Class 5 Bengali Second Unit Test Model Question Paper with Answer Set-2 wbbse | পঞ্চম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
BENGALI QUESTION PAPER

SET-2

Class 5 Bengali Second Unit Test Model Question Paper with Answer Set-2 wbbse | পঞ্চম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২

📌 পঞ্চম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 5 All Subject Question Paper

সিলেবাস—
পাতাবাহার : মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল।

ভাষা পাঠ : লিঙ্গ, বচন, চিঠিপত্র।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
বিষয়ঃ বাংলা
পঞ্চম শ্রেণি
পূর্ণমানঃ ২০       সময়ঃ ৪০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : (যে-কোনো চারটি) : ১×৪=৪

১.১ ‘পিপির পিপির পিপ’– (শাঁখের / করাতের / জলের / বাঁশির) শব্দ।

উত্তরঃ বাঁশির।

১.২ গরান গাছের ফুল- (লাল / নীল / হলুদ / সবুজ) রঙের।

উত্তরঃ হলুদ

১.৩ লিমেরিক কবিতাটি তরজমা করেছেন (এডোয়ার্ড লিয়ার / রবীন্দ্রনাথ ঠাকুর / শঙ্খ ঘোষ / সত্যজিৎ রায়)।

উত্তরঃ সত্যজিৎ রায়

১.৪ বাংলায় লিঙ্গের প্রকার (এক / দুই / তিন / চার)।

উত্তরঃ দুই

১.৫ মেয়েটি গান গাইছে- রেখাঙ্কিত শব্দটি– (একবচন / দ্বিবচন / বহুবচন / কোনোটিই নয়)।

উত্তরঃ একবচন।

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো চারটি) : ১×৭=৭

২.১ রাভা গোষ্ঠীর জীবনে আনন্দময় পর্ব কোনটি ?

উত্তরঃ রাভা গোষ্ঠীর জীবনে আনন্দময় পর্ব হলো দল বেঁধে মাছ ধরতে যাওয়া।

২.২ কুমির ও শিয়াল কীসের কীসের চাষ করেছিল ?

উত্তরঃ কুমির ও শিয়াল যথাক্রমে আলু, ধান ও আখ চাষ করেছিল।

২.৩ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান ?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।

২.৪ ‘পালিয়ে গেল অনেক দূরে’– কে পালিয়ে গেল ?

উত্তরঃ ঝড় অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে গেল।

২.৫ লিঙ্গ শব্দের অর্থ কী ?

উত্তরঃ লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ।

২.৬ বহুবচন কাকে বলে ?

উত্তরঃ যার দ্বারা একের অধিক সংখ্যাকে বোঝায় তাকে বহুবচন বলা হয়। যেমন– বইগুলি পাখিরা আমরা ফুলগুলো ইত্যাদি।

২.৭ ‘খানা’ যোগে একটি শব্দ তৈরি করো।

উত্তরঃ ঘরখানা।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি) : ২×২=৪

৩.১ ছোট্ট ফনিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন ?

উত্তরঃ ছোট্ট ফনিমনসা গাছের মনে শান্তি ছিল না। কারণ তার আশপাশের গাছগুলোর পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতা গুলি বিশ্রী রকমের ছুঁচলো আর কাঁটাযুক্ত ছিল।

৩.২ ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় ?

উত্তরঃ ঝড়ের সময় নদীতে বা সমুদ্রে থাকলে ঝড়ের দাপটে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। নৌকা রোহীদের প্রাণহানিরা সংখ্যাও থাকে।

৩.৩ মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী?

