প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণী বিষয়: গণিত
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ১৫
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1×4=4
(i) 9, * , 16 ক্রমিক সমানুপাতে থাকলে, ‘ * ‘ চিহ্নিত পদটি কত নির্ণয় করো।
(ii) 2, 6, 12 কি ক্রমিক সমানুপাতী?
(iii) যদি পূর্বপদ < উত্তরপদ হয়, তখন সেই অনুপাতকে কী বলে?
(iv) একটি সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি কোণ উৎপন্ন হবে, তাদের মান কত?
2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2×2=4
(i) 12,100 টাকা শ্যাম, রাম, অতনু ও ইন্দ্র 2:3:2:4 অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে হিসাব করো।
(ii) একটি বাঁশের ⅓ অংশে লাল রং,⅕ অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং করা আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
(iii) একটি খনিতে একটি লিফট ৪ মিনিটে 24 মিটার নীচে নামে। লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নীচে থাকবে?
3. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2×2 = 4
(i) দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10 । কোন্ শরবতটি বেশি মিষ্টি ?
(ii) abc`left(frac1{ac}+frac1{bc}-frac1{ab}right)`
(iii) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ( x + 4) সেমি, (2x + 1) সেমি ও (4x – 8) সেমি হলে, তার অর্ধপরিসীমা
4. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 3
(i) স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 22%° কোণ অঙ্কন করো।
(ii) স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে 45° ও 22½° কোণ আঁকো।
Thanks for help…
Pingback: WBBSE Class 7 Unit Test | All Subject Question Papers- Prosnodekho -