (a) ইওহিপ্পাস (b) ইকুয়াস (c) মেসোহিপ্পাস (d) প্লায়োহিপ্পাস
Q ➤ ৫. অর্ধবিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণির প্রাণীদের তা হল– (a) মৎস্য (b) উভচর (c) সরীসৃপ (d) পক্ষী ও স্তন্যপায়ী
Q ➤ ৬. ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি হল– (a) অঙ্গের ব্যবহার ও অব্যবহার (b) অস্তিত্বের জন্য সংগ্রাম (c) প্রাকৃতিক নির্বাচন (d) উত্তরাধিকার
Q ➤ ৭. একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপৃন্ডযুক্ত প্রাণীটি হল– (a) মাছ (b) ব্যাং (c) সাপ (d) কুমির
Q ➤ ৮. ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন – (a) ভাইসমান (b) হুগো দ্য ভ্রিস (c) ডারউইন (d) ভাইসম্যান
Q ➤ ৯. রাইনিয়া যে দুটি উদ্ভিদ বিভাগের সংযোগী উদ্ভিদ সেটি হল – (a) ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (b) টেরিডোফাইটা ও জিমনোস্পার্ম (c) জিমনোস্পার্ম ও আর্কিওস্পার্ম (d) একবীজপত্রী ও দ্বিবীজপত্রী
Q ➤ ১০. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির প্রবর্তক হলেন – (a) ডারউইন (b) ভাইসম্যান (c) ল্যামার্ক (d) ডানিকেন
Q ➤ ১১. আর্কিওপটেরিক্স-এর জীবাশ্ম যে দুটি শ্রেণির প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তা হল – (a) সরীসৃপ ও স্তন্যপায়ী (b) পক্ষী ও স্তন্যপায়ী (c) উভচর ও সরীসৃপ (d) সরীসৃপ ও পক্ষী
Q ➤ ১২. যে সকল উদ্ভিদ রুক্ষ, শুষ্ক, উষর পরিবেশে জন্মায় তাদের বলে – (a) হ্যালোফাইট (b) মেসোফাইট (c) হাইড্রোফাইট (d) জেরোফাইট
Q ➤ ১৩. নিউম্যাটোফোর দেখা যায় – (a) আম গাছে (b) ফণীমনসাতে (c) পাইন গাছে (d) সুন্দরী গাছে
Q ➤ ১৪. মৌমাছির বাৰ্তা প্রদানের নৃত্যের মহড়া দেখতে – (a) ‘S’ আকৃতির (b) ‘6’ আকৃতির (c) ‘8’ আকৃতির (d) ‘0’ আকৃতির।
Q ➤ ১৫. মাছের দেহের দুপাশে অবস্থিত ‘v’ আকৃতির পেশিকে বলে – (a) কোরাকো ব্রাকিয়ালিস (b) পেক্টোরালিস (c) বাইসেপস (d) মায়োটোম পেশি
Q ➤ ১৬. মাছের পটকায় অবস্থিত বিশেষ রক্তজালকটি হল – (a) রেডগ্রন্থি (b) পেকটিন (c) নিউম্যাটিক নালি (d) রেটিয়া মিরাবিলিয়া
Q ➤ ১৭. যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না,তা হলো – (a) শ্বাসমূল (b) বীজযুক্ত ফল (c) পুরু কিউটিকলযুক্ত পাতা (d) জরায়ুজ অস্কুরোদগম
Q ➤ ১৮. ‘যোগ্যতমের উদৰ্তন’ কথাটির সমর্থক কে ? – (a) ডারউইন (b) ল্যামার্ক (c) ডি-ভ্রিস (d) স্পেনসার
Q ➤ ১৯. ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল- (a) পৃথভবন (b) স্বাধীন বণ্টন। (c) প্রাকৃতিক নির্বাচন (d) উত্তরাধিকার
Q ➤ ২০. ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি ? – (a) প্লায়োহিপ্পাস (b) মেসোহিপ্পাস (c) ইওহিপ্পাস (d) ইকুয়াস
