Class 11 Semester 2 Philosophy Question Paper wbbse | একাদশ শ্রেণি দর্শন দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র

Class 11 Semester 2 Philosophy Question Paper wbbse | একাদশ শ্রেণি দর্শন দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র

NAKRACONDA HIGH SCHOOL
SEMESTER-2 EXAMINATION-2025
Class-XI Sub. PHILOSOPHY

FM. 40 Time : 2 hrs.

Unit-1
Introduction to Logic

1. প্নীচের পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 2×3=6

(a) বিবর্তন কাকে বলে ?

(b) বাকা ও বচনের দুটি পার্থক্য লেখো?

(c) অ্যারিস্টটলের মতে বিরোধীতা কত প্রকার ও কী কী?

(d) বচনের বিরোধীতা কত প্রকার ও কী কী?

(e) M.P বৈধতার নিয়মটি কী?

2. নীচের ছয়টি প্রশ্নের মধ্যে থেকে যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 3×4=12

(a) বাক্য থেকে বচনে রূপান্তরিত করো-দুটি

(ⅰ) 2+2=4 (ii) সাদা হাতি আছে।

(b) আবর্তন করো-দুটি

(i) কেবলমাত্র মানুষ সৎ

(ⅱ) কদাচিৎ কুকুর প্রভুভক্ত।

(c) নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য লেখো?

(d) বিবর্তনের নিয়মগুলি লেখো।

(e) টীকা লেখো- অব্যাপ্য হেতু দোষ।

(f) টীকা লেখো- অবৈধ সাধ্যদোষ।

3. নীচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 6×1=6

(a) নিরপেক্ষ ন্যায় এর বৈশিষ্ট্যগুলি লেখো।

(b) উদাহরণসহ অবরোহ যুক্তি ও আরহ যুক্তির পার্থক্য করো।

Unit-II
Introduction to Ethics

4. নীচের চারটি প্রশ্নের মধ্যে থেকে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2×2=4

(a) পুরুষার্থ কয় প্রকার ও কী কী?

(b) রিত বলতে কী বোঝো?

(c) স্থিতি প্রজ কী?

(d) লিলি নিতি বিজ্ঞানের কী সংজ্ঞা দিয়েছেন ?

5. নীচের চারটি প্রশ্নের মধ্যে থেকে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2×3=6

(a) টিকা লেখো : অষ্টাঙ্গিক মার্গ।

(b) মোক্ষের ধারণাটি লেখো।

(c) মিলের উপযোগবাদ লেখো।

(d) অনৈতিক ক্রিয়া কাকে বলে ? তিন প্রকার অনৈতিক ক্রিয়া লেখো।

6. নীচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 1×6=6

(a) গীতা নিষ্কাম কর্ম আলোচনা করো।

(b) নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো।

Leave a Reply