ভাষাচর্চা দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ শ্রেণি
(হাতে কলমে প্রশ্নের উত্তর)
১.নীচের শব্দগুলির দুটি করে অর্থ লেখার চেষ্টা করো :
পড়া, তিল, বর্ণ, বল, চিনি, মুকুর, জাতি, লক্ষ, বাঁক, কাল, নর
• পড়া— পাঠ করা, পতিত হওয়া
• তিল— শস্য, দেহের চিহ্ন
• বর্ণ— অক্ষর, রং
• বল— শক্তি, খেলার বল
• চিনি— মিষ্টি দ্রব্য, পরিচিতি
• মুকুর— দর্পণ, বকুল গাছ
• জাতি— শ্রেণি, প্রকার
• লক্ষ— বহু, শত সহস্র সংখ্যা
• বাঁক— মোর, বক্রতা
• কাল— সময়, সর্বনাশের কারণ
• নর— মানুষ, পুরুষ
২.বাঁদিকের শব্দগুলির সঙ্গে ডানদিকের শব্দগুলিকে মেলাও :
দাউ দাউ— হাসি আগুন
গুম গুম— বাজ পড়া
শোঁশোঁ— কাচের সার্শি
ফিস ফিস— আগুন
ভন ভন— কইল মারা
হাউ হাউ— কথা বলা
খিক খিক— মাছি
থপ থপ— বাতাস বওয়া
কড় কড়— পা ফেলে চলা
ঝন ঝন— কান্না
উত্তরঃ
দাউ দাউ— আগুন
গুম গুম— কিল মারা
শোঁশোঁ— বাতাস বওয়া
ফিস ফিস— কথা বলা
ভন ভন— মাছি
হাউ হাউ— কান্না
খিক খিক— হাসি
থপ থপ— পা ফেলে চলা
কড় কড়— বাজ পড়া
ঝন ঝন— কাচের সার্শি
৩.তোমার নাম আর তোমার পাঁচজন বন্ধুর নামগুলিকে ধ্বনিতে ভেঙে কটি করে স্বর ও ব্যঞ্জন রয়েছে দেখাও।
সিরাজ = স + ই + র + আ + জ
প্রভাকর = প + র্ + অ + ভ + আ + ক + অ + র
তানিয়া = ত + আ + ন + ই + য় + আ
কমল = ক + অ + ম + অ + ল
শিবরাজ = শ + ই + ব + অ + র + আ + জ
৪. নীচের শব্দগুলির মধ্যে মৌলিক শব্দ আর যৌগিক শব্দগুলিকে দুভাগে ভাগ করে সাজাও:
পণ্ডশ্রম, ঝুলন্ত, করি, সফলতা, বই, মাছ, নীচতম, বিদ্যামন্দির, ছয়, দাদা, দেখি
মৌলিক শব্দ— বই, মাছ, দাদা, ছয়
যৌগিক শব্দ— পন্ডশ্রম, ঝুলন্ত, করি, সফলতা, নীচতম, দেখি, বিদ্যামন্দির
৫. উপযুক্ত সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো :
৫.১ ______ সমুদ্র _______ নদী।
উত্তরঃ সাত, তেরো।
৫.২ হাতের ________ আঙুল সমান হয় না।
উত্তরঃ পাঁচটি।
৫.৩ সপ্তাহে ________ দিন।
উত্তরঃ সাত।
৫.৪ শ্রাবণ হলো বছরের _______ মাস।
উত্তরঃ চতুর্থ।
৫.৫ ষষ্ঠ শ্রেণিতে _______ স্থান পেয়েছি।
উত্তরঃ প্রথম
৫.৬ _____ ভাই চম্পা আর ______ বোন পারুল।
উত্তরঃ সাত, এক।
৫.৭ অরুণ, বরুণ, কিরণমালা ______ ভাইবোন।
উত্তরঃ তিন।
৫.৮ _______ শ্রেণির শেষে মাধ্যমিক পরীক্ষা।
উত্তরঃ দশম।
৫.৯ _______ পঞ্চাশের সঙ্গে ______ যোগ করলে হয় পঞ্চাশ।
উত্তরঃ ঊন, এক।
৫.১০ আমার বয়স এখন ______ বছর, ______ শ্রেণীতে পড়ি।
উত্তরঃ বারো, ষষ্ঠ।
