পঞ্চম শ্রেণি বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ | Class 5 Bengali 3rd Unit Test Model Question Paper with Answer Set-1 wbbse |
📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি : পঞ্চম বিষয় : বাংলা
পূর্ণমান : ৫০ সময় : ২ ঘন্টা
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : `frac১{২}×৬`=৩
১.১ বোম্বাগড়ের পন্ডিতদের ট্যাকঘড়ি ডোবানো থাকে- (ক) জলে, (খ) ঘিয়ে, (গ) দুধে।
উত্তরঃ (খ) ঘিয়ে
১.২ কবিকে এদিক-ওদিকে টানতে থাকে- (ক) গাছের পাতা, (খ) কাঠবেড়ালি, (গ) হাওয়া।
উত্তরঃ (খ) কাঠবেড়ালি
১.৩ মানিক-গাঁথা ওই-যে তোমার- (ক) অঞ্চলে, (খ) কুন্তলে, (গ) কঙ্কণে।
উত্তরঃ (গ) কঙ্কণে।
১.৪ তালনবমীর ব্রত ছিল- (ক) সোমবার, (খ) মঙ্গলবার, (গ) বুধবার।
উত্তরঃ (খ) মঙ্গলবার
১.৫ ঘুড়িকে ‘পতং’ বলে – (ক) তামিলনাড়ু, (খ) পশ্চিমবঙ্গ, (গ) রাজস্থান-এ।
উত্তরঃ (গ) রাজস্থান-এ।
১.৬ বুকের– (ক) কাঁপকাঠি, (খ) চাঁপকাঠি, (গ) ঝাঁপকাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো।
উত্তরঃ (ক) কাঁপকাঠি
২. এককথায় উত্তর দাও : ১×৮=৮
২.১ বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কী করে ?
উত্তরঃ ডিগবাজি খায়।
২.২ প্যাঁচখেলার যুদ্ধ কার কার মধ্যে হয় ?
উত্তরঃ চাঁদিয়াল ও পেটকাটার মধ্যে।
২.৩ কবির মাথায় আশীর্বাদের মতো কী ঝরে পড়ে ?
উত্তরঃ পাতা।
২.৪ জটি পিসিমার বড়ো মেয়ের নাম কী ?
উত্তরঃ লাবণ্য।
২.৫ ছোটোদের প্রিয় চরিত্র ‘ঘনাদা’ কার সৃষ্টি ?
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি।
২.৬ বন্দিশালা কাদের রক্তে রাঙা ?
উত্তরঃ স্বাধীনতা সংগ্রামীদের রক্তে।
২.৭ কোন্ দুটি প্রাণী মিলিত হয়ে আলু চাষ করেছিল ?
উত্তরঃ শিয়াল ও কুমির।
২.৮ কোন্ ব্রতে তালের বড়া ভাজা হয় ?
উত্তরঃ তাল নবমী।
৩. শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫
৩.১ ‘আমি যখন ________ থাকি’।
উত্তরঃ একলা।
৩.২ ‘শরৎ, তোমার _______ ধোওয়া কুন্তলে’।
উত্তরঃ শিশির।
৩.৩ ‘চিবিয়ে খেতে হয় বলে _________ -/ মিষ্টি সবার চাইতে!’।
উত্তরঃ আঁখ।
৩.৪ জটি পিসিমার ভালো নাম ________।
উত্তরঃ হরিমতী।
৩.৫ ‘যারা __________ জাতির বুকে জাগাল আশা,’।
উত্তরঃ জীর্ণ।
৪. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো: `frac১{২}`×৪=২
৪.১ নি নি না চো কা বা,
উত্তরঃ নাকানিচোবানি।
৪.২ ত ত স্ত ই, উত্তরঃ ইতস্তত।
৪.৩ ল পি তি লি টু, উত্তরঃ তিলপিটুলি।
৪.৪ রু বা গো দ লা। উত্তরঃ গোলাবারুদ।
৫. ‘কপাট’ শব্দটির অর্থ লেখো ও এই শব্দটি ব্যবহার করে একটি বাক্যরচনা করো। ১×১=১
উত্তরঃ আবরণ বা দরজা। বাক্য— প্রত্যেকের বাড়িতেই কপার থাকে।
৬. সমার্থক শব্দ লেখো (দুটি করে) : ১×২=২
৬.১ সাগর, উত্তরঃ সমুদ্র, পারাবার।
৬.২ বন। উত্তরঃ জঙ্গল, অটবী।
৭. বিপরীত শব্দ লেখো : `frac১{২}×৪`=২
৭.১ টাটকা, উত্তরঃ বাসি।
৭.২ আবাহন, উত্তরঃ বিসর্জন।
৭.৩ দেশ, উত্তরঃ বিদেশ।
৭.৪ উচিত। উত্তরঃ অনুচিত।
৮. বিশেষ্য পদগুলিকে বিশেষণে পরিণত করো : `frac১{২}×৪`=২
৮.১ গাছ, উত্তরঃ গেছো।
৮.২ মাটি, উত্তরঃ মেটে।
৮.৩ পাথর, উত্তরঃ পাথুরে।
৮.৪ অত্যাচার। উত্তরঃ অত্যাচারিত।
৯. ক্রিয়াপদের নীচে দাগ দাও : ১×২=২
৯.১ উল্লাসে ভরে যায় চারিদিক।
উত্তরঃ ভরে যায়।
৯.২ বাইরেতে মেঘ ডেকে ওঠে।
উত্তরঃ ডেকে ওঠে।
১০. কোনটি কোন্ প্রকার বাক্য লেখো : ১×২=২
১০.১ তুই কেমন করে জানলি ?
উত্তরঃ প্রশ্নবোধক।
১০.২ আঃ কি শান্তি!
উত্তরঃ বিস্ময় বোধক।
১১। ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো : ১×২=২
১১.১ _________ কি আমাদের বিদ্যলয়ে আসবেন ?
উত্তরঃ আপনি।
১১.২ ________ আগামীকাল বেড়াতে যাবো।
উত্তরঃ আমরা।
১২। রেখাঙ্কিত পদগুলি কোন্ পুরুষ তা চিহ্নিত করো : ১×৩=৩
১২.১ ‘আকাশটা যদি আমাদের ঘর-বাড়ি হত!’।
উত্তরঃ প্রথম পুরুষ।
১২.৩ ‘আমার দিকে তাকায় খালি’।
উত্তরঃ উত্তম পুরুষ।
১২.২ ‘তুই একটা বোকা!’।
উত্তরঃ মধ্যম পুরুষ।
১৩। নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও : ৩×২=৬
১৩.১ মাস্টারদার প্রকৃত নাম কী ? তিনি কোন্ পেশার সঙ্গে যুক্ত ছিলেন ? তাঁর প্রিয় কবির নাম কী ?
১৩.২ মোহনের স্বভাব কেমন ছিল ? স্কুলে ছুটির ঘণ্টা পড়তেই সে কী করত ? ইনস্পেক্টর সাহেবের দেওয়া নির্দেশ অনুযায়ী সে কোন্ কথাটি লিখতে পারেনি ? ১+১+১
১৪। পত্রেরচনা করো : বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। ৫×১=৫
১৫। অনুচ্ছেদ রচনা করো: (যে-কোনো একটি) : ৫×১=৫
১৫.১ রবীন্দ্রনাথ ঠাকুর।
১৫.২ তোমার বিদ্যালয়।
It’very important questions thanks