আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার পাঠ্যাংশের ব্যাকরণ দশম শ্রেণি (মাধ্যমিক) বাংলা | Class 10 Textual Grammar Ai Aro Bedhe Bedhe Thaki Kobita wbbse
1. দশম শ্রেণির ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতার সমস্ত ধরণের প্রশ্নোত্তর Click Here
2. দশম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
3. দশম শ্রেণির বাংলা সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট Click Here
পাঠ্যাংশের ব্যাকরণ : আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা দশম শ্রেণি (মাধ্যমিক) বাংলা | Textual Grammar Ai Aro Bedhe Bedhe Thaki Kobita Class (10 Madhyamik) wbbse
• কারক ও অ-কারক বিভক্তি নির্ণয় :
১. আমাদের ডান পাশে ধ্বস।
• ডান পাশে— স্থানাধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।
২. আমাদের বাঁয়ে গিরিখাদ।
• গিরিখাদ— কর্মকারকে শূন্য বিভক্তি।
• বাঁয়ে— স্থানাধিকরণ কারক, ‘এ’ বিভক্তি।
৩. আমাদের ঘর গেছে উড়ে।
• ঘর— কর্মকারকে শূন্য বিভক্তি।
৪. পায়ে পায়ে হিমানীর বাঁধ।
• হিমানীর— সম্বন্ধপদ, ‘র’ বিভক্তি।
• বাঁধ— কর্মকারক, ‘শূন্য’ বিভক্তি।
৫. আমাদের শিশুদের শব।
• শিশুদের— সম্বন্ধপদে ‘এর’ বিভক্তি।
• শব— কর্মকারক, ‘শূন্য’ বিভক্তি।
৬. আমাদের পথ নেই।
• পথ— কর্মকারকে শূন্য বিভক্তি।
৭. আমাদের ইতিহাস নেই।
• ইতিহাস— বিষয়াধিকরণ কারকে শূন্য বিভক্তি।
৮. আমাদের চোখমুখ ঢাকা।
• চোখমুখ— কর্মকারকে শূন্য বিভক্তি।
৯. আমরা ভিখারি বারোমাস।
• ভিখারি— কর্মকারক, ‘শূন্য’ বিভক্তি।
• বারোমাস— কালাধিকরণ কারকে শূন্য বিভক্তি।
১০. পৃথিবী হয়তো বেঁচে আছে।
• পৃথিবী— কর্তৃকারকে শূন্য বিভক্তি।
১১. ছড়ানো রয়েছে কাছে দূরে।
• কাছে দূরে— স্থানাধিকরণ কারক, ‘এ’ বিভক্তি।
১২. আয় আরো হাতে হাত রেখে।
• আয়— কর্মকারকে শূন্য বিভক্তি।
১৩. আয় আরো হাতে হাত রেখে।
• হাতে— অধিকরণ কারকে ‘এ’ ও শূন্য বিভক্তি।
১৪. আয় আরো বেঁধে বেঁধে থাকি।
• আয়— সম্বোধন পদ, ‘শূন্য’ বিভক্তি।
১৫. আমাদের কথা কে-বা জানে।
• কথা— কর্মকারক, ‘শূন্য’ বিভক্তি।
১৬. আমরা ফিরেছি দোরে দোরে।
• দোরে দোরে— স্থানাধিকরণ কারক, ‘এ’ বিভক্তি।
১৭. আমাদের ডান পাশে ধ্বস।
• ধ্বস— কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।
১৮. আমাদের মাথায় বোমারু।
• মাথায়— অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি।
• বোমারু— কর্মকারক, ‘শূন্য’ বিভক্তি।
১৯. এ-মুহূর্তে মরে যাব না কি?
• এ-মুহূর্তে— অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।
২০. তবু তো কজন আছি বাকি।
• কজন— কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।
২১. আয় আরো হাতে হাত রেখে।
• হাত— কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।
• ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় :
১. আমাদের বাঁয়ে গিরিখাদ।
• গিরিখাদ— গিরিতে খাদ (অধিকরণ তৎপুরুষ সমাস)।
• গিরিখাদ— গিরির খাদ (সম্বন্ধ তৎপুরুষ সমাস)।
• গিরিখাদ— গিরিদের মধ্যবর্তী খাদ বা গিরি মধ্যস্থ খাদ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
২. আমাদের চোখমুখ ঢাকা।
• আমাদের— আমার ও তাদের, একশেষ দ্বন্দ্ব সমাস।
• চোখমুখ— চোখ ও মুখ (দ্বন্দু সমাস)।
৩. আমরা ভিখারি বারোমাস।
• আমরা— তুমি, সে ও আমি (একশেষ দ্বন্দু সমাস)।
• বারোমাস— বারো মাসের সমাহার (সমাহার দ্বিগু সমাস)।
৪. আমরা ফিরেছি দোরে দোরে।
• দোরে দোরে— প্রতি দোর, তাতে (অব্যয়ীভাব সমাস)।
• নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন :
১. আমাদের ডান পাশে ধ্বস। (জটিল বাক্যে)
উত্তরঃ যেটা আমাদের ডান পাশ, সেদিকে ধস।
২. আমাদের পথ নেই কোনো। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তরঃ আমাদের কি কোনো পথ আছে?
