Class -7 History 1st-Unit-Test Model-Question-Paper – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Class 7 History First Unit Test Question Paper

ইতিহাস সিলেবাস—
অধ্যায়ঃ
১. ইতিহাসের ধারণা।
২. ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক।
৩. ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক।

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি     বিষয় – ইতিহাস
সময় : 30 মিনিট           পূর্ণমান – ১৫

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : (যে-কোনো পাঁচটি) ১×৫=৫

১.১ তাজমহল নির্মাণ করেন সম্রাট –
(ক) বাবর, (খ) আকবর, (গ) শাহজাহান
(ঘ)  হুমায়ুন

১.২ কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন –
(ক) ভীম, (খ) রামপাল, (গ) প্রথম মহীপাল।
(ঘ) গোপাল

১.৩ বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজার _____________ আমলে।
(ক) বিজয়সেনের, (খ) লক্ষ্মণসেনের,
(গ) বল্লালসেনের। (ঘ) বিক্রম সেন

১.৪ হজরত মহম্মদের জন্ম হয় আনুমানিক –
(ক) ৪৭০ খ্রিস্টাব্দে (খ) ৫৭০ খ্রিস্টাব্দে
(গ) ৬৭০ খ্রিস্টাব্দে (ঘ) ৫৮০ খ্রিস্টাব্দে

১.৫ সন্ধ্যাকর নন্দী রচিত কাব্যগ্রন্থের নাম–
(ক) রামচরিত মানস, (খ) রামচরিত,
(গ) চণ্ডীমঙ্গল। (ঘ) হর্ষচরিত

১.৬  বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পন্ডিত ছিলেন—
(ক) শীলভদ্র (খ) অতীশ দীপঙ্কর
(গ) শশাঙ্ক (ঘ) জ্ঞান প্রভ

২. নিম্নলিখিত প্রশ্নের পূর্ণবাক্যে উত্তর দাও : (যে-কোনো পাঁচটি) ১×৫=৫

২.১ সকলোত্তরপথনাথ কার উপাধি ছিল?
২.২ শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল?
২.৩ ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা কী নামে পরিচিত ছিল?
২.৪ কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন?
২.৫ পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন?
২.৬ পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখ।

৩. নিম্নলিখিত যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৩.১ রাজা বল্লালসেন রচিত গ্রন্থগুলির নাম কী? রাজা লক্ষ্মণসেনের রাজসভায় সাহিত্যচর্চার পরিচয় দাও।
৩.২ প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম লেখো। শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল?

This Post Has One Comment

Leave a Reply