Q ➤ ২১. পটকার কোথায় রেড গ্ৰন্থি থাকে ? – (a) অগ্র প্রকোষ্ঠে (b) পশ্চাদ প্রকোষ্ঠে (c) উভয় প্রকোষ্ঠে
Q ➤ ২২. শ্বাসমূল থাকে – (a) সুন্দরী গাছে (b) বট গাছে c. ক্যাকটাস উদ্ভিদে (d) পদ্ম গাছে
Q ➤ ২৩. উটের রক্তকণিকা শতকরা কত শতাংশ বৃদ্ধি পেতে পারে – (a) 240% (b) 260% (c) 215% (d) 200%
Q ➤ ২৪. নিউম্যাটোফোর হল – (a) কান্ডরন্ধ্র (b) পত্ররন্ধ্র (c) শ্বাসরন্ধ্র (d) কোনোটিই সঠিক নয়
Q ➤ শূন্যস্থান পূরণ করো : ১. Evolution শব্দটির আক্ষরিক অর্থ ক্রমবিকাশ __________ ।
Q ➤ ২. জীবনের উৎপত্তি সম্পর্কে আধুনিক মতবাদের প্রবক্তা ________ ।
Q ➤ ৩. প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল ________ ।
Q ➤ ৪. জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রমাণ করেন বিজ্ঞানী ________ ।
Q ➤ ৫. পৃথিবীর প্রথম জীবকোশ হল ____________ ।
Q ➤ ৬. উচ্চ উস্নতায় পদার্থের দ্রুত প্রসারণকে ___________ ।
Q ➤ ৭. জীববিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন। ___________ ।
Q ➤ ৮. যোগ্যতমের উদৰ্তন মতবাদের প্রবক্তা ________ ।
Q ➤ ৯. জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা ________ ।
Q ➤ ১০. হুগো দ্য ভ্রিস হলেন _______ প্রবক্তা।
Q ➤ ১১. ________ অভিব্যক্তি ও অভিযোজন অভিব্যক্তির ফলে সমসংস্থ অঙ্গ গঠিত হয় ।
Q ➤ ১২. ________ একটি জীবন্ত জীবাশ্ম ।
Q ➤ ১৩. পাখির ডানা ও বাদুড়ের ডানা ________ অঙ্গের উদাহরণ।
Q ➤ ১৪. ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম ________।
Q ➤ ১৫. ________ হল আধুনিক ঘোড়া।
Q ➤ ১৬. ________ হল মায়োসিন যুগের ঘোড়া।
Q ➤ ১৭. মানুষের অ্যাপেনডিক্স একটি ________ অঙ্গ।
Q ➤ ১৮. অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম হল ________ ।
Q ➤ ১৯. ________ একটি মিসিং লিংক।
Q ➤ ২০. ক্যাকটাসের কাণ্ডকে ________ বলে।
Q ➤ ২১. রুইমাছের পাখনা সংখ্যা_________।
Q ➤ ২২. শ্বাসমূল দেখা যায়__________গাছে।
Q ➤ ২৩. পায়রার চোখে_________ থাকায় দৃষ্টি শক্তি প্রখর হয়।
Q ➤ ২৪. পায়রার হৃৎপিন্ডে প্রকোষ্ঠ সংখ্যা ___________।
Q ➤ ২৫. ‘মৌমাছির ভাষা’ আবিষ্কার করেন _________বিজ্ঞানী
Q ➤ ২৬. ভৌত শুষ্ক মৃত্তিকা হল_______ মৃত্তিকা।
Q ➤ ২৭. মৌমাছির নৃত্য___________ প্রকার।
Q ➤ ২৮. উটের দেহে জল পাওয়া যায় _________ বিপাকেরফলে ।
Q ➤ ২৯. একটি গৌণ খেচর অভিযোজিত প্রাণী হল ______ ।
Q ➤ ৩০. আধুনিক ঘোড়ার নাম___________।
Q ➤ ৩১. নিউম্যাটোফোর থাকে ___________ উদ্ভিদে।
Q ➤ ৩২. ‘অঙ্গের ব্যবহার ও অব্যবহার’_______ সূত্র।
Q ➤ নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : ১. Evolution কথাটির অর্থ ক্রমবিকাশ।
Q ➤ ২. অভিব্যক্তি যদি জীবের ক্রমবিকাশের ফল হয় তবে অভিযোজন হল এর কারণ।
