Class 11 Sanskrit Question Paper 2014 Solved WBCHSE | একাদশ শ্রেণি সংস্কৃত প্রশ্নপত্র ২০১৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE CLASS 11 SANSKRIT QUESTION PAPER WITH ANSWER 2014 (একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৪)

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সংস্কৃত বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র যত্নসহকারে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে।

SANSKRIT(XI)
(New Syllabus)
2014

Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

1.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15

গদ্যাংশ

(a) মগধ দেশের রাজধানীর নাম কী ?
(i) পাটলিপুত্র (ii) কনৌজ (iii) পুষ্পপুরী (iv) মিথিলা

উত্তরঃ (iii) পুষ্পপুরী

(b) পঞ্চতন্ত্রের রচয়িতা কে ?
(i) শ্রীহর্ষ (ii) নারায়ণ শর্মা (iii) হরিশর্মা (iv) বিষ্ণুশর্মা

উত্তরঃ (iv) বিষ্ণুশর্মা

(c) ব্রাহ্মণের নাম কী ছিল ?
(i) দ্রোণ (ii) সত্যসাধন (iii) ক্রূরকর্মা (iv) প্রতিগ্রহধন

উত্তরঃ (i) দ্রোণ

(d) ‘दशकुमारचरितम्’ কী ধরণের কাব্য ?
(i) গীতিকাব্য (ii) গদ্যকাব্য (iii) খণ্ডকাব্য (iv) ঐতিহাসিক কাব্য

উত্তরঃ (ii) গদ্যকাব্য

পদ্যাংশ

(e) দশম অবতার কে ?
(i) কল্কি   (ii) বরাহ   (iii) বুদ্ধ   (iv) বামন

উত্তরঃ (i) কল্কি

(f) শূন্যস্থান পূরণ কর: “शृणू सुखदं सुभदं __________ ।”
(i) करवालम् (ii) उदारम् (iii) श्रुतिजातम्
(iv) भवसारम्।

উত্তরঃ (বর্তমান সিলেবাসে নেই)

(g) যক্ষপত্নী কোথায় থাকেন ?
(i) রামগিরিতে (ii) অলকাপুরীতে
(iii) মাল্যবান্ পর্বতে (iv) যক্ষ পুরীতে

উত্তরঃ (ii) অলকাপুরীতে

(h) যক্ষের বার্তাবাহক কে ?
(i) মেঘ (ii) পায়রা (iii) বলাকা (iv) পর্বত

উত্তরঃ (i) মেঘ

নাট্যাংশ

(i) ‘भारतविवेकम्’ নাটকের প্রথম দৃশ্যের স্থান নির্দেশ করো।
(i) সুরেন্দ্রনাথ করের গৃহ
(ii) সুরেন্দ্রনাথ মিত্রের গৃহ
(iii) সুরেন্দ্রনাথ বসুর গৃহ
(iv) সুরেন্দ্রনাথ বন্দ্যপাধ্যায়ের গৃহ

উত্তরঃ (ii) সুরেন্দ্রনাথ মিত্রের গৃহ

(j) ‘व्यूढोरस्क:’ কী সমাস ?
(i) বহুব্রীহি (ii) কর্মধারয় (iii) দ্বন্দ্ব
(iv) অব্যয়ীভাব

উত্তরঃ (i) বহুব্রীহি

(k) শ্রীরামকৃষ্ণের শরীর থেকে নির্গত হয় ?
(i) অমৃত (ii) জ্যোতির্ধারা (iii) সুগন্ধ (iv) সূর্যরশ্মি

উত্তরঃ (ii) জ্যোতির্ধারা

(l) ‘भारतविवेकम्’ নাটকের রচয়িতা কে ?
(i) যতীন্দ্রবিমল বসু (ii) যতীন্দ্রবিমল রায় (iii) যতীন্দ্রবিমল চৌধুরী (iv) অনিলা দেবী

