দশম শ্রেণির জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর, (পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ) মক্ টেস্ট | Class 10 Life Science MCQ Test Ch-5 WBBSE
📌আরও পড়ুনঃ
👉দশম শ্রেণি জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের মক্ টেস্ট Click Here
মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্নপত্রে MCQতে মোট কত নম্বর থাকে তার নম্বর বিভাজন—
নং | প্রশ্নের ধরণ | নম্বর | মোট |
বিভাগ – ক | |||
---|---|---|---|
১. | সঠিক উত্তর নির্বাচন : | ১×১৫=১৫ | ১৫ |
বিভাগ – খ | |||
২.১ | শূন্যস্থান : | ১×৫=৫ | ৫ |
২.২ | সত্য মিথ্যা : | ১×৫=৫ | ৫ |
২.৩ | ম্যাচিং : | ১×৫=৫ | ৫ |
২.৪ | ১টি শব্দে বা বাক্যে : | ১×৬=৬ | ৬ |
মোট—৩৬ |
পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) থেকে যে ধরণের মক্ টেস্ট আছে, সেগুলি নীচে দেওয়া হল (প্রতিটি প্রশ্নের মান-১)—
• বহুবিকল্পভিত্তিক মক্ টেস্ট,
• শূন্যস্থান পূরণ করো : মক্ টেস্ট,
• নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : মক্ টেস্ট,
• দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : মক্ টেস্ট,
• বিসদৃশ শব্দটি বেছে লেখো : মক্ টেস্ট,
• এককথায় উত্তর দাও : মক্ টেস্ট।
Q ➤ ১. নীচের কোনটি মিথোজীবী ব্যাকটেরিয়া ? (a) অ্যাজোটোব্যাকটর (b) অ্যানাবিনা (c) রাইজোবিয়াম (d) স্পাইরুলিনা
Q ➤ ২. নাইট্রিফিকেশনে সাহায্য করে- (a) ব্যাসিলাস মাইকয়ডিস (b) অ্যাজোটোব্যাকটর (c) নাইট্রোব্যাকটর (d) অ্যাজোলা
Q ➤ ৩. শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে কি বলে ? (a) সিমবায়োসিস (b) নাইট্রিফিকেশন (c) ডিনাইট্রিফিকেশন (d) অ্যামোনিফিকেশন
Q ➤ ৪. নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলে- (a) নাইট্রিফিকেশন (b) ডিনাইট্রিফিকেশন (c) অ্যামোনিফিকেশন (d) অ্যামোনিফিকেশন
Q ➤ ৫. নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ থেকে অ্যামোনিয়া উৎপাদন পদ্ধতি কোনটি ? (a) নাইট্রিফিকেশন (b) অ্যামোনিফিকেশন (c) সিমবায়োসিস (d) ডিনাইট্রিফিকেশন
Q ➤ ৬. কোনটি নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল- (a) ভলভক্স (b) স্পাইরোগাইরা (c) ক্ল্যামাইডোমোনাস (d) অ্যানাবিনা
Q ➤ ৭. কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া- (a) ব্যাসিলাস (b) কক্কাস (c) অ্যাজোটোব্যাকটর (d) সবুজ শৈবাল
Q ➤ ৮. মটর গাছের মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া- (a) রাইজোবিয়াম (b) অ্যাজোটোব্যাকটর (c) ক্ল্যাসট্রিডিয়াম (d) ব্যাসিলাস
Q ➤ ৯. কোন উদ্ভিদে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বসবাস করে ? (a) অ্যাজোলা (b) সাইকাস (c) রাইজোবিয়াম (d) মারসেলিয়া
Q ➤ ১০. পানীয় জলে নাইট্রোজেনের পরিমান মাত্রাতিরিক্ত থাকার ফলে যে রোগ হয়- (a) অ্যাডামস সিন্ড্রোম (b) Blue Baby সিন্ড্রোম (c) Blue Beri সিন্ড্রোম (d) টার্নার সিন্ড্রোম
