সাহিত্য মেলা
ষষ্ঠ শ্রেণি বাংলা
মাটির ঘরে দেয়ালচিত্র গল্পের প্রশ্ন ও উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা | Class 6 Bengali Matir Ghore Deyal Chitro Golper Question Answer wbbse
ষষ্ঠ শ্রেণির বাংলা (এগারো পাঠ) মাটির ঘরে দেয়ালচিত্র গল্পের প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali Matir Ghore Deyal Chitro Golper Question Answer wbbse
ষষ্ঠ শ্রেণির বাংলা (এগারো পাঠ) মাটির ঘরে দেয়ালচিত্র গল্পের লেখক পরিচিতি, গল্পের সারাংশ, শব্দার্থ, অতিরিক্ত প্রশ্নোত্তর, হাতে কলমে প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali Matir Ghore Deyal Chitro Golper Question Answer wbbse
1. ষষ্ঠ শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. ষষ্ঠ শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
3. ষষ্ঠ শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
4. ষষ্ঠ শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
5. ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
6. ষষ্ঠ শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্ন Click Here
ষষ্ঠ শ্রেণির বাংলা (এগারো পাঠ) মাটির ঘরে দেয়ালচিত্র গল্পের লেখক পরিচিতি, গল্পের সারাংশ, শব্দার্থ, অতিরিক্ত প্রশ্নোত্তর, হাতে কলমে প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bengali Matir Ghore Deyal Chitro Golper Question Answer wbbse
মাটির ঘরে দেয়ালচিত্র
—তপন কর
লেখক পরিচিতিঃ
তপন কর (জন্ম ১৯৫৪): হাওড়ায় বসবাস করেন। সরকারি চারু ও কারু মহাবিদ্যালয় থেকে ১৯৭৫ সালে স্নাতক হন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বর্তমানে সরকারি বিদ্যালয়ের শিল্প শিক্ষক। তাঁর রচিত উল্লেখযোগ্য বই— অসামান্য মানভূম, ছবি আঁকতে শেখা প্রভৃতি। মাটির ঘরে দেয়ালচিত্র রচনাংশটি লেখকের মাটির ঘরে দেয়ালচিত্র প্রবন্ধের একটি সংকলিত ও সংক্ষেপিত অংশ।
সারমর্ম / সারাংশঃ
সাধারণত গ্রামের মেয়েরাই নিজের পছন্দসই বিষয়বস্তু নিয়ে নিজেদের রোজকার ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করে দেয়ালচিত্র এঁকে থাকেন। পুরুলিয়া ও তার সংলগ্ন জেলাগুলিতে বসবাসকারী আদিবাসী জনজাতিদের মধ্যে সাঁওতাল, ভূমিজ ও খেড়িয়ারাই এই কাজে অগ্রসর। মাটির দেয়ালে এই অস্থায়ী আলপনাগুলি দুর্গাপূজা ও দীপাবলি উপলক্ষ্যে সাধারণত দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য গৃহের অলংকরণ। সাঁওতালি দেয়ালচিত্রে সাধারণত নানা রঙের রেখা, ত্রিভুজ, চতুষ্কোণ প্রভৃতি জ্যামিতিক নকশা থাকে।
এ ছাড়া ভূমিজ, কুর্মি বা অন্যান্য গোষ্ঠীর মানুষের আঁকায় পদ্ম, মোরগঝুঁটি, সূর্য, ইস্কাবন, হরতন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর, কদমঝাড়, শালুকলতা ইত্যাদি মোটিফ ব্যবহৃত হয়। সাধারণত উন্মুক্ত জায়গা, যেমন— ঘরের দেয়াল, পাঁচিল— এইসব জায়গাকে বেছে নেওয়া হয় নকশার জন্য।
নামকরণঃ এই পাঠ্যাংশটিতে লেখক একটি প্রাচীন লোকশিল্পের ধারা নিয়ে আলোচনা করেছেন। মাটির ঘরের দেয়ালে মেয়েরা যেসব চিত্রবিচিত্র নকশা এঁকে থাকেন, তা-ই হয়ে উঠেছে তাঁর আলোচনার বিষয়। কোন্ কোন্ উপজাতিদের মধ্যে এই শিল্পচর্চার প্রচলন রয়েছে, কোন্ উৎসব উপলক্ষ্যে এই দেয়ালচিত্র অঙ্কন করা হয়, দেয়ালচিত্র আঁকার পদ্ধতিটি কী—সবই সবিস্তারে বর্ণনা করেছেন তিনি। তাঁর আলোচনায় সবচেয়ে বেশি পরিমাণে উঠে এসেছে দেয়ালচিত্রের নকশার বিভিন্ন ধরন। তাঁর আলোচনার বিষয়বস্তুকে মনে রেখে তাই বলা যায় যে, এই রচনাংশের নামকরণ ‘মাটির ঘরে দেয়ালচিত্র’ সার্থক হয়েছে।