উত্তরঃ (iii) যতীন্দ্রবিমল চৌধুরী

সাহিত্যের ইতিহাস

(m) ঋগ্বেদে কতগুলি মণ্ডল ?
(i) দশ   (ii) আট   (iii) নয়   (iv) বারো

উত্তরঃ (i) দশ

(n) নিরুক্তকাররূপে কে প্রসিদ্ধ ?
(i) পাণিনি (ii) সায়ণ (iii) পিঙ্গল (iv) যাস্ক

উত্তরঃ (iv) যাস্ক

(o) শুল্বসূত্রের বিষয় কী ?
(i) যজ্ঞবেদীর পরিমাপ (ii) শুল্ক আদায়
(iii) ছন্দ (iv) এদের কোনোটিই নয়

উত্তরঃ (i) যজ্ঞবেদীর পরিমাপ

2.পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(a) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্রের অন্তর্গত ?

উত্তরঃ ‘কাকোলূকীয়ম’।

(b) চোর আগে চুরি করতে চায় কেন ?

উত্তরঃ গরু চুরি করার পূর্বে রাক্ষস ব্রাহ্মণকে ভক্ষণ করার চেষ্টা করলে যদি কোনো বিঘ্ন উপস্থিত হয় তাহলে চোরের উদ্দেশ্য সিদ্ধ হবে না।

(c) ব্রহ্মরাক্ষসের অভিপ্রায় কী ছিল ?

উত্তরঃ ব্রহ্মরাক্ষসের অভিপ্রায় ছিল ব্রাহ্মণকে ভক্ষণ করা, কারণ সে কেবল রাত্রিবেলা আহার করে।

(d) মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?

উত্তরঃ মগধরাজ, মালবরাজকে পরাজিত করেন।

(e) রাজহংসের তিনজন অমাত্যের নাম কী ?

উত্তরঃ ধর্মপাল, রত্নোদ্ভব, সিতবর্মা।

পদ্যাংশ (যে কোনো তিনটি)

(f) ভগবান বামন রূপে কাকে ছলনা করেছিলেন ?

উত্তরঃ দৈত্যরাজ বালিকে।

(g) দশ অবতারের কোন্ রূপটি তোমার হৃদয়গ্রাহী বলে মনে হয় ?

(h) “प्रलयपयोधिजले धृतवान असि वेदम्”– কোন্ অবতারের সম্বন্ধে বলা হয়েছে ?

(i) কোন্ বংশে মেঘের জন্ম ?

উত্তরঃ পুষ্কর ও আবর্তক বংশে।

(j) ‘अद्रौ’ পদের অর্থ কী ?

উত্তরঃ পর্বত।

নাট্যাংশ (যে কোনো তিনটি)

(k) ‘भारतविवेकम्’ -এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো।

উত্তরঃ রাত্রে ৭ ঘটিকা।

(l) ‘सर्वनरश्रेष्ठ:’ কার উদ্দেশ্যে বলা হয়েছে ?

উত্তরঃ নরেন্দ্রনাথ এর উদ্দেশ্যে বলা হয়েছে।

(m) নরেন্দ্র কোথায় যেতেন ?

উত্তরঃ নরেন্দ্র প্রথম জীবনে ব্রাহ্ম মন্দিরে যেতেন।

(n) “अपुर्व: तव कण्ठस्वर:” – কার উদ্দেশ্যে বলা হয়েছে ?

উত্তরঃ নরেন্দ্রনাথ এর উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ বলেছেন।

সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)

(o) শুক্লযজুর্বেদের অপর নাম কী ?

উত্তরঃ বাজসনেয়ী সংহিতা।

(p) বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতা কে ?

উত্তরঃ পিঙ্গল।

(q) মন্ত্রভাগের অপর নাম কী ?