Q ➤ ৩. ওপারিন ও হ্যালডেন জীবের জৈব রাসায়নিক উৎপত্তি সম্পর্কে মতবাদ প্রকাশ করেন।
Q ➤ ৪. প্রায় 400 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল।
Q ➤ ৫. কার্বনিফেরাস যুগে উভচর থেকে সরীসৃপের সৃষ্টি হয়।
Q ➤ ৬. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের মতবাদ।
Q ➤ ৭. হুগো দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা।
Q ➤ ৮. কুমিরের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ যুক্ত।
Q ➤ ৯. মাছের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড।
Q ➤ ১০. প্লিওহিসাসের অপর নাম হায়ারোকোথেরিয়াম।
Q ➤ ১১. ডারউইন রচিত মানব বিবর্তন সম্বন্ধীয় গ্রন্থটি হল ‘দ্য ভিসেন্ট অফ ম্যান’।
Q ➤ ১২. সায়ানোজেন মতবাদের প্রবক্তা লুই পাস্তুর।
Q ➤ ১৩. প্রাণের উৎপত্তির জন্য নিউক্লিক অ্যাসিড সবচেয়ে প্রয়োজনীয়।
Q ➤ ১৪. জীবের স্বতঃস্ফূৰ্ত উদ্ভবতত্ত্বের প্রথম বিরোধিতা করেন বিজ্ঞানী পাস্তুর।
Q ➤ ১৫. উট পাখির লুপ্তপ্ৰায় অগটি হল ডানা।
Q ➤ ১৬. একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্বের উদাহরণ স্কেনোডন।
Q ➤ ১৭. জৈব অভিব্যক্তির সবচেয়ে উল্লেখযোগ্য ও বলিষ্ঠ প্রমাণ হল জিবাশ্ম।
Q ➤ ১৮. প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হল RNA ।
Q ➤ ১৯. মেসোজোয়িক যুগে মানুষের আবির্ভাব ঘটে।
Q ➤ ২০. সিডনি ফক্স মাইক্লোস্কিয়ারের নাম কোয়াসারভেট।
Q ➤ ২১. লিমিউলাস একটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ।
Q ➤ ২২. জাঙ্গল উদ্ভিদের উদাহরণ হল সুন্দরী।
Q ➤ ২৩. ক্যাকটাসের কাণ্ডকে ফাইলোক্লেড বলে।
Q ➤ ২৪. পায়রার পিত্তাশয় থাকে না।
Q ➤ ২৫. সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায়।
Q ➤ ২৬. উটের কুঁজে সঞ্চিত প্রোটিন বিপাক ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে।
Q ➤ ২৭. উটের ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত থাকে।
Q ➤ ২৮. উটের রক্তে অবস্থিত গ্লোবিউলিন প্রোটিন দেহে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
Q ➤ ২৯. উটের RBC গোলাকার না ডিম্বাকার হওয়ায় RBC-এর প্রকৃত আয়তন প্রায় 240-250% বৃদ্ধি পায়।
Q ➤ ৩০. পরজীবীর দ্বারা সৃষ্ট রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য শিম্পাঞ্জি অ্যাসিপিলিয়ান রুডিস নামক ঔষধি গাছ ব্যবহার করে।
Q ➤ ৩১. রানি মৌমাছির উদরে ন্যাসোনভ গ্রন্থি থাকে যা থেকে ফিরোমোন নিঃসরণ করে।
Q ➤ ৩২. খাদ্যের উৎস 100 মিটারের বেশি দূরত্বে থাকলে মৌমাছি ওয়াগল নৃত্য পরিবেশন করে।
Q ➤ ৩৩. উটের চক্ষুপল্লব লম্বা লম্বা লোম দ্বারা ঘেরা থাকে।
Q ➤ ৩৪. আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ হল ইওহিপ্পাস।
