Class 8 Bengali Second Unit Test Model Question Paper Set-5 | অষ্টম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৫
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper
সিলেবাস/Syllabus —
সাহিত্যমেলা : কবিতা– দাঁড়াও, ছন্নছাড়া, হাওয়ার গান, পাড়াগাঁর দু-পহর ভালোবাসি, গড়াই নদীর তীরে।
গল্প/গদ্য– পল্লীসমাজ, গাছের কথা, কী করে বুঝব, নাটোরের কথা।
ছোটোদের পথের পাঁচালী : নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ।
ভাষাচর্চা : বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ।
নির্মিতি : এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, পত্ররচনা।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি বিষয় – বাংলা
পূর্ণমান ২৫ সময়- ৫০ মিনিট
Set-5
১। পূর্ণবাক্যে উত্তর দাও : ১×১১=১১
(ক) কোন নৃত্যশৈলীর সঙ্গে কবি বনময়ূরের নৃত্যের তুলনা করেছেন ?
(খ) বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল ?
(গ) পথচলতি গদ্যাংশে কোন্ বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে ?’
(ঘ) ‘একটি চড়ুই পাখি’ কবিতায় রাত্রির নির্জন ঘরে কারা বাস করে ?
(ঙ) কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি কাব্যগ্রন্থের নাম লেখো।
(চ) “পল্লীসমাজ” রচনাংশটির মূল গ্রন্থ কী ?
(ছ) পল্লীসমাজ গল্পে উল্লিখিত গ্রামের একমাত্র ভরসা কী ছিল ?
(জ) ‘পথে এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা’-বক্তা কে ?
(ঝ) ‘বিষয় আমার ভাইয়ের’- এখানে ভাই বলতে কার কথা বোঝানো হয়েছে ?
(ঞ) ‘আমি এর জবাব দিলুম….’-বক্তা কোন ভাষায় জবাব দিয়েছিলেন ?
(ট) খুশ-হাল খাঁ খট্টর কে ছিলেন ?
২। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
২×২=৪
(ক) ‘পরবাসী’ কবিতায় কবি হরিণের জলপান প্রসঙ্গে পৌরাণিক সিন্ধু মুনির উল্লেখ করেছেন কেন ?
(খ) ‘এইভাবে যথাকালে কলকাতাতে এসে পৌঁছলুম’– কলকাতায় পৌঁছে বক্তার কী মনে হলো ?
(গ) “মানুষ হয়ে পাশে দাঁড়াও”- এখানে মানুষ বলতে কী বোঝানো হয়েছে ?
৩। নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : ১x৫=৫
(ক) “কৌতুহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে”– উদ্ধৃতাংশটি কোন কবিতার
অংশ ? চড়ুই পাখিটির চোখ কৌতূহলী কেন ? তার চোখে কবির সংসারের কোন্ চালচিত্র ধরা পড়ে ? ১+৩+১
অথবা
(খ) “মানুষ খাঁটি কি না, চেনা যায় শুধু টাকার সম্পর্কে”– উদ্ধৃতাংশটি কার লেখা, কোন রচনার অংশ ? কে, কার সম্পর্কে একথা বলেছিল ? সে কেন এ কথা বলেছিল ?
৪। (ক) উদাহরণ সহ স্বরভক্তি-বা বিপ্রকর্ষ কাকে বলে লেখ। ২
(খ) ‘বাড়’- মূল শব্দ ও ধ্বনি পরিবর্তনের নিয়মটি লেখ। ১
(গ) ‘চোখ’ শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখ। ১+১
📌আরও পড়ুনঃ
অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here