উত্তরঃ সংহিতা।

3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) “शत्रवहपि हितायैव” শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করো (পাঠ্যাংশ অবলম্বনে) ।

(b) মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো ।

4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) পরশুরাম, বুদ্ধ ও কল্কি অবতারের বৈশিষ্ট্য আলোচনা করো (পাঠ্যাংশ অবলম্বনে) ।

(b) মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো ।

5.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) পাঠ্যাংশে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো।

(b) সুরেন্দ্রনাথ কে ? তাঁর দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ -এর চরিত্র বর্ণনা করো।

6.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) ভারতীয় সাহিত্যে রামায়ণের প্রভাব সংক্ষেপে লেখো।

(b) হিতোপদেশের পরিচয় দাও।

7.ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4

(a) ‘याच्यां मोघा वरमधिगुणे नाघमे लब्धकामा’

(b) कदार्चिदयं ब्राह्मणो गोशब्देन बुध्येत। तदाऽनर्थकोऽयं समारम्भः स्यात्।

(বাংলা উচ্চারণ—
কদার্চিদয়ং ব্রাহ্মণো গোশব্দেন বুধ্যেত। তদাহনর্থকোহয়ং মমারম্ভঃ স্যাৎ।)

ব্যাকরণ ও অনুবাদ

8.সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) मनस् + ईषा।     উত্তরঃ मनीषा

(b) यदि + अपि।     উত্তরঃ यद्यपि।

(c) अमी + अश्वा:।   উত্তরঃ अमी अश्वा

(d) उप + एहि।        উত্তরঃ उपेहि।

9.সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) गवेन्द्र:।       উত্তরঃ गो + ईन्द्र:।

(b) सदैव।         উত্তরঃ सदा + एव।

(c) शयनम्।       উত্তরঃ शे + अनम्।

(d) तन्मात्रम्।     উত্তরঃ तत् + मात्रम्।

10.শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) फल শব্দের চতুর্থী একবচন।

(b) श्रीमत শব্দের প্রথমা একবচন।

(c) अस्मद् শব্দের চতুর্থী একবচন।

(d) त्रिं শব্দের স্ত্রীলিঙ্গে প্রথমা বহুবচন।

11.ধাতুরূপ লেখোঃ (যে-কোনো তিনটি) 1×3=3

(a) √अस् লট্ প্রথমপুরুষ বহুবচন ।

(b) √भू লিট্ প্রথমপুরুষ একবচন ।

(c) √सेव् লোট্ মধ্যমপুরুষ একবচন ।

(d) √भक्ष লৃট্ উত্তমপুরুষ একবচন।

12.পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) √ब्रू + क्त।

(b) √क्री + तुमुन्।

(c) √कृ + ण्यत्।

(d) √शास् + क्यप्।

(e) √सह् + तुमुन्।

13.প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) निकषा (কাছে / নিকটে)।

উত্তরঃ निकषा लंकां समुद्रः अस्ति।

(b) सर्वत्र (সব জায়গায়)

উত্তরঃ सर्वत्र वर्षाः पतन्ति।

(c) बहि: (বাইরে)

উত্তরঃ विद्यालयात् बहिः वृक्ष: अस्ति।

14.রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) व्याघ्रः वने वसति।

(b) वृक्षात फलं पतति।

(c) हरिः वैकुण्ठम् अधिवसति।

(d) शिशव मोदकः रोचते।

(e) शिशुना चन्द्र: दृश्यते।

15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

अस्ति दाक्षिणात्ये जनपदे महिलारोप्यं नाम नगरम्। तत्र अमरशक्तिर्नाम राजा बभूव। तस्य त्रयः पुत्राः परमदुर्मेधसो वसु॒शक्तिरुग्रशक्तिरनेकशक्तिश्चेति नामानो बभूव:। अथ राजा तान् शास्त्रविमुखान् आलोक्य सचिवान् आहूय प्रोवाच – भोः ज्ञातमेतद् भवद्भिः यन्ममैते पुत्राः शास्त्रविमुखाः विवेकरहिताश्च। तद् एतान् पश्यतो मे महदपि राज्यं न सौख्यम् आवहति।

