পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ | Class 5 Amader Poribesh Second Unit Test Model Question Paper with Answer Set-1 wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUESTION PAPER

Set-1

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ | Class 5 Amader Poribesh Second Unit Test Model Question Paper with Answer Set-1 wbbse

📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ২০            সময় : ৪০ মিনিট

১। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১×৫=৫

১.১ হুগলি জেলার সদর শহরের নাম কী ?

উত্তরঃ চুঁচুড়া।

১.২ সিউড়ির বিখ্যাত জিনিস

উত্তরঃ মোরব্বা।

১.৩ বক্সার বাঘবন কোথায় আছে ?

উত্তরঃ জলপাইগুড়িতে।

১.৪ বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল ?

উত্তরঃ ১৯০৫ সালে।

১.৫ দক্ষিণবঙ্গ কোন্ অঞ্চলকে বলা হয় ?

উত্তরঃ মুর্শিদাবাদ থেকে দক্ষিণের ও অংশটিকে।

২। শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো তিনটি) : ১×৩=৩

২.১ _______ থেকেই বাগদা চিংড়ি চাষ হয়। তো ভেড়িতে গলদা ও

উত্তরঃ মীন

২.২ জলপাইগুড়িতে ________ বনে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে।

উত্তরঃ জলদাপাড়ায়

২.৩ গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন __________।

উত্তরঃ সুন্দরবন।

২.৪ ভারতের সংবিধান বানিয়েছিলেন ___________ ।

উত্তরঃ ভীমরাও রামজি আম্বেদকর।

৩। বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিল করে লেখো: ১x৫=৫

বামস্তম্ভ ডানস্তম্ভ
৩.১ আজাদ হিন্দ ফৌজ (ক) মাতঙ্গিনী হাজরা
৩.২ গান্ধিবুড়ি (খ) জওহরলাল নেহরু
৩.৩ বিষ্ণুপুর (গ) চিত্তরঞ্জন
৩.৪ প্রধানমন্ত্রী (ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু
৩.৫ রেলইঞ্জিন (ঙ) টেরাকোটা

উত্তরঃ
৩.১ আজাদ হিন্দ ফৌজ (ঘ)
৩.২ গান্ধিবুড়ি (ক)
৩.৩ বিষ্ণুপুর (ঙ)
৩.৪ প্রধানমন্ত্রী (খ)
৩.৫ রেলইঞ্জিন (গ)

৪। নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: ২×২=৪

৪.১ শান্তিনিকেতন কোন্ জেলায় অবস্থিত ? এই এজলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো।

উত্তরঃ শান্তিনিকেতন বীরভূম জেলা এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদী হল— ময়ূরাক্ষী ও অজয়।

৪.২ নিত্যবহ নদী কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ-পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। যেমন- গঙ্গা, জলঙ্গি ইত্যাদি।

৫। নীচের প্রশ্নের উত্তর লেখো: (যে-কোনো একটি) : ৩×১=৩

৫.১ পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন ? এই অঞ্চলে কী কী শাকসবজি চাষ হয় ?

উত্তরঃ কাঁকর ও পাথর মেশানো লাল মাটি। পশ্চিমের মালভূমি অঞ্চলে যে যে শাক সবজি উৎপাদিত হয়, সেগুলি হল- বরবটি, সিম। এছাড়াও ডাল জাতীয় শস্যের মধ্যে মটর, অড়হর, মসুর, বিউলি প্রভৃতি চাষ হয়।

৫.২ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় ? এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো ও উদাহরণ দাও।

উত্তরঃ গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশ আর দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ-পূর্বের প্রায় পুরো অংশ জুড়ে সুন্দরবন রয়েছে।

ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য :

(১) ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয়। angla

(২) এই জাতীয় উদ্ভিদের মূল গুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়।

(৩) ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা দেখা যায়।

• উদাহরণ: সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, কেওড়া, গোলপাতা, কেয়া, হোগলা প্রভৃতি।

Leave a Reply