Class 11 Sanskrit Solved Question Paper 2016 WBCHSE | একাদশ শ্রেণি সংস্কৃত প্রশ্নপত্র ২০১৬

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE CLASS 11 SANSKRIT QUESTION PAPER WITH ANSWER 2016 (একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৬)

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সংস্কৃত বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র যত্নসহকারে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে।

SANSKRIT(XI)
(New Syllabus)
2016
Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15

গদ্যাংশ

(a) মগধরাজের কতজন অমাত্য ছিলেন ?
(i) তিনজন (ii) পাঁচজন
(iii) সাতজন (iv) কোনোটিই নয়।

উত্তরঃ (i) তিনজন।

(b) মালবরাজের নাম কী ?
(i) প্রহারবর্মা (ii) সংগ্ৰামবর্মা (iii) মানসার
(iv) রাজহংস।

উত্তরঃ (iv) রাজহংস।

(c) ব্রাহ্মণের নাম কী ছিল ?
(i) সত্যবচন (ii) দ্ৰোণ (iii) প্রতিগ্রহধন
(iv) ক্রূরকর্মা।

উত্তরঃ (i) সত্যবচন

(d) যজমান ব্রাহ্মণকে কী দান করেছিলেন ?
(i) দুটি ছাগল (ii) দুটি গাভী (iii) দুটি বলদ
(iv) দুটি বাছুর।

উত্তরঃ (iv) দুটি বাছুর।

পদ্যাংশ

(e) ধনপতি কে ?
(i) কুবের (ii) যক্ষ (iii) শিব
(iv) এদের কেউ নয়।

উত্তরঃ (i) কুবের

(f) অভিশাপের পরে যক্ষ কোথায় বাস করত ?
(i) যক্ষপুরী (ii) অলকাপুরী (iii) মাল্যবান
(iv) রামগিরি।

উত্তরঃ (iv) রামগিরি।

(g) গীতগোবিন্দের প্রথম সর্গের নাম কী ?
(i) মুগ্ধমধুসূদন (ii) মুগ্ধমুকুন্দ
(iii) সানন্দগোবিন্দ (iv) সামোদদামোদর

উত্তরঃ (iv) সামোদদামোদর।

(h) বিষ্ণুর প্রথম অবতার কে ?
(i) কূর্ম (ii) কৃষ্ণ (iii) মৎস্য (iv) বামন

উত্তরঃ (iii) মৎস্য।

নাট্যাংশ

(i) শূন্যস্থান পূরণ করোঃ गुरुदेवस्य ______
महिमा৷
(i) अनिर्वचना (ii) अनिर्वचनीया
(iii) अनिर्वचनीयम् (iv) अनिर्वचनीयो

উত্তরঃ (iv) अनिर्वचनीयो

(j) भारतविवेकम्-এ গুরুদেব কে ?
(i) বিবেকানন্দ (ii) সুরেন্দ্রনাথ
(iii) শ্রীরামকৃষ্ণ (iv) বিজয়কৃষ্ণ

উত্তরঃ (iii) শ্রীরামকৃষ্ণ

(k) শ্রীরামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয় ?
(i) অগ্নি (ii) বিদ্যুৎ (iii) কোটি সূর্য (iv) চন্দ্র

উত্তরঃ (iii) কোটি সূর্য

(l) ‘ভারতবিবেকম্’ কী ধরনের নাটক ?
(i) গীতিনাট্য (ii) জীবনীমূলক
(iii) মিলনাত্মক (iv) ভক্তিমূলক

উত্তরঃ (ii) জীবনীমূলক

(সাহিত্যেতিহাস)

(m) অষ্টাধ্যায়ীর রচয়িতা কে ?
(i) পতঞ্জলি (ii) শাকটায়ন (iii) কাত্যায়ন
(iv) পাণিনি

উত্তরঃ (iv) পাণিনি

(n) ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি ?
(i) শতপথ (ii) গোপথ (iii) ঐতরেয়
(iv) তৈত্তিরীয়

উত্তরঃ (iii) ঐতরেয়

(০) রামায়ণে মোট কটি কাণ্ড ?
(i) সাত (ii) চার (iii) আঠারো (iv) তেরো

উত্তরঃ (i) সাত

2. পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(a) রত্নোদ্ভব কেন সমুদ্রযাত্রা করেছিলেন ?