৩. আমাদের পথ নেই কোনো। (অস্ত্যর্থক বাক্যে)
উত্তরঃ আমাদের সকল পথ বন্ধ।
৪. পায়ে পায়ে হিমানীর বাঁধ। (জটিল বাক্যে)
উত্তরঃ পায়ে পায়ে যে বাঁধ রয়েছে, তা হিমানীর।
৫. এ মুহূর্তে মরে যাব না কি? (ঘ্যাঁ-বাচক বাক্যে
উত্তরঃ এ মুহূর্তে মরে যাওয়ার সম্পর্কে সংশয় আছে।
৬. এ-মুহূর্তে মরে যাব না কি? (সন্দেহবাচক বাক্যে)
উত্তরঃ এ-মুহূর্তে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে না-কি।
৭. আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে কাছে দূরে। (জটিল বাক্যে)
উত্তরঃ আমাদের চারিদিকে যা ছড়ানো রয়েছে, তা হল শিশুদের শব।
৮. পৃথিবী হয়তো বেঁচে আছে। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তরঃ পৃথিবী কি মরে গেছে ?
৯. আমাদের চোখমুখ ঢাকা। (নস্ত্যর্থক বাক্যে)
উত্তরঃ আমাদের চোখ-মুখ খোলা নয়।
১০. আমাদের ইতিহাস নেই। (ঘ্যাঁ-বাচক বাক্যে)
উত্তরঃ আমরা ইতিহাসহীন।
১১. কিছুই কোথাও যদি নেই / তবু তো কজন আছি বাকি। (সরলবাক্যে)
উত্তরঃ কোথাও কিছু না থাকলেও কজন বাকি আছি।
১২. আমাদের পথ নেই কোনো। (হ্যাঁ-বাচক বাক্যে
উত্তরঃ আমরা পথহীন।
১৩. আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। (যৌগিক বাক্যে)
উত্তরঃ আয় আরো হাতে হাত রাখি এবং আরো বেঁধে বেঁধে থাকি।
১৪. আমাদের কথা কে-বা জানে। (নস্ত্যর্থক বাক্যে)
উত্তরঃ আমাদের কথা কেউ জানে না।
১৫. আমাদের ঘর গেছে উড়ে। (জটিল বাক্যে)
উত্তরঃ আমাদের যে ঘর, তা উড়ে গেছে।
১৬. আয় আরো হাতে হাত রেখে / আয় আরো বেঁধে বেঁধে থাকি। (যৌগিক বাক্যে)
উত্তরঃ আয় আরো হাতে হাত রাখি এবং আয় আরো বেঁধে বেঁধে থাকি।
• বাচ্যান্তর বা বাচ্য পরিবর্তন :
১. আমাদের ঘর গেছে উড়ে। (ভাববাচ্যে)
উত্তরঃ আমাদের ঘরের উড়ে যাওয়া হয়েছে।
২. আয় আরো বেঁধে বেঁধে থাকি। (ভাববাচ্যে)
উত্তরঃ আয় আরো বেঁধে বেঁধে থাকা হোক।
৩. পৃথিবী হয়তো বেঁচে আছে। (ভাববাচ্যে)
উত্তরঃ পৃথিবীর হয়তো বেঁচে থাকা হয়েছে।
৪. আমাদের পথ নেই কোনো। (কর্তৃবাচ্যে)
উত্তরঃ আমরা সব পথ হারিয়েছি।
৫. আমরা ফিরেছি দোরে দোরে। (ভাববাচ্যে)
উত্তরঃ আমাদের দোরে দোরে ফেরা হয়েছে।
৬. তবু তো কজন আছি বাকি। (ভাববাচ্যে)
উত্তরঃ তবু তো কজনের বাকি থাকা সম্ভব হয়েছে।
৭. এ-মুহূর্তে মরে যাব না কি ? (কর্মবাচ্যে)
উত্তরঃ এ-মুহূর্তে মরে যাওয়া হবে না কি?
৮. আয় আরো বেঁধে বেঁধে থাকি। (কর্মবাচ্যে)
উত্তরঃ আসা হোক, আরো বেঁধে বেঁধে থাকা হোক।
৯. পৃথিবী হয়তো গেছে মরে। (ভাববাচ্যে)
উত্তরঃ পৃথিবীর হয়তো মরে যাওয়া হয়েছে।
১০. আমাদের কথা কে-বা জানে। (কর্মবাচ্যে)
উত্তরঃ (কারোর কর্তৃক) আমাদের কথা জানা নেই।
১১. তবু তো কজন আছি বাকি। (ভাববাচ্যে)
উত্তরঃ তবু তো কজনের বাকি থাকা হয়েছে।
১২. আমরাও তবে এইভাবে এ-মুহূর্তে মরে যাব না কি ? (ভাববাচ্যে)
উত্তরঃ আমাদেরও তবে এইভাবে এ-মুহূর্তে মরে যাওয়া হবে না কি ?
১৩. আমরা ফিরেছি দোরে দোরে। (ভাববাচ্যে)
উত্তরঃ আমাদের দোরে দোরে ফেরা হয়েছে।
১৪. আরো বেঁধে বেঁধে থাকি। (ভাববাচ্যে)
উত্তরঃ আরো বেঁধে বেঁধে থাকা হোক।
📌 আরও দেখুনঃ
1. মাধ্যমিক বাংলা পাঠ্যসূচী ২০২৪-২৫ Click Here
2. মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ Click Here
3. মাধ্যমিক বিগত বছরের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Madhyamik Previous Years Question Paper Click Here
4. মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি অনলাইন MCQ মক্ টেস্ট | Madhyamik Preparation MCQ Mock Test Click Here
📌 অন্যান্য বিষয় দেখুনঃ
1. দশম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. দশম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
3. দশম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
4. দশম শ্রেণির জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
5. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here