Class 8 Bengali Second Unit Test Model Question Paper Set-4 | অষ্টম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র সেট-৪
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper
সিলেবাস/Syllabus —
সাহিত্যমেলা : কবিতা– দাঁড়াও, ছন্নছাড়া, হাওয়ার গান, পাড়াগাঁর দু-পহর ভালোবাসি, গড়াই নদীর তীরে।
গল্প/গদ্য– পল্লীসমাজ, গাছের কথা, কী করে বুঝব, নাটোরের কথা।
ছোটোদের পথের পাঁচালী : নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ।
ভাষাচর্চা : বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ।
নির্মিতি : এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, পত্ররচনা।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি বিষয় – বাংলা
পূর্ণমান ২৫ সময়- ৫০ মিনিট
Set-4
DAKSHIN BARASAT HIGH SCHOOL (H.S)
2nd Summative Evaluation
Class VIII Sub – Bengali
Full Marks – 25 Time: 50 Minutes
১। সঠিক উত্তরটিনর্বাচন করে লেখো। 1×4=4
২.১ এ গ্রামের একমাত্র ভরসা (হস্পিটালটা / একশো বিঘার মাঠটা / লিচু তলার মাঠটা)।
২.২ ডিম থেকে পাখির ছানা বের হয়- (জল / শিশির / উত্তাপ) পেলে।
২.৩ পার্কের বেঞ্চিতে থাকে- (বালি / ঝরাপাতা / কাদা)।
২৪ বুকুর বয়স (পাঁচ / ছয় / সাত / আট) বছর।
২। অতিসংক্ষিপ্ত উত্তর দাও : 1×5=5
২.১ চন্ডী মন্ডপে রমেশ কী করছিল ?
২.২ অপুর মায়ের নাম কী ?
২.৩ মাঠটা জলবন্দীর কারন কী ?
২.৪ দুর্বার ইচ্ছায় হাওয়া কী কী ছুঁয়ে যায় ?
২.৫ ‘মানুষই ফাঁদ পাতছে’-কবি কী বলতে চেয়েছেন ?
৩। সংক্ষেপে উত্তর দাও : 2×3=6
৩.১ ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে’ ডাহুক মেয়ে কারা ? তারা কাদের নিয়ে আসে ? তারা কী ভাবে কথা বলে ?
৩.২ বাচ্ছাদের সামনে গোপনে কথা বললে পরিনতি ভয়ঙ্কর হয় ‘কী করে বুঝাব’ গল্পে সেটি বলা হয়েছে-সংক্ষেপে লেখো।
৪। প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো : 1+1
(ক) রমা চুপ করিয়া রহিল (না সূচক বাক্যে)
(খ) লোকটা জানলই না (হ্যাঁ সূচক বাক্যে)
৪.২ ধাতু কাকে বলে ? ধাতু থেকে কী ভাবে ক্রিয়াপদ গঠন করা যায় ? 1+1
৪.৩ ‘সে বাড়ি এসে।’– কোন শ্রেণির ক্রিয়াপদ ও কেন ? 1+1
৪.৪ ‘আমরা ভাইজ্যাগ যাবো এবং চারদিন থাকব।’– কোন শ্রেণির অব্যয়। 1
৪.৫ ‘মাথা’-শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে বাক্যের মধ্যে প্রয়োগ করো (তিনটি) : 3
📌আরও পড়ুনঃ
অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here