উত্তরঃ ব্যবসা বাণিজ্য করার জন্য।

(b) বিটনটবারনারীপরায়ণঃ কে ছিলেন ?

উত্তরঃ কামপাল।

(c) সিতবর্মার পুত্রদের নাম কী ?

উত্তরঃ সত্যবর্মা এবং সুমতি।

(d) পঞ্চতন্ত্রের রচয়িতা কে ?

উত্তরঃ পণ্ডিত বিষ্ণু শর্মা।

(e) ব্রহ্মরাক্ষস কী চেয়েছিল ?

উত্তরঃ ব্রহ্মরাক্ষস চেয়েছিলেন সে ষষ্ঠাহ্নকালে ব্রাহ্মনকে ভক্ষন করবে।

পদ্যাংশ (যে কোনো তিনটি)

(f) “দলিতহিরণ্যকশিপুতনুভূঙ্গম্” কার উদ্দেশ্যে বলা হয়েছে ?

(g) বিষ্ণুর ষষ্ঠ অবতার কে ?

উত্তরঃ পরশুরাম

(h) কার দশনশিখরে ধরণী লগ্না ?

(i) মেঘদূত কে রচনা করেছিলেন ?

উত্তরঃ মহাকবি কালিদাস।

(j) বপ্রক্রীড়া শব্দের অর্থ কী ?

উত্তরঃ উৎখাত কেলি।

নাট্যাংশ (যে কোনো তিনটি)

(k) ভারতবিবেকম্ কার রচনা ?

উত্তরঃ ড. যতীন্দ্র বিমল চৌধুরী।

(I) নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন ?

উত্তরঃ কলকাতার শিমুলিয়া অঞ্চলে অবস্থিত সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে।

(m) নরেন্দ্রনাথের চোখ দুটি কেমন ছিল ?

উত্তরঃ নরেন্দ্রনাথের চক্ষুদুটি কান পর্যন্ত বিস্তৃত ছিল।

(n) “আনন্দবিহ্বলঃ কিমহং করিষ্যামি” কে বলেছেন ?

উত্তরঃ শ্রীরামকৃষ্ণ।

সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)

(০) বেদাঙ্গ কয়টি ?

উত্তরঃ ছটি, (১) শিক্ষা (২) কল্প (৩) ব্যকরণ (৪) নিরুক্ত (৫) ছন্দ (৬) জ্যোতিষ।

(p) শতপথ ব্রাহ্মণ কোন্ বেদের সঙ্গে সংশ্লিষ্ট ?

উত্তরঃ শুক্ল যজুর্বেদের।

(q) কথাসরিৎসাগর কার লেখা ?

উত্তরঃ সোমদেব।

3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) মগধরাজের চরিত্র বর্ণনা করো।

ভূমিকাঃ গদ্যকাব্যকার দণ্ডী বিরচিত, দসকুমারচরিতম গ্রন্থের পূর্বপীঠিকা ভাগের প্রথমোচ্ছাসের অন্তর্গত নির্দিষ্ট পাঠ্যাংশ আমাদের কাছে দশকুমারচরিতম নামে পরিবেশিত হয়েছে। আলোচ্য গ্রন্থে আচাৰ্য দণ্ডী অত্যন্ত দক্ষতার সাথে রাজহংস চরিত্রটি পাঠক দরবারে তুলে ধরেছেন।

(১) প্রবল পরাক্রমী রাজাঃ মগধরাজ রাজহংস ভুজদণ্ড ছিল মন্দর পর্বতের ন্যায় দৃঢ়, যার দ্বারা তিনি তাঁর শত্রুদের মন্থন করতেন। তিনি ছিলেন সমুদ্র মেঘলা পৃথিবীর অধীশ্বর। তাঁর প্রবল প্রতাপে শত্রুকুল সদা সন্তপ্ত হত। সৌন্দর্যে তিনি যেন সাক্ষাৎ কামদেব।

(২) কীর্তিমান রাজাঃ শুধু পরাক্রম কেন, তিনি কীর্তিমানও ছিলেন। তাঁর কৃতিত্বের তুলনা প্রসঙ্গে কাশফুল, কর্পূর, শরতের চন্দ্র শিশির মৃণাল ইত্যাদিকে উপমা হিসাবে ব্যবহার করেছেন কবি। তাঁর কৃর্তির বর্ণনা অপ্সরাদের মনেও প্রভাব ফেলেছিল।