৬. নীচের বাক্যগুলিতে কী জাতীয় সংখ্যাবাচক বা পুরণবাচক শব্দ ব্যবহার হয়েছে তা লেখো :
৬.১ বিকেল সাড়ে চারটের মধ্যে প্রেস থেকে দেড়শো বই নিয়ে এসো।
» সাড়ে চারটে— ভগ্নাংশিক সংখ্যা শব্দ
» দেড়শো বই— ভগ্নাংশিক সংখ্যা শব্দ
৬.২ রজতজয়ন্তী পালন করতে সাত মাথার মোড় থেকে ভোর পৌনে ছটায় প্রভাতফেরী বার হবে।
» রজতজয়ন্তী— বিশুদ্ধ সংখ্যা শব্দ
» সাত মাথার মোড়— বিশুদ্ধ সংখ্যা শব্দ
» পৌনে ছটায়— ভগ্নাংশিক সংখ্যা শব্দ
৬.৩ আড়াই কিলো ময়লায় দুপোয়া ঘি মেখে এক লিটার জল দিয়ে আধ ঘণ্টা রেখে লেচি পাকিয়ে প্রয়োজন মতো দুটো চারটে করে লুচি ভাজুন যাতে জনাচল্লিশ লোক পেটপুরে খেতে পারে।
» আড়াই কিলো— ভগ্নাংশিক সংখ্যা শব্দ
» দুপোয়া— ভগ্নাংশিক সংখ্যা শব্দ
» এক লিটার— বিশুদ্ধ সংখ্যা শব্দ
» আধ ঘন্টা— ভগ্নাংশিক সংখ্যা শব্দ
» দুটো চারটে— অনির্দেশক সংখ্যা শব্দ
» জনাচল্লিশ— অনির্দেশক সংখ্যা শব্দ
৬.৪ পয়লা বৈশাখ থেকে ষাটোর্ধ্ব মানুষেরা বছরে দুবার বিনাখরচে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
» পয়লা বৈশাখ— পূরণবাচক শব্দ
» ষাটোর্ধ্ব— পূরণবাচক শব্দ
» দুবার— বিশুদ্ধ সংখ্যা শব্দ
৬.৫ মেজোকাকার পঞ্চাশতম জন্মদিন তেরোই অক্টোবর পালিত হবে।
» মেজো কাকা— পূরণবাচক শব্দ
» পঞ্চাশতম— পূরণবাচক শব্দ
» তেরোই— পূরণবাচক শব্দ
৭. নীচের সংখ্যাশব্দগুলির উপযুক্ত পূরণবাচক রূপ বসাও :
৭.১ আমরা (২২) ________ শ্রাবণও রবীন্দ্র স্মরণ করি।
উত্তরঃ বাইশে।
৭.২ ছেলেরা (৪) _______ আষাঢ় অনুষ্ঠানটি করল।
উত্তরঃ চৌঠা।
৭.৩ আমরা নেতাজির (১২৪) _________ তম জন্মদিন পালন করলাম।
উত্তরঃ একশো চব্বিশ।
৭.৪ এবার ছাত্রটি (১১) ________ শ্রেণিতে পড়ছে।
উত্তরঃ একাদশ।
৭.৫ ভাই (১৫) _________ অঙ্কটি পারেনি।
উত্তরঃ পনেরোর।
৮. নির্দেশ অনুসারে উত্তর লেখো।
৮.১ সোয়া পাঁচটা বলতে কী বোঝো ?
উত্তরঃ পাঁচটা বেজে ১৫ মিনিট বোঝায়।
৮.২ মহাজন শব্দটির অর্থগত শ্রেণি লেখো।
উত্তরঃ মহাজন— এর ব্যুৎপত্তিগত অর্থ যে ব্যক্তি মহান বা মহৎ। কিন্তু এর প্রচলিত অর্থ হয়ে গেছে সুদ ব্যবসায়ী, অর্থাৎ যে টাকা ধার দিয়ে চড়া সুদ নেয়। সুতরাং, তাকে মহান ব্যক্তি নিশ্চয়ই বলা যায় না।
৮.৩ মৃগ– ব্যুৎপত্তিগত অর্থ লেখো।
উত্তরঃ বনের পশু
৮.৪ সামুদ্রিক- গঠনগতভাবে কোন শব্দ ?
উত্তরঃ শব্দের সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ।
৮.৫ মৌলিক শব্দের আরেক নাম কী ?
উত্তরঃ সিদ্ধ শব্দ।