Class 7 Bengali First Unit Test Question Paper (WBBSE)

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Class 7 Bengali 1st Summative Evaluation

সিলেবাস—

গদ্যঃ পাগলা গনেশ, আত্মকথা, একুশের তাৎপর্য, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা।
পদ্যঃ ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, নানান দেশে নানান ভাষা, একুশের কবিতা, আঁকা লেখা,
ভাষাচর্চাঃ বাংলা ভাষার শব্দ।
মাকুঃ ১ম ও ২য় অধ্যায়।

NIMTALA HIGH SCHOOL (H.S)
1st Summative Evaluation – 2022
Class-VII Sub: Bengali

F.M: 15                           Time: 30 min

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (১x৪=৪)

১.১ ‘পাগলা গণেশ’ একটি– (বিজ্ঞান / কল্পবিজ্ঞান / রূপকথা) বিষয়ক গল্প।

উত্তরঃ কল্পবিজ্ঞান।

১.২ ‘পোর্ট্রেট’ শব্দটির অর্থ হলো– (প্রতিকৃতি / আত্ম প্রতিকৃতি / প্রকৃতির ছবি)।

উত্তরঃ প্রতিকৃতি।

১.৩ ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটির কবি হলেন– (রবীন্দ্রনাথ ঠাকুর / মাইকেল মধুসূদন দত্ত / অজিত দত্ত)।

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

১.৪ রামকিঙ্করের প্রথম শিল্পের ইস্কুল বাড়ির পাশের (কামারপাড়া / কুমোর পাড়া /
পটুয়াপাড়া)।

উত্তরঃ কুমোর পাড়া।

২. একটি বাক্যে উত্তর দাও: (২x৩=৬)

২.১ কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন ?
উত্তরঃ গাছের পাতার রস, বাটনা-বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি-ভাজা খোলার চাঁছা ভুসোকালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন।

২.২ “ছন্দ শোনা যায় নাকো”— কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না ?
উত্তরঃ কবির ভাবনায় সকল দ্বন্দ্ব ভুলে শুধু ছন্দে মন না দিলে আর ছন্দ শোনা যায় না।

২.৩ “আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি”— বক্তা কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল ?
বক্তা অর্থাৎ গণেশ ছবি এঁকে, কবিতা লিখে, গান গেয়ে পৃথিবীকে বাঁচাতে চেয়েছিলেন।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (১x৩=৩)

৩.১ তৎসম শব্দ কাকে বলে ?
উত্তরঃ যেসব শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে সেগুলোকে তৎসম শব্দ বলা হয়।

৩.২ সঠিক বানানটি নির্বাচন করো: (ষোড়শ / সোড়শ)।

উত্তরঃ ষোড়শ।

৩.৩ ‘ঝাঁটা’ এই শব্দটি কী ধরণের শব্দ ?
উত্তরঃ এটি দেশী শব্দ।

৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (১×২=২)

৪.১ সোনা টিয়া রাগ করে কোন বনে চলে গিয়েছিল ?
উত্তরঃ কালিয়ার বনে।

৪.২ মাকুকে কে তৈরী করেছিল ?
উত্তরঃ এক ঘড়িওয়ালা।

This Post Has One Comment

Leave a Reply