চিঠি – মাইকেল মধুসূদন দত্ত
প্রথম চিঠির শব্দার্থ
১.একাকী – একা।
২.বিষয় আশয় – সম্পত্তি।
৩.তত্ত্বাবধান – দেখাশোনা করা।
৪.ঝঞ্জা ক্ষুব্ধ – প্রবল ঝড়ে আলোড়িত।
৫.জলরাশি – অনেক জল।
৬.উদ্ধার – মুক্তি।
৭.জোব্বা – হাঁটু পর্যন্ত লম্বা জামা।
৮.ভারতচন্দ্র – বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম কবি।
৯.বিক্রম – বীরত্ব, শক্তি
১০.সম – সমান, অনুরূপ
১১.হিমানী – বরফ, এখানে ঠান্ডা অর্থে ব্যবহৃত
১২.রপ্ত – আয়ত্ত
১৩.মনােনিবেশ- মনােযােগ দেওয়া
১৪.সহায়তা- সাহায্য
১৫.অকপটে- ছলনা না করে
১৬.রােমান- রােমদেশীয়
দ্বিতীয় চিঠির শব্দার্থ
১৭.পুরাতন- প্রাচীন, পুরােনাে।
১৮.ভাসমান- ভাসছে এমন।
১৯.রূপকথা- গল্পকথা, অলীক কাহিনি
২০.প্রাসাদ- অট্টালিকা
২১.বৎস- সন্তান
২২.জাঁকজমক- আড়ম্বর
২৩. ক্যাবিন- কামরা, এখানে জাহাজের ছােটো ঘর।
২৪. বিবরণ- বর্ণনা
২৫.অবসর- অবকাশ
২৬. উপকূল- নদী বা সমুদ্রের ধার
২৭. বিষন্ন- মন খারাপ করা, দুঃখিত
২৮.বাসনা- ইচ্ছা
২৯. গােষ্ঠী- দল
৩০. উজাড়- নিঃশেষ
৩১.অনবরত- বিরামহীন
৩২.পত্রাঘাত- পত্রের দ্বারা আঘাত,চিঠি লেখা, এখানে ‘পত্রাঘাত’ শব্দটি লেখকের হাস্যরসবােধের পরিচয় দেয়। এই শব্দটির মধ্য দিয়ে ঠাট্টা করে তিনি গৌরদাস বসাককে বলতে চেয়েছেন যে পত্রের মাধ্যমে তার যে-কোনাে লেখার সমালােচনা
গৌরদাস করতে পারেন।
৩৩. জীবিকানির্বাহ – জীবনধারণের ব্যবস্থা, বেঁচে থাকার উপায় বের করা।
৩৪.অর্জন – পাওয়া
৩৫.দৃঢ়সংকল্প – কঠোর প্রতিজ্ঞা করা
৩৬.আশ – আশা
৩৭. নিকটবর্তী – কাছাকাছি
৩৮.কল্পিত – মনগড়া
৩৯.বাল্যসুহৃদ – ছোটবেলার বন্ধু
৪০.বৃত – সসম্মানে নিযুক্ত
৪১.অনুরাগ – ভালোবাসা, বন্ধুত্ব
৪২.পরলোক গমন – মৃত্যু
তৃতীয় চিঠির শব্দার্থ
৪৩..ডেরা- অস্থায়ী বাসস্থান
৪৪.. অনুনয়- কাতর প্রার্থনা
৪৫. সাক্ষাৎ- দেখা
৪৬. শয্যাগত- বিছানায় পড়ে থাকা
৪৭. সর্গ- কাব্যের অধ্যায় বা পরিচ্ছদ
৪৮. রুদ্ধনিশ্বাসে- দম বন্ধ করে
৪৯. উপক্রম- উদ্যোগ
৫০.অশ্রুপাত- চোখের জল ফেলা
৫১.অভিমত- মতামত
৫২.উৎকৃষ্টতর- আরও ভালাে
৫৩.মিলটন- ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি।
৫৪. কালিদাস- ভারতের বিখ্যাত কবি ও নাট্যকার।
৫৫.ভার্জিল- রােমদেশের একজন বিখ্যাত কবি।
৫৬.তাসো- ষােড়শ শতাব্দীর বিখ্যাত ইতালীয় কবি।
৫৭. নশ্বর- মরণশীল
৫৮.ক্রন্দন- কান্না
৫৫৯.তরজমা- অনুবাদ (একটা ভাষা থেকে অন্য ভাষায়)
৬৯.বিদ্যানুরাগী- পড়াশোনার প্রতি আগ্রহ
৬১.উত্তীর্ণ-পাস করা
৬২.মুনশি- কেরানি, যিনি লেখার কাজ করেন, লেখক।
৬৩.অন্তরঙ্গ- ঘনিষ্ঠ
৬৪.দেওঘর- বিহারের একটি জায়গা
৬৫.লোকান্তরিত- মৃত্যু
বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ)
১. মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘চিঠি’ গল্পে কয়টি চিঠির উল্লেখ আছে ?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
উঃ (গ) ৩টি।
২. ‘চিঠি’ গল্পে প্রথম ‘চিঠি’টি কাকে উদ্দেশ্য করে লেখা ?
