2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUESTION PAPER
Set-2
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ | Class 5 Amader Poribesh Second Unit Test Model Question Paper with Answer Set-2 wbbse
📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ২০ সময় : ৪০ মিনিট
১। সাঠক উত্তরাট নিবাচন করে লেখো :
(ক) সর্বপল্লী রাধাকৃষ্ণন-এর জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে – (শিক্ষক দিবস / পরিবেশ দিবস / শিশু দিবস / সাধারণতন্ত্র দিবস)।
উত্তরঃ শিক্ষক দিবস।
(খ) রেশমকীট পালনের জন্য যে গাছের চাষ
করা হয়, তা হল (চা / তুঁত / আনারস / পাট)।
উত্তরঃ তুঁত।
(গ) কুলিক পাখিরালয় অবস্থিত – (দিনহাটায় / রামপুরহাট/ শালতোড়ায় / রায়গঞ্জে)।
উত্তরঃ রায়গঞ্জে।
(ঘ) অযোধ্যা পাহাড় অবস্থিত – (বাঁকুড়ায় / পুরুলিয়ায় / বীরভূমে / হুগলিতে)।
উত্তরঃ পুরুলিয়ায়।
(ঙ) পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশঙ্গের নাম – (সিঙ্গালিলা / সান্দাকফু / হিমালয় / কাঞ্চনজঙ্ঘা)।
উত্তরঃ সান্দাকফু
(চ) একশৃঙ্গ গন্ডার দেখা যায়–(জলদাপাড়া / বক্সা / সুন্দরবন) – অভয়ারণ্যে।
উত্তরঃ জলদাপাড়া।
(ছ) মিহিদানা বিখ্যাত – (বাঁকুড়া / বীরভূম / বর্ধমান / পুরুলিয়া) জেলায়।
উত্তরঃ বর্ধমান
(জ) তিতুমীর বানিয়েছিলেন–(বাঁশের কেল্লা / সোনার কেল্লা / কাঠের কেল্লা / পাথরের কেল্লা)।
উত্তরঃ বাঁশের কেল্লা।
২। শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫
(ক) বাংলাদেশের জাতীয় সংগীত লিখেছেন _____________।
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
(খ) ___________ কে ‘গান্ধীবুড়ি’ নামে
অভিহিত করা হয়।
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।
(গ) ডি ভি সি-র পুরো কথা হলো _________________।
উত্তরঃ দামোদর ভ্যালি কর্পোরেশন।
(ঘ) প্রতিবছর _________ তারিখটি ‘সাধারণতন্ত্র দিবস’ হিসেবে আমাদের পালিত হয়।
উত্তরঃ ২৬ জানয়ারি।
(ঙ) ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হল ____________।
উত্তরঃ হারভেস্টার।
(চ) বাঁকুড়া জেলার _________ টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত।
উত্তরঃ বিষ্ণুপুর।
৩। বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো: ১×৫ = ৫
বাম দিক | ডান দিক |
(ক) উত্তর দিনাজপুর | (১) ইংলিশ বাজার |
(খ) হুগলি | (২) বহরমপুর |
(গ) মালদা | (৩) সিউড়ি |
(ঘ) মুর্শিদাবাদ | (৪) রায়গঞ্জ |
(ঙ) বীরভূম | (৫) চুঁচুড়া |
উত্তরঃ
(ক) উত্তর দিনাজপুর (৪)
(খ) হুগলি (৫)
(গ) মালদা (১)
(ঘ) মুর্শিদাবাদ (২)
(ঙ) বীরভূম (৩)
৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×৫=৫
(ক) নিত্যবহ নদী কাকে বলে ?
উত্তরঃ যেসব নদী হিমবাহু বা ঝর্ণার জলে পুষ্ট, সে সব নদিতে সারাবছর জল থাকে, এইসব নদীকে নিত্যবহ নদী বলে। যেমন – পদ্মা নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি।
(খ) বোলপুর কোন জেলায় অবস্থিত ? এই শহরটি কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায়।
নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বোলপুর বিখ্যাত।
(গ) ধাপচাষ কাকে বলে ?
উত্তরঃ পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করাকে ধাপচাষ বলে।
(ঘ) ফাঁদি কী ?
উত্তরঃ জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ হলো ফাঁদি।
(ঙ) ভারতের সংবিধান রচনা করেন কে ?
উত্তরঃ বি আর আম্বেদকর।
(চ) কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ ?
উত্তরঃ দ্বারকেশ্বর ও শিলাবতী।
(ছ) কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ হুগলি।
(জ) আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন ?
উত্তরঃ রাসবিহারী বসু।
আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু।
পরে দায়িত্ব নিয়েছিলেন সুভাষচন্দ্র বসু।