2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUESTION PAPER
Set-4
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪ | Class 5 Amader Poribesh Second Unit Test Model Question Paper with Answer Set-4 wbbse
📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ২০ সময় : ৪০ মিনিট
১। শুন্যস্থান পূরণ করো : ১×৭=৭
(ক) আজাদ হিন্দ ফৌজ তৈরী করে ছিলেন ___________।
উত্তরঃ নেতাজি
(খ) গান্ধিবুড়ি নামে পরিচিত ছিলেন _____________।
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা
(গ) বাঁশের কেল্লা বানিয়ে ছিলেন ____________।
উত্তরঃ তিতুমির
(ঘ) নরম কান্ডের গাছ হল __________।
উত্তরঃ লাউ
(ঙ) পশ্চিম বঙ্গের রাজধানীর নাম ____________।
উত্তরঃ কলকাতা
(চ) নোনা জলের একটি মাছ __________।
উত্তরঃ ইলিশ
(ছ) কুলিক পাখিরালয় _____________ অবস্থিত।
উত্তরঃ রায়গঞ্জে কুলিক নদীর তীরে।
২। এক কথায় উত্তর দাও : ১×৭=৭
(ক) পশ্চিম বঙ্গের একটি উৎসবের নাম লেখ।
উত্তরঃ দুর্গাপূজা।
(খ) একজন মাহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখ।
উত্তরঃ মহাত্মা গান্ধী।
(গ) একজন বাঙ্গালী বিজ্ঞানীর নাম লেখ।
উত্তরঃ জগদীশচন্দ্র বসু।
(ঘ) কার জন্মদিনে শিশু দিবস পালিত হয় ?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
(ঙ) একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।
উত্তরঃ পেট্রোলিয়াম
(চ) একটি অপ্রচলিত শক্তির নাম লেখ।
উত্তরঃ বায়ুশক্তি
(ছ) চাষীর বন্ধু কাকে বলে ?
উত্তরঃ কেঁচো
৩। যে কোন দুটির উত্তর দাও : ৩×২=৬
(ক) সংক্ষিপ্ত টিকা লেখা (২০টি শব্দে) : কাজী নজরুল ইসলাম
(খ) জলচর প্রাণী কাদের বলে ? উদাহরণ দাও।
(গ) বন থেকে আমরা কী কী পাই ?