Class 8 Bengali Second Unit Test Model Question Paper Set-6 | অষ্টম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৬
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper
সিলেবাস/Syllabus —
সাহিত্যমেলা : কবিতা– দাঁড়াও, ছন্নছাড়া, হাওয়ার গান, পাড়াগাঁর দু-পহর ভালোবাসি, গড়াই নদীর তীরে।
গল্প/গদ্য– পল্লীসমাজ, গাছের কথা, কী করে বুঝব, নাটোরের কথা।
ছোটোদের পথের পাঁচালী : নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ।
ভাষাচর্চা : বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ।
নির্মিতি : এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, পত্ররচনা।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি বিষয় – বাংলা
পূর্ণমান ২৫ সময়- ৫০ মিনিট
Set-6
১। সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি পুনরায় লেখ: ১×৪=৪
(ক) ‘পল্লিসমাজ’ গদ্যাংশে (একশো / সত্তর / বিশ) বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা আছে।
(খ) বুকুর স্কুলের নাম ছিল (আদর্শবিদ্যাপীঠ / আদর্শ শিক্ষানিকেতন / আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান)
(গ) জগদীশ চন্দ্র বসু গাছ, পাখি, কীটপতঙ্গকে (কষ্ট দিতেন / ভালোবাসতেন / ঘৃণা করতেন)।
(ঘ) কুটির খানরে লতাপাতাফুল (পাতায় / মায়ায়/ শাখায়) রয়েছে ঘিরে।
২। দু-একটি বাক্যে উত্তর দাওঃ (চারটি)
১×৪=৪
(ক) ‘বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়’– বৃক্ষশিশু কোথায় নিদ্রা যায় ?
(খ) ‘হয়তো ভাবে’– কে কীভাবে বলে কবি তারাপদ রায় মনে করেন ?
(গ) ডাম্বলকে স্কুলে ভরতি করা হয়নি কেন ?
(ঘ) পারবিনে কেন ? কে কোন্ কাজটি করতে পারবে না ?
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (দুইটি) : ৩×২=৬
(ক) ‘মানুষ বড়ো কাঁদছে’- কী কারণে কবি শক্তি চট্টোপাধ্যায় এই কথা বলেছেন?
(খ) ‘মানুষ খাঁটি কি না, চেনা যায় শুধু টাকার সম্পর্কে’-কে, কার সম্পর্কে এবং কেন এ কথা বলেছিল ?
(গ) ‘ড্রাইভার বলল, ওদিকে যাব না’-ওদিকে না যেতে চাওয়ার কারণ কী কবিতা অনুসারে উত্তর দাও।
৪। নীচের প্রশ্নগুলি নির্দেশানুসারে উত্তর দাওঃ (তিনটি) ২ × ৩ = ৬
(ক) (i) কোন্ ধরনের সর্বনাম পদ লেখ (দুটি) : আপনি, সব, উনি।
(ii) কোন্ ধরনের অব্যয় পদ লেখ (২টি) : ধেৎ, এবং, তো।
(খ) অনুজ্ঞা বাচক বাক্য কাকে বলে ? উদাহরণ দাও।
(গ) বাক্য পরিবর্তন করো : (২টি) ১×২=২
(i) বেণীর মুখ গম্ভীর হইল। (নঞর্থক বাক্যে)
(ii) লোকটা জানলই না (অস্ত্যর্থক বাক্যে)
(iii) শিমুল গাছ অনেকে দেখিয়াছে। (প্রশ্নবোধক বাক্যে)
(ঘ) নীচের প্রবাদগুলিকে বাক্যে সার্থকভাবে ব্যবহার করো : (২টি) ১×২=২
(i) নুন আনতে পান্তা ফুরোয়।
(ii) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
(iii) দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।
৫। নীচের প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর দাওঃ (পাঁচটি) : ১×৫=৫
(ক) ‘কম দুষ্টু মেয়ে নাকি’– কে, কোন দুষ্টু মেয়ের কথা বলেছে ?
(খ) অপু দুর্গাকে কোথায় কোথায় খুঁজে ছিল ?
(গ) অপুর বইয়ের দফতরে কোন্ সালের পাঁজি ছিল ?
উত্তরঃ অপুর বইয়ের দফতরে ১৩০৩ সালের পাঁজি ছিল ।
(ঘ) মহাভারতের কোন্ কাহিনি অপুর শুনতে ভালো লাগত ?
(ঙ) অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল ? গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন্ কাজ করতেন ?
(চ) পাঠশালা কখন বসত ? সেখানে কতজন ছাত্রছাত্রী ছিল ?
(ছ) মহাভারতের কোন্ চরিত্র অপুর ভাল লাগত ?
📌আরও পড়ুনঃ
অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here