Class 7 Geography 2nd Unit Test Question Paper with Answer Set-1 | সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CLASS 7 GEOGRAPHY SECOND SUMMATIVE EVALUATION WBBSE

Class 7 Geography 2nd Unit Test Question Paper with Answer Set-1 | সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১

📌 সপ্তম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 7 All Subject Question Paper

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি         বিষয়ঃ ভূগোল
পূর্ণমানঃ ২৫ ‌  সময়ঃ ৫০ মিনিট

সিলেবাস— ১. ভূমিরূপ (৪র্থ অধ্যায়) ২. নদী (৫ম অধ্যায়) ৩. শিলা ও মাটি (ষষ্ঠ অধ্যায়) ৪. আফ্রিকা মহাদেশ (দশম অধ্যায়)

SET – 1

১। নীচের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১x৫=৫

১.১ ‘পৃথিবীর ছাদ’ বলা হয়, সেটি হল – (ছোটোনাগ-পুর / তিব্বত / পামির) মালভূমিকে।

উত্তরঃ পামির

১.২ ‘I’ আকৃতির উপত্যকা দেখা যায়—
(মালভূমি / পার্বত্য অঞ্চলে / সমভূমি / বদ্বীপ) অঞ্চলে।

উত্তরঃ পার্বত্য অঞ্চলে

১.৩ ভূপৃষ্ঠের শিলার আলগা আস্তরণকে বলে— (হিউমাস / রেগোলিথ / মাটি / শিলা)।

উত্তরঃ রেগোলিথ

১.৪ নীলনদ অববাহিকার একটি গুরুত্বপূর্ণ শহর হল— (কায়রো / নিউ ইয়র্ক / ব্রাসিলিয়া / নাগ হামাদি)।

উত্তরঃ কায়রো

১.৫ সাহারার শুকনো নদীর খাতগুলোকে বলা হয়– (রেগ / ওয়াদি / হামাদা)।

উত্তরঃ ওয়াদি

২। নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও: ১×৫=৫

২.১ আফ্রিকার কোন্ নদী দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে ?

উত্তরঃ কঙ্গো নদী।

২.২ কোন্ মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো ?

উত্তরঃ দোআঁশ মাটি।

২.৩ নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কী বলা হয় ?

উত্তরঃ ব্যবচ্ছিন্ন মালভূমি।

২.৪ সাহারায় দিনেরবেলায় সৃষ্ট বালির ঝড়কে কী বলা হয় ?

উত্তরঃ সাইমুম।

২.৫ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

(ক) নদীর আঁকাবাঁকা গতিপথকে _________ বলে। (শূন্যস্থান পূরণ করো)

উত্তরঃ মিয়েন্ডার

উত্তরঃ দোঁয়াশ

(খ) সাহারা মরুভূমি পৃথিবীর একটি অন্যতম জনবিরল এলাকা। (সত্য মিথ্যা নির্বাচন করো)

উত্তরঃ সত্য

৩। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×২=৪

৩.১ আর্গ ও হামাদা কী ?

উত্তরঃ আর্গ : সাহারা মরুভূমির যে সব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোটো পাহাড়ের মতো তৈরি করে তা হলো – আর্গ।

হামাদা : সাহারা মরুভূমির যে সব অঞ্চল শক্ত পাথরে ভরতি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো- হামাদা।

৩.২ অর্ন্তবাহিনী নদী কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন– ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া অর্ন্তবাহিনী নদী।

৩.৩ জলবিভাজিকা কাকে বলে ?

উত্তরঃ কোনো পাহাড়ের চূড়ার অংশটি বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোটো ছোটো জলধারার মাধ্যমে বয়ে গিয়ে, মিলিত হয়ে মূল নদী তৈরি করে।

৩.৪ মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ বলা হয় কেন ?

উত্তরঃ মালভূমির উপরিভাগ টেবিলের মতো প্রায় সমতল এবং ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু ও খাড়া বলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়।

৪। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৩×২=৬

৪.১ ভঙ্গিল পর্বতের উৎপত্তি কীভাবে হয়েছে ?