(ক) গৌরদাস বসাক
(খ) রাজনারায়ণ বসু
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩. প্রথম চিঠি লেখা হয়েছিল-
(ক) ৩ নভেম্বর ১৮৬৫
(খ) ২ নভেম্বর ১৮৬৪
(গ) ৪ নভেম্বর ১৮৬৫
(ঘ) ৩ নভেম্বর ১৮৬৪
উঃ (ঘ) ৩ নভেম্বর ১৮৬৪
৪.’চিঠি’ গল্পে দ্বিতীয় ‘চিঠি’টি কাকে উদ্দেশ্য করে লেখা ?
(ক) গৌরদাস বসাক
(খ) রাজনারায়ণ বসু
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ (ক) গৌরদাস বসাক।
৫.’চিঠি’ গল্পে তৃতীয় ‘চিঠি’টি কাকে উদ্দেশ্য করে লেখা ?
(ক) গৌরদাস বসাক
(খ) রাজনারায়ণ বসু
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ (খ) রাজনারায়ণ বসু।
৬. “চিঠি’ রচনাটির তিনটি চিঠিই তরজমা করেন-
(ক) সুশীল রায়
(খ) সুশীল ঘােষ
(গ) সুশীল বর্মন
(ঘ) সুশীল বসু
উঃ (ক) সুশীল রায়।
৭. ‘শীতকাল এলে বলে এবার মারাত্মক শীত পড়বে।’- কোথায় মারাত্মক শীত পড়বে ?
(ক) ইউরোপে
(খ) আফ্রিকায়
(গ) আমেরিকায়
(ঘ) ভারতে
উঃ (ক) ইউরোপে।
৮. বাঘের বিক্রম সম মাঘের_________। শূন্যস্থান পূরণ করো।
(ক) শিশির
(খ) যামিনী
(গ) শীতলত
(ঘ) হিমানী
উঃ (ঘ) হিমানী।
৯.কোথায় পৌঁছে মাইকেল মধুসূদন দত্ত সমুদ্রযাত্রার বিবরণ দেবেন ?
(ক) ইউরোপে
(খ) ভারতে
(গ) ইংল্যান্ডে
(ঘ) আমেরিকায়
উঃ (গ) ইংল্যান্ডে।
১০. চিঠি গল্পটি মাইকেল মধুসূদনের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
(ক) কৃষ্ণকুমারী
(খ) পদ্মাবতী
(গ) মাইকেল মধুসূদনের ছিন্নপত্র
(ঘ) মাইকেল মধুসূদনের পত্রাবলী
উঃ (ঘ) মাইকেল মধুসূদনের পত্রাবলী।
১১. পাঠ্য ‘চিঠি’গুলি মাইকেল মধুসূদন দত্ত কোন ভাষায় লিখেছিলেন ?
