CLASS 7 BENGALI SECOND SUMMATIVE EVALUATION WBBSE
Class 7 Bengali 2nd Unit Test Question Paper with Answer Set-6 | সপ্তম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬
📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
বিষয়ঃ বাংলা
সপ্তম শ্রেণি
পূর্ণমানঃ ২৫ সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
সিলেবাস—
সাহিত্য মেলা : কার দৌড় কতদূর, নোট বই, মেঘ চোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতি চিহ্ন, চিরদিনের
মাকু : তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়।
ব্যাকরণ : বাংলা বানান, নানা রকম শব্দ নির্মিতিঃ প্রবন্ধ রচনা / চিঠি।
SET – 6
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : (যে-কোনো পাঁচটি) : ১×৫=৫
১.১ ভাস্কো-ডা-গামা ছিলেন ( মার্কিন/ পোর্তুগিজ/ গ্রিক)।
উত্তরঃ পোর্তুগিজ।
অথবা,
পুরন্দর চৌধুরী ইতিহাসে— ( আকাশ বিজ্ঞানী / উদ্ভিদ বিজ্ঞানী / বৃষ্টি বিজ্ঞানী) নামে পরিচিত।
উত্তরঃ বৃষ্টি বিজ্ঞানী।
১.২ সত্য বা মিথ্যা লেখো :
‘মানব হৃদয়-ভূমি’ অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে।
উত্তরঃ সত্য।
অথবা,
‘চিরদিনের’ কবিতাটির রচয়িতা হলেন—
(নজরুল ইসলাম / সুকুমার রায় / রবীন্দ্রনাথ ঠাকুর / সুকান্ত ভট্টাচার্য)।
উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য।
১.৩ শুদ্ধ বানানের শব্দটি লেখো— (ক্ৰমশঃ / সহযোগিতা / অংক / ভূমিষাৎ)।
উত্তরঃ সহযোগিতা।
১.৪ কোন শব্দটি শব্দদ্বৈতর উদাহরণ নয়— (গলায় গলায় / লাখ লাখ / হাসা হাসি / হাসি হাসি)।
উত্তরঃ হাসা হাসি
১.৫ বাংলা শব্দভান্ডারে যে আরবি, ফারসি, তুর্কি, ইংরেজি, জার্মান, পোর্তুগিজ, ফরাসি শব্দ আছে, সেগুলির ক্ষেত্রে যে স্বরচিহ্ন ব্যবহার করাই বাঞ্ছনীয়— (দীর্ঘস্বরচিহ্ন / হ্রস্বস্বরচিহ্ন / হ্রস্বস্বরচিহ্ন / কোনোটি নয়)।
উত্তরঃ হ্রস্বস্বরচিহ্ন
১.৬ প্রশ্নের উত্তর হ্যাঁ/না ছাড়া অন্যকিছু হলে ব্যবহার হবে– (কি / কী / প্রশ্নচিহ্ন / কোনোটিই না)।
উত্তরঃ কী
২. একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো পাঁচটি) : ১×৫=৫
২.১ পৃথিবী থেকে সারাবছর কত জল বাষ্প হয়ে উড়ে যায় ?
উত্তরঃ পৃথিবী থেকে সারা বছর পঁচানব্বই হাজার কিউবিক মাইল জল বাষ্প হয়ে উড়ে যায়।
২.২ নেতাজি কোথায় বক্তৃতা দিতে আসছিলেন ?
উত্তরঃ নেতাজি বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান নামক একটি জায়গায় বক্তৃতা দিতে আসছিলেন।
২.৩ ‘অরণি কোন পাথরকে বলা হয় ?
উত্তরঃ চকমকি পাথরকে।
২.৪ স্মৃতি চিহ্ন কবিতাটি কী জাতীয় রচনা ?
উত্তরঃ কবিতাটি গীতিকবিতা জাতীয় রচনা।
২.৫ রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল ?
উত্তরঃ রাতে সোনারা গাছের কোঠরে ঘুমিয়েছিল।
২.৬ সং কত টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিল ?
উত্তরঃ এক টাকা।
৩. কমবেশি ছ-টি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো তিনটি) : ৩×৩ = ৯
৩.১ অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে ?
উত্তরঃ মেঘ চোর গল্পে আমরা অসীমা নামে একটি চরিত্র পায়। সে পুরন্দরকে মেঘের ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে, কারণ পুরন্দর চৌধুরির মতে, সে বিশাল মেঘের অধিকারী হয়ে মেঘকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারবে। আবার দরকারমতো যে-কোনো দেশের প্রধানকে বৃষ্টি নেওয়ার প্রস্তাবও দিতে সক্ষম হবে। ফেরিওয়ালারা যেভাবে নিজেদের দ্রব্যসামগ্রী বিক্রি করে, পুরন্দর চৌধুরির পরিকল্পনাও ঠিক তেমনই। এই দিকটি উপলদ্ধি করেই অসীমা তাঁকে ব্যঙ্গ করেছিল।
অথবা,
কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন্ অনুভূতির সৃষ্টি হল ? তখন তিনি কী করলেন ?
