2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUESTION PAPER
Set-1
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ | Class 5 Amader Poribesh Second Unit Test Model Question Paper with Answer Set-1 wbbse
📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ২০ সময় : ৪০ মিনিট
১। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১×৫=৫
১.১ হুগলি জেলার সদর শহরের নাম কী ?
উত্তরঃ চুঁচুড়া।
১.২ সিউড়ির বিখ্যাত জিনিস
উত্তরঃ মোরব্বা।
১.৩ বক্সার বাঘবন কোথায় আছে ?
উত্তরঃ জলপাইগুড়িতে।
১.৪ বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল ?
উত্তরঃ ১৯০৫ সালে।
১.৫ দক্ষিণবঙ্গ কোন্ অঞ্চলকে বলা হয় ?
উত্তরঃ মুর্শিদাবাদ থেকে দক্ষিণের ও অংশটিকে।
২। শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো তিনটি) : ১×৩=৩
২.১ _______ থেকেই বাগদা চিংড়ি চাষ হয়। তো ভেড়িতে গলদা ও
উত্তরঃ মীন
২.২ জলপাইগুড়িতে ________ বনে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে।
উত্তরঃ জলদাপাড়ায়
২.৩ গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন __________।
উত্তরঃ সুন্দরবন।
২.৪ ভারতের সংবিধান বানিয়েছিলেন ___________ ।
উত্তরঃ ভীমরাও রামজি আম্বেদকর।
৩। বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিল করে লেখো: ১x৫=৫
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
৩.১ আজাদ হিন্দ ফৌজ | (ক) মাতঙ্গিনী হাজরা |
৩.২ গান্ধিবুড়ি | (খ) জওহরলাল নেহরু |
৩.৩ বিষ্ণুপুর | (গ) চিত্তরঞ্জন |
৩.৪ প্রধানমন্ত্রী | (ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু |
৩.৫ রেলইঞ্জিন | (ঙ) টেরাকোটা |
উত্তরঃ
৩.১ আজাদ হিন্দ ফৌজ (ঘ)
৩.২ গান্ধিবুড়ি (ক)
৩.৩ বিষ্ণুপুর (ঙ)
৩.৪ প্রধানমন্ত্রী (খ)
৩.৫ রেলইঞ্জিন (গ)
৪। নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: ২×২=৪
৪.১ শান্তিনিকেতন কোন্ জেলায় অবস্থিত ? এই এজলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো।
উত্তরঃ শান্তিনিকেতন বীরভূম জেলা এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদী হল— ময়ূরাক্ষী ও অজয়।
৪.২ নিত্যবহ নদী কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তরঃ যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ-পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। যেমন- গঙ্গা, জলঙ্গি ইত্যাদি।
৫। নীচের প্রশ্নের উত্তর লেখো: (যে-কোনো একটি) : ৩×১=৩
৫.১ পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন ? এই অঞ্চলে কী কী শাকসবজি চাষ হয় ?
উত্তরঃ কাঁকর ও পাথর মেশানো লাল মাটি। পশ্চিমের মালভূমি অঞ্চলে যে যে শাক সবজি উৎপাদিত হয়, সেগুলি হল- বরবটি, সিম। এছাড়াও ডাল জাতীয় শস্যের মধ্যে মটর, অড়হর, মসুর, বিউলি প্রভৃতি চাষ হয়।
৫.২ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় ? এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো ও উদাহরণ দাও।
উত্তরঃ গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশ আর দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ-পূর্বের প্রায় পুরো অংশ জুড়ে সুন্দরবন রয়েছে।
ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য :
(১) ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয়। angla
(২) এই জাতীয় উদ্ভিদের মূল গুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়।
(৩) ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা দেখা যায়।
• উদাহরণ: সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, কেওড়া, গোলপাতা, কেয়া, হোগলা প্রভৃতি।