Class 6 Bengali 2nd Unit Test Set-1 Model Question Paper [WBBSE]

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now


        দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

          বিষয়: বাংলা    ষষ্ঠ শ্রেণী 
       পূর্ণমান – ২৫ সময় : ৫০ মিনিট

                            সেট-১

১. ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো : (যে কোনো পাঁচটি) : 1×5=5

১.১ মুর্শিদাবাদের একটি উৎসব – ( রাস / বেরা / টুসু) ।

১.২ সিম মিষ্টি হয় – (মাঘ / ফাল্গুন / চৈত্র ) মাসে ।

১.৩ মাটির বুকে সবাই আছে –
( চিরদিনের তরে / দুই দিনের তরে / অমর হবার তরে ) ।

১.৪ আম গাছটি ধরাশায়ী হয়েছিল – ( বৈশাখের / জ্যৈষ্ঠের / আষাঢ়ের) ঝড়ে।

১.৫) চিত্রগ্রীবের চোখ দুটি ছিল -( তামাটে / ধূসর / সোনালী) রঙের।

১.৬) ” এক ভুতুড়ে কান্ড ” গল্পের লেখক যাচ্ছিলেন – (রাচি / হুডু / পাটনা ) র দিকে ।

১.৭) ছোট্ট বাঘের ডেরা ছিল – ( পাখিরালয়ে / চিড়িয়াখানায় / নদীর ধারে )।

২. নিচের প্রশ্নগুলির উত্তর লেখো ( যে কোনো পাঁচটি ) : 1×5=5

২.১ বসুধারা ব্রত কোন ঋতুতে পালন করা হয় ?

২.২ কটক কোন নদীর তীরে অবস্থিত ?

২.৩ পিঁপড়েদের চলাফেরা কবির কেমন লাগে ?

২.৪ ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কী ধরতে গিয়েছিল ?

২.৫ মাটির ঘরে দেয়ালচিত্র গুলি সাধারণত কারা আঁকেন ?

২.৬ কতগুলি গ্রামের পরে একটি হাট চোখে পড়ে ?
২.৭ বৃষ্টির সময় পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল ?

৩. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ১×৫=৫
৩.১ রুমালটা কীসে পরিণত হয়েছিল ?
৩.২ চশমা কীভাবে তৈরী হলো ?
৩.৩ গেছোদাদা কোথায় থাকে ?
৩.৪ উধো বুড়োর হাতে কী ছিল ?
৩.৫ কত বছর হলে বুড়ো বয়স ঘুরিয়ে দেয় ?
৩.৬ শ্রীকাকেশ্বর কুচকুচে কোন বংশীর কাক ?

৪. নিচের প্রশ্নগুলির উত্তর দাও : ৩+২
৪.১ উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো ?
৪.২ উদাহরণ সহযোগে শব্দ বিভক্তির সংজ্ঞা দাও ?
                      অথবা
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখ : 
(ক) দীপ /  দ্বীপ 
(খ) নিত্য / নৃত্য
(গ) আনল / অনল
(ঘ) ঝরে / ঝড়ে
(ঙ) গায়ে / গাঁয়ে
(চ) দিন / দীন
ছ) শব / সব

৫. নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
2 × ½ = 5

৫.১ ” আশীর্বাদ ” গল্পের পিঁপড়েটি কীভাবে নিজের জীবন রক্ষা করেছিল ?

৫.২ আমগাছটা পড়ে যাওয়ার পর নিজের বাড়ির নিশানা দিতে গিয়ে গোপাল কী বলেছিল ?

৫.৩ দেওয়াল চিত্র সাধারণত কারা কীভাবে আঁকেন ?

৫.৪ হাটে রাত্রি নামলে কী কী ঘটে ?

Leave a Reply