উত্তরঃ কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের অল্প বয়সের রক্ত টগবগ করে ফুটতে আরম্ভ করে।
লেখক তখন স্কুলে না গিয়ে রাস্তা দিয়ে ছুটে বাড়ি চলে আসেন এবং উত্তেজনা কমানোর জন্যে নিজের প্রিয় সঙ্গী তবলাকে টেনে নেন। ডুবে যান তবলার বোলে।
৩.২ ‘বলবে কী, তোমরাও নোট বই পড়োনি!’– নোটবই পড়লে আর কী কী জানা যাবে ?
উত্তরঃ নোটবই পড়া থাকলে অনেক অদ্ভুত ধরনের প্রশ্নের উত্তর জানা যাবে। ফড়িঙের কটা পা, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে আঙুল কেন চটচট করে, কাতুকুতু দিলে গোরুর ছটফট করার কারণ কী ইত্যাদি বিষয়গুলি কথক দেখে এবং শিখে নোটবইয়ে লিখেছেন। এ ছাড়াও জোয়ানের আরকে ঝাঁজ, তেজপাতার তেজ থাকার বা লঙ্কার ঝাল হওয়ার প্রকৃত রহস্যগুলি নোটবইয়েই জানা সম্ভব। এর বাইরেও নোটবইয়ে পাঠক জেনে নিতে পারবে পেট কামড়ানোর কিংবা নাক ডাকার প্রকৃত কারণ বা পিলে চমকানোর ব্যাখ্যা অথবা ‘দুন্দুভি’ কার নাম এবং ‘অরণি’ কাকে বলে।
অথবা,
‘মূঢ় ওরা’— কবিতাই তাদের মূঢ় বলার কারণ কী ?
উত্তরঃ কবিতায় অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের ‘মুঢ়’ বলেছেন কবি। কারণ, ওই শাসকরা ক্ষমতাবলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি এবং তাই ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকু স্পর্শ করেনি। তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই অট্টালিকাগুলি মানুষের অবহেলাতেই আস্তে আস্তে ধবংসপ্রাপ্ত হয়েছে। ওই শাসকরা ‘মূঢ়’, কারণ এই কথাটি তারা বুঝতে পারেননি যে, এই পার্থিব জীবনে কেবল পার্থিব স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে, পারে না, কালের নিয়মেই মেহ তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে।
৩.৩ ঘড়িওয়ালার মাকুকে বানাবার একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তরঃ লীলা মজুমদার রচিত মাকু উপন্যাসে ঘুড়িওয়ালার একটি চরিত্র আমরা দেখতে পাই। সেই ঘড়িওয়ালা প্রায় সতেরো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছে। বাড়িঘর ছেড়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকত। ম্যানেজার তাকে তাকের নীচে শুতে দিত, আর ছাইপাঁশ খেতে দিত। সে রাত জেগে জেগে গুদামে পড়ে থাকা রাজ্যের পুরনো বিলিতি ঘড়ির কলকব্জা খুলে নিয়ে, যে জিনিসগুলো ফালতু পড়েছিল, মরচে ধরে নষ্ট হচ্ছিল, সেই যন্ত্রগুলো দিয়েই মাকুকে বানিয়েছে।
অথবা,
সার্কাসের লোকেদের জঙ্গলে গা ঢাকা দিতে হয়েছিল কেন ?
উত্তরঃ লীলা মজুমদার রচিত গল্পে দেখা যায় সার্কাসের অধিকারীমশাই সার্কাসের জন্য নতুন তাঁবু কিনে, ঝাড়বাতি কিনে, সকলের নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে, খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে, কাউকে কিছু না বলে পালিয়ে গিয়েছে। এখন অধিকারীমশাই নিখোঁজ, তাই ওদের নামেই পরোয়ানা বের করেছে। দেখা পেলেই ধরে নিয়ে ফাটকে দেবে। তাই সার্কাসের লোকেরা এই জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়েছে।
৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ৬ x ১ = ৬
৪.১ আমাদের জীবনে পরিবেশের ভূমিকা।
৪.২ তোমার জীবনের একটি স্মরণায় আভজ্ঞতা।
৪.৩ অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা।
আরও পড়ুনঃ
সপ্তম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১
সপ্তম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২
সপ্তম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩
সপ্তম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪
সপ্তম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫
সপ্তম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬
সপ্তম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৭
সপ্তম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৮
📌আরও পড়ুনঃ
সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here