Class-7 Geography 1st-Unit-Test Model-Question-Papers With Answer – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

FIRST SUMMATIVE EVALUATION
GEOGRAPHY QUESTION PAPER
CLASS 7 WBBSE

(প্রিয় ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বেশিরভাগ বইতে প্রতিটি পর্বের পাঠ্যসূচি ও কিছু কিছু বইতে প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন দেওয়া আছে, প্রশ্নপত্র তৈরীর ক্ষেত্রে প্রায় সমস্ত বিদ্যালয় পাঠ্যসূচি ও প্রশ্নের কাঠামো অনুসরণ করে থাকে, তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। কোন কারনে পাঠ্যসূচী সময়মতো শেষ না হলে বিদ্যালয় নিজেদের মতো করে প্রশ্ন করে থাকে। সেক্ষেত্রে প্রশ্নের কাঠাম অনুসরণ করা হয় না। তাই এই সাইটে প্রদত্ত কোন কোন প্রশ্নপত্র প্রশ্নের কাঠামোর সঙ্গে মিল নেই।)

Set-1

পাঠ্যসূচী / Syllabus
১. প্রথম অধ্যায় : পৃথিবীর গতি (১)
২. দ্বিতীয় অধ্যায় : ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় (১৯)
৩. তৃতীয় অধ্যায় : বায়ুর চাপ (২৯)
৪. নবম অধ্যায় : এশিয়া মহাদেশে (৮৩)

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022
সপ্তম শ্রেণি বিষয়: ভূগােল
সময় : ৩০ মিনিট পূর্ণমান : ১৫

১. সঠিক উত্তরটি নির্বাচন করাে : ১x৪= ৪

(ক) উত্তর গােলার্ধে মহাবিষুব বলা হয় (২১ জুন / ২৩ সেপ্টেম্বর / ২১ মার্চ)।

উত্তরঃ ২১ মার্চ।

(খ) স্বর্ণরেণুর নদী বলা হয় (ইয়াংসি নদীকে / মেকং নদীকে / হােয়াংহাে নদীকে)।

উত্তরঃ ইয়াংসি।

(গ) ২০২০ সালে ফেব্রুয়ারী মাসের দিন সংখ্যা ছিল (২৮ দিন / ২৯ দিন / ৩০ দিন)।

উত্তরঃ ২৯ দিন।

(ঘ) লেনা নদীর উৎস (বৈকাল পর্বত / আলতাই পর্বত / সায়ান পর্বত)।

উত্তরঃ বৈকাল পর্বত।

২. শূন্যস্থান পূরণ করাে : (যে-কোনাে দুটি) ১x২ = ২

(ক) মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় ___________।

উত্তরঃ নরওয়েকে

(খ) প্রতি সেকেন্ডে মুক্তিবেগের মান _________ কিমি।

উত্তরঃ ১১.২

(গ) _________ দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা ভারতে প্রমাণ সময় হিসেবে ধরা হয়।

উত্তরঃ ৮২°৩০’ পূঃ

৩. সত্য না মিথ্যা লেখো : (যে-কোনাে দুটি) : ১x২=২

(ক) দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল।

উত্তরঃ মিথ্যা।

(খ) উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে।

উত্তরঃ সত্য।

(গ) ২২ ডিসেম্বরকে ‘মকর সংক্রান্তি’ বলা হয়।

উত্তরঃ সত্য।

৪. এককথায় উত্তর দাও : (যে-কোনাে তিনটি) : ১x৩ = ৩

(ক) ‘বিষুব’ কথার অর্থ কী ?

উত্তরঃ বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি।

(খ) ‘পৃথিবীর ছাদ’ কাকে বলে ?

উত্তরঃ ‘পামীর মালভূমি’কে পৃথিবীর ছাদ বলা হয়।

(গ) এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী ?

উত্তরঃ ‘ইনিসি নদী’ হল এশিয়ার দীর্ঘতম নদী।

(ঘ) দাক্ষিণাত্য মালভুমি কোন দেশে অবস্থিত ?

উত্তরঃ ভারতে অবস্থিত।

(ঙ) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী ?

উত্তরঃ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার।

৫. যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ২x২ = ৪

(ক) এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন ?

উত্তরঃ এশিয়া মহাদেশ এতই বিশাল যে পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে, পূর্বপ্রান্তে তখন সূর্যাস্তের সময় হয়ে যায়। সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়ায় এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, যা অন্য কোন মহাদেশে নেই। তাই এশিয়াকে ‘চরম বৈশিষ্ট্যের মহাদেশ’ বলা হয়।

(খ) সমচাপরেখা কাকে বলে ? এর
দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তরঃ আবহাওয়া মানচিত্রে বায়ুচাপ দেখানোর জন্য কালো রঙের আঁকাবাঁকা রেখা ব্যবহার করা হয়, এগুলিকে সমচাপ রেখা বলে।
বৈশিষ্ট্য:
১. সমচাপ রেখা গুলো পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করতে পারে না।
২. সমচাপ রেখা গুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে, সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি।

(গ) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি তুলনা করাে।

উত্তরঃ ১.অক্ষরেখা গুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখা গুলি পরস্পর সমান্তরাল নয়।
২. অক্ষরেখা গুলো পূর্ণ বৃত্ত, দ্রাঘিমা রেখা গুলো অর্ধবৃত্ত।
৩. অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়, প্রত্যেকটি দ্রাঘিমারেখা উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে।

This Post Has One Comment

Leave a Reply