Q ➤ ১১. Environmental Protection Act গৃহীত হয়- (a) 1986 খ্রিস্টাব্দে (b) 1981 খ্রিস্টাব্দে (c) 1974 খ্রিস্টাব্দে (d) 1968 খ্রিস্টাব্দে
Q ➤ ১২. জেট বিমান থেকে যে এরোসল নির্গত হয় তাতে কি থাকে ? (a) কার্বন মনো অক্সাইড (b) সালফার ডাই অক্সাইড (c) ফ্লোওরোকার্বন (d) মিথেন
Q ➤ ১৩. যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয়- (a) সিসা (b) পারদ (c) ক্যাডমিয়াম (d) তামা
Q ➤ ১৪. আলোক রাসায়নিক ধোঁয়াতে থাকে- (a) মিথেন (b) ওজোন (c) কার্বন ডাই অক্সাইড (d) কার্বন মনো অক্সাইড
Q ➤ ১৫. শৈবাল ব্লুমের কারণ হল- (a) pH হ্রাস (b) pH বৃদ্ধি (c) BOD বৃদ্ধি (d) ইউট্রোফিকেশন
Q ➤ ১৬. ক্যাডমিয়াম থেকে সৃষ্ট মানব দেহের রোগ হল- (a) মিনামাটা (b) ইটাই ইটাই (c) ডিসলেক্সিয়া (d) ব্ল্যাক ফুট ডিজিজ
Q ➤ ১৭. নিচের কোন ধাতু মিনামাটা রোগ সৃষ্টি করে ? (a) পারদ (b) তামা (c) সিসা (d) ক্যাডমিয়াম
Q ➤ ১৮. পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়- (a) ফিনাইল (b) ওজোন (c) ক্লোরিন (d) ক্লোরামিন
Q ➤ ১৯. ইউট্রোফিকেশনের ফলে হ্রাস ঘটে- (a) দ্রাব্য লবনের (b) দ্রাব্য অক্সিজেনের (c) দ্রাব্য হাইড্রোজেনের (d) দ্রাব্য কার্বন ডাই অক্সাইডের
Q ➤ ২০. WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা- (a) 50 dB (b) 60 dB (c) 55 dB (d) 65 dB
Q ➤ ২১. কোনটি কীটনাশক- (a) BHC (b) ক্যাডমিয়াম (c) ফেনল (d) সালফিউরিক অ্যাসিড
Q ➤ ২২. কোনটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস- (a) অক্সিজেন (b) নাইট্রোজেন (c) নাইট্রাস অক্সাইড (d) অ্যামোনিয়া
Q ➤ ২৩. কোনটি যানবাহন থেকে নির্গত একটি দূষক- (a) এরোসল (b) Smog (c) PAN (d) সবকটি
Q ➤ ২৪. কোনটি গ্রীনহাউস গ্যাস নয় ? (a) N₂O (b) CFC (c) O₃ (d) SO₂
Q ➤ ২৫. অ্যাসিড বৃষ্টিতে থাকে- (a) নাইট্রিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড (b) কার্বলিক অ্যাসিড ও ফসফোরিক অ্যাসিড (c) সালফিউরিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড (d) নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড
Q ➤ ২৬. অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হল- (a) SPM বৃদ্ধিতে (b) গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে (c) শব্দের বৃদ্ধিতে (d) ইউট্রোফিকেশন
Q ➤ ২৭. খাদ্যশৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলে– (a) বায়োঅ্যাকুমুলেশন (b) বায়োম্যাগনিফিকেশন (c) বায়োডাইভারসিটি (d) বায়োজিও কেমিক্যাল সাইকেল
Q ➤ ২৮. কৃষিক্ষেত্রে ব্যবহার করা কীটনাশক হল- (a) SO₂ (b) PAN (c) CH₄ (d) এনড্রিন
Q ➤ ২৯. জীবের ঘনত্ব নিরপেক্ষ বৃদ্ধি হারের লেখচিত্র হল- (a) S আকৃতির (b) J আকৃতির (c) দুটোই (d) কোনোটিই নয়
Q ➤ ৩০. লজিস্টিক বৃদ্ধির লেখচিত্র হল- (a) অনুভূমিক (b) S আকৃতির (c) J আকৃতির (d) কোনোটিই নয়
Q ➤ ৩১. জন্মহার – মৃত্যুহার = (a) পপুলেশন সূচক (b) প্রজনন হার (c) পপুলেশন ঘনত্ব (d) লিংকন সূচক