শব্দার্থ ও টিকা—
» দেয়ালচিত্র— দেয়ালের গায়ে আঁকা ছবি।
» চিত্রণ— ছবি, প্রতিকৃতি।
» পূর্বতন— বিগত ।
» পীঠস্থান— সুপ্রাচীন দেবস্থান বা দেবমন্দির।
» গৃহাঙ্গন— গৃহ সংলগ্ন আঙিনা।
» চতুষ্কোণ— চার কোণ বিশিষ্ট।
» নিকানো— লেপন করা।
» হরিদ্রাভ— হলদেটে, পীতবর্ণযুক্ত।
» পঙ্কজ— পদ্ম
‘অতিরিক্ত প্রশ্নোত্তর’ মাটির ঘরে দেয়ালচিত্র ষষ্ঠ শ্রেণি বাংলা | Class 6 Bengali Matir Ghore Deyal Chitro Extra Question Answer wbbse
১. দেয়াল চিত্রের ক্ষেত্রে যে জনগোষ্ঠী অগ্রসর— (সাঁওতাল / শবর / কোল)।
উত্তরঃ সাঁওতাল।
২. যে উৎসবকে উপলক্ষ্য করে দেয়াল চিত্রগুলি রচিত হয়— (বড়দিন / মহরম / দুর্গাপূজা ও কালীপূজা)।
উত্তরঃ দুর্গাপূজা ও কালীপূজা।
৩. রাঢ় বঙ্গের কৃষিজীবী সমাজের একটি প্রাচীন উৎসব হলো— ( ভেড়াখুঁটা / ছাগখুঁটা / গোরুখুঁটা)।
উত্তরঃ গোরুখুঁটা।
৪. সাধারণত ঘরের চতুস্পর্শ ঘিরে থাকা মূল বেদীটাকে করা হয়— (লাল / সাদা / কালো)।
উত্তরঃ কালো।
৫. মোরগ ঝুটি চালচিত্র টির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান— (সূর্যের নকশা / চাঁদের নকশা / তারার নকশা)।
উত্তরঃ সূর্যের নকশা।
৬. চলতি ভাষায় ‘পুরুল্যা’ বলা হয়- (পুরুলিয়াকে / পুরন্দরপুরকে / পুরুনিয়াকে / পুরলিডিকে)।
উত্তরঃ পুরুলিয়াকে।
৭. দেয়ালচিত্র চর্চার পীঠস্থান বলা হয় যাকে- (মানভূম / বাঁকুড়া / চব্বিশ পরগনা / মেদিনীপুর)।
উত্তরঃ মানভূম।
৮. দেয়ালচিত্র অঙ্কনে অগ্রসর উপজাতি হল- (সাঁওতাল / মুন্ডা / ভিল / কোল)।
উত্তরঃ সাঁওতাল।
৯. পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই গৃহনির্মাণের প্রধান উপকরণ হল- (বালি / মাটি / ইট / সিমেন্ট)।
উত্তরঃ মাটি।
১০. গিরিমাটির সাথে যা মিশিয়ে গৃহদ্বারে ছাপ দেওয়া হয়- (গিরিফল / পলাশ ফুল / ধুতরো বীজ / জায়ফল)।
উত্তরঃ গিরিফল।
১১. উপজাতি গোষ্ঠিগুলির গৃহমার্জনা ও অলংকরণের নির্দিষ্ট সময় হল- (কার্তিক পুর্ণিমা / ভাদ্র-অমাবস্যা / আশ্বিন-পুর্ণিমা / কার্তিক অমবস্যা)।
উত্তরঃ কার্তিক-অমবস্যা
১২. কার্তিক অমাবস্যায় পালিত হয়- (লক্ষ্মী বিদায় / অলক্ষ্মী বন্দনা / লক্ষ্মী বন্দনা / অলক্ষ্মী বিদায়)।
উত্তরঃ অলক্ষ্মী বিদায়।
১৩. সাঁওতাল ব্যতীত অন্যান্য জনগোষ্ঠীর চিত্রণের সাধারণ লক্ষণ হল- (জবা / পদ্ম / গোলাপ / ময়ূর)।
উত্তরঃ পদ্ম।
১৪. পদ্মের পাশাপাশি যে বিষয়টি চিত্রণে গুরুত্ব পায়, তা হল- (সাপ / ত্রিশূল / মোরগঝুঁটি / ধানশিষ)।
উত্তরঃ মোরগঝুঁটি।
১৫. ঈষৎ হরিদ্রাভ ও সাদাটে রঙের মাটির গোলা হল– (বেলেমাটির / দোআঁশ মাটির / এঁটেল মাটির / কাদামাটির)।
উত্তরঃ বেলেমাটির।
১৬. মোরগঝুঁটির ঝাড়ের সঙ্গে বিষয় হিসেবে আরও থাকে– (কদমঝাড় ও শালুকলতা / শালুক ফুল ও শালুকলতা / কদমঝাড় ও কদফুল / কলমিলতা ও কলমি ফুল)।
উত্তরঃ কদমঝাড় ও শালুকলতা।
‘হাতে কলমে প্রশ্নোত্তর’ মাটির ঘরে দেয়ালচিত্র ষষ্ঠ শ্রেণি বাংলা | Class 6 Bengali Matir Ghore Deyal Chitro Golper Question Answer wbbse
১.১ লেখক তপন করের লেখা একটি বই এর নাম লেখাে।
উত্তরঃ চিত্রশিল্পী তপন করের লেখা একটি বই এর নাম ছবি আঁকতে শেখা।
১.২ পাঠ্যরচনাংশটি কোন্ বিষয়ে লেখা ?