(৩) কর্তব্যপরায়ণ রাজাঃ রাজহংস ছিলেন একজন কর্তব্য পরায়ন ব্রাহ্মাণানুরাগী রাজা। তাই শাস্ত্রজ্ঞ ব্রাহ্মনেরা রাজ্যে অনুষ্ঠিত যাগযজ্ঞের জন্য দান গ্রহন করতে তাঁর রাজ্যে উপস্থিত হতেন।

(৪) রূপবান রাজাঃ রাজহংস নামের সঙ্গে সৌর্য্যের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, আমরা তাকে মধ্যগগনে উজ্জ্বল সূর্যের ন্যায় দর্শন করি।

(৫) বীর ও দয়ালু রাজাঃ তিনি যেমন পরাক্রমী বীর ও সুশাসক ছিলেন, তেমনই ছিলেন ক্ষমতাবান। যুদ্ধে তিনি বলদর্পী রাজা মানসারের দর্পচূর্ন করে তাকে পরাস্ত ও বন্দী করেন। কিন্তু আবার তার প্রতি দয়াপরায়ন হয়ে পুনরায় তাকে তার নিজ রাজ্যে প্রতিষ্ঠিত করেন। কেননা ক্ষমা প্ৰদৰ্শন বীরের ধর্ম।

উপসংহারঃ পরিশেষে আলোচনা পর্বের মূল্যায়নে এসে আমরা এই ধারণা উপলব্ধি করতে পারি যে, দণ্ডী নির্মিত রাজহংস চরিত্রটি যাবতীয় সদ্গুনের এক মূর্ত প্রতীক। এখন কোনো জাগতিক সদ্গুনের কথা উল্লেখ করা যায় না, যার তাঁর মধ্যে বর্তমান ছিল না। এক কথায় তিনি ছিলেন যাবতীয় মানবিক গুনের আধার যার সংস্কৃত সাহিত্যে বিরল দৃষ্টান্ত।

(b) “একার্যাবেবাবাম্” – ব্যাখ্যা করো।

উত্তরঃ আলোচ্য অংশটি পণ্ডিত বিষ্ণুশর্মা রচিত “ব্রাহ্মণচৌরপিশাচকথা” নামক পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। সত্যবচন নামক ব্রহ্মরাক্ষস ক্রূরকর্মা নামে এক চোরকে এই কথা বলেছিল।

প্রসঙ্গঃ দ্রোণ নামের হতদরিদ্র ব্রাহ্মণের দুটি হৃষ্টপুষ্ট গোরু চুরি করতে চলেছে ক্রূরকর্মা নামে এক চোর। সময় গভীর রাত। যেতে যেতে মাঝপথে ভয়ানক এক ব্রহ্মরাক্ষসের সঙ্গে দেখা হয়ে যায়। রাক্ষসকে দেখে ভীত সন্ত্রস্ত চোর তার পরিচয় জানার পর নিজের পরিচয় সে জানায়। সেই সঙ্গে চোর তার উদ্দেশ্যের কথাও বলে। চোরের কথাতে বিশ্বাস জন্মাল রাক্ষসের মনে। সেও তখন নিজ উদ্দেশ্যের কথা চোরকে জানাল। সে বলল রাত্রিবেলা তার ভোজনের সময়কাল। তাই সেই রাত্রে সে ব্রাহ্মণকে ভক্ষণ করার জন্য যাচ্ছে।

উদ্ধৃতিটির ব্যাখ্যা ব্রহ্মরাক্ষস চোরকে বলে দুজনেই এক কাজে যাচ্ছে। ব্যাপারটা ভালোই হল। অনুচ্চারিত একটি সখ্যতা যেন গড়ে উঠল। তারা দুজনে এককার্যকারী। এককার্যাবেবাবাম্ = এককার্যৌ + এব + আবাম্। অর্থাৎ আমরা দুজনে এককার্যকারী। এখানে ‘এক’ মানে একই রকম বা সমান। চোর ব্রাহ্মণের গোরু দুটি ‘হরণ’ (চুরি) করতে যাচ্ছে। আর রাক্ষস ব্রাহ্মণের প্রাণ হরণ করতে যাচ্ছে। তাই দুজনের কাজ হল ‘হরণ’। অন্যভাবে বলা যায় দুজনের উদ্দেশ্য এক, তা হল ব্রাহ্মণের অমঙ্গল সাধন (এককার্যৌ)। তারা উভয়েই একই পথের পথিক।