(বঙ্গানুবাদঃ দক্ষিণের জেলায় মাহিলারোপ্যম নামে একটি শহর রয়েছে। সেখানে অমরশক্তি নামে এক রাজা ছিলেন। তার তিন পুত্র ছিল, যার নাম ছিল বাসুশক্তি রুগ্রশক্তি ও অনেকশক্তি। অতঃপর রাজা তাদের ধর্মগ্রন্থের প্রতি বিদ্বেষী দেখে তার সচিবদের ডেকে বললেন, মহারাজ, আপনি জানেন যে আমার এই ছেলেরা ধর্মগ্রন্থের বিরুদ্ধাচরণ করে এবং বৈষম্যহীন। তাই এসব দেখলে বড় রাজ্যও আমার সুখ পায় না)

(a) कुत्र आसीत् महिलारोप्यम् ? (মাহিলারোপ্যম কোথায় ছিল ?)

উত্তরঃ दाक्षिणात्ये जनपदे महिलारोप्यं आसीत्।

(b) राज्ञः अमरशक्तेः के नाम पुत्राः अभूवन् ? (রাজা অমরশক্তির পুত্রদের নাম কি ছিল ?)

(c) अमरशक्तिः सचिवान् किम् उवाच ? (অমর শক্তি সচিবদের কি বললেন ?)

16.বাংলা / ইংরেজি / হিন্দী-তে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5

(a) कस्मिंश्चित् नगरे एकः विद्वान् परन्तु दीनः विप्रः वसति स्म। तस्य पत्नी अतीव भीषणा रमणी आसीत्। भार्यायाः भयेन तस्य गृहस्य निकटवर्तिनि वृक्षे स्थितः कश्चित् प्रेतः वनं पलायितः। ब्राह्मणः अपि भार्यायाः भयेन गृहं परित्यज्य देशान्तरं प्रस्थितः। दुःखेन मार्गे गच्छता तेन प्रेतस्य दर्शनं प्राप्तम्।

বঙ্গানুবাদ— এক শহরে একজন বিদ্বান কিন্তু দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিল খুবই ভয়ংকর সুন্দরী। তার বাড়ির পাশের একটি গাছে থাকা একটি ভূত তার স্ত্রীর ভয়ে বনে পালিয়ে যায়। ব্রাহ্মণও স্ত্রীর ভয়ে বাড়ি ছেড়ে অন্য দেশে চলে গেল। দুঃখের কথা, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে একটা ভূত দেখতে পেল।

(b) कौरवपाण्डवयः युद्धे यदा वीरः अर्जुनः कुरुक्षेत्र गत्वा दृष्टवान् यत् विपक्षीयाः सर्वे तस्य एव आत्मीयाः, एवं च आत्मीयान् विरुध्य एव तेन युद्धं कर्तव्यं तदा सः अतीव पीडितः निरुत्साहः च अभवत्। रथे एवं गाण्डीवं क्षिप्त्वा सः “युद्धं न कर्तव्यम्” इति निश्चित्य उपविष्टवान् तदा अर्जुनस्य सारथिः भगवान् श्रीकृष्णः अर्जुनाय यान् उपदेशान् अयच्छत् ते उपदेशाः एव “श्रीमद्भगवद्गीता” इति नाम्ना प्रसिद्धाः।

বঙ্গানুবাদ— কৌরব ও পাণ্ডবদের যুদ্ধে যখন সাহসী অর্জুন কুরুক্ষেত্রে গিয়ে দেখলেন যে সমস্ত বিরোধীরা তাঁর নিজের আত্মীয়, এবং এইভাবে তাঁকে কেবল তাঁর নিজের আত্মীয়দের বিরুদ্ধেই যুদ্ধ করতে হচ্ছে, তখন তিনি অত্যন্ত ব্যথিত ও নিরুৎসাহিত হলেন। তিনি তার গান্ডীব রথে নিক্ষেপ করে সিদ্ধান্ত নিলেন যে “যুদ্ধ করবেন না” বলে বসে পড়েন, তারপর অর্জুনের সারথি, শ্রীকৃষ্ণ অর্জুনকে যে নির্দেশ দিয়েছিলেন তা “শ্রীমদ্ভগবদ্গীতা” নামে পরিচিত।

Leave a Reply