Class 6 Mathematics First Unit Test Question Paper Set-1 WBBSE | ষষ্ঠ শ্রেণি গণিত প্রথম ইউনিট টেস্ট নমুনা প্রশ্নপত্র

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
MATHS QUESTION PAPER
CLASS VI (WBBSE)

Set-1

KRISHNAPUR ADARSHA VIDYAMANDIR
1st Summative Evaluation – 2023
Class – VI  Sub-Mathematics
Full Marks – 15 Time – 45 mins.

Group-A

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর লিখবে : 1×4=4

(i) 2539167 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান–
(a) 5000 (b) 50,000 (c) 5,00000

(ii) কুড়ি লক্ষ দশ হাজার আট–
(a) 2001008 (b) 2010008 (c) 2100008

(iii) 6712 এর সব থেকে কাছে 10 এর গুণিতকে পূর্ণসংখ্যা–
(a) 6710 (b) 6720 (c) 6700

(iv) 40 সংখ্যাটি রোমান সংখ্যায়-
(a) XXXX (b) XL (c) LX

Group – B

2. শূন্যস্থান পূরণ করে পূর্ণবাক্যে খাতায় লেখঃ 1×3=3

(i) ‘x-এর তিনগুণের থেকে ৪ বিয়োগ’ – বীজগাণিতিক সংখ্যামালায় প্রকাশ করলে হয় _________।

(ii) 0.3-কে সামান্য ভগ্নাংশে লিখলে হয় _________।

(iii) `frac2{3}` এর সমতুল্য ভগ্নাংশ = `frac(){15}`

Group – C

3. যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও: 2×4=8

(i) স্থানীয় মানে বিস্তার করে লেখো: 7543932

(ii) দুটি সংখ্যার যোগফল 82945195; একটি সংখ্যা 69100278 হলে অপর সংখ্যাটি কত ?

(iii) নীচের সংখ্যা দুটিকে সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণসংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করো : 4258, 2436

(iv) x + 8 এবং 8x এদের মধ্যে পার্থক্য কী ?

(v) মানের উর্ধ্বক্রমানুসারে সাজিয়ে লেখঃ 7525762, 7525662, 7526762, 7525652

(vi) গুণফল নির্ণয় করঃ 7025 × 346

(vii) ভাগফল ও ভাগশেষ নির্ণয় কর : 253916 ÷ 748

আরও পড়ুনঃ

ষষ্ঠ শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | ১ম, ২য়, ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র | All Unit Test Question Paper

Leave a Reply