4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1= 5

(a) দশ অবতারের কাহিনি নিজের ভাষায় লেখো।

ভূমিকাঃ বৈষ্ণব কবি জয়দেব ভক্তিমূলক গীতিকাব্য “গীতগোবিন্দম্ ”। এই কাব্যের মূল বিষয় রাধাকৃষ্ণের প্রণয়। কবি রাধা কৃষ্ণের প্রেমলীলা বর্ণনা প্রসঙ্গে প্রথম সর্গের বিষ্ণুর দশাবতারের বর্ণনা করেছেন।

পৃথিবীতে বিভিন্ন সময়ে অনাচার বা পাপে পূর্ণ হলে,সেই পাপকে বিনাশ করতে ভগবান বিষ্ণু যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। একেই বলা হয় অবতার বিষ্ণুর দশ অবতারগুলি হল—

(b) যক্ষ মেঘকে কী বলেছিল ?

5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) ভারতবিবেকম্ নাটকটির স্থান, কাল ও পাত্র চিত্রকর্ম করো।

(b) শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দর্শন বর্ণনা করো।

6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1= 5

(a) ভারতীয় সমাজ জীবনে রামায়ণের ভূমিকা আলোচনা করো।

(b) সংস্কৃতের গল্পসাহিত্য একটি নিবন্ধ লেখো ।

7. ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4

(a) যাচ্ঞা মোঘা বরমধিগুণে নাধমে লব্ধকামা।

(b) শত্ৰুবোঽপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্।

ব্যাকরণ ও অনুবাদ

৪. সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) বিধুঃ + রাজতে।   উত্তরঃ বিধূরাজতে।

(b) প্র + এজতে।    উত্তরঃ প্ৰেজতে।

(c) লতে + এতে।    উঃ লতেএতে (সন্ধি নিষেধ)

(d) যদি + অপি।    উত্তরঃ যদ্যপি।

9. সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) প্রাগেব।    উত্তরঃ প্ৰাক্ + এব৷

(b) পুনরপি।    উত্তরঃ পুনঃ + অপি।

(c) পরীক্ষা।    উত্তরঃ পরি + ঈক্ষা৷

(d) দৈত্যারিঃ।    উত্তরঃ দৈত্য + অরিঃ।

10. শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) নদী শব্দের সপ্তমী দ্বিবচন।

উত্তরঃ নদ্যোঃ।

(b) মাতৃ শব্দের দ্বিতীয়া বহুবচন।

উত্তরঃ মাতুঃ।

(c) বণিজ্ শব্দের তৃতীয়া বহুবচন।

উত্তরঃ বণিভিঃ।

(d) মতি শব্দের চতুর্থী একবচন।

উত্তরঃ মত্যৈ।

11. ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) √গম্ হুট্ মধ্যমপুরুষঃ একবচনম্ গমিষ্যসি।

(b) √সেব্ লোট্ উত্তমপুরুষঃ বহুবচনম্

(c) √স্থা বিধিলিঙ্ প্রথমপুরুষঃ দ্বিবচনম্।

উত্তরঃ তিষ্ঠেতম্।

(d) √দৃশ্ লঙ্ মধ্যমপুরুষঃ একবচনম্।

উত্তরঃ অপশ্যঃ।

12. পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) √গৈ + ক্ত।    উত্তরঃ গীত।

(b) √দৃশ্ + তুমুন্।   উত্তরঃ দ্ৰষ্টুম্।

(c) √ভূ + তব্য।   উত্তরঃ ভবিতব্য।

(d) √গম্ + ক্ত্রাচ্।   উত্তরঃ গত্বা।

(e) √শাস্ + ক্যপ্। উত্তরঃ শিষ্য।

13. প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) সকৃৎ। सकृत्

(b) অলম্।

উত্তরঃ अलं विवादेन। (বিবাদ করো না)

(c) সর্বত্র।

উত্তরঃ ঈশ্বরঃ সর্বত্র অস্তি। (সব জায়গায়)

14. রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) রাজা বিপ্রায় গাং দদাতি।

(b) ছাত্রেণ পুস্তকং পঠ্যতে।

(c) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ।

(d) জগতঃ কর্তা ঈশ্বরঃ।

(e) রামঃ শ্যামাদ্ উন্নতঃ।

15. নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

(a)

(b)

(c)

16. বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5

(a)

(b)

Leave a Reply