(ক) বাংলা
(খ) ইংরেজি
(গ) সংস্কৃত
(ঘ) হিন্দি
উঃ (খ) ইংরেজি।
১২. “জার্মান হচ্ছে অদ্ভুত ভাষা” কথাটি বলেছেন-
(ক) বিদ্যাসাগর
(খ) মধুসূদন
(গ) রাজনারায়ণ
(ঘ) গৌরদাস
উঃ (খ) মধুসূদন।
১৩. জার্মান ভাষার বর্ণমালা
(ক) গ্রিকের মতাে
(খ) ইতালীয়
(গ) রােমানের মতাে
(ঘ) রােমান নয়
উঃ (ঘ) রােমান নয়।
১৪. মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন ___________থেকে ।
(ক) কলকাতা
(খ) জার্মানি।
(গ) ফ্রান্স
(ঘ) লন্ডন
উঃ (গ) ফ্রান্স।
১৫.”হে প্রিয় বন্ধু’- প্রিয় বন্ধু কি হলেন-
(ক) রাজনারায়ণ
(খ) বিদ্যাসাগর
(গ) গৌরদাস
(ঘ) মধুসূদন
উঃ (খ) বিদ্যাসাগর।
১৬.গৌড় দাস কে লেখাপত্র অনুযায়ী সমুদ্রপথে ইংল্যান্ড যাত্রার ঠিক 22 দিন আগে মাইকেল কোথায় ছিলেন ?
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) লন্ডনে
(ঘ) ইতালিতে
উঃ (ক) কলকাতায়।
১৭.রাজনারায়ণ বসু কোন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ?
(ক) মেদিনীপুর গভর্মেন্ট স্কুল
(খ) মেদিনীপুর কলেজিয়েট স্কুল
(গ) মেদিনীপুর জেলা স্কুল
(ঘ) মেদিনীপুর কনভেন্ট স্কুল
উঃ (ক) মেদিনীপুর গভর্মেন্ট স্কুল।
১৮.. “হে আমার প্রিয় ও পুরাতন বন্ধু”-বন্ধুটি হলেন-
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রাজনারায়ণ বসু
(গ) মধুসূদন দত্ত
(ঘ) গৌরদাস বসাক
উঃ (ঘ) গৌরদাস বসাক।
১৯. মধুসুদন যে জাহাজে ইংল্যান্ড যাত্রা করেন সেই জাহাজটির নাম-
(ক) হর্ষবর্ধন
(খ)) সীলােন
(গ) ইউরেকা
(ঘ) ইংল্যান্ড মার্চেন্ট
উঃ (খ)) সীলােন।
২০.’অনেক হিন্দু মহিলা বইটি পড়েছেন’- বইটি হল –
(ক) বীরাঙ্গনা কাব্য
(খ) মেঘনাথবধ কাব্য
(গ) পদ্মাবতী কাব্য
(ঘ) ব্রজাঙ্গনা কাব্য
উঃ (খ) মেঘনাথবধ কাব্য।
২১.’আমি ষষ্ঠ সর্গ শেষ করেছি’- ষষ্ঠ সর্গের লাইন সংখ্যা-
(ক) ৭৪০
(খ) ৭৬০
(গ) ৭৫০
(ঘ) ৭৫৫
উঃ (গ) ৭৫০
২২.’আমি অকপট ও আন্তরিকভাবে তোমার সর্বশ্রেষ্ঠ অনুরাগী’- বক্তা-
(ক) রাজনারায়ণ
(খ) বিদ্যাসাগর
(গ) গৌরদাস
(ঘ) মধুসূদন
উঃ (ঘ) মধুসূদন।
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নোত্তর।
১. মধুসূদন দত্ত রচিত তিনটি চিঠির তরজমা করেছেন কে ?
উত্তরঃ মধুসূদন দত্ত রচিত চিঠি তিনটির তরজমা করেছেন সুশীল রায়।
২. মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে চিঠি লেখেন?
উত্তরঃ মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ৩ নভেম্বর, ১৮৬৪ সালে চিঠি লেখেন।
৩.মাইকেল মধুসূদন দত্ত কোন্ কোন্ বিদেশি ভাষা রপ্ত করেছিলেন?
উত্তরঃ বিদ্যাসাগরকে লেখা চিঠি অনুসারে মধুসূদন ফরাসি, ইতালীয় ভাষা প্রায় রপ্ত করেছিলেন, এরই সঙ্গে জার্মান ভাষাও রপ্ত করার চেষ্টা করছিলেন।
৪. বিদ্যাসাগরকে নিয়ে লেখা মধুসূদনের একটি সনেটের উল্লেখ করাে।
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা মধুসূদনের সনেট হল ‘পন্ডিতপ্রবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।’
৫. মধুসূদন কত খ্রিস্টাব্দে আইন পড়তে ইংল্যান্ডে যান?
