পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ | Class 5 Amader Poribesh Second Unit Test Model Question Paper with Answer Set-2 wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUESTION PAPER

Set-2

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ | Class 5 Amader Poribesh Second Unit Test Model Question Paper with Answer Set-2 wbbse

📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ২০               সময় : ৪০ মিনিট

১। সাঠক উত্তরাট নিবাচন করে লেখো :

(ক) সর্বপল্লী রাধাকৃষ্ণন-এর জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে – (শিক্ষক দিবস / পরিবেশ দিবস / শিশু দিবস / সাধারণতন্ত্র দিবস)।

উত্তরঃ শিক্ষক দিবস।

(খ) রেশমকীট পালনের জন্য যে গাছের চাষ
করা হয়, তা হল (চা / তুঁত / আনারস / পাট)।

উত্তরঃ তুঁত।

(গ) কুলিক পাখিরালয় অবস্থিত – (দিনহাটায় / রামপুরহাট/ শালতোড়ায় / রায়গঞ্জে)।

উত্তরঃ রায়গঞ্জে।

(ঘ) অযোধ্যা পাহাড় অবস্থিত – (বাঁকুড়ায় / পুরুলিয়ায় / বীরভূমে / হুগলিতে)।

উত্তরঃ পুরুলিয়ায়।

(ঙ) পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশঙ্গের নাম – (সিঙ্গালিলা / সান্দাকফু / হিমালয় / কাঞ্চনজঙ্ঘা)।

উত্তরঃ সান্দাকফু

(চ) একশৃঙ্গ গন্ডার দেখা যায়–(জলদাপাড়া / বক্সা / সুন্দরবন) – অভয়ারণ্যে।

উত্তরঃ জলদাপাড়া।

(ছ) মিহিদানা বিখ্যাত – (বাঁকুড়া / বীরভূম / বর্ধমান / পুরুলিয়া) জেলায়।

উত্তরঃ বর্ধমান

(জ) তিতুমীর বানিয়েছিলেন–(বাঁশের কেল্লা / সোনার কেল্লা / কাঠের কেল্লা / পাথরের কেল্লা)।

উত্তরঃ বাঁশের কেল্লা।

২। শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫

(ক) বাংলাদেশের জাতীয় সংগীত লিখেছেন _____________।

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

(খ) ___________ কে ‘গান্ধীবুড়ি’ নামে
অভিহিত করা হয়।

উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।

(গ) ডি ভি সি-র পুরো কথা হলো _________________।

উত্তরঃ দামোদর ভ্যালি কর্পোরেশন।

(ঘ) প্রতিবছর _________ তারিখটি ‘সাধারণতন্ত্র দিবস’ হিসেবে আমাদের পালিত হয়।

উত্তরঃ ২৬ জানয়ারি।

(ঙ) ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হল ____________।

উত্তরঃ হারভেস্টার।

(চ) বাঁকুড়া জেলার _________ টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত।

উত্তরঃ বিষ্ণুপুর।

৩। বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো: ১×৫ = ৫

বাম দিক ডান দিক
(ক) উত্তর দিনাজপুর (১) ইংলিশ বাজার
(খ) হুগলি (২) বহরমপুর
(গ) মালদা (৩) সিউড়ি
(ঘ) মুর্শিদাবাদ (৪) রায়গঞ্জ
(ঙ) বীরভূম (৫) চুঁচুড়া

উত্তরঃ

(ক) উত্তর দিনাজপুর (৪)
(খ) হুগলি (৫)
(গ) মালদা (১)
(ঘ) মুর্শিদাবাদ (২)
(ঙ) বীরভূম (৩)

৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×৫=৫

(ক) নিত্যবহ নদী কাকে বলে ?

উত্তরঃ যেসব নদী হিমবাহু বা ঝর্ণার জলে পুষ্ট, সে সব নদিতে সারাবছর জল থাকে, এইসব নদীকে নিত্যবহ নদী বলে। যেমন – পদ্মা নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি।

(খ) বোলপুর কোন জেলায় অবস্থিত ? এই শহরটি কিসের জন্য বিখ্যাত ?

উত্তরঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায়।

নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বোলপুর বিখ্যাত।

(গ) ধাপচাষ কাকে বলে ?

উত্তরঃ পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করাকে ধাপচাষ বলে।

(ঘ) ফাঁদি কী ?

উত্তরঃ জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ হলো ফাঁদি।

(ঙ) ভারতের সংবিধান রচনা করেন কে ?

উত্তরঃ বি আর আম্বেদকর।

(চ) কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ ?

উত্তরঃ দ্বারকেশ্বর ও শিলাবতী।

(ছ) কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ হুগলি।

(জ) আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন ?

উত্তরঃ রাসবিহারী বসু।

This Post Has 2 Comments

  1. শ্যামল ঘোষ

    আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু।

    1. proshnodekho

      পরে দায়িত্ব নিয়েছিলেন সুভাষচন্দ্র বসু।

Leave a Reply