Q ➤ ৩২. জীবসংখ্যায় অনিয়ন্ত্রিত বৃদ্ধি লক্ষ্য করা যায়- (a) জৈবিক ক্ষমতার অনুপস্থিতি (b) একটি স্থির ধারন ক্ষমতা (c) পরিবেশগত বাধার অনুপস্থিতি (d) প্রচুর পরিবেশগত গঠন
Q ➤ ৩৩. ব্রঙ্কাইটিস রোগে ক্ষতিগ্রস্ত হয় – (a) পরিপাকতন্ত্র (b) হৃৎপিণ্ড (c) শ্বাসতন্ত্র (d) মস্তিষ্ক
Q ➤ ৩৪. হাঁপানির একটি জৈব কারণ হলো- (a) PVC (b) প্যারাসিটামল (c) পরাগরেণু (d) রাসায়নিক যৌগ
Q ➤ ৩৫. COPD হয়– (a) শব্দ দূষণের ফলে (b) তেজস্ক্রিয় দর্শনের ফলে (c) বায়ু দূষণের ফলে (d) জল দূষণের ফলে
Q ➤ ৩৬. হাঁপানের কারণ হলো- (a) ফুসফুসের প্রদাহ (b) রক্তে CO₂ এর পরিমান বেশি (c) ক্রোমশাখা ও উপক্রোমশাখার প্রদাহ (d) ভাইরাস সংক্রমণ
Q ➤ ৩৭. Rosen কত খ্রিস্টাব্দে “জীববৈচিত্র্য” শব্দটি প্রবর্তন করেন ? (a) 1980 (b) 1982 (c) 1985 (d) 1989
Q ➤ ৩৮. হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন- (a) Rosen (b) Myers (c) Willson (d) Watson
Q ➤ ৩৯. সমগ্র পৃথিবীতে স্থলজ হটস্পটের সংখ্যা- (a) 30 টি (b) 36 টি (c) 31 টি (d) 40 টি
Q ➤ ৪০. ভারতবর্ষের হটস্পট এর সংখ্যা- (a) একটি (b) দুটি (c) তিনটি (d) চারটি
Q ➤ ৪১. কোনটি এক্স- সিটু সংরক্ষণ- (a) জাতীয় উদ্যান (b) অভয়ারণ্য (c) বায়োস্ফিয়ার রিজার্ভ (d) চিড়িয়াখানা
Q ➤ ৪২. ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি- (a) বন্দিপুর (b) করবেট (c) কানহা (d) সুন্দরবন
Q ➤ ৪৩. সিকিম ও অরুনাচলে কোন প্রাণীর সংরক্ষণ করা হয়- (a) বানর (b) রেড পান্ডা (c) গন্ডার (d) বাঘ
Q ➤ ৪৪. WWF এর সংকেত হিসেবে কোন প্রাণীকে ধরা হয়- (a) বাঘ (b) হার্ণবিল (c) জায়ান্ট পান্ডা (d) সিংহ
Q ➤ ৪৫. পশ্চিমবঙ্গে সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে- (a) বেথুয়া ডহরি (b) গরুমারা (c) বক্সা (d) জলদাপাড়া
Q ➤ ৪৬. জীববৈচিত্র হাসের প্রধান কারণ- (a) জল দূষণ (b) শব্দ দূষণ (c) চোরা শিকার (d) রোগ
Q ➤ ৪৭. আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়- (a) ১ জুলাই (b) ১৫ জুলাই (c) ২০ জুলাই (d) ২৯ জুলাই
Q ➤ ৪৮. ভারতের সর্ববৃহৎ লুপ্ত প্রায় পাখিটি হলো- (a) শকুন (b) ফ্লেমিঙ্গো (c) গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড (d) হর্ণ বিল
Q ➤ ৪৯. জিন ব্যাংক হল- (a) এক্স-সিটু সংরক্ষণ (b) ইন-সিটু সংরক্ষণ (c) বায়োস্ফিয়ার রিজার্ভ (d) অভয়ারণ্য
Q ➤ ৫০. বেথুয়াডহরি কোন রাজ্যে অবস্থিত – (a) পশ্চিমবঙ্গ (b) তামিলনাড়ু (c) কর্ণাটক (d) কেরালা
Q ➤ ৫১. গন্ডার সংরক্ষণ কোথায় হয়- (a) পালামৌ (b) করবেট (c) কাজিরাঙা (d) নন্দনকানন
Q ➤ ৫২. পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে গন্ডার সংরক্ষণ করা হয় – (a) সুন্দরবন (b) জলদাপাড়া (c) গুজরাটের গির (d) অসমের কাজিরাঙ্গা
Q ➤ ৫৩. ভারতের নবীনতম বায়োস্ফিয়ার হল- (a) সিমলিপাল (b) অমরকণ্টক (c) সুন্দরবন (d) পাঁচমারি
Q ➤ ৫৪. সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পট এর সংখ্যা কটি– (a) ৮ টি (b) ৩৬ টি (c) ৬৪ টি (d) ৪ টি