Q ➤ ৩৫. ক্যাকটাস জেরোফাইট উদ্ভিদ।
Q ➤ বিসদৃশ শব্দটি বেছে লেখো : ১. প্রোটিন, হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া।
Q ➤ ২. অগ্ন্যাশয়, উপপল্লব, অ্যাপেনডিক্স।
Q ➤ ৩. ভাইসম্যান, ফোর্ড, রাইট, স্পেনসার।
Q ➤ ৪. ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রপদ, প্রজাপতির ডানা।
Q ➤ ৫. শালুক, পদ্ম, পানিফল, ফণীমনসা।
Q ➤ ৬. পায়রা, বাদুড়, চামচিকা, উড়ুক্ক মাছ ।
Q ➤ ৭. রুইমাছ, পটকা, মাকু আকৃতি, চক্রাকার নৃত্য।
Q ➤ ৮. মৌমাছি, মৌভাষা, ওয়াটার স্যাক, ওয়াগটেল নৃত্য।
Q ➤ ৯. যোগ্যতমের উদবর্তন, প্রাকৃতিক নির্বাচন, ডারইউনবাদ, অস্তিত্বের জন্য সংগ্রাম ।
Q ➤ ১০. জীবন্ত জীবাশ্ম, সিলাকান্থ, লিমিউলাস, স্ফেনোডন।
Q ➤ ১১. ভেদ, যোগ্যতমের উদবর্তন, ডারউইনবাদ, প্রাকৃতিক নির্বাচন।
Q ➤ ১২. পেকটিন, বায়ুথলি, পায়রা , নিউমেটিক অস্থি।
Q ➤ ১৩. লবণাম্বু উদ্ভিদ, ঠেসমূল, শ্বাসমূল, জরায়ুজ অকুরোদঙ্গম।
Q ➤ ১৪. অৰ্ধকঠিন মূত্র, ডিম্বাকার RBC, ওয়াটার স্যাক, উটের অভিযোজন।
Q ➤ ১. আনুমানিক কতদিন আগে জীবের উৎপত্তি ঘটেছিল ? (এককথায় উত্তর)
Q ➤ ২. প্ৰথম সৃষ্ট দুটি হাইড্রোকার্বনের নাম লেখো ।
Q ➤ ৩. মাইক্রোস্ফিয়ার প্রবক্তা তত্ত্বের কে ?
Q ➤ ৪. ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী ?
Q ➤ ৫. ইওহিপ্পাস কোন যুগের জীবাশ্ম ?
Q ➤ ৬. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে ?
Q ➤ ৭. হোমোলজি কাকে বলে ?
Q ➤ ৮. কোন শ্রেণির প্রাণীর হৃৎপিন্ড দু-প্রকোষ্ঠ যুক্ত ?
Q ➤ ৯. কীরূপ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি হল ?
Q ➤ ১০. দুটি প্রাণী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
Q ➤ ১১. সরীসৃপ ও পক্ষীর সংযোগী জীবাশ্মটির নাম কী ?
Q ➤ ১২. মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গ কোনটি ?
Q ➤ ১৩. ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী ?
Q ➤ ১৪. পত্রযুক্ত ক্যাকটাস পত্ররন্ধ্রের প্রকৃতি কী ?
Q ➤ ১৫. পায়রার ফুসফুসের সঙ্গে কতগুলি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে ?
Q ➤ ১৬. অস্থিবিশিষ্ট মাছেদের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত গ্যাস উৎপাদনকারী অঙ্গটির নাম কী ?
Q ➤ ১৭. উটের RBC-র বৈশিষ্ট্য কী যা জল নিরুদন হ্রাস করে ?
Q ➤ ১৮. মৌমাছির কয়প্রকার নৃত্য দেখা যায় ?
Q ➤ ১৯. মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল ?
Q ➤ ২০. ‘প্রাকৃতিক নির্বাচন’ কার মতবাদ ?
Q ➤ ২১. কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে ?
Q ➤ ২২. পায়রার বায়ুথলির সংখ্যা কটি ?
Q ➤ ২৩. শ্বাসমূল কোন গাছে দেখা যায় ?
Q ➤ ২৪. ‘বায়োজেনেটিক সূত্র’-এর প্রবক্তা কে?