উত্তরঃ মধুসূদন ১৮৬২ খ্রিস্টাব্দে আইন পড়তে ইংল্যান্ডে যান৷
৬. “বাঘের বিক্রম সম মাঘের হিমানী”— উক্তিটির মূল রচয়িতা কে?
উত্তরঃ উল্লিখিত উক্তিটির মূল রচয়িতা হলেন ভারতচন্দ্র রায়।
৭. বিদ্যাসাগর মধুসূদনকে বারংবার সাহায্য করেছেন—এমনই একটি ঘটনার উল্লেখ করাে।
উত্তরঃ ফ্রান্সের ভার্সাই শহরে থাকাকালীন মধুসূদন দত্ত চরম আর্থিক সংকটৈ পড়েন, সে সময় বিদ্যাসাগর তাঁকে টাকা পাঠিয়ে সাহায্য করেছিলেন।
৮. মধুসূদন ইউরােপের শীত সম্বন্ধে কী জানিয়েছেন?
উত্তরঃ শরৎকাল হওয়া সত্ত্বেও পত্র লেখক কে ঘরে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে এবং তিনি গায়ে অনেক গরম জামা পরে আছেন। আমাদের দেশের সবচেয়ে ঠান্ডা দিনের থেকেও ওখানে ছয় গুণ বেশি ঠান্ডা।
৯. মধুসূদন দত্ত কোন জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত বন্ধু গৌর দাসকে লেখা চিঠিতে ‘সীলোন’ নামক জাহাজে চলে যাওয়ার কথা বলেছিলেন।
১০. মধুসূদন দত্ত দ্বিতীয় পত্রে কাকে প্রিয় পুরাতন বন্ধু বলে সম্বোধন করেছেন ?
উত্তরঃ মধুসূদন দত্ত দ্বিতীয় পত্রের শুরুতে গৌরদাস বসাককে আমার প্রিয় ও পুরাতন বন্ধু বলে সম্বোধন করেছেন।
১১. দ্বিতীয় চিঠি লেখার আগের দিন মধুসূদন দত্ত কোথায় ছিলেন ?
উত্তরঃ দ্বিতীয় চিঠি লেখার আগের দিন মধুসূদন দত্ত মলটা নামক দেশে ছিলেন।
১২. মাইকেল কোন পত্রিকায় তার সমুদ্রযাত্রার এক সুদীর্ঘ ও বিস্তারিত বিবরণ লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন ?
উত্তরঃ মাইকেল ‘ইন্ডিয়ান ফিল্ড’ নামক পত্রিকায় তাঁর সমুদ্রযাত্রার এক সুদীর্ঘ ও বিস্তারিত বিবরণ লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
১৩. মধুসূদনের দ্বিতীয় চিঠিতে আমাদের দেশের কোন নদীর উল্লেখ আছে ?
উত্তরঃ মধুসূদনের দ্বিতীয় চিঠিতে আমাদের দেশের হুগলি নদীর উল্লেখ আছে।
১৪. ‘এই কাব্য অদ্ভুত রকমের জনপ্রিয় হয়ে উঠছে।’- কোন কাব্যের কথা বলা হয়েছে ?
উত্তরঃ প্রশ্নোদ্ধৃত অংশে মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের কথা বলা হয়েছে।
১৫.মাইকেল মধুসূদন দত্ত কাকে স্বর্গীয় কবি আখ্যা দিয়েছেন?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত মিল্টনকে স্বর্গীয় কবি আখ্যা দিয়েছেন।
১৬. মাইকেল মধুসূদন দত্ত যে তিনজন ব্যক্তিকে চিঠি লিখেছিলেন তাদের প্রত্যেকের পুরো নাম লেখ।
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গৌরদাস বসাক ও রাজনারায়ণ বসু।
১৭. ‘সীলোন’ জাহাজে চেপে মধুসূদন দত্ত কোথায় চলেছেন ?
উত্তরঃ সিলন নামক জাহাজে চেপে মাইকেল মধুসূদন দত্ত ‘লন্ডন’ চলেছেন।
👉শীঘ্রই আরো প্রশ্ন সংযোজন করা হবে।
Pingback: অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর | WBBSE Class 8 Bengali Question Answer - Prosnodekho -