উত্তরঃ বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে, সেখানে প্রায় 10 কোটি বছর আগে টেথিস নামে একটি মহীখাত (Geosyncline) ছিল। এই টেথিস সাগরের উত্তরে ছিল ‘আশারাল্যান্ড’ ও দক্ষিণের ভূখণ্ডের নাম ছিল ‘গন্ডোয়ানাল্যান্ড’। বহু বছর ধরে এই ভূখণ্ড থেকে নদীবাহিত ক্ষয়প্রাপ্ত পলি এই মহীখাতটিকে ভরটি করতে থাকে। ক্রমশ পলিস্তারের নিম্নমুখী চাপে খাতের তলদেশ বসতে থাকে এবং দু-পাশের ভূখণ্ডগুলি পরস্পরের দিকে সরে আসতে থাকে। এর ফলে মহীখাতে সঙ্কিত পলিতে ভাঁজ পড়ে ক্রমশ ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। মহীখাত থেকে ভি পর্বতের উৎপত্তি হয় বলে ভঙ্গিল পর্বতের প্রশ্ন অপেক্ষা দৈর্ঘ্য অনেক বেশি হয়।

৪.২ ‘নদীর স্বাভাবিক ছন্দ মানুষই নষ্ট করেছে— আলোচনা করো। ৩

উত্তরঃ মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করে চলেছে। মানুষের কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন প্রভৃতি নানাভাবে নদীকে প্রভাবিত করেছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর ওপর কৃত্রিম বাঁধ তৈরি করে মানুষ সাময়িক সুফল পেলেও শেষপর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার কারণ হয়ে উঠেছে। একদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে অন্যদিকে সেচের জলের জোগান দিয়ে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শহর ও শিল্পাঞ্চলের বর্জ্য জল নদীতে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে।

৪.৩ আফ্রিকার নদীগুলি প্রচুর জল বহন করে কেন ?

উত্তরঃ নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এই বৃষ্টিপাতের ফলে উপনদীগুলি প্রচুর জল প্রধান নদীতে সরবরাহ করে। ফলে প্রধান প্রধান নদীতে সারাবছর জল থাকে। উপকূলভূমি বন্ধুর থাকলে নদীর মোহানা খুব প্রশস্ত ও খরস্রোতা হয়। নীলনদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে বিপুল জলরাশি বয়ে নিয়ে আসে। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গো নদীর সৃষ্টি হয়েছে। বয়ে যাওয়ার পথে বহু স্থানে এই নদী গভীর উপত্যকা তৈরি করেছে। প্রায় ঐ একই জায়গা থেকে পূর্বদিকে সৃষ্টি হয়েছে জাম্বেসি নদী। এই নদীর গতিপথে তৈরি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত।

৫। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো : ৫×১=৫

৫.১ মাটি তৈরিতে যারা প্রধান ভূমিকা নেয় তাদের অবদান আলোচনা করো।

উত্তরঃ শিলা : ভবিষ্যতে মাটি কেমন হবে তা শিলার প্রকৃতির ওপর নির্ভর করে।

জলবায়ু : মাটি তৈরিতে এক বিশেষ ভূমিকা নেয় জলবায়ু। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে মাটি তাড়াতাড়ি তৈরি হয়। আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়।

ভূপ্রকৃতি : ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি সেভাবে তৈরি হয় না। আবার ভূমির ঢাল যেখানে কম, সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে।

জীবজগৎ : জীবিত ও মৃত উদ্ভিদ বা প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে। কিন্তু কেঁচো, পিঁপড়ে, ছুঁচো, সাপ প্রভৃতি প্রাণীরা মাটিকে আলগা করার ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি জোগায়।

সময় : মাটি একদিনে তৈরি হয় না। হাজার হাজার বছর এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় মাটি তৈরি হতে।

৫.২ আফ্রিকা মহাদেশের সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তরঃ আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। এই মহাদেশ একই সঙ্গে পৃথিবীর উত্তর- দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম গোলার্ধে অবস্থিত। পূর্ব আফ্রিকাতেই পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল। ঊনবিংশ শতাব্দীতে লিভিংস্টোন, স্ট্যানলি প্রমুখ আবিষ্কারকগণ আফ্রিকার অজ্ঞাত অংশ আবিষ্কার করেন। ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশ ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল। আফ্রিকার উত্তরে দুর্গম সাহারা মরুভূমি। আফ্রিকার মধ্যভাগে রয়েছে হিংস্র জীবজন্তুতে পূর্ণ নিবিড় ও দুর্ভেদ্য অরণ্য। এই মহাদেশের উপকূল অভগ্ন, উয় ও আর্দ্র জলবায়ুও অস্বস্তিকর। এই মহাদেশের অভ্যন্তরে রয়েছে জলপ্রপাত, খরস্রোতা নদী, এখানে প্রায় সর্বত্রই বন্ধুর মালভূমি। হিংস্র ও নরখাদক আদিম অধিবাসীদের বসবাস থাকার কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত।

📌আরও পড়ুনঃ

📌সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-১ Click Here

📌সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-২ Click Here

📌সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৩ Click Here

📌সপ্তম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৪ Click Here

📌আরও পড়ুনঃ

সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

📌 সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here

Leave a Reply