Q ➤ ৫৫. বিপন্ন প্রজাতির বানর কোন হটস্পট অঞ্চলে পাওয়া যায়- (a) পূর্ব হিমালয় অঞ্চলে (b) ইন্দো বার্মা অঞ্চলে (c) পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা অঞ্চলে (d) সন্ধ্যা অ্যান্ড অঞ্চলে
Q ➤ ৫৬. ভারতবর্ষের একটি বহিরাগত প্রজাতি হল – (a) তেলাপিয়া (b) পার্থেনিয়াম (c) কচুরিপানা (d) সবকটি
Q ➤ ৫৭. কোন অঞ্চলের স্থানীয় মানুষের জীববৈচিত্র সম্পর্কিত তথ্য রেকর্ড বা তথ্য ভান্ডার হল- (a) WWE (b) IUCN (c) JFM (d) PBR
Q ➤ ৫৮. প্রজেক্ট টাইগার চালু হয়- (a) ১৯৯২ সালে (b) ১৯৭৩ সালে (c) ১৯ ৭৪ সালে (d) ১৯৭৫ সালে
Q ➤ ৫৯. মাটিতে থাকা নাইট্রোজেনকে পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম অণুজীবটি শনাক্ত করো। (a) সিউডোমোনাস (b) নাইট্রোসোমোনাস (c) রাইজোবিয়াম (d) ব্যাসিলাস
Q ➤ ৬০. নিন্মলিখিত কোন গাছের পুনরুদ্ধারের জন্য এবং কোথায় সর্বপ্রথম JFM আন্দোলন শুরু হয়- (a) শাল গাছ, বাঁকুড়া (b) শাল গাছ, পশ্চিম মেদিনীপুর (c) সেগুন গাছ, বাঁকুড়া (d) সেগুন গাছ, পশ্চিম মেদিনীপুর
Q ➤ ৬১. র্যাফ্লেসিয়ার অনেকগুলি প্রজাতির দেখা মেলে যে হটস্পটে সেটি নির্বাচন করো। (a) পূর্ব হিমালয় (b) সুন্দাল্যাণ্ড (c) ইন্দোবার্মা (d) পশ্চিমঘাট পর্বত
Q ➤ ৬২. নীচের কোনটি SPM (Suspended Particular Matter) নয় তা স্থির করো- (a) CFC (b) বিভিন্ন ধাতব বা ধাতব যৌগ কণা (c) ধূলিকণা (d) বিভিন্ন রূপের কার্বন কণা
Q ➤ ৬৩. ভারতে অনুপ্রবেশকারী একটি বিদেশি উদ্ভিদ হল- (a) জবা (b) কলাb(c) কচুরিপানা (d) করবী
Q ➤ ৬৪. নীচের কোনটি শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে উপস্থিত মিথোজীবী ব্যাকটেরিয়া তা হল- (a) ক্লসট্রিডিয়াম (b) অ্যানাবিনা (c) নস্টক (d) রাইজোবিয়াম
Q ➤ ৬৫. সর্পগন্ধা ও খলসে মাছের জীববৈচিত্র্য হ্রাসের সঙ্গে কারণগুলির সম্পর্ক স্থাপন করে লেখো। (a) অতি ব্যবহার, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ (b) চোরাশিকার, দূষণ (c) অতি ব্যবহার, প্রাকৃতিক দুর্যোগ (d) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, জলবায়ুর পরিবর্তন
Q ➤ ৬৬. ডিমে তা দেবার সময় মৎসভূক পাখিদের ডিমের খোলক ভেঙে যায়, এর সঠিক কারনটি হলো– (a) গ্লোবাল ওয়ার্মিং (b) ইউট্রোফিকেশন (c) বায়োম্যাগনিফিকেশন (d) নাইট্রিফিকেশন
Q ➤ ৬৭. বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ – (a) 77.17% (b) 20.60% (c) 70.17% (d) 0.03%
Q ➤ ৬৮. অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন হওয়াকে বলে- (a) নাইট্রিফিকেশন (b) ডিনাইট্রিফিকেশন (c) অ্যামোনিফিকেশন (d) সিমবায়োসিস
Q ➤ ৬৯. নীচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে ? – (a) সিউডোমোনাস (b) নাইট্রোব্যাকটার (c) নস্টক (d) রাইজোবিয়াম
Q ➤ ৭০. গৌণ দূষক হল – (a) PAN (b) এরোসল (c) CO (d) CO₂
Q ➤ ৭১. আলোক রাসায়নিক ধোঁয়াশাতে সবসময়ে থাকে – (a) মিথেন (b) ওজোন (c) CO₂ (d) CO
Q ➤ ৭২. মুখ্য বায়ুদূষক হল – (a) CO₂ (b) CO (c) N₂ (d) SO₂
