Class 7 Bengali 1st Summative Evaluation
সিলেবাস—
গদ্যঃ পাগলা গনেশ, আত্মকথা, একুশের তাৎপর্য, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা।
পদ্যঃ ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, নানান দেশে নানান ভাষা, একুশের কবিতা, আঁকা লেখা,
ভাষাচর্চাঃ বাংলা ভাষার শব্দ।
মাকুঃ ১ম ও ২য় অধ্যায়।
1st Summative Evaluation
Class : VII Sub : Bengali
Time : 30 Min. F.M. : 15
১. সঠিক উত্তরটির নিচে দাগ দাও: ১x২ = ২
(ক) “ছন্দে শুধু কান রাবাে” কবিতায় জীবন হবে –( গদ্যময় / পদ্যময় / ছন্দহীন / আবেগময় )।
(খ) মসজিদ সমাধি কিংবা অন্য কোন ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে
তাকে বলে (স্তম্ভ / মিনারেট কুতুব মিনার / শহীদ মিনার)।
২. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (যেকোনাে দুটি প্রশ্নের উত্তর দাও:) ১×২= ২
(ক) কারা , কোথায অ – আ লিখছে ?
(খ) প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খােকন কখন বুঝল ?
(গ) কোন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় ?
৩. সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনাে দুটি) ২×২=৪
(ক) ‘ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনাে কাজেই লাগে না’— অনাবশ্যক ভাবাবেগ বলতে কী বােঝানাে হয়েছে ?
(খ) ‘সেই ধন্য নরকুলে।’- কোন মানুষ নরকুলে ধন্য হন ?
(গ) কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন ?
৪. যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও: ১x২= ২
(ক) মাকু কী দিয়ে তৈরি ?
(খ) সং কে ?
(গ) হােটেলওয়ালার জন্মদিনে সােনা,টিয়া কী উপহার দিয়েছিল ?
৫. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনাে পাঁচটি) : ১×৫=৫
(ক) তৎসম শব্দ কাকে বলে ?
(খ) তদ্ভব শব্দ কাকে বলে ?
(গ) ‘মাতা’ শব্দটি কী পদ ?
(ঘ) শুদ্ধ বানান লেখাে : মিস্ত্রিগিরি
(ঙ) ‘চাঁড়াল’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
(চ) কোনটি শুদ্ধ : লবন / লবণ।