Activity Task (January) 2022
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
বাংলা (প্রথম ভাষা)
পূর্ণমান : ২০
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ তপনের মেসোমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন –
(ক) শুকতারা
(খ) সন্ধ্যাতারা
(গ) বালক
(ঘ) জ্ঞানান্বেষণ
উত্তরঃ(খ) সন্ধ্যাতারা।
১.২ তপনের লেখা প্রথম গল্পটির নাম –
(ক) রাজা-রানির গল্প
(খ) অ্যাকসিডেন্ট
(গ) প্রথম দিন
(ঘ) বিদ্যালয় জীবনের অবিজ্ঞতা
উত্তরঃ(গ) প্রথম দিন।
১.৩ তপনের লেখা গল্প তার মেসোমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের –
(ক) মা
(খ) বাবা
(গ) মেজোকাকু
(ঘ) ছোটোমাসি
উঃ (ঘ) ছোটোমাসি।
২. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
২.১ ‘… এমন সময় ঘটল সেই ঘটনা’। – উদ্ধৃতাংশের কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
উত্তরঃ পত্রিকায় নিজের লেখা গল্প ছাপা হওয়ার সমস্ত আশা ছেড়ে দিয়ে তপন বিষন্ন মনে বসেছিল। সেই সময় ছােটমাসি আর মেসাে হাতে ‘সন্ধ্যাতারা’ পত্রিকা নিয়ে তাদের বাড়িতে হাজির। উদ্ধৃতাংশে এই ঘটনার কথাই বলা হয়েছে।
২.২ ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।’ – কোন্ কথাটা ছড়িয়ে পড়ে?
উত্তরঃ
২.৩ ‘বুকের রক্ত ছলকে ওঠে তপনের।’ – কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল?
উত্তরঃ
৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর লেখো :
৩.১ ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?’ – কোন্ ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে?
উত্তরঃ
৩.২ ‘যদি কখনো লেখো ছাপতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে।’ – কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল? কেন তার এমন সিদ্ধান্ত?
উত্তরঃ
৩.৩ গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ তপনের না হওয়ার কারণ কী? কেন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের হয়ে উঠল?
উত্তরঃ
৪. কম-বেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
‘জ্ঞনচক্ষু’ গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উন্মীলিত হয়েছিল তা আলোচনা করো।
উত্তরঃ