Q ➤ ৭৩. মিনামাটা রোগ প্রথম দেখা যায় – (a) জাপানে (b) অস্ট্রেলিয়ায় (c) ভারতে (d) চিনে
Q ➤ ৭৪. DDT এর সর্বাধিক বায়োম্যাগনিফিকেশন দেখা যায় – (a) মানুষে (b) শৈবালে (c) মাছে (d) উদ্ভিদে
Q ➤ ৭৫. পপুলেশন ঘনত্ব গণনা করা যায় যার সাহায্যে – (a) D=S/N (b) D=N/s (c) D=S/W (d) D=w/s
Q ➤ ৭৬. নীচের কোন রোগে ইনহেলার ব্যবহার করা হয় ? – (a) ক্যানসার (b) অ্যাজমা (c) ব্রংকাইটিস (d) AIDS
Q ➤ ৭৭. নীচের কোনটি ক্যানসার নয় ? – (a) সারকোমা (b) লিম্ফোমা (c) গ্লুকোমা (d) কারসিনোমা।
Q ➤ ৭৮. পপুলেশন দিবস হল – (a) 11 জুলাই (b) 5 মে (c) 21 আগস্ট (d) 1 ডিসেম্বর
Q ➤ ৭৯. ভ্যাসিসিন পাওয়া যায় ________ গাছ থেকে। – (a) ধুতুরা (b) সর্পগন্ধা (c) বাসক (d) কুচেলা
Q ➤ ৮০. কোনটি ভারতীয় হটস্পট নয় ? – (a) পূর্বহিমালয় (b) ইন্দোবাৰ্মা (c) পশ্চিমঘাট (d) সুন্দরবন
Q ➤ ৮১. ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা- (a) 13 টি (b) 12 টি (c) 11 টি (d) 10 টি
Q ➤ ৮২. বাঘকে বিপন্ন প্রাণী হিসাবে গণ্য করা হয় – (a) 1968 খ্রিস্টাব্দে (b) 1980 খ্রিস্টাব্দে (c) 1977 খ্রিস্টাব্দে (d) 1990 খ্রিস্টাব্দে
Q ➤ ৮৩. সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় ? – (a) বানর (b) রেড পান্ডা (c) গন্ডার (d) বাঘ
Q ➤ ৮৪. আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয় – (a) 1 জুলাই (b) 15 জুলাই (c) 20 জুলাই (d) 29 জুলাই
Q ➤ ৮৫. নীচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত ? – (a) গির (b) বন্দিপুর (c) কাজিরাঙা (d) জলদাপাড়া
Q ➤ ৮৬. কাণহা জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত ? – (a) বাঘ (b) কুমির (c) গন্ডার (d) পাখি
Q ➤ ৮৭. পশ্চিমবঙ্গের সুন্দরবন হল– (a) অভয়ারণ্য (b) জাতীয় পার্ক (c) বায়োস্ফিয়ার রিজার্ভ (d) সংরক্ষিত বন
Q ➤ ৮৮. কুইনাইন কোন রোগের ওষুধ– (a) অ্যাজমা (b) নিউমোনিয়া (c) টাইফয়েড (d) ম্যালেরিয়া
Q ➤ ৮৯. পশ্চিমবঙ্গের সুন্দরবন হল– (a) অভয়ারণ্য (b) জাতীয় পার্ক (c) বায়োস্ফিয়ার রিজার্ভ (d) সংরক্ষিত বন
Q ➤ শূন্যস্থান পূরণ করো : ১. বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ _______
Q ➤ ২. জীবদেহে প্রোটিনের একটি আবশ্যিক উপাদান ___________ ।
Q ➤ ৩. মাটিতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ ____________।
Q ➤ ৪. লেগ হিমোগ্লোবিন _________ উদ্ভিদের মূলে থাকে।
Q ➤ ৫. ________ পদ্ধতিতে নাইট্ৰাইট নাইট্রেটে পরিণত হয়।
Q ➤ ৬. ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনঘটিত যৌগ হল __________।
Q ➤ ৭. অ্যামোনিয়া থেকে নাইট্ৰাইট ও নাইট্রেট তৈরি হওয়াকে বলে ____________ ।
Q ➤ ৮. যে সকল পদার্থ পরিবেশ দূষণ ঘটায়, তাদের __________বলে ।
Q ➤ ৯. শব্দ পরিমাপক একক হল ________ ।
Q ➤ ১০. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে _________ গ্যাস উৎপন্ন ।
Q ➤ ১১. ধোঁয়াশার প্রধান উপাদান PAN ও __________ ।
Q ➤ ১২. ___________হল প্রাকৃতিক বৃক্ক ।
