FIRST SUMMATIVE EVALUATION
MATHS QUESTION PAPER
CLASS VI (WBBSE)
Set- 3
প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ণ-২০২৩
শ্রেনি : ষষ্ঠ বিষয় : গণিত
পূর্ণমান: ১৫ সময় : ৩০ মিনিট
1. নীচের যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও : 1×5=5
(i) একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ?
(ii) বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে পার্থক্য কী ?
(iii) 150 টাকার `frac1{2}` অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা থাকবে ?
(iv) পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে ?
উদাহরণ দাও।
(v) সমকোণী সমদ্বিবাহু ত্রিভূজ কাকে বলে ?
(vi) 374521 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান লেখো।
(vii) XLV রোমান সংখ্যাটি হিন্দু আরবিক সংখ্যায় লেখো।
2. নীচের অঙ্কগুলির সমাধান করো: (২টি)
2×3=6
(i) 234567 এর সঙ্গে কোন্ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে ?
(ii) একটি কম্পিউটার কোম্পানি ৪০ জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। 200 দিনের মধ্যে 2700 টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে ?
(iii) হোষ্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে। কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে ?
(iv) রাজিয়া তার টাকার `frac3{5}` অংশ দেবনাথকে এবং `frac4{25}` অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে আর 120 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল ?
3. যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও : 2×2=4
(i) সরল করো:
`256\div\overline{16\div2} ÷ \overline{18\div9}` × 2
(ii) আজ আমার ঠাকুমা অনেকটা কুলের আচার তৈরি করলেন । তিনি সেই আচারের `frac4{7}` অংশ কাঁচের শিশিতে ভরতি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম ?
(iii) একটি স্থূলকোণী ত্রিভূজ অঙ্কণ করে তার প্রতিটি বাহু ও কোণের নাম লেখো।
(iv) দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে 252 ও 6; সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি।
👉সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র👈