Class 8 Bengali Second Unit Test Model Question Paper Set-7 | অষ্টম শ্রেণি বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট-৭
📌 অষ্টম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Class 8 All Subject Question Paper
সিলেবাস/Syllabus —
সাহিত্যমেলা : কবিতা– দাঁড়াও, ছন্নছাড়া, হাওয়ার গান, পাড়াগাঁর দু-পহর ভালোবাসি, গড়াই নদীর তীরে।
গল্প/গদ্য– পল্লীসমাজ, গাছের কথা, কী করে বুঝব, নাটোরের কথা।
ছোটোদের পথের পাঁচালী : নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ।
ভাষাচর্চা : বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ।
নির্মিতি : এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, পত্ররচনা।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি বিষয় – বাংলা
পূর্ণমান ২৫ সময়- ৫০ মিনিট
Set-7
১। সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি পুনরায় লেখঃ 1×3=3
(ক) বাঁধ কেটে জল বার করতে চায়নি– (রমেশ / বেণী ঘোষাল / গোপাল সরকার)
(খ) বুকুর স্কুলের নাম ছিল– (আদর্শ বিদ্যাপীঠ / আদর্শ শিক্ষা নিকেতন / আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান)
(গ) ‘একটি চড়ুই পাখি’ কবিতাটির রচয়িতা হলেন- (তারাপদ রায় / তারাপদ মুখোপাধ্যায়/ তারাপদ ঘোষ)
২। একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাওঃ (চারটি) : 1×4=4
(ক) ‘কে জানে পাগলা – টাগলা হয়ে যাবে নাকি’– কে কার সম্পর্কে এই মন্তব্য করেছেন ?
(খ) ‘বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়’-বৃক্ষশিশু কোথায় নিদ্রা যায় ?
(গ) ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে ?
(ঘ) ‘পারবিনে কেন ?’– উদ্দিষ্ট ব্যক্তি কেন কাজটি করতে পারবে না ?
(ঙ) মাস্তুলে দীপ জ্বলে কেন ?
৩। নীচের প্রশ্নগুলির অতি সংক্ষীপ্ত উত্তর দাওঃ (দুটি) 3×2=6
(ক) ‘আগে এসব কিছুই জানিতাম না’– কোন বিষয়টি লেখকের অজানা ছিল?
(খ) ‘মানুষ বড়ো কাঁদছে’– কী কারনে কবি শক্তি চট্যোপাধ্যায় একথা বলেছেন?
(গ) ‘মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে’– কে, কেন একথা বলেছিল ?
(ঘ) ‘সিঁড়ি ভেঙে আর উঠতে পারব না বাবা’– কারা একথা বলেছেন ? তাঁরা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন ?
৪। নির্দেশানুসারে উত্তর দাও :
(ক) সকল বাচক এবং আত্মবাচক সর্বনামের দুটি করে উদাহরন দাও। 2
(খ) ‘ধেৎ’ অথবা ‘তো’ কী ধরনের অব্যয় বাক্যে ব্যবহার করে দেখাও। 1
(গ) রমা চুপ করিয়া রহিল। (না সূচক বাক্যে পরিবর্তন করো) 1
(ঘ) সব পথে বৃথাই ঘুরেছি। (প্রশ্ন বোধক বাক্যে পরিবর্তন করো) 1
৫। নিম্ন যেকোন দুটি প্রবাদ বাক্য ব্যাবহার করো : 1½×2=3
(ক) শূন্য কলসীর অওয়াজ বেশি।
(খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
(গ) এক হাতে তালি বাজে না।
৬। যে-কোন চারটি প্রশ্নের উত্তর দাও : 1×4=4
(ক) অপুর বাবা ও মায়ের নাম কী ?
(খ) অপু নীলকণ্ঠ পাখি কোথায় দেখেছিল ?
(গ) দুর্গাকে কেমন দেখতে ছিল ?
(ঘ) অপুর বাবা কোথায় কাজ করতো ?
(ঙ) মহাভারতের কোন্ কাহিনী অপুর শুনতে ভালো লাগত ?
📌আরও পড়ুনঃ
অষ্টম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র | All Subject Unit Test Question Paper Click Here
📌 অষ্টম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here