Q ➤ ১৩. CFC হল __________ গ্যাস ।
Q ➤ ১৪. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস হল ___________ ।
Q ➤ ১৫. ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হল __________ ।
Q ➤ ১৬. ইউট্রফিকেশন শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী _________ ।
Q ➤ ১৭. একটি প্রাথমিক বায়ুদূষক হল __________ ।
Q ➤ ১৮. পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল _________ ।
Q ➤ ১৯. বিশ্বের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ দেশ হল ________।
Q ➤ ২০. অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় ________।
Q ➤ ২১. জীবের সন্তান উৎপাদনের হারকে ________ বলে।
Q ➤ ২২. ________একটি তেজস্ক্রিয় গ্যাস ।
Q ➤ ২৩. ক্যানসার সৃষ্টিকারী পদার্থগুলিকে ________বলে
Q ➤ ২৪. সর্বাধিক জনন ক্ষমতার হারকে তা ________ বলে।
Q ➤ ২৫. বর্তমানে ভারতে প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্য সংখ্যা ________ জন ।
Q ➤ ২৬. ক্যানসার শব্দটি ল্যাটিন শব্দ ________ থেকে সৃষ্টি হয়েছে ।
Q ➤ ২৭. বিজ্ঞানী _________ 1980 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীববৈচিত্র্যকে ব্যাখ্যা করেন ।
Q ➤ ২৮. সমগ্র পৃথিবীতে __________ টি মেগা-ডাইভারসিটির দেশ আছে ।
Q ➤ ২৯. ভারতে ________ হটস্পট আছে ।
Q ➤ ৩০. পৃথিবীর মোট স্থলভাগের __________ ভারতে অবস্থিত ।
Q ➤ ৩১. সুন্দরবনের ________ স্থলভাগ ও _________ জলভাগ ।
Q ➤ ৩২. বিশ্বের প্রথম জাতীয় উদ্যান __________।
Q ➤ ৩৩. ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা ________।
Q ➤ ৩৪. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল _________ ।
Q ➤ ৩৫. _________ বৈচিত্র্যকে টার্ন ওভার বৈচিত্র্য বলে ।
Q ➤ ৩৬. জলদাপাড়াকে _________ খ্রিস্টাব্দে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় ।
Q ➤ ৩৭. রেড পান্ডা _________ রাজ্যের জাতীয় পশু ।
Q ➤ ৩৮. রেড পান্ডার অপর নাম _________ ।
Q ➤ ৩৯. কলকাতার ফুসফুস বলা হয় _________ কে ।
Q ➤ ৪০. সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের অপর ব্যাঘ্রপ্রকল্পটি হল _________ ।
Q ➤ নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : ১. প্রোটিনের প্রধান উপাদান হল নাইট্রোজেন।
Q ➤ ২. উদ্ভিদ মূল দ্বারা নাইট্রাইট লবণ শোষণ করে।
Q ➤ ৩. স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা বছরে একর প্রতি 40-80 kg নাইট্রোজেন স্থিতিকরণ হয়।
Q ➤ ৪. অ্যাজোটোব্যাকটার একটি মিথোজীবী ব্যাকটেরিয়া।
Q ➤ ৫. ধূমপায়ীদের প্রায় 80-85% ফুসফুসের ক্যানসার হয়।
Q ➤ ৬. সিউডোমোনাস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
Q ➤ ৭. অধিক নাইট্রোজেন গ্রহণের ফলে শিশুদের ব্লু-বেবি সিনড্রোম দেখা যায়।
Q ➤ ৮. প্রতি বছর পৃথিবীতে নাইট্রাস অক্সাইডের পরিমাণ শতকরা 0.5 ভাগ করে বৃদ্ধি পাচ্ছে।
Q ➤ ৯. অ্যামোনিফিকেশনের অপর নাম মিনেরালাইজেশন।
Q ➤ ১০. বাতাসের নাইট্রোজেনের শতকরা পরিমাণ 88.14%।
Q ➤ ১১. হেটেরোসিস্ট কোশ নীলাভ সবুজ শৈবালে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে।
Q ➤ ১২. গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে N₂O এর শতকরা পরিমাণ 16%।
Q ➤ ১৩. ইউট্রফিকেশনের ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ।
Q ➤ ১৪. শব্দ পরিমাপের একক হার্জ ।
Q ➤ ১৫. ওজোন স্তর ধ্বংসের কারণ CFC ।
Q ➤ ১৬. প্রধান বায়ুদূষক হল ধোঁয়াশা ।
Q ➤ ১৭. অ্যাসিড বৃষ্টিতে HCl এর শতকরা পরিমাণ 40% ।
Q ➤ ১৮. SPM একটি গৌণ দূষক ।
Q ➤ ১৯. ধোঁয়াশা হল ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ।
Q ➤ ২০. BOD এর একক mg/lit ।
Q ➤ ২১. রেডন গ্যাসটি ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী।
Q ➤ ২২. 8 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস।
Q ➤ ২৩. বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ।
Q ➤ ২৪. প্লুরার প্রদাহকে প্লুরিসি বলে।
Q ➤ ২৫. বর্তমানে মানুষের গেড় আয়ু 70-100 বছর।
Q ➤ ২৬. 2,4-D হল একটি ক্যানসার সৃষ্টিকারী আগাছানাশক।
Q ➤ ২৭. ধোঁয়াশা একটি প্রাথমিক দূষক।
Q ➤ ২৮. শব্দের নিরাপদ মাত্রা 60 dB ।
Q ➤ ২৯. ট্যাক্সাস উদ্ভিদ থেকে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধী ঔষধ পাওয়া যায়।
Q ➤ ৩০. সুন্দরবনের কিস্টোন প্রজাতি হল রয়েল বেঙ্গাল টাইগার।
Q ➤ ৩১. সুন্দরবনের 60% জলভাগ।
Q ➤ ৩২. বায়োস্ফিয়ার রিজার্ভ প্রধানত তিনটি অঞ্চলে বিভক্ত ।
Q ➤ ৩৩. 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হয়।
Q ➤ ৩৪. JFM ভারত সরকারের একটি সংস্থা। উত্তরঃ সত্য
Q ➤ ৩৬. বর্তমানে ভারতে 28টি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে।
Q ➤ ৩৭. ভারত সরকার প্রতিবছরে জুলাই ও ফেব্রুয়ারি মাসে বনমহোৎসব অনুষ্ঠান পালন করে।
Q ➤ ৩৮. পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর একটি অভয়ারণ্য।
Q ➤ ৩৯. ভারতের প্রথম জাতীয় উদ্যান হল হেইলি জাতীয় উদ্যান।
Q ➤ ৪০. পালামৌ অভয়ারণ্যটি ঝাড়খণ্ডে অবস্থিত।
Q ➤ ৪১. IUCN রেড ডাটা বুকে ক্যাটেগোরির সংখ্যা ৪টি।
Q ➤ ৪২. বিষুবরেখার নিকটবর্তী দেশগুলি মেগাবায়োডাইভার সিটির দেশ।
Q ➤ ৪৩. সুন্দরবনে প্রায় 35 প্রজাতির সরীসৃপ দেখতে পাওয়া যায়।
Q ➤ ৪৪. মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদা বাঘ পাওয়া যায়।
Q ➤ দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : ১. N₂O : বিশ্ব উষ্ণায়ণ :: NOx : ___________। (দ্বিতীয় জোড়টির শূন্যস্থান)
Q ➤ ২. অ্যানাবিনা : নীলাভ সবুজ শৈবাল :: অ্যাজোটোব্যাকটর : __________ ।
Q ➤ ৩. মুখ্য দূষক : CO :: গৌণ দূষক : ___________ ।
Q ➤ ৪. ক্যাডমিয়াম : ইটাই-ইটাই :: সিসা : ____________ ।
Q ➤ ৫. আমাশয় : প্রোটোজোয়াঘটিত :: রক্ত আমাশয় : ____________ ।
Q ➤ ৬. গ্রিনহাউস প্রভাব : টিনডাল :: অল্পবৃষ্টি : ____________ ।
Q ➤ ৭. PAN : Peroxy acetyl nitrate : EPA : ____________ ।