উত্তরঃ চাক খুঁজে পাওয়ার পন্থাটি হল মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে লচে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে এনে মৌচাকেই সঞ্চিত করে বলে মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়।

৪। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি কেমন হয়েছে, তা জানিয়ে মামাকে চিঠি লেখো। ৫

অথবা,

গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে দিদিকে চিঠি লেখো।

১১১ এ, জিটি রোড
কলকাতা
৩১/০৫/২০২৪

শ্রীচরণেষু মামা,

আশা করি, তুমি ভালো আছো। আমিও ভালো আছি। তুমি জানতে চেয়েছ আমার আসন্ন পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে। এবার আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। ইংরেজি ও বিজ্ঞান বিষয়গুলি পড়তে আমার খুব ভালো লাগছে। এছাড়া বাংলাও আমি পড়ছি। রচনাগুলি মুখস্থ করে লেখা অভ্যাস করছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় ইতিহাস ও অঙ্কের নম্বর ভালো হয়নি। তাই প্রতিদিন আমি পনেরো-ষোলোটি করে অঙ্ক অনুশীলন করছি। অন্য কোনো বিষয় নিয়ে আমার কোনো সমস্যা নেই। আশা করি আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভালো ফল করতে পারব । আমাদের পরীক্ষা শুরু হবে জুন মাসে।

তুমি কবে আমাদের বাড়ি আসছ? আমি তোমার আসার অপেক্ষায় রইলাম। তুমি ও মামিমা আমার প্রণাম নিও।

ইতি তোমার
সুমন

ডাকটিকিট

প্রাপক
শ্রী নরেন মণ্ডল ১৩সি,
বিজয়নগর,
নদীয়া – ৭৩১১২৯

অথবা প্রশ্নের উত্তর—

নগর, নবজীবন
কুচবিহার
৩১/০৫/২০২৪

প্রিয় দিদি,

গতকাল তোমার চিঠি পেলাম। গরমের ছুটিটা তুমি খুব আনন্দে কাটিয়েছ জেনে খুব ভালো লাগল। তুমি জানতে চেয়েছ আমার গরমের ছুটি কেমন কেটেছে। সেই কথাই আজ চিঠিতে লিখছি।

এবারের গরমের ছুটিতে আমি কয়েকদিনের জন্য বাড়ির সকলের সঙ্গে বকখালির নির্জন সমুদ্র সৈকতে অসীম শান্তিতে ও পরম আনন্দে ভ্রমণ করে নিরাপদে বাড়ি ফিরেছি। গত ১৫ তারিখ সকলে সকালবেলা শিয়ালদহ স্টেশন থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে যাত্রা শুরু করি। সেখান থেকে বাসে করে নামখানায় যাই। ওখানে ‘হাতানিয়া দোয়ানিয়া’ নদী পেরিয়ে বকখালির উদ্দেশে রওনা হই। বেলা ১২ টা নাগাদ বকখালি পৌঁছে একটি হোটেলে উঠি। তারপর সবাই মিলে যাই সমুদ্রে স্নান করতে। পরের দিন ভোরে সূর্যোদয়ের অপরূপ শোভা দর্শন করি। এরপর আমরা ফ্রেজারগঞ্জ দেখতে যাই। তারপরে একদিন যাই হেতাল বন দেখতে, সেখান থেকেই সুন্দরবনের শুরু। পরদিন সকালে বাড়ির উদ্দেশে রওনা দিই আমরা। গরমের ছুটিটা দারুণ উপভোগ করেছি এবার ঘুরতে গিয়ে বকখালি ভ্রমণের স্মৃতি আমার মনে চিরদিন থেকে যাবে। আজ এখানেই শেষ করছি। তুমি আমাদের বাড়ি এলে সাক্ষাতে আরও গল্প করব। তুমি আমার ভালোবাসা নিও, বড়োদের আমার প্রণাম জানিও।

ইতি
তোমার বোন

অঞ্জলী কিস্কু
প্রযত্নে, ধানো কিস্কু, হলদিয়া।

This Post Has 2 Comments

  1. pritam ghosh

    will the question from here will come in my son’s exam ?

    1. proshnodekho

      সম্ভাব্য কয়েকটি প্রশ্নপত্রের সেট দেওয়া হয়েছে মাত্র। প্রতিটি বিদ্যালয়ের বিষয় শিক্ষক নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নপত্র তৈরি করেন। তবে হ্যাঁ কিছু প্রশ্ন কমন পাওয়া যেতে পারে।

Leave a Reply