Class 6 Mathematics First Unit Test Question Paper Set-2 WBBSE | ষষ্ঠ শ্রেণি গণিত প্রথম ইউনিট টেস্ট নমুনা প্রশ্নপত্র

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
MATHS QUESTION PAPER
CLASS VI (WBBSE)

Set-2

প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ণ
শ্রেনি : ষষ্ঠ বিষয় – গণিত
পূর্ণমান : ১৫ সময় : ৩০ মিনিট

1. দু-এক কথায় উত্তর দাও : 1×4 = 4

(i) 25 টাকার `frac1{5}` অংশ = কত ?

(ii) 2.75 -এর সঙ্গে কত যোগ করলে 5 পাওয়া যাবে ?

(iii) 48 কে রোমান সংখ্যায় লেখো।

(iv) একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 14 সেমি এবং 10 সেমি হলে ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে (24 / 5 / 4 / 3সেমি)।

(v) অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশকে বোঝায় ?

(vi) 1 সমকোণ = কত সরল কোণ ?

(vii) কথায় লেখো : 38.205

2. যে-কোন দুটি প্রশ্নের উত্তর দাও : 2×3=6

(i) সরল করো :

`\left(2\frac3{4}+3\frac1{2}÷2\frac1{7}\right)`÷`13\frac1{4}`

(ii) `16\frac2{3}` মিটার লম্বা ফিতের `frac3{8}` অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কত হবে ?

(iii) 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10দিনে চাষ করতে হলে, কটি ট্রাক্টর লাগবে ?

3. যে-কোন ২টি প্রশ্নের উত্তর দাও : `2\frac1{2}` × 2 = 5

(i) এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে ?

(ii) দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে 8 ও 280 একটি সংখ্যা 56 হলে, অপর সংখ্যাটি কত ?

(iii) হোষ্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে। কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে 35 জন ছাত্র বাড়ি চলে গেছে। অবশিষ্ট আটায় বাকি ছাত্রের কতদিন চলবে ?

আরও পড়ুনঃ

ষষ্ঠ শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | ১ম, ২য়, ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র | All Unit Test Question Paper

Leave a Reply