Q ➤ ৮. আখের ছিবড়া : ব্যাগালোসিস :: নিকেল : __________ ।
Q ➤ ৯. ইনহেলার : অ্যাজমা :: কেমোথেরাপি : ___________ ।
Q ➤ ১০. ভারতের হটস্পট : 4টি :: পৃথিবীর হটস্পট : _________।
Q ➤ ১১. ব্ৰঙ্কাইটিস : বাসক :: ক্যানসার : __________।
Q ➤ ১২. রেড পান্ডা : Aliurus fulgens :: কুমির : __________।
Q ➤ ১৩. জাতীয় উদ্যান : ইনসিটু সংরক্ষণ :: চিড়িয়াখানা : ____________।
Q ➤ ১৪. বক্সা : জাতীয় উদ্যান :: সুন্দরবন : ____________।
Q ➤ বিসদৃশ শব্দটি বেছে লেখো : ১. ব্যাসিলাস মাইকয়ডিস, ব্যাসিলাস ভালগারিস, ব্যাসিলাস মেসেন্টেরিকাস, নাইট্রোকক্কাস।
Q ➤ ২. অ্যামোনিয়া, ইউরিয়া, BHC, মিথেন ।
Q ➤ ৩. NO₂, CO, CFCS , O₂
Q ➤ ৪. শৈবাল ব্লুম, ইউট্রফিকেশন, হাঁপানি, কলেরা।
Q ➤ ৫. কলেরা, আমাশয়, হাঁপানি, টাইফয়েড ।
Q ➤ ৬. মিথেন, ছাই, পরাগরেণু, ধূলিকণা ।
Q ➤ ৭. মণিপুর, মিজোরাম, কেরল, মেঘালয় ।
Q ➤ ৮. কাজিরাঙা, জলদাপাড়া, জিম করবেট, গোরুমারা।
Q ➤ ৯. জলদাপাড়া, ভরতপুর, কানহা, হাজারিবাগ।
Q ➤ অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো : ১. নস্টক, অ্যানাবিনা, ওসিলেটোরিয়া, সায়ানো-ব্যাকটেরিয়া। (অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো)।
Q ➤ ২. অলড্রিন, DDT, জৈববিবর্ধন, হেপ্টাক্লোর।
Q ➤ ৩. HNO₃, অল্পবৃষ্টি, H₂SO₄, HC
Q ➤ ৪. পরাগরেণু, কয়লাগুঁড়ো,ধুলো, SPM
Q ➤ ৫. পশ্চিমঘাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট।
Q ➤ ৬. পূর্বহিমালয়, হটস্পট, সুন্দাল্যান্ড, ইন্দো-বাৰ্মা।
Q ➤ ৭. শব্দদূষণ, বায়ুদূষণ, দূষণ, বায়ুদূষণ।
Q ➤ ১. একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। (এককথায় উত্তর দাও)
Q ➤ ২. ক্লসট্রিডিয়াম কীরূপ জীব ?
Q ➤ ৩. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
Q ➤ ৪. একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
Q ➤ ৫. দেহে নাইট্রোজেনের একটি উপযোগিতা লেখো।
Q ➤ ৬. একটি নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাসের নাম করো।
Q ➤ ৭. SPM-এর পুরো নাম লেখো।
Q ➤ ৮. CFCs-এর পুরো নাম কী ?
Q ➤ ৯. একটি আগাছানাশকের নাম করো ।
Q ➤ ১০. কত ভেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায় ?
Q ➤ ১১. জলবাহিত একটি রোগের নাম করো।
Q ➤ ১২. একটি গৌণ বায়ুদূষকের নাম করো।
Q ➤ ১৩. একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও।
Q ➤ ১৪. ভারতবর্ষে কতগুলো হটস্পট আছে ?
Q ➤ ১৫. জীববৈচিত্র্য বিলুপ্তির একটি কারণ লেখো।
Q ➤ ১৬. ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোনটি ?
Q ➤ ১৭. কোথায় সাদা বাঘ পাওয়া যায় ?
Q ➤ ১৮. সুন্দরবনের কোন দ্বীপে কুমির পাওয়া যায় ?
Q ➤ ১৯. ক্রায়োসংরক্ষণের তাপমাত্রা কত ?
Q ➤ ২০. আরাবারি অরণ্য কোথায় অবস্থিত ?
Q ➤ ২১. ভারতের কোথায় রেন ফরেস্ট দেখা যায় ?
Q ➤ ২২. একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও।
Q ➤ ২৩. সুন্দরবনের একটি আকর্ষণীয় উদ্ভিদের নাম কী ?