উত্তরঃ আমাদের পাঠ্যরচনাটির বিষয়বস্তু হল মাটির ঘরের দেয়ালে ছবি আঁকা।
২. ঠিক শব্দটি বেছে নিয়ে লেখাে :
২.১ দেয়ালচিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের (পুরুষেরা / মেয়েরা / বালকেরা)।
উত্তরঃ মেয়েরা।
২.২ মূলত (বৃত্তাকার / সরলরৈখিক / জ্যামিতিক ) আকার আশ্রিত বর্ণসমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়ালচিত্রণ।
উত্তরঃ জ্যামিতিক।
২.৩ সাধারণত মাটি থেকে (ছফুট / চারফুট / আটফুট) পর্যন্ত উচ্চতায় চিত্ৰণটি বিস্তৃত হয়।
উত্তরঃ ছফুট।
২.৪ (শালুকটিকে / পদ্মটিকে / গােলাপটিকে) মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয়।
উত্তরঃ পদ্মটিকে।
৩. পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লেখাে : ছবি, জোগাড়, পঙ্কজ, পুষ্প, মাটি।
উত্তরঃ ছবি— চিত্র, জোগাড়— সংগ্রহ, পঙ্কজ— শতদল/পদ্ম, পুষ্পফুল, মাটি— মৃত্তিকা।
৪. নীচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করাে : ভৌগােলিক, নির্বাচন, অঞ্চল, রচনা, অলংকার, জ্যামিতি।
উত্তরঃ
বিশেষ্য | বিশেষণ |
ভূগােল | ভৌগােলিক |
রচনা | রচিত |
নির্বাচন | নির্বাচিত |
অলংকার | অলংকৃত |
অঞ্চল | আঞ্চলিক |
জ্যামিতি | জ্যামিতিক |
৫. তােমাদের এই পাঠ্যাংশ থেকে দুটি জটিল বাক্য লেখাে যারা যুক্ত আছে যেমন-তেমন’, দিয়ে। এ ছাড়া, যদি-তবে’, ‘যখন-তখন’, ‘যে-সে’, ‘যেখানে-সেখানে’, ‘যেদিন-সেদিন ইত্যাদি ব্যবহার করে একটি করে জটিল বাক্য লেখাে।
উত্তরঃ যেমন-তেমন—
(১) সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন, তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন।
(২) এতে যেমন দেখা যায় চওড়া রঙিন ফিতের মতাে সমান্তরাল রেখা তেমনি থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি।
*যদি-তবে— যদি তুমি আমার বাড়ি আসাে তবে যাব।
*যখন-তখন— বিনা অনুমতিতে যখন-তখন অফিস ঘরে প্রবেশ করা অনুচিত।
*যে-সে— আনন্দবাবু যে সে তােক নন, তিনি গ্রামের প্রধান।
*যেখানে-সেখানে— যেখানে সেখানে ময়লা ফেললে রােগ ছড়ায়।
*যেদিন-সেদিন— যেদিন আমার হাসপাতাল থেকে ছুটি হল, সেদিন আমি হাঁফ ছেড়ে বাঁচলাম।
৬. নীচের বাক্যগুলি জুড়ে একটি বাক্যে পরিণত করে :
৬.১ এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ। এই মাটির রং ঈষৎ সাদাটে।
উত্তরঃ এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ এবং ঈযৎ সাদাটে।
৬.২ দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হওয়া চাই। এইভাবেই দেয়ালগুলি নির্বাচন করা হয়।
উত্তরঃ দেয়ালগুলি নির্বাচন করার সময় দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হবার বিষয়ে খেয়াল রাখা হয়।
৬.৩ ঘরের চতুষ্পার্শ ঘিরে থাকে একটি বেদি। তার রং কালাে।
উত্তরঃ ঘরের চতুষ্পার্শ ঘিরে থাকা বেদিটি কালাে রং এর হয়।
৬.৪ বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে। এগুলি হল গাে-বন্দনা, কড়াখুঁটা, গােরুখুটা প্রভৃতি।
উত্তরঃ বাংলার কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসবগুলির মধ্যে গােবন্দনা, কঁড়াখুঁটা, গােরুখুটা ইত্যাদি অন্যতম।
৭. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
৭.১ তােমার জানা কোন্ অঞ্চলের লােকসমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুর জেলায় এবং তৎসংলগ্ন অঞ্চলে লােকসমাজের দেয়ালে ছবি আঁকার চল আছে।
৭.২ মানভূম জেলা সংলগ্ন আর কোন্ কোন্ জেলায় দেয়াল চিত্রণ হয়ে থাকে ?
উত্তরঃ মানভূম জেলা সংলগ্ন বর্ধমান জেলার পশ্চিমাংশে, বীরভূম জেলায় এবং বাঁকুড়া ও মেদিনীপুরের কিছু অঞ্চলে দেয়াল চিত্রণের চল আছে।
৭.৩ মানভূম জেলায় কোন্ কোন্ আদিবাসী গােষ্ঠীর বাস ?
উত্তরঃ মানভূম জেলায় মূলত সাঁওতাল, হাে, ভূমিজ, মুন্ডা, ওঁরাও, খেড়িয়ৎ শবর, কোল ইত্যাদি আদিবাসী গােষ্ঠীর বাস আছে।
৭.৪ মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন্ কোন্ উৎসবে আঁকা হয় ?
উত্তরঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, কালীপূজা এবং দীপাবলি উৎসবকে কেন্দ্র করে মাটির বাড়ির দেয়ালে চিত্রগুলি আঁকা হয়।
৭.৫ দেয়াল চিত্র করার জন্য কী কী উপাদান ব্যবহৃত হয় ?
উত্তরঃ দেয়াল চিত্রে রং ফুটিয়ে তােলার জন্য লালচে গেরুয়া মাটি এবং গিরিফল ব্যবহৃত হয়।
৭.৬ কোন্ তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখাে।
উত্তরঃ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে বা কালীপূজার সময় কৃষিজীবীরা তাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তােলে। তারা তাদের ঘরবাড়ি মেরামত করে লেপাপপাছা করে। পরিষ্কার গৃহাঙ্গনে দরজা, উঠান, গােহাল, ধানের গােলা এবং মূল বাসগৃহকে বিচিত্র বর্ণের আল্পনার মাধ্যমে সাজিয়ে তােলে সুন্দর করে।
৭.৭ কোন্ কোন্ জাতির দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম ?
উত্তরঃ ভূমিজ, কুর্মি বা অন্যান্য জাতির আদিবাসীরা দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ হিসাবে পদ্মকে ব্যবহার করে।
৭.৮ দুধেমাটির ওপর কীভাবে চিত্রণ করা হয় ?
উত্তরঃ সাদা বেলেমাটিকে আমরা দুধেমাটি বলে থাকি। অত্যন্ত মসৃণভাবে লেপাপােছা করা দেয়ালে বেলেমাটির ভিজে প্রলেপ লাগানাে হয়। তার উপর হাতের আঙুলের ডগা ব্যবহার করে দাগ টেনে চিত্রণ করা হয়ে থাকে।
৭.৯ মােরগঝুঁটির চালচিত্রে আর কী কী নকশা থাকে ?
উত্তরঃ মােরগঝুঁটির চালচিত্রকে মাঝখানে রেখে তার ধারে ধারে সার দিয়ে সূর্য, পদ্ম, ইস্কাবন, হরতন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর, ইত্যাদির নকশা আঁকা হয়, চালচিত্রটিকে আরও সুন্দর করে ভােলার জন্য।
৭.১০ বৃত্তাকার একটি নকশা বা আলপনা আঁকো যা তােমার বাড়িকে আরও সুন্দর করবে বলে মনে হয়।
উত্তরঃ নিজে করাে জ্যামিতির কাঁটাকম্পাস ব্যবহার